অনলাইন ইনকাম সাইট থেকে সার্ভে করে কিভাবে আয় করবেন?

informationbangla.com default featured image compressed

আজকে আমি আপনাদের বলব অনলাইনে সার্ভে করে কিভাবে টাকা আয় করা যায়। তবে সেজন্য আপনাকে অবশ্যই কিছু পেইড সার্ভে ওয়েবসাইট বা পি টি সি সাইট এর ব্যাপারে জানতে হবে যেগুলো থেকে আপনি আয় করতে পারবেন।

অনলাইন ইনকাম সাইট থেকে সার্ভে করে আয়

আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল থাকে তাহলে আপনি এই পেইড সার্ভে ওয়েবসাইটগুলো থেকে টাকা আয় করতে পারবেন।

বর্তমানে অনলাইনে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। তবে তার মধ্যে অন্যতম উপায় হলো ব্লগিং করে এবং ইউটিউবিং করে টাকা আয় করা। এই দুটোই বর্তমানে অনলাইনে টাকা আয় করার সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক মাধ্যম।

অবশ্য এই দুটির মাধ্যমে আপনি যদি টাকায় করতে চান তবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনলাইনে অনেক বেশি সময় ব্যয় করতে হবে। এছাড়াও আপনার অনেক জ্ঞান থাকা লাগবে এসব বিষয়ে।

তাই যদি কেউ সহজেই মাত্র দিনে কয়েক ঘন্টা অনলাইনে কাজ করে পার্ট টাইম আয় করার কথা ভাবেন তাহলে অনলাইন সার্ভেতে কাজ করা আপনার জন্য অনেক উপকারী হবে। প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করে প্রায় ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করে ফেলা যায়। তাই এই পদ্ধতিটি আপনার জন্য যথেষ্ট সহজ এবং লাভজনক হবে।

ছাত্র-ছাত্রীরা এবং যেসব মানুষ ঘরের কাজ করে তারা চাইলে পড়াশোনা বা ঘরের কাজের পাশাপাশি পার্ট টাইম জব করে কিছু টাকা আয় করতে পারেন।

আপনি যদি অনলাইন সার্ভেতে কাজ করতে চান তবে মনে রাখবেন ইন্টারনেটে এমন অনেক সার্ভে ওয়েবসাইট আছে যেগুলো ভুয়া এবং আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে ঠিকই কিন্তু পরে আপনাকে টাকা দিবেনা।

এজন্য সার্ভে ওয়েবসাইটগুলোতে কাজ করার আগে আপনি ভালো করে জেনে নেবেন যে সেগুলো আসলেই আপনাকে টাকা দিবে নাকি ভুয়া। নাহলে প্রতারিত হতে পারেন।

আপনার মনে হতে পারে এই বিষয়গুলো জানা অনেক কঠিন। কিন্তু এটা সহজেই জানা যায় কোন একটি ওয়েবসাইট ভুয়া নাকি আসল!

একটি ওয়েবসাইট একদম জেনুইন কিনা, ঠিকমতো পেমেন্ট করে কিনা এসব বিষয়গুলো আপনি অনলাইন রিভিউ পড়ে জেনে নিতে পারেন।

যদি দেখেন পজিটিভ রিভিউ সংখ্যা বেশি সে ক্ষেত্রে আপনি ওয়েবসাইটগুলোকে সহজেই বিশ্বাস করতে পারেন। তারপর সেখানে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারেন।

তবুও আমরা আপনাদের সুবিধার্থে ৫ টি সেরা এবং জনপ্রিয় অনলাইন সার্ভে ওয়েবসাইট বা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে জানাবো যেগুলোতে সার্ভে করে আপনি টাকা আয় করতে পারবেন।

(১) পেইড সার্ভে কি? (What Is Paid Survey?)

আপনি যদি অনলাইন সার্ভে শুরু করতে চান তবে আপনাকে এটি সম্পর্কে আগে ভালো করে জেনে নিতে হবে। এক্ষেত্রে প্রথমেই প্রশ্ন আসে অনলাইন সার্ভেটা আসলে কি?

