আখলাক শব্দের অর্থ, কি, কাকে বলে? আখলাক এর গুরুত্ব

আখলাক শব্দের অর্থ, কি, কাকে বলে আখলাক এর গুরুত্ব

(১) আখলাক কি/কাকে বলে?

মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে।

(২) আখলাক শব্দের অর্থ কি?

আখলাক আরবি শব্দ ‘খুলুকুন” এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত।

(৩) আখলাকের প্রকার

আখলাক দুই ভাগে বিভক্ত।

  1. আখলাকে হামিদাহ্: মানবজীবনের উত্তম গুণাবলিকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে। যেমন- ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে নন্দিত ও সম্মানিত।
  2. আখলাকে যামিমাহ্: মানবজীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে যামিমাহ বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন- অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত।

(৪) আখলাকের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব সর্বাধিক। আখলাকই উন্নত জাতির জীবনীশক্তি। যে জাতির চরিত্র যত ভালো থাকে, সে জাতি তত শক্তিশালী। যে জাতির চরিত্র ঠিক নেই, সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না।

সকল নবিই নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। আর উন্নত চরিত্রকে পূর্ণতা দানের জন্য শেষ নবি হযরত মুহাম্মদ (সাঃ)-কে আল্লাহ তায়ালা পাঠিয়েছেন।

মহানবি (সাঃ) বলেন,

“উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি।”

(বায়হাকি)

উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে। আর সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। অপরদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের নিকট ঘৃণিত ও নিন্দিত। যার চরিত্র যত উন্নত ধর্মের দিক থেকেও সে তত অগ্রসর।

নবি করিম (সাঃ) বলেন- 

“উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা।”

(মুসলিম)

চরিত্র মানুষের ভূষণ। চরিত্রবলেই মানুষ সর্বত্র সমাদৃত হয়। ভালো চরিত্রের অধিকারী ব্যক্তি অধিকতর ইমানদার হয়।

পড়ুন
মুনাফিক কাকে বলে? মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিক এর লক্ষণ সমূহ

মহানবি (সাঃ) বলেন,

“চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ইমানের অধিকারী।”

(আবু দাউদ ও দারিমি)

কিয়ামতের দিন পরিমাপদণ্ডে উত্তম চরিত্রের ওজন হবে অত্যন্ত ভারী।

নবি করিম (সাঃ) বলেন,

“মুমিনের পরিমাপদণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই।”

(তিরমিযি)

উত্তম চরিত্র মানুষের পাপকে খণ্ডন করে দেয়।

নবি করিম (সাঃ) বলেন,

“উত্তম চরিত্র পাপকে এমনভাবে বিগলিত করে যেমনভাবে সূর্যতাপ বরফকে বিগলিত করে।”

(তাবারানি, বায়হাকি)

উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আখিরাতে তার উত্তম চরিত্রের বিনিময়ে অত্যধিক মর্যাদা লাভ করবে।

মহানবি (সাঃ) বলেন,

“বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে বিশেষ মর্যাদা ও সম্মানিত স্থানে উন্নীত হবে, যদিও সে ইবাদতের দিক থেকে দুর্বল থাকে।”

(তাবারানি)

আমরা উত্তম চরিত্র অর্জন করব। নিন্দনীয় স্বভাব পরিহার করব। আমরা দুনিয়াতে সকলের কাছে প্রিয় হব। পরকালে অশেষ মর্যাদা লাভ করব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রোজার গুরুত্ব ও তাৎপর্য

রোজার গুরুত্ব ও তাৎপর্য

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) রোজার পরিচয় (২) রোজার ধর্মীয় গুরুত্ব (৩) রোজার সামাজিক শিক্ষা
তারাবির নামাজের নিয়ম, নিয়ত, দোয়া, মুনাজাত ও ফজিলত

তারাবির নামাজের নিয়ম, নিয়ত, দোয়া, মুনাজাত ও ফজিলত

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) তারাবির নামাজের নিয়ম (২) তারাবি নামাজের নিয়ত (৩) তারাবি নামাজের দোয়া (৪) তারাবির নামাজের মুনাজাত (৫) তারাবিহ নামাজের ফজিলত
সত্যবাদিতা কী, কাকে বলে, বলতে কী বুঝায় গুরুত্ব, প্রভাব ও পরিণতি

সত্যবাদিতা কী, কাকে বলে, বলতে কী বুঝায়? গুরুত্ব, প্রভাব ও পরিণতি

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) সত্যবাদিতা কী, কাকে বলে, বলতে কী বুঝায়? (২) সত্যবাদিতার গুরুত্ব (৩) সত্যবাদিতার প্রভাব ও পরিণতি
জানাজার নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত

জানাজার নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) জানাজার নামাজ কি ও কেন? (২) জানাজার নামাজের নিয়ম (৩) জানাজার নামাজের নিয়ত (৪) জানাজার নামাজের দোয়া (৫) গায়েবী জানাজার নামাজের নিয়ম (৬) জানাজার নামাজের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য
সাহু সিজদাহ নিয়ম, সাহু সিজদাহ কখন দিতে হয়

সাহু সিজদাহ নিয়ম, সাহু সিজদাহ কখন দিতে হয়?

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) সাহু সিজদাহ নিয়ম (২) সাহু সিজদাহ কখন দিতে হয়?
surah humazah bangla, সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ এবং অর্থ

surah humazah bangla: সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ ও অর্থ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) surah humazah bangla (২) সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ (৩) সূরা হুমাযাহ বাংলা অর্থ (৪) সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ ও অর্থ ছবি (৫) surah humazah uccharon mp3 (৬) surah humazah bangla uccharonshoho ortho mp4 (৭) সূরা আল হুমাযাহ এর পরিচয় (৮) সূরা হুমাযাহ এর শানে নুযুল (৯) সূরা হুমাযাহ বাংলা তাফসীর/ব্যাখ্যা (১০) surah humazah er sikkha
ইসলাম ও ব্যক্তি জীবন

ইসলাম ও ব্যক্তি জীবন

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামের বুনিয়াদি আমলসমূহের ফযিলত (২) তাকওয়া (৩) সত্যবাদিতা (সিদক) (৪) সবর (৫) যিকর (৬) শোকর (৭) তাওয়াক্কুল (৮) ইহসান (৯) কর্তব্যপরায়নতা (১০) হালাল উপার্জনের গুরুত্ব (১১) হারাম উপার্জনের কুফল ও পরিণাম (১২) দেশপ্রেম (১৩) ইসলামে নারীর মর্যাদা ও অধিকার (১৪) শিশুদের অধিকার (১৫) প্রতিবন্ধিদের অধিকার
সুফি কারা, সুফিদের জীবনাদর্শ

সুফি কারা? সুফিদের জীবনাদর্শ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) সুফি কারা? (২) সুফিদের জীবনাদর্শ
আল কুরআন সংরক্ষণ ও সংকলন

আল-কুরআন সংরক্ষণ ও সংকলন

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) আল-কুরআন সংরক্ষণ (২) আল-কুরআন সংকলন
বিদআত কাকে বলে, ২১১টি সমাজে প্রচলিত বিদআত এর তালিকা

বিদআত কাকে বলে? ২১১টি সমাজে প্রচলিত বিদআত এর তালিকা

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ২১১টি বিদআত এর তালিকা প্রদান করা হলো, দেখে মিলিয়ে নেন আপনি কোনটা করছেন না তো?