আইসোটোপ কাকে বলে? আইসোটোপের ধর্ম, বৈশিষ্ট্য ও ব্যবহার

আইসোটোপ কাকে বলে, আইসোটোপের ধর্ম, বৈশিষ্ট্য ও ব্যবহার

বন্ধুরা, আজকের আর্টিকেলে আমরা আইসোটোপ কাকে বলে? আইসোটোপের ধর্ম, বৈশিষ্ট্য ও ব্যবহার, আইসোবার, আইসোটোন, আইসোমার, রেডিও আইসোটোপ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে আর দেরি না করে চলুন এসব বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

(১) আইসোটোপ কাকে বলে? Isotope কি?

আইসোটোপ কাকে বলে, Isotope কি

আইসোটোপ কাকে বলে: যেসকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটোপ বলে। আইসোটোপ সাধারণত একই মৌলের পরমাণুর ক্ষেত্রে হয়ে থাকে।

Isotope কি: যে সকল মৌলের বিভিন্ন ধরনের পরমাণু  থাকে এবং এদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে আইসোটোপ বলা হয়।

যেমন, হাইড্রোজেনের ৩টি আইসোটোপ। এগুলো হলো-

  1. প্রোটিয়াম 1H1
  2. ডিউটেরিয়াম 1H2
  3. ট্রিটিয়াম 1H3

উদাহরণ স্বরূপ আরও বলা যায় যে, বেশিরভাগ কার্বনের পরমাণুতে ৬টি প্রোটন এবং ৬টি নিউট্রন থাকে। কিন্তু কার্বনের কিছু পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রন থাকে। আর একারণে বলা হয় কার্বন এ তিনটি আইসোটোপ থাকে।

আবার বলা যায়, ইউরেনিয়ামের ৩টি আইসোটোপ রয়েছে। এগুলো হলো-

  1. 92U234
  2. 92U235
  3. 92U238

(২) আইসোটোপের ধর্ম

আইসোটোপ কাকে বলে, আইসোটোপের ধর্ম, বৈশিষ্ট্য ও ব্যবহার

আইসোটোপের ধর্মগুলো হলো-

  • আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে থাকে।
  • আইসোটোপ স্থায়ী হয়।

(৩) আইসোটোপের বৈশিষ্ট্য

আইসোটোপের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করেই আইসোটোপের পরিচয় পাওয়া যায়। নিচে কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো-

  • আইসোটোপের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়।
  • আইসোটোপের রাসায়নিক ধর্ম হলো যোজ্যতা ইলেকট্রন সব সময় অভিন্ন থাকে।
  • আইসোটোপের ভর,গলনাঙ্ক,ঘনত্ব,স্ফুটনাঙ্ক ইত্যাদি উপাদানগুলোর ভৌত ধর্ম সব সময় পৃথক হয়।
  • আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের পর্যায় সারণী একই অবস্থানে থাকে।
  • যেমন, হাইড্রোজেনের ৩ টি আইসোটোপ। এগুলো হলো- প্রোটিয়াম 1H1, ডিউটেরিয়াম 1H2, ট্রিটিয়াম 1H3

(৪) আইসোটোপ এর ব্যবহার

আইসোটোপের ধর্ম, আইসোটোপের বৈশিষ্ট্য, আইসোটোপ এর ব্যবহার

নিচে আইসোটোপের কিছু ব্যবহার দেওয়া হলো-

  • আইসোটোপের সাহায্যে তেজস্ক্রিয় কার্বনের মাধ্যমে পুরাতন শিলা,গাছ এবং পৃথিবীর বয়স নির্ণয় করা যায়।
  • কোবাল্টের Isotope ক্যান্সার কোষ এবং ম্যালিগন্যান্ট টিউমার কোষ ধ্বংস করতে সাহায্য করে।
  • চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার এবং টিউমার চিকিৎসার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ (১৩১) ব্যবহার করা হয়।
  • কৃষিক্ষেত্রে Isotope ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও বিভিন্ন রোগ সম্পর্কে নানারকম তথ্য জানা যায়।
  • বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ (C13 , N15 , O18 , S35 ইত্যাদি) ব্যবহার করা হয় ।
  • খাদ্য ও ফলমূল সংরক্ষণে Isotope ব্যাকটেরিয়া সহ নানা ধরণের জীবাণু ধ্বংস করে থাকে।
  • মাটির মধ্যে থাকা বিভিন্ন ফসলের বয়স নির্ণয় করে থাকে Isotope.
  • আইসোটোপ পতঙ্গ নিয়ন্ত্রণে রাখে।
  • ফসলে কোন ধরনের সার কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তা নির্ণয় করতে আইসোটোপ সহায়তা করে থাকে।
  • ডাক্তারি সব ধরণের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে আইসোটোপ ব্যবহার করা হয়।
  • মানবদেহে যদি কোন ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তা সনাক্ত করতে আইসোটোপ ব্যবহার করা হয়।
  • মানবদেহের বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময় করতে আইসোটোপ ব্যবহার করে থাকে। 

(৫) আইসোবার কী?

আইসোবার কী: যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের আইসোবার বলে। আইসোবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে হয়ে থাকে। যেমন- 26Fe58 ও 27N58

(৬) আইসোটোন কি বা কাকে বলে?

