গরুকে কৃমির ঔষধ/কৃমিনাশক খাওয়ানোর নিয়ম? গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম?

গরুকে কৃমির ঔষধ, কৃমিনাশক খাওয়ানোর নিয়ম, গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম

হ্যালো খামারিয়ান ক্লাবের বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আজকের পোষ্টটিতে আমি আলোচনা করব- গরুকে কৃমির ঔষধ/কৃমিনাশক খাওয়ানোর নিয়ম/গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে। তো চলুন শুরু করা যাক।

গরুর পেটে কৃমি

১। কৃমিনাশক ঔষুধ সকালে খালি পেটে খাওয়াতে হবে।

২। গরমের ভিতর কৃমিনাশক না খাওয়ানোই ভাল। যদি খাওয়াতেই হয়, তাহলে খাওয়ানোর সাথে সাথে গরুকে ১০/১৫ মিনিটের মত সময় ধরে গোসল করাতে হবে এবং ফ্যানের নিচে রাখতে হবে।

৩। দানাদার খাবারের পানির সাথে কৃমিনাশক ঔষুধ খাওয়ালে কোন কাজ করবে না।

৪। কৃমিনাশক ট্যাবলেট গুড়া করে চিটাগুড় বা কলার পাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে।

৫। কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পর কমপক্ষে ১ ঘন্টা কোন ধরনের খাবার দেয়া যাবে না।

৬। কৃমিনাশক ঔষুধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমান খাওয়ালেও কোন ক্ষতি হবে না।

৭। মাত্রার চেয়ে কম খাওয়ালে কৃমিতো মরবেই না বরং আরও সক্রিয় হবে।

৮। গাভী বা ছাগী বাচ্চা দেয়ার কমপক্ষে ৪৫ দিন পর কৃমিনাশক ঔষুধ খাওয়ান, এর আগে না।

৯। আট মাসের উপর গর্ভবতী গাভীকে কৃমিনাশক খাওয়ানো উচিত নয়।

১০। নিয়মিত তিন-চার মাস পরপর সকল গবাদি পশুকে কৃমিনাশক ঔষুধ খাওয়াতে হবে।

১১। সদ্য ভুমিষ্ঠ গরুর বাচ্চাকে জন্মের ৫/৭ দিনের মধ্যে পাইপারজিন গ্রুপের কৃমিনাশক পাউডার খাওয়াতে হবে। এবং ৬ মাস বয়স পর্যন্ত প্রতি মাসে ১ বার করে অ্যালবেন্ডাজল গ্রুপের ট্যাবলেট খাওয়াতে হবে।

১২। প্রতিবার কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পর অবশ্যই মাত্রানুযায়ী লিভার টনিক খাওয়াতে হবে। কারন কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর ফলে গবাদি পশুর লিভারের উপর ধকল পড়ে, সে কারনেই লিভার টনিক খাওয়াতে হবে।

কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পর যদি খাওয়ার রুচি কমে যায়, তাহলে রুচিবর্ধক পাউডার/ট্যাবলেট খাওয়ালে দ্রুত রুচি ফিরে আসে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

পড়ুন
গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগের লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গাভীর দুধ দোহন করার বৈজ্ঞানিক পদ্ধতি কি, গাভী পালনের পদ্ধতি ও গাভী পালন প্রশিক্ষণ

গাভীর দুধ দোহন করার নিয়ম ও দুধ দোহনের পদ্ধতি কয়টি? গাভী পালনের পদ্ধতি, গাভী পালন প্রশিক্ষণ

আলোচ্য বিষয়: বৈজ্ঞানিক উপায়ে গাভী পালনের পদ্ধতি ও আধুনিক গাভী পালন প্রশিক্ষণ বিষয়ক আলোচনার আজকের এই পর্বে আমরা গাভীর দুধ দোহন করার নিয়ম ও দুধ দোহনের পদ্ধতি কয়টি তা নিয়ে আলোচনা করব।
গাভী গরম না হওয়ার কারণ ১৬টিঃ বকনা গরু হিটে না আসার কারণ কি, গরু ডাকে না আসার কারন কি

গাভী গরম না হওয়ার কারণ ১৬টিঃ বকনা গরু হিটে না আসার কারণ কি? গরু ডাকে না আসার কারন কি?