অনলাইন সার্ভে বা অনলাইন জরিপ হল এমন একটি বিষয় যেখানে কোন একটা কোম্পানি কিছু টার্গেট অডিয়েন্স দের প্রশ্ন করবে এবং অডিয়েন্স হিসেবে আপনি সেগুলোর উত্তর দিবেন। এসব প্রশ্ন বিভিন্ন বিষয়ের উপর হয়ে থাকে যেমন কোম্পানির প্রোডাক্ট কেমন বা সার্ভিস কেমন কিংবা অন্যান্য যে কোন প্রয়োজনীয় বিষয়।

এরকম করার মানে হচ্ছে বেশিরভাগ কোম্পানি তাদের কোম্পানির পণ্য বা বাস সার্ভিস সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া জানতে চায়। আর এজন্য তারা বিভিন্ন সার্ভে ওয়েবসাইটগুলোতে টাকা ইনভেস্ট করেন।

কোন কোম্পানি টাকা ইনভেস্ট করলে সার্ভে ওয়েবসাইটগুলো সেই কোম্পানির প্রোডাক্ট কিংবা সার্ভিস বিষয়ক বিভিন্ন প্রশ্ন আপনার আমার মত লোকেদের কাছে তুলে ধরে।

আমরা সেগুলোর উত্তর দেই এবং এর মাধ্যমে কোম্পানি সম্পর্কে মানুষের ধারণা কি তা কোম্পানি জানতে পারে। মতামত দেওয়ার জন্য সার্ভে সাইটগুলো আমাদের কিছু টাকা দেয়।

মূলত এই বিষয়টাকে আমরা সার্ভে বলে থাকি।

(২) অনলাইন সার্ভে করে কিভাবে আয় শুরু করবেন?

সার্ভে করে টাকা আয় করতে চাইলে আপনাকে এমন ওয়েবসাইট বের করতে হবে যারা আপনাকে সার্ভের কাজ দেবে। অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে অনলাইন সার্ভের জন্য টাকা দিবে।

তারপর সেগুলো থেকে ভালো একটি ওয়েবসাইট বেছে নিয়ে আপনাকে সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট করা হয়ে গেলে সেই সার্ভে ওয়েবসাইট থেকে আপনাকে প্রত্যেকদিন কিছু না কিছু নতুন সার্ভের কাজ দেওয়া হবে।

প্রতিদিন মাত্র ২-৩ ঘন্টা কাজ করলেই আপনি অনেকগুলো সার্ভের উত্তর দিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটি সার্ভে সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে তারা তাদের উল্লেখিত টাকার পরিমাণ অনুযায়ী টাকা আপনার একাউন্টে জমা করে দিবে।

একেকটি সার্ভের সম্পন্ন করতে আপনার ৫ থেকে ১৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। কতটুকু সময় লাগবে তা নির্ভর করে সার্ভেতে কি পরিমান জিনিস জানতে চাওয়া হয়।

সার্ভেতে উল্লেখিত প্রশ্নের উত্তর বা মতামত দিলে তারা আপনাকে কিছু পরিমাণ টাকা দিবে। কোন সার্ভেতে আপনি কত টাকা পাবেন সেটা আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে।

আশা করি অনলাইন সার্ভে সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তো চলুন এখন আমরা সার্ভে ওয়েবসাইট গুলোর মধ্যে পাঁচটি সেরা সার্ভে ওয়েবসাইট সম্পর্কে জেনে নেই যাতে আপনার শুরু করতে সুবিধা হয়।

(৩) জনপ্রিয় ৫টি পেইড সার্ভে ওয়েবসাইট (5 Popular sarvey website)

এখন আপনাদের যে ওয়েবসাইটগুলো সম্পর্কে বলবো সেগুলোর অনলাইন রিভিউ অনেক পজিটিভ। তাই এই অনলাইন ইনকাম সাইট গুলো থেকে আপনি ভালো মানের টাকা পেতে পারেন। এই ওয়েবসাইটগুলো ২০১৯ সালের সেরা সার্ভে ওয়েবসাইট হিসেবে পরিচিত।

ক) Viewpointpanel

পেইড সার্ভে ওয়েবসাইট বা অনলাইন ইনকাম সাইট গুলোর মধ্যে Viewpointpanel অন্যতম। এটা থেকে পেইড সার্ভে করে ইনকাম করার অনেক সুযোগ রয়েছে। এখানে আপনি বিনামূল্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার জন্য তারা সার্ভে ইনভিটেশন পাঠাবে। প্রতিটি সার্ভের ইনভিটেশন এ কি পরিমান টাকা দিবে তা উল্লেখ করা থাকবে।

তবে এখান থেকে টাকা তুলতে হলে আপনাকে প্রথমে কমপক্ষে ১২.৫০ ডলার আয় করতে হবে। আপনার আয় করা টাকা আপনি পেপালের মাধ্যমে তুলে নিতে পারবেন।

