কাঁঠাল গাছের বৈশিষ্ট্য এবং কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ

কাঁঠাল গাছের বৈশিষ্ট্য এবং কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ

নিম্নে কাঁঠাল গাছের বৈশিষ্ট্য এবং কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ তুলে ধরা হলো-

(১) কাঁঠাল গাছের বৈশিষ্ট্য

চিত্র- কাঁঠাল গাছ
চিত্র- কাঁঠাল গাছ

কাঁঠাল আামাদের জাতীয় ফল। এটি খুবই সুলত্বাদু ও পুষ্টিকর ফল। অন্য সব ফলের চেয়ে কাঁঠাল আকারে বড়। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus.

  • কাঠাল একটি বি-বীজপত্রী, কাঠ ও চিরহরিৎ বৃক্ষ।
  • কাঁঠাল গাছের উচ্চতা ২১ মিটার পর্যন্ত হয়।
  • কাঠ শক্ত হলদে রঙের হয়। বীজ সাদা ও ফুল সবুজ রঙের হয়। পাতা সরল, ডিম্বাকৃতি এবং সবুজ।
  • বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করা হয়ে থাকে। শ্রাবণ-ভাদ্র মাস কাঁঠালের চারা রোপণের উপযুক্ত সময়।
  • কাঠাল সাধারণত বছরে একবার ফল দেয়। 

বাংলাদেশে কাঁঠালের অনুমোদিত জাত কম। কেবল বারি উদ্ভাবিত কয়েকটি জাত ও লাইন রয়েছে।

কোয়ার গুণের ভিত্তিতে কাঁঠালকে তিন ভাগে ভাগ করা হয়-

  1. খাজা কাঁঠাল: এসব কাঠালের কোয়া শক্ত।
  2. আধারসা কাঁঠাল: এসব কাঁঠালের কোয়া মুখের দিকে শক্ত কিন্তু পিছনের দিকে নরম।
  3. গলা কাঁঠাল: এসব কাঁঠালের কোয়া নরম। মুখে দিলেই গলে যায়।

(২) কাঁঠালের গুরুত্ব

বাংলাদেশের সব জেলাতেই কাঁঠালের চাষ হয়। গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের ভাওয়াল এলাকায় কাঁঠালেরবাগান করা হয়। সিলেট, চট্টগ্রাম ও রংপুর এলাকায় কাঁঠাল চাষ করা হয়। কাঁঠাল লাল মাটির উঁচু জমিতে ভালো জন্যে। এ উদ্ভিদের কাঠ ও ফলের প্রচুর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।

অর্থনৈতিক দিক দিয়ে কাঁঠাল কাঠ এবং পুষ্টির জন্য এর ফল খুবই গুরুত্বপূর্ণ।

  • কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ।
  • পাকা কাঁঠালের রসাল কোয়া খুবই মিষ্টি। শর্করা ও ভিটামিনের অভাব মেটাতে পাকা কাঁঠালের জুড়ি মেলা ভার।
  • কাঁচা কাঁঠাল এবং কাঁঠাল বীজ সবজি হিসেবে ব্যবহার হয়।
  • কাঁঠাল কাঠ খুবই উন্নত মানের। এর রং গাঢ় হলুদ। এ কাঠ খুবই টেকসই এবং ভালো পলিশ নেয়।বাসগৃহের জানালা ও দরজা তৈরিতে এ কাঠ ব্যবহৃত হয়। ঘরের সব রকম আসবাবপত্র তৈরিতে কাঠাল কাঠ ব্যবহার করা যায়।
  • কাঁঠাল পাতা দুর্যোগকালীন সময়ে গরু-ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার হয়।
পড়ুন
কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

(৩) কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ

ক) জমি নির্বাচন ও জমি তৈরি

  • বন্যামুক্ত সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ হয়। তবে পলি-দোআঁশ বা অল্প লালমাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ খুব ভালো হয়।
  • কাঁঠালের জমি কয়েকবার লাঙ্গল ও মই দিয়ে ভালোভাবে তৈরি করতে হয়।
  • চারা রোপণের একমাস আগে ১০ মিটার দূরে দূরে ১ মিটার x ১মিটার x ১ মিটার আকারে গর্ত তৈরি করতে হবে।
  • গর্ত তৈরির সময় উপরের ও নিচের মাটি আলাদা রাখতে হবে। এবার গর্তে জমাকৃত উপরের মাটি নিচে দিয়ে নিচের মাটির সাথে সার মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। সারের পরিমাণ হবে – পচা গোবর ২০ কেজি, হাড়ের গুঁড়া ৪০০ গ্রাম অথবা টিএসপি ১৫০ গ্রাম, ছাই ২ কেজি অথবা এমওপি ১৫০ গ্রাম।

খ) চারা রোপণ ও রোপণ পরবর্তী পরিচর্যা

চিত্র- কাঁঠালের চারা রোপণ
চিত্র- কাঁঠালের চারা রোপণ
  • বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা করে রোপণ করা হয়। চারা রোপণের জন্য শ্রাবণ-ভাদ্র মাস উপযুক্ত সময়।
  • চারা রোপণের পর গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হয়।
  • খরা মৌসুমে প্রয়োজনে পানি সেচ দিতে হবে। মাঝে মাঝে গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে।