আলোচ্য বিষয়: (১) বকনা গরু হিটে না আসার/গরু ডাকে না আসার কারন ১৬টি (২) গাভী গরম না হওয়ার রোগ ব্যাধি সংক্রান্ত কারণ (৩) গাভী গরম না হওয়ার পরিবেশ সংক্রান্ত কারণ (৪) গাভী হিটে না আসার পুষ্টির অভাব সংক্রান্ত কারণ
মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার, দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম

মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদান সমূহ কি? দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার সমূহ (২) গরু মোটাতাজাকরণ গরুর রাফেজ আঁশযুক্ত খাদ্য এর গুরুত্ব (৩) দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার
১৬টি গরু গরম হওয়ার লক্ষণ, গরু হিটে আসার লক্ষণ, গরু ডাকে আসার লক্ষণ

১৫টি গরু গরম হওয়ার লক্ষণ/গরু হিটে আসার লক্ষণ/গরু ডাকে আসার লক্ষণ ও ধাপসমূহ

আলোচ্য বিষয়: (১) গরু গরম হওয়ার লক্ষণ/গরু হিটে আসার লক্ষণ/গরু ডাকে আসার লক্ষণসমূহ (২) গরু গরম হওয়ার লক্ষণ/গরু হিটে আসার লক্ষণ/গরু ডাকে আসার ধাপসমূহ
ইসলামে দৃষ্টিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন ও গরু মোটাতাজা করার ঔষধ খাওয়ানো

ইসলামে দৃষ্টিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন ও গরু মোটাতাজা করার ঔষধ খাওয়ানো

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন বা ঔষধে খাওয়ানো গরুর উপসর্গ ও লক্ষণ (২) মানব শরীরে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন বা ঔষধের প্রভাব (৩) গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন বা ঔষধ প্রয়োগের ব্যাপারে ইসলাম কি বলে?
ক্ষুরা রোগের লক্ষণ, ক্ষুরা রোগ সতর্কতা ও করণীয় কি, FMD, এফএমডি, Foot & Mouth Disease

ক্ষুরা রোগের লক্ষণ, ক্ষুরা রোগ সতর্কতা ও করণীয় কি? FMD/এফএমডি/Foot & Mouth Disease

আলোচ্য বিষয়: নিম্নে ক্ষুরা রোগের লক্ষণ ও ক্ষুরা রোগ সতর্কতা ও করণীয় সমূহ তুলে ধরা হলো-
জাইমোভেট এর কাজ

জাইমোভেট এর কাজ কি? ZYMOVET Powder

আলোচ্য বিষয়: (১) জাইমোভেট এর কাজ (২) জাইমোভেট এর উপাদান (৩) উপাদান সমূহের কাজ (৪) জাইমোভেট খাওয়ানোর নিয়ম (৫) জাইমোভেট খাওয়ানোর পরিমাণ (৬) উপসংহার
গাভীর দুধে ফ্যাট বৃদ্ধির উপায় ও গাভীর ওলানের যত্নসমূহ

গাভীর দুধে ফ্যাট বৃদ্ধির উপায় ও গাভীর ওলানের যত্ন

আলোচ্য বিষয়: (১) গাভীর দুধের ফ্যাট কমে যাওয়ার কারণ (২) গাভীর দুধে ফ্যাট বৃদ্ধির উপায় (৩) বড়গাভীর ওলানের যত্ন
গরুর খাদ্য ব্যবস্থাপনাঃ গরুর খাবার দেওয়ার নিয়ম কি, গরুর খাবার নিয়ম গরুর খাবারের নিয়ম

গরুর খাদ্য ব্যবস্থাপনাঃ গরুর খাবার দেওয়ার নিয়ম কি? গরুর খাবারের নিয়ম

আলোচ্য বিষয়: (১) খাদ্যে কি? পানির কাজ ও ভূমিকা (২) গরুর খাদ্যের শেণীবিভাগ (৩) গাভীর দৈনন্দিন খাদ্য তৈরির বিবেচ্য বিষয় (৪) গরুর খাদ্য ব্যবস্থাপনায় দৈনিক খড়, কাঁচা ঘাস ও ইউ.এম.এস সরবরাহের পরিমান (৫) দুগ্ধবতী গাভীকে দৈনিক দানাদার খাদ্য সরবরাহের পরিমান (৬) ইউরিয়া মোলাসেস খড় (UMS) প্রক্রিয়াজাতকরণ (৭) গরুকে ইউ.এম.এস খাওয়ালে সুবিধা (৮) গরুকে ইউ.এম.এস খাওয়ালে অসুবিধা (৯) প্রাণিকে ইউ.এম.এস খাওয়াতে সাবধনতা অবলম্বন (১০) গরুকে কোন কোন অবস্থায় ইউ.এম.এস খাওয়ানো যাবে না (১১) গরুর খাদ্য ব্যবস্থাপনায় পশুর অন্যান্য যত্ন (১২) গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ালে উপকারিতা (১৩) গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস না খাওয়ালে অপকারিতা
জাম্বো ঘাস চাষ পদ্ধতি, কিভাবে ঘাস চাষ করা হয়, উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি

জাম্বো ঘাস চাষ পদ্ধতি, কিভাবে ঘাস চাষ করা হয়? উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) কেন জাম্বু ঘাস চাষ করবেন? (২) জাম্বু ঘাস কিভাবে চিনবেন? (৩) জাম্বো ঘাস ঘাসের কি কি গুণাগুণ রয়েছে? (৪) উন্নত জাতের জাম্বো ঘাস চাষ পদ্ধতি