প্রত্যেকটা সার্ভিস সম্পন্ন করার পর ওয়েবসাইট থেকে আপনি ০.৫০ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত পেয়ে যেতে পারেন।

ভিজিট ওয়েবসাইটঃ Viewpointpanel

খ)  Toluna

Toluna একটি জনপ্রিয় পিটিসি ওয়েবসাইট। একটি ফ্রী একাউন্ট খোলার মাধ্যমে আপনি ওখানে বিভিন্ন ধরনের সার্ভের কাজ পেতে পারেন।

এই সাইটে বিভিন্ন রকম সার্ভের জন্য পয়েন্ট দেওয়া হয়। পয়েন্টের পরিমান সার্ভে ভেদে বিভিন্ন পরিমান হতে পারে। পয়েন্টের পরিমান ১৫ থেকে শুরু ১০ হাজার পর্যন্ত হয়ে থাকে।

পয়েন্ট ভাঙানোর ক্ষেত্রে প্রতি ৩০০ পয়েন্ট = ১ ডলার। সার্ভে যত বেশি দীর্ঘ পয়েন্টের পরিমান তত বেশি। এই ওয়েবসাইটের সার্ভে মোবাইল দিয়েও করা যায়।

এছাড়া এখানে আপনি বিভিন্ন কনটেন্ট যেমন, Poll বা বিভিন্ন Topic তৈরি করার মাধ্যমে পয়েন্টের পরিমান বাড়াতে পারবেন। পয়েন্ট ভাঙানোর ক্ষেত্রে আপনি PayPal ব্যবহার করতে পারেন।

ভিজিট ওয়েবসাইটঃ Toluna

গ) Ysense

Ysense সম্পর্কে আমরা আগেও বলেছি। এটি নিঃসন্দেহে একটি জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট। এখান থেকে আয় করা অনেক সহজ কারণ এখানে অধিক পরিমাণ টাকা দেওয়া হয় কিছু কিছু পেট সার্ভের জন্য।

তাছাড়া প্রতিদিন এখানে নতুন নতুন ছাড়বে পাওয়া যায়। এটি সম্পূর্ণ জেনুইন ওয়েবসাইট হওয়াই অনেকে এখান থেকে টাকা আয় করেন।

কেউ যদি এখানে প্রত্যেকদিন 5 থেকে 6 ঘন্টা কাজ করেন তাহলে অনায়াসে তিনি দৈনিক 10 থেকে 20 ডলার পর্যন্ত আয় করে নিতে পারবেন।

Ysense শুধুমাত্র একটি পেইড সার্ভে ওয়েব সাইট নয়। এছাড়াও এখানে অনেক ভাবে ইনকাম করা যায়। যেমন, ক্যাশ অফার, পেইড গেমস, স্মল টাস্ক, রেফারাল ইত্যাদি বিভিন্ন ওয়েতে এখানে আয় করা যায়।

প্রতিটি সার্ভে কমপ্লিট করে আপনি এখান থেকে 0.20 ডলার থেকে 2 ডলার পর্যন্ত কামিয়ে নিতে পারবেন। আয় করা টাকা আপনি পেপাল বা পেওনিয়ারের মাধ্যমে তুলে নিতে পারবেন।

ভিজিট ওয়েবসাইটঃ Ysense

ঘ) Paidviewpoints

Paidviewpoints এ প্রত্যেক সার্ভের জন্য কিছু পরিমানে টাকা পুরস্কার হিসেবে দেয়া হয়।

তবে এই ওয়েবসাইটের ব্যাপারে বিশেষ কোনো রিভিউ ইন্টারনেটে তেমন পাওয়া যায়না, যদিও কিছু সংখক লোকেরা এখানে সার্ভে করে টাকা আয় করার কথা বলেছেন।

তবে এই ওয়েবসাইট কতটা জেনুইন সেটা বলাটা একটু কঠিন।

এই ওয়েবসাইটে signup বা registration করার সাথে সাথে আপনাকে প্রায় ১ ডলার উপহার হিসেবে দেয়া হয়।

আপনার একাউন্টে সার্ভে করে ১৫ ডলার টাকা জমা হয়ে গেলে PayPal এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এখানে দেয়া বেশির ভাগ সার্ভে গুলি ৫ থেকে ৬ মিনিটের ভেতরে থাকে।

