ইজমা ও কিয়াসের পার্থক্য কি? ইজমা ও কিয়াস বলতে কি বুঝায়? ইজমা ও কিয়াস কি? ইজমা কিয়াস কাকে বলে?

ইজমা ও কিয়াসের পার্থক্য কি, ইজমা ও কিয়াস বলতে কি বুঝায়, ইজমা ও কিয়াস কি, ইজমা কিয়াস কাকে

(১) ইজমা ও কিয়াসের পার্থক্য কি?

ইজমা ও কিয়াসের মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

ইজমাকিয়াস
১. ইজমা অর্থ হলো- ঐকমত্য হওয়া, শক্তিশালী করা, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, একমত হওয়া ইত্যাদি।১. কিয়াস অর্থ হলো- পরিমাপ করা, অনুমান করা, তুলনা করা, সমান করা ইত্যাদি।
২. শাব্দিকভাবে কোন বিষয়ে ঐকমত্য পোষণ করার নামই হলো ইজমা।২. শাব্দিকভাবে কিয়াস হলো কোন বস্তুকে অন্য বস্তুর সাথে তুলনা করা।
৩. ইজমা শরীআতের তৃতীয় উৎস।৩. কিয়াস হলো ইসলামি আইনশাস্ত্রেরে চতুর্থ উৎস।
৪. কোন বিশেষ যুগে আইন সংক্রান্ত কোন বিশেষ সমস্যার সমাধান কুরআন ও হাদিসকে অবলম্বন করে মুসলিম পন্ডিতগণ যে সম্মিলিত অভিমত পোষণ করেছেন ইসলামি শরীআতে সেটা ইজমা।৪. কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যার সমাধানে যথেষ্ট না হয়, তখন মূল আইন থেকে ইল্লাতের (হুকুমের কারণের) মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়। আর তখন যে আইনের সম্প্রসারণ হয় তাই কিয়াস।
৫. ইসলামি শরীআতের ভাষায়- কোন কাজ অথবা কথার ওপর এক যুগের উম্মাতে মুহাম্মদীর ন্যায়বান মুজতাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইজমা বলে।৫. কুরআন ও হাদিসের মাধ্যমে শরীআতের যেসব হুকুম প্রতিষ্ঠিত হয়, শাখা-প্রশাখার মধ্যে ঐ হুকুমের কারণ পাওয়া গেলে শাখায় মূলের অনুরূপ হুকুম প্রদান করাকে শরী‘আতের ভাষায় কিয়াস বলা হয়।
৬. ইজমার মাধ্যমে আইন সৃষ্ট হয়। প্রকৃতপক্ষে মুসলিম আইনের একটি বিরাট অংশ গড়ে উঠেছে উলামাগণের ঐক্যমতের ভিত্তিতে।৬. অন্যদিকে, ‘কিয়াস’ কোন নীতি নির্ধারণ করে না; বরং প্রচলিত নীতির ব্যাখ্যা বিশ্লেষণ করে মাত্র।
৭. উদাহরণস্বরূপ: কুরআনের আয়াতগুলিকে একক বই আকারে সংকলন ও বিন্যাস করা হয়েছিল আবু বকরের খিলাফতকালে এবং পরবর্তীতে তৃতীয় খলিফা উসমানের দ্বারা প্রমিত করা হয়েছিল। মুসলিম সম্প্রদায় সর্বজনীনভাবে এই সংকলনকে ইজমা হিসেবে গ্রহণ করে।৭. উদাহরণস্বরূপ: কুরআন মাজীদের মাধ্যমে ইসলামি শরীআতে মদ্যপানকে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ হলো ‘নেশা’। অনুরূপভাবে কিয়াসের মাধ্যমে গাঁজা, আফিম, হিরোইন ইত্যাদি নেশা জাতীয় জিনিসকে ইসলাম হারাম ঘোষণা করেছে। 

(২) ইজমা ও কিয়াস বলতে কি বুঝায়?

ইজমা বলতে কি বুঝায়: ব্যবহারিক অর্থে কোন বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে৷ ইসলামী শরীয়াতের কোন হুকুমের ব্যাপারে একই যুগের সকল মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে। ইজমা মহানবি (স.) এর পরবর্তী যেকোন যুগে হতে পারে৷ সাহাবিগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগের ইজমা প্রতিষ্ঠিত হতে পারে৷ ইজমা কুরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক৷ কুরআন সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা কোন অন্যায় ও পাপ কাজে ইজমা হয় না৷ ইজমা আল্লাহ তায়ালা প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা ও নিয়ামত৷

পড়ুন
রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা কি ঠিক?

কিয়াস বলতে কি বুঝায়: কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যার সমাধানে যথেষ্ট না হয়, তখন মূল আইন থেকে ইল্লাতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়। আর তখন যে আইনের সম্প্রসারণ হয় তাই কিয়াস। মূলত মূল আইনকে শাখায় তুলনা করেই নতুন আইনের জন্ম হয়। আর এটিই হল কিয়াস।

(৩) ইজমা ও কিয়াস কি?

ইজমা কি: ইজমা শরীআতের তৃতীয় উৎস। গুরুত্বের বিচারে কুরআন ও হাদিসের পরেই ইজমার স্থান। কোন বিশেষ যুগে আইন সংক্রান্ত কোন বিশেষ সমস্যার সমাধান কুরআন ও হাদিসকে অবলম্বন করে মুসলিম পন্ডিতগণ যে সম্মিলিত অভিমত পোষণ করেছেন ইসলামি শরীআতে সেটা ইজমা।

কিয়াস কি: কিয়াস হলো ইসলামি আইনশাস্ত্রেরে চতুর্থ উৎস। কুরআন,সুন্নাহ ও ইজমার পর এর অবস্থান। এই তিন উৎসতে নেই এমন কোন বিষয়ের মাসয়ালা বা বিধান অনুমান করে নির্ণয় করাকে কিয়াস বলে।

ইমাম আবু হানিফা (র) বলেন, ‘কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যার সমাধানে যথেষ্ট না হয়, তখন মূল আইন থেকে ইল্লাতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়। আর তখন যে আইনের সম্প্রসারণ হয় তাই কিয়াস।’ মূলত মূল আইনকে শাখায় তুলনা করেই নতুন আইনের জন্ম হয়। আর এটিই হল কিয়াস।

এক বাক্যে বলা যায়, ক্বিয়াস হলো কোন হুকুমের ক্ষেত্রে মূল দলীলের সাথে শাখাগত দলীলকে উভয়ের মাঝে সমন্বয়কারী ইল্লত (হুকুমের কারণ) থাকার কারণে সমান করা।

(৪) ইজমা কিয়াস কাকে বলে?

ইজমা কাকে বলে: ইসলামি শরীআতের ভাষায়- কোন কাজ অথবা কথার ওপর এক যুগের উম্মাতে মুহাম্মদীর ন্যায়বান মুজতাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইজমা বলে।

কিয়াস কাকে বলে: কুরআন ও হাদিসের মাধ্যমে শরীআতের যেসব হুকুম প্রতিষ্ঠিত হয়, শাখা-প্রশাখার মধ্যে ঐ হুকুমের কারণ পাওয়া গেলে শাখায় মূলের অনুরূপ হুকুম প্রদান করাকে শরী‘আতের ভাষায় কিয়াস বলা হয়।

পড়ুন
ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ কি? ফিকহ কাকে বলে? ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও এর উৎপত্তির কারণ

প্রিয় পাঠক, উপরোকত আলেচনার মাধ্যমে আমরা ইজমা ও কিয়াসের পার্থক্য কি? ইজমা ও কিয়াস বলতে কি বুঝায়? ইজমা ও কিয়াস কি? ইজমা কিয়াস কাকে বলে? প্রভৃতি বিষয় সম্পর্কে অবগত হলাম।

এই ধরণের তথ্যবহুল ও উপকারি ইসলামিক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসােইটটি স্মরণে রাখুন ও নিয়মিত ভিজিট করুন। আমাদের এই ওয়েবসাইটিকে সফল করতে সকলে দ্বীনী ভাই-বোনদের সহযোগিতা কাম্য। জাজাকাল্লাহু খায়রান।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-
আখিরাত শব্দের অর্থ, কি, কাকে বলে এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব

আখিরাত শব্দের অর্থ, কী, কাকে বলে? আখিরাতে বিশ্বাসের গুরুত্ব

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাত শব্দের অর্থ কী? (২) আখিরাত কাকে বলে? (৩) আখিরাত কী? (৪) আখিরাতে বিশ্বাসের গুরুত্ব
আখিরাতের স্তর কয়টি বলতে কি বুঝায় স্তর সমূহের বর্ণনা

আখিরাতের স্তর কয়টি? বলতে কী বুঝায়? স্তর সমূহের বর্ণনা

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাতের স্তর কয়টি? (২) আখিরাতের স্তর বলতে কী বুঝায়? (৩) আখিরাতে স্তর সমূহের সংক্ষিপ্ত পরিচিতি/বর্ণনা
আসমানি কিতাব কাকে বলে, বলতে কি বুঝায় এটি কয়টি বা কয়খানা আসমানি কিতাবসমূহ ১০৪ খানার নাম কি কি

আসমানি কিতাব কাকে বলে, বলতে কী বুঝায়? এটি কয়টি বা কয়খানা? আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী?

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) আসমানি কিতাব কাকে বলে? (২) আসমানি কিতাব বলতে কী বুঝায়? (৩) আসমানি কিতাবের বিষয়বস্তু (৪) আসমানি কিতাব কয়টি বা কয়খানা? (৫) আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী? (৬) প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ (৭) আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব (৮) সর্বশেষ আসমানি কিতাব ‘কুরআন (৯) কুরআনের নামকরণ (১০) কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য (১১) নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা
হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কি কি, হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কি কি? হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) হাদিস কাকে বলে? এর আলোচ্য বিষয়, লক্ষ্য ও উদ্দেশ্য (২) হাদিস কত প্রকার ও কি কি? (৩) হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা
তাহারাত ও নাজাসাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার তাহারাত অর্জনের উপায়সমূহ

তাহারাত ও নাজাসাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার? তাহারাত অর্জনের উপায়সমূহ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাহারাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার? (২) নাজাসাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার? (৩) অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের উপায়সমূহ (৪) শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পবিত্রতার ভূমিকা
রিসালাত শব্দের অর্থ কী, কাকে বলে এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, গুণাবলি, সমাপ্তি ও খতমে নবুয়ত

রিসালাত শব্দের অর্থ কী, কাকে বলে? এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, গুণাবলি, সমাপ্তি ও খতমে নবুয়ত

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) রিসালাত শব্দের অর্থ কী? (২) রিসালাত কাকে বলে? রিসালাতের সংজ্ঞা (৩) রিসালাতে বিশ্বাসের গুরুত্ব (৪) নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য (৫) নবি-রাসুলগণের গুণাবলি (৬) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি (৭) খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব (৮) নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত এর ভূমিকা
শরিয়ত বা শরীয়াহ অর্থ, কী, কাকে বলে গুরুত্ব, ভিত্তি ও উৎসসমূহ

শরিয়ত বা শরীয়াহ অর্থ, কী, কাকে বলে? গুরুত্ব, ভিত্তি ও উৎসসমূহ

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) শরিয়ত বা শরীয়াহ অর্থ কী? (২) শরিয়তবা শরীয়াহ কাকে বলে? (৩) শরিয়ত বা শরীয়াহ কী? (৪) শরিয়ত বা শরীয়াহ এর বিষয়বস্তু ও পরিধি (৫) শরিয়ত বা শরীয়াহ এর গুরুত্ব (৬) শরিয়ত বা শরীয়াহ এর ভিত্তি ও উৎসসমূহ (৭) শরিয়ত বা শরীয়াহ এর ১ম উৎস: আল-কুরআন (৮) শরিয়ত বা শরীয়াহ এর ২য় উৎস: সুন্নাহ (৯) শরিয়ত বা শরীয়াহ এর ৩য় উৎস: আল-ইজমা (১০) শরিয়ত বা শরীয়াহ এর ৪র্থ উৎস: আল-কিয়াস
বৃক্ষ রোপণের উপকারিতা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

বৃক্ষ রোপণের উপকারিতা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে বৃক্ষ রোপণের উপকারিতা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-
১৪টি ইসলামিক পরিভাষার অর্থঃ কাফের, শির্ক, মুশরিক, মুনাফেক, মুরতাদ, ফাসেক, মুমিন অর্থ কি

১৪টি ইসলামিক পরিভাষার অর্থঃ কাফের, শির্ক, মুশরিক, মুনাফেক, যিন্দীক, মুরতাদ, ফাসেক, মুমিন ইত্যাদির অর্থ কি?

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ‘ঈমান’ কাকে বলে? (২) ‘মুমিন’ কাদের বলা হয়? (৩) ‘ইসলাম’ কাকে বলে? (৪) ‘মুসলমান’ বা ‘মুসলিম’ কাদের বলা হয়? (৫) ‘কুফর’ কাকে বলে? (৬) ‘কাফের’ কাদেরকে বরা হয়? (৭) ‘শির্ক’ কি/কাকে বলে? (৮) ‘মুশরিক’ কাদের বলা হয়? (৯) ‘নেফাক’ বা ‘মুনাফেকী’ কাকে বলে? (১০) ‘মুনাফেক’ কাদের বলা হয়? (১১) ‘মুলহিদ’ বা ‘যিন্দীক’ কাদের বলা হয়? (১২) ‘মুরতাদ’ কাদের বলা হয়? (১৩) ‘ফাসেক’ কাদের বলা হয়? (১৪) ‘আকীদা’ কি/কাকে বলে?