আইসোটোন কি বা কাকে বলে: যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদের আইসোটোন বলে। আইসোটোন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে হয়ে থাকে। যেমন- 7N156N14

[ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা]

(৭) আইসোমার কি? উদাহরণ দাও

আইসোমার কি: যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোমার বলে। যেমন- ইথানল, ডাই মিথাইল, ইথাইল ইত্যাদি।

(৮) রেডিও আইসোটোপ কি?

রেডিও আইসোটোপ: যে সকল আইসোটোপ সামান্য সময়ের জন্য কৃত্রিম তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাদের রেডিও আইসোটোপ বলা হয়। যেমন- প্লুটোনিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি।

রেডিও আইসোটোপের ব্যবহার –

  • কৃষিক্ষেত্রে কীটপতঙ্গ ধ্বংস করা
  • অধিক ফসল উৎপাদন
  • বীজ সংরক্ষণ
  • ক্যান্সার নিয়াময়ের জন্য
  • টিউমারের জন্য ইত্যাদি ক্ষেত্রে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।
  • এগুলো ছাড়াও গবেষণাকার্যে ও শিল্পবিজ্ঞানে রেডিও আইসোটোপের ব্যবহার রয়েছে। ইত্যাদি।

[আইসোটোপ => প্রোটন সংখ্যা সমান আইসোবার => ভর সংখ্যা সমান আইসোটোন => নিউট্রন সংখ্যা সমান]


তো আজ এখানেই শেষ করছি। আশা করি, আইসোটোপ কাকে বলে? আইসোটোপের ধর্ম, বৈশিষ্ট্য ও ব্যবহার, আইসোবার, আইসোটোন, আইসোমার, রেডিও আইসোটোপ ইত্যাদি সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পদার্থ কাকে বলে, পদার্থের অবস্থাঃ কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ কাকে বলে

পদার্থ কাকে বলে? পদার্থের অবস্থাঃ কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) পদার্থ কাকে বলে? (২) পদার্থের বৈশিষ্ট্য (৩) পদার্থের অবস্থা কয়টি ও কি কি? (৪) পদার্থ কত প্রকার ও কি কি? (৫) পদার্থের অবস্থার পরিবর্তন (৬) প্রায় জিঙ্গাসিক কিছু প্রশ্ন (৭) বিভিন্ন পদার্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য Read
Paragraph A Winter Morning in Bangladesh (class 5- 12)

Paragraph: A Winter Morning in Bangladesh

Topic: Paragraph: A Winter Morning in Bangladesh for Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, SSC, HSC Exams.  Different numbers of word paragraphs about Winter Morning are presented below. Like 50-word, 100-word, 150-word, 200-word, 250-word, 300-word, 350-word etc. From there, you can read whichever is convenient and suitable for you. Let’s begin- Read
informationbangla.com default featured image compressed

হাইড্রোজেন কি?

আলোচ্য বিষয়: (১) হাইড্রোজেন কি/কাকে বলে? (২) অর্থো ও প্যারা হাইড্রোজেন কি? Read
রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে

রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?

আলোচ্য বিষয়: নিম্নে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তার সংঙ্গাসমূহ তলে ধরা হলো- Read
informationbangla.com default featured image compressed

সমবাহু ত্রিভুজ ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র

আলোচ্য বিষয়: (১) সমবাহু ত্রিভুজ কাকে বলে? (২) সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র (৩) সমবাহু ত্রিভুজের উদাহরণ (৪) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (৫) সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য Read
উপসর্গ কি বা কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি

উপসর্গ কি বা কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) উপসর্গ কি বা কাকে বলে? (২) উপসর্গের প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
informationbangla.com default featured image compressed

কোষ কি? কোষের প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) কোষ কি? (২) নিউক্লিয়াসের গঠন এর ভিত্তিতে: কোষের প্রকারভেদ (৩) ক্রোমোসোমের ভিত্তিতে: কোষের প্রকারভেদ Read
স্বাভাবিক সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যার উৎপত্তি

স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যার উৎপত্তি

আজ আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা কাকে বলে এবং এর উৎপত্তি সম্পর্কে জানার চেষ্টা করব। (১) স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল  পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। অন্যভাবে বলতে গেলে সকল গণনার যোগ্য সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা বলে। যেমনঃ 1,2,3,4…N স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম মান 1 এবং এর সেট কে N দ্বারা প্রকাশ করা হয়। (২) স্বাভাবিক সংখ্যার উৎপত্তি প্রাচীনকালে গণনা কার্য এবং হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়। যেমনঃ ৫টি কমলা কোন প্রতিযোগিতায় ১ম, ২য় স্থান এরকম হিসাব নিকাশের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়। অর্থ্যাৎ, মানুষ যখন প্রথমবারের মতো গণনা শুরু করেছিল— একটা, দুইটা, তিনটা… সেখান থেকেই স্বাভাবিক সংখ্যার উৎপত্তি। প্রাচীনকালে মানুষ শিকার, গৃহপালিত পশু, ফসল বা জিনিসপত্রের সংখ্যা গণনার প্রয়োজনীয়তা Read
মানবাধিকার কি, মানবাধিকার দিবস কবে পালিত হয়

মানবাধিকার কি? মানবাধিকার দিবস কবে পালিত হয়?

আলোচ্য বিষয়: (১) মানবাধিকার কি? (২) মানবাধিকার দিবস কবে পালিত হয়? Read
রাশি কাকে বলে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে

রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উভয়ের মধ্য পার্থক্য সমূহ

আলোচ্য বিষয়: (১) রাশি কাকে বলে? বা রাশি কি? (২) স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? (৩) স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য (৩) সম্পর্কিত আরও কিছু সংজ্ঞা Read