ভিজিট ওয়েবসাইটঃ Paidviewpoints

ঙ) Neobux 

Neobux অনেক জনপ্রিয় এবং ট্রাস্টেড একটি এইট সার্ভিস ওয়েবসাইট। তবে এখানে সার্ভে ছাড়াও টাকা আয় করার আরো কয়েকটি মাধ্যম রয়েছে। আপনি চাইলে এখানে অনলাইনে বিজ্ঞাপন দেখে কেউ টাকা আয় করতে পারবেন।

বিভিন্ন অনলাইন রিভিউ থেকে জানা যায় নেওবুক্স একটি বিশ্বস্ত এবং বাল ওয়েবসাইট। এখান থেকে প্রতিমাসে মোটামুটি ভালো মানের টাকা ইনকাম করা যায়।

অন্যান্য পিটিসি সাইট গুলোর মত এখানেও আপনি পারেন সিস্টেম পাবেন। আপনি যত বেশি রেফার করবেন আপনার আয় কত বাড়বে। নিওবাক্স কে মূলত পেইড সার্ভে সাইট এবং বিজ্ঞাপন দেখে আয় করার ফেরা ওয়েবসাইট হিসেবে ধরা হয়।

ভিজিট ওয়েবসাইটঃ Neobux


আজ এ পর্যন্তই।আশা করি আপনাদেরকে বিভিন্ন অনলাইন ইনকাম সাইট গুলো থেকে কিভাবে আয় করবেন সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি। এরপরও আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।

ব্লগ টি ভাল লাগলে ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ঘরে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলা কীওয়ার্ড রিসার্চের জন্য সেরা টুল বা পদ্ধতিঃ গুগল অটো-সাজেস্ট ও কীওয়ার্ড সার্ফার

বাংলা কীওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে সেরা ২টি টুল বা পদ্ধতিঃ গুগল অটো-সাজেস্ট ও কীওয়ার্ড সার্ফার

আলোচ্য বিষয়: (১) (১) কীওয়ার্ড কি? কেন কীওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ? (২) গুগল অটো-সাজেস্ট: ফ্রি এবং দ্রুত কীওয়ার্ড আইডিয়া (৩) কীওয়ার্ড সার্ফার: ফ্রি ও সাথে সার্চ ভলিউম দেখায় (৪) বাংলা কীওয়ার্ড রিসার্চ টুল দুটির তুলনা (৬) কীওয়ার্ড রিসার্চের জন্য অতিরিক্ত কিছু টিপস (৭) শেষ কথা Read
সোস্যাল মিডিয়া থেকে ইনকাম করুন লক্ষ টাকা

সোস্যাল মিডিয়া থেকে ইনকাম করুন লক্ষ টাকা

আলোচ্য বিষয়: (১) সোস্যাল মিডিয়াতে যেসকল কাজ করে ইনকাম করা যায় (২) কোথায় সোস্যাল মিডিয়ার কাজ পাবেন? Read
ওভার ট্রেডিং থেকে মুক্ত থাকুন

ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট ধরে রাখার ৮টি প্র্যাকটিক্যাল উপায়ঃ ওভার ট্রেডিং থেকে মুক্ত থাকুন

আলোচ্য বিষয়: ফরেক্স ট্রেডিংয়ের জগতে প্রবেশ করেছেন, কিন্তু ওভার ট্রেডিংয়ের ফাঁদে পড়ে আপনার মূলধন হারাচ্ছেন? ওভার ট্রেডিং একটি সাধারণ সমস্যা যা নতুন এবং অভিজ্ঞ ট্রেডারদের মধ্যেও দেখা যায়। এটি লোভ, ভয়, বা আবেগের কারণে ঘটে, যা আপনার প্রফিটকে নষ্ট করে এবং ছোট লসকে বড় করে তোলে। এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব কীভাবে আপনি ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারেন এবং আটটি প্র্যাকটিক্যাল উপায়ের মাধ্যমে আপনার ট্রেডিংকে নিয়ন্ত্রিত ও লাভজনক করতে পারেন। চলুন, শুরু করা যাক! Read
ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ও অসুবিধা

ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ও অসুবিধা

আলোচ্য বিষয়: ফ্রিল্যান্সিং আজকাল একটি জনপ্রিয় ক্যারিয়ার অপশন, কিন্তু এটি সবার জন্য নয়। এই বিস্তারিত আলোচনাটিতে আমরা ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। (১) ফ্রিল্যান্সিং কী এবং কেন এটি আলাদা? (২) ফ্রিল্যান্সিংয়ের অসুবিধাসমূহ (৩) ফ্রিল্যান্সিংয়ের সুবিধাসমূহ (৪) ফ্রিল্যান্সিং করে সফল হওয়ার মূলমন্ত্র (৫) ফ্রিল্যান্সিং আপনার জন্য কিনা—তা মূল্যায়ন করুন (৬) শেষ কথাঃ ফ্রিল্যান্সিংয়ের সত্যিকারের বাস্তবতা Read
কোনো দক্ষতা ছাড়াই ফ্রিল্যান্সিংয়ে মাসে ১৫-২০ হাজার টাকা আয় সম্ভব কি

