খাঁচায় মাছ চাষ পদ্ধতি

খাঁচায় মাছ চাষ পদ্ধতি

দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদাও অনেক বেড়েছে। বিভিন্ন কারণে বাজারে মাছের সরবরাহ কমে যাচ্ছে। মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। অনেক পরামর্শের মধ্যে খাঁচায় মাছের চাষ একটি।

বর্তমানে মুক্ত জলাশয়ে বাঁচায় মাছ চাষের জনপ্রিয়তা বাড়ছে। খাঁচায় মাছের চাষ আমাদের দেশে নতুন হলেও উত্তর আমেরিকায় অনেক আগে থেকেই এর ব্যবহার চলে এসেছে। ইন্দোনেশিয়া, করে কম্বোডিয়া প্রভৃতি দেশেও এর প্রচলন আছে।

বাংলাদেশে খাঁচায় মাছ চাষ মৎস্য বিশেষজ্ঞদের একটি অনুমোদিত প্রযুক্তি। যেসব এলাকায় নদী-নালা, হাওর, খাল-বিল আছে সেসব এলাকার কৃষকেরা এ পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। নদীতে বা বিলে বা যে কোনো উন্মুক্ত জলাশয়ে খাঁচা বানিয়ে পুকুরের আকার দেওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাঁচায় মাছের চাষ করে একদিকে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো যায়, অপরদিকে এই মাছ বাজারে বিক্রি করে অর্থ লাভ করা যায়।

নিম্নে খাঁচায় মাছ চাষ পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো-

চিত্র- খাঁচায় মাছ চাষ
চিত্র- খাঁচায় মাছ চাষ
  1. খাঁচা তৈরির প্রথমেই চারদিকে চারটি খুঁটি দিয়ে এবং আড়াআড়ি বাঁশ বেঁধে খাঁচার আয়তাকার কাঠামো তৈরি করা হয়।
  2. এরপর বাঁচার কাঠামোর চারদিকে এবং উপরে-নিচে জাল দ্বারা আবৃত করে খাঁচা তৈরি করা হয়।
  3. পরে খাঁচাটি তুলে নদীতে বা হাওরে নিয়ে মাটিতে শক্ত করে বাঁশের খুঁটি পুঁতে এর সাথে বেঁধে দিতে হয়।
  4. বাঁচার উপরের দিকে মাছের খাদ্য সরবরাহের ব্যবস্থা রাখা হয়।
  5. খাঁচা ছোট, মাঝারি ও বড় হতে পারে। ছোট আকারের খাঁচার মাপ হচ্ছে দৈর্ঘ্য ৩ মিটার, গ্রন্থ ২ মিটার এবং গভীরতা ২ মিটার।
  6. ব্যবসায়িক উদ্দেশ্যে মাছ চাষের জন্য খাঁচার আকার এর চেয়েও দ্বিগুণ বা তিনগুণ আকারের হতে পারে। মাছের খাঁচা যে শুধু আয়তাকার হবে তা নয়। আবার গোলাকারও হতে পারে।
  7. লম্বা বাঁশের ফ্রেম বানিয়ে এর সাথে ঘন ছিদ্রযুক্ত নেট বা জাল লাগিয়ে অনেকগুলো খোপের মাছের খাঁচা তৈরি করা যায়। বিভিন্ন খোপে বিভিন্ন মাছের চাষ করা যেতে পারে।
  8. স্রোতহীন বা কম স্রোতের পানিতে খাঁচা বসাতে হবে। বেশি স্রোতে বাঁচার ব্যবস্থাপনা কঠিন ও ব্যয়সাধ্য।
  9. খাঁচা খুঁটি বা প্লাটফর্ম দ্বারা বসাতে হবে। খুঁটির চেয়ে প্লাটফর্ম বেশি ভালো।
  10. তেলের ড্রাম দ্বারা প্লাটফর্ম তৈরি করা যায়। প্লাটফর্ম ব্যবহার করলে যেকোনো গভীরতায় খাঁচা বসানো যায়।
  11. খাঁচায় মাছের চাষ হলো নিবিড় চাষ। এ জন্য সুষম খাদ্য অত্যাবশ্যক।
  12. বাংলাদেশে খাঁচায় তেলাপিয়া, নাইলোটিকা ও কার্প জাতীয় মাছ চাষ করা যায়।
  13. খাঁচা বড় হলে পাঙ্গাস মাছও চাষ করা যায়। তবে এদের মাঝে তেলাপিয়ার চাষ লাভজনক। তেলাপিয়া চাষ করতে হলে প্রতি ১ ঘনমিটার বাঁচার ২০০-৩০০ পোনা ছাড়তে হবে।
  14. গমের ভুসি ও ফিশমিল যথাক্রমে ৮৫% ও ১৫% হারে মিশিয়ে মাছকে খাদ্য হিসাবে দিতে হবে। প্রতিদিন খাদ্যের পরিমাণ থাকবে মাছের দেহের ওজনের ৬-৭%। বাঁচার তলার সবটুকু অংশ পলিথিন দিয়ে মুড়িয়ে তাতে খাদ্য দিতে হবে।
  15. খাঁচার জান পলি ও শেওলায় ভর্তি হয়ে যেতে পারে। এমন হলে যথাসময়ে ব্রাশ বা বাঁশের শলার ঝাঁটা দিয়ে জাল পরিষ্কার করতে হবে।
  16. প্রতি ৩ মাস অন্তর একটি ১ ঘন মিটার খাঁচা হতে ২০ কেজি তেলাপিয়া উৎপাদন করা সম্ভব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গুলশা-টেংরা মাছের চাষ পদ্ধতি

গুলশা/টেংরা মাছের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে গুলশা/টেংরা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো- (১) টেংরা মাছের ইংরেজি নাম (২) টেংরা মাছের উপকারিতা (৩) টেংরা মাছের ছবি ও বৈশিষ্ট্য (৪) টেংরা মাছ চাষের পুকুরে ভৌত রাসায়নিক গুণাবলী (৫) টেংরা মাছের খাদ্য কি? (৬) টেংরা মাছের মজুদপূর্ব ব্যবস্থাপনা (৭) সুস্থ সবল টেংরা মাছের পোনার বৈশিষ্ট্য (৮) টেংরা মাছের পোনা সংগ্রহ, টেকসইকরণ ও পরিবহণ (৯) টেংরা মাছের মজুদ ঘণত্ব (১০) টেংরা মাছের মজুদ পরবর্তী ব্যবস্থাপনা (১১) টেংরা মাছের একক চাষ পদ্ধতি (১২) রুই জাতীয় মাছের সাথে টেংরা মাছের মিশ্র চাষ পদ্ধতি (১৩) টেংরা মাছ আহরণ ও উৎপাদন (১৪) টেংরা মাছ বাজারজাতকরণ (১৫) টেংরা মাছ চাষে সতর্কতা
মাছ চাষের আধুনিক পদ্ধতিসমূহ

মাছ চাষের আধুনিক পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে শিং, মাগুর, পাবদা ও গুলশা টেংরা মাছ চাষের আধুনিক পদ্ধতি বর্ণনা করা হলো- (১) শিং ও মাগুর মাছ চাষ পদ্ধতি (২) পাবদা ও গুলশা মাছের চাষ পদ্ধতি (৩) মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব
নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি

নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য বা নাইলোটিকা মাছ চেনার উপায় (২) নাইলোটিকা মাছের চাষ পদ্ধতির সুবিধা (৩) এককভাবে নাইলোটিকা মাছের চাষ পদ্ধতির বর্ণনা
সমন্বিত মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা

সমন্বিত মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) সমন্বিত চাষ কি, কাকে বলে? (২) সমন্বিত চাষের গুরুত্ব (৩) মাছ ও হাঁস/মুরগি সমন্বিত চাষ পদ্ধতি (৪) ধানক্ষেতে মাছ ও গলদা চিংড়ি সমন্বিত চাষের পদ্ধতি
গুলশা-ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি

গুলশা/ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি

নিম্নে গুলশা/ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি তুলে ধরা হলো- (১) ট্যাংরা মাছের বৈশিষ্ট্য (২) ট্যাংরা মাছ চাষের গুরুত্ব (৩) ট্যাংরা পোনা উৎপাদনের জন্য ব্রুড মাছ সংগ্রহ ও পরিচর্যা (৪) ট্যাংরা মাছের পোনা উৎপাদনে কৃত্রিম প্রজনন পদ্ধতি (৫) ট্যাংরা মাছের ব্রুড প্রতিপালন, কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন (৬) ট্যাংরা মাছের পোনার নার্সারী ব্যবস্থাপনা (৭) ট্যাংরা মাছের পোনা উৎপাদনে সমস্যা ও পরামর্শ (৮) ট্যাংরা মাছের পোনা আহরণ (৯) ট্যাংরা মাছ চাষ পদ্ধতি
পুকুর কাকে বলে, আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি, পুকুরের পানি পরিষ্কার কিনা তা বুঝার উপায়

পুকুর কাকে বলে? আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি? পুকুরের পানি পরিষ্কার কিনা তা বুঝার উপায়

আলোচ্য বিষয়: (১) পুকুর কাকে বলে? আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি? (২) পুকুরের পানি পরিষ্কার কিনা বা পুকুরের পানির গুণাগুণ ভালো কিনা তা বুঝার উপায় কি? (৩) পুকুর কত প্রকার ও কি কি? (৪) পুকুরের স্তর কয়টি ও কি কি?
মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা

মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) মৃত পশুর সৎকার (২) মৃত পাখির সৎকার (৩) মৃত মাছের সৎকার
বাংলাদেশের জলাশয়

বাংলাদেশের জলাশয়

আলোচ্য বিষয়: (১) জলাশয় কত প্রকার? (২) বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয় (৩) বাংলাদেশের সামুদ্রিক জলাশয়
পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়

পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়

আলোচ্য বিষয়: নিম্নে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয় করার ব্যবহারিক কৌশল তুলে ধরা হলো-
মাছের চাষের পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়

মাছের চাষের পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়

আলোচ্য বিষয়: নিম্নে মাছের চাষের পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায় সম্পর্কে সহজ সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো- (১) প্লাঙ্কটন (২) নেকটন (৩) বেনথোস (৪) নিউসটন (৫) পেরিফাইটন (৬) জলজ উদ্ভিদ