গ) সার প্রয়োগ

  • কাঠাল গাছে প্রতি বছর সার প্রয়োগ করতে হবে।
  • ২-৫ বছর বয়সের গাছে গোবর সার ৩০ কেজি, ইউরিয়া ২০০ গ্রাম, টিএসপি ১৫০ গ্রাম এবং এমওপি ১০০ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • ফলবর্তী গাছে পচা গোবর ৫০ কেজি, ইউরিয়া ৮০০ গ্রাম, টিএসপি ৫০০ গ্রাম এবং এমওপি ৮০০ গ্রাম হারে প্রয়োগ করতে হবে।

ঘ) ফল সংগ্রহ

চিত্র- কাঁঠাল ফল
চিত্র- কাঁঠাল ফল
  • কাঁঠাল গাছে জাতভেদে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ফুল আসে এবং ফল ধরার তিন মাসের মধ্যে কাঁঠাল পুষ্ট হয়।
  • ফল পরিপক্ক হলে গায়ের কাঁটাগুলো ভোঁতা হয়ে যায় এবং বোঁটার কষ পাতলা হয়। তাছাড়া টোকা দিলে টন টন শব্দ হয়।
পড়ুন
কাঁঠাল চাষ পদ্ধতি

প্রিয় পাঠক বন্ধু, আমরা উপরোক্ত আলোচনাটিতে আমরা কাঁঠাল গাছের বৈশিষ্ট্য এবং কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ জানলাম, পরবর্তী পোষ্টে কাঁঠালের উপকারিতা সমূহ নিয়ে আলাদা একটি পোষ্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ইংশাআল্লাহ। সাথেই থাকার জন্য, ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সফেদা ফলের চাষ পদ্ধতি বা সফেদা গাছ চাষ

সফেদা ফলের চাষ পদ্ধতি বা সফেদা গাছ চাষ

আলোচ্য বিষয়: (১) সফেদার জাত পরিচিতি ও বৈশিষ্ট্য (২) সফেদা ফলের চাষ পদ্ধতি বা সফেদা গাছ চাষ
কমলা চাষ পদ্ধতি, কোন মাটিতে কমলা ভালো হয়, কমলা গাছের পরিচর্যা

কমলা চাষ পদ্ধতি, কোন মাটিতে কমলা ভালো হয়? কমলা গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: নিম্নে কমলা চাষ পদ্ধতি সহজ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করা হলো- (১) কলমার জাত (২) কমলার চাষের উপযোগী জলবায়ু ও কোন মাটিতে কমলা ভালো হয়? (৩) কমলার বংশবিস্তার (৪) কমলা চাষে জমি তৈরি (৫) কমলা চাষে সার ব্যবস্থাপনা (৬) কমলা গাছের চারা রোপন (৭) কমলা গাছের পরিচর্যা (৮) কমলা গাছের রোগ ও পোকামাকড় দমন (৯) কমলা সংগ্রহ (১০) কমলার ফলন
কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে কাঁঠাল চাষে সেচ পদ্ধতি বর্ণনা করা হলো-
আমের গুটি ঝরা কারণ কি, আমের গুটি ঝরা রোধে করণীয় কি

আমের গুটি ঝরা কারণ কি? আমের গুটি ঝরা রোধে করণীয় কি?

আলোচ্য বিষয়: (১) আমের গুটি ঝরা কারণ কি? (২) আমের গুটি ঝরা রোধে করণীয় কি?
স্ট্রবেরি চাষ পদ্ধতি

স্ট্রবেরি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) স্ট্রবেরি ফল (২) স্ট্রবেরির উপকারিতা (৩) স্ট্রবেরির চাষযোগ্য জাতসমূহ (৪) বারি স্ট্রবেরি-১ স্ট্রবেরি গাছ এর বৈশিষ্ট্য (৫) স্ট্রবেরি চাষ পদ্ধতি (৬) স্ট্রবেরি কোন মাসে পাওয়া যায়?
এ্যাভোকেডো চাষ পদ্ধতি

এ্যাভোকেডো চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) অ্যাভোকাডো কি? দেখতে কেমন? (২) এ্যাভোকেডোর জাত পরিচিতি (৩) এ্যাভোকেডো চাষ পদ্ধতি
মিষ্টি তেঁতুল চাষ পদ্ধতি

মিষ্টি তেঁতুল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) তেঁতুলের জাত পরিচিতি (২) মিষ্টি তেঁতুল চাষ পদ্ধতি (৩) মিষ্টি তেঁতুল চাষে রোগ ও পোকার ব্যবস্থাপনা
পেঁপে চাষ পদ্ধতি

পেঁপে চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে পেঁপে চাষ পদ্ধতি বর্ণনা করা হলো-
আম গাছ লাগানোর নিয়ম ও আম চাষ পদ্ধতি

আম গাছ লাগানোর নিয়ম ও আম চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) আম গাছ লাগানোর নিয়ম ও আম চাষ পদ্ধতি (২) আম চাষে পোকা ও রোগ দমন ব্যবস্থাপনা (৩) আমের ফুল ও ফল ঝরা রোধে টেকসই ব্যবস্থাপনা (৪) অনুন্নত আম গাছকে উন্নত জাতে রূপান্তর (৫) গরম পানিতে আম শোধন (৬) রপ্তানিযোগ্য আম উৎপাদনে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি
জামরুল ফল চাষের পদ্ধতি

জামরুল ফল চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) জামরুল ফলের জাত পরিচিতি (২) জামরুল ফল চাষের পদ্ধতি