কোনো দক্ষতা ছাড়াই ফ্রিল্যান্সিংয়ে মাসে ১৫-২০ হাজার টাকা আয় সম্ভব কি?

আলোচ্য বিষয়: সত্যিই কি কোনো দক্ষতা ছাড়াই ফাইবার বা অন্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে মাসে ১৫-২০ হাজার টাকা আয় করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে এই ব্লগ পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে ফ্রিল্যান্সিংয়ের সহজ কাজ, ব্যবহার্য টুলস, সম্ভাব্য আয়, এবং বাস্তবতা নিয়ে আলোচনা করা হবে, যাতে পাঠকরা স্পষ্ট ধারণা পান এবং সঠিক পথে এগিয়ে যেতে পারেন। Read
ফ্রিল্যান্সিং করে সফল হবার ৬টি টিপস

ফ্রিল্যান্সিং করে সফল হবার ৬টি টিপস

আলোচ্য বিষয়: এই লেখায় আমরা জানবো, কেন অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিং শুরু করেও সফল হতে পারে না, এবং যারা সফল হয়, তাদের মাঝে কী কী গুণ থাকে। Read
informationbangla.com default featured image compressed

১০টি ব্রিলিয়েন্ট ইউটিউব চ্যানেল আইডিয়ায় লক্ষ টাকা ইনকাম করুন

আলোচ্য বিষয়: (১) গান ও বিনোদন মূলক ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (২) সামাজিক ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (৩) সাম্প্রতিক ঘটনা ইউটিউব চ্যানেল আইডিয়া (৪) ভ্রমণ বিষয়ক ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (৫) সপিং বিষয়ক ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (৬) সাজ-সজ্জা নিয়ে ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (৭) শিক্ষা বিষয়ক ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (৮) রান্না-বান্না বিষয়ক ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (৯) রহস্যময় ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া (১০) গেইম ও প্রতিক্রিয়া ভিডিও ইউটিউব চ্যানেল আইডিয়া Read
informationbangla.com default featured image compressed

অনলাইন ইনকাম সাইট থেকে সার্ভে করে কিভাবে আয় করবেন?

আলোচ্য বিষয়: (১) পেইড সার্ভে কি? (What Is Paid Survey?) (২) অনলাইন সার্ভে করে কিভাবে আয় শুরু করবেন? (৩) জনপ্রিয় ৫টি পেইড সার্ভে ওয়েবসাইট (5 Popular sarvey website) Read
informationbangla.com default featured image compressed

বেশি বেশি আয় করা যায় এমন সেরা ৫টি ফ্রিল্যান্সিং কাজ

আলোচ্য বিষয়: বর্তমানে ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর একটি। অনেকে প্রশ্ন করেন—কোন ফ্রিল্যান্সিং কাজগুলো থেকে বেশি বেশি আয় করা যায়? আসলে কিছু নির্দিষ্ট স্কিল শিখে নিলে অল্প সময়েই ভালো ইনকাম করা সম্ভব। এই পোস্টে আমরা আলোচনা করব বেশি আয় করা যায় এমন সেরা ৫টি ফ্রিল্যান্সিং কাজ নিয়ে, যেগুলোর চাহিদা সর্বদা বেশি এবং আয়ের সম্ভাবনাও তুলনামূলক উঁচু। Read
informationbangla.com default featured image compressed

সিপিএ মার্কেটিং কি? নতুনদের জন্য সিপিএ মার্কেটিং করে আয় করার টিপস

আলোচ্য বিষয়: আপনি যদি অনলাইনে ইনকাম নিয়ে ইন্টারনেটের ঘাটাঘাটি করে থাকেন, তবে নিশ্চয় সিপিএ মার্কেটিং (CPA Marketing) নিয়ে আপনার মাথায় একবার হলেও প্রশ্ন এসেছে। এখানে আমরা সিপিএ মার্কেটিং কি? নতুনদের জন্য সিপিএ মার্কেটিং করে আয় করার কিছু টিপস জানব। Read