চিনা চাষ পদ্ধতি (চিনা কাউন/চীনা ফসল)

চিনা চাষ পদ্ধতি (চিনা কাউন/চীনা ফসল)

বর্তমানে বাংলাদেশে অপ্রধান ফসল হিসেবে চীনার চাষ করা হয়ে থাকে। অনুর্বর মাটিতে ও চরাঞ্চলে এ ফসলটি বেশি চাষ হয়।

খরা বা বন্যার পর কৃষি উৎপাদন পুনর্বাসন কার্যক্রমে চীনা যথেষ্ট অবদান রাখতে পারে। চীনা দ্বারা বিচুরি, পায়েশ, মোয়া, নাজু ও পিঠা তৈরি করা যায়।

চীনা ফসল (দানা)
চীনা ফসল (দানা)
চীনা ফসল (গাছ)
চীনা ফসল (গাছ)

সাল ২০১০ এ বাংলাদেশে চীনার জমির মোট পরিমাণ প্রায় ১৭ হাজার হেক্টর এবং মোট উৎপাদন প্রায় সাড়ে ১৩ হাজার মেট্রিক টন।

(১) চিনা কাউন/চীনা ফসলের জাত

ক) তুষার

চিনার দানা (জাত তুষার)
চিনার দানা (জাত তুষার)
চিনার গাছ (জাত তুষার)
চিনার গাছ (জাত তুষার)

জাতের নাম: তুষার।

ভূমিকা: চীনার এ জাতটি ১৯৭২ সালে সুধাইট মিলেট নামে ফ্রান্স থেকে বাংলাদেশে আনা হয় এবং পরবর্তীকালে পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৮৯ সালে তুমার নামে অনুমোদন করা হয়।

বৈশিষ্ট্য:

  • তুষার গাছের উচ্চতা মাধারী, ৫-৬ টি কুশি বিশিষ্ট শীষ আকারে বেশ লম্বা ও শীর্ষে বীজ গুচ্ছাকারে থাকে।
  • বীজের রং হালকা ঘিয়ে।
  • হাজার দানার ওজন ৪.৫০-৪.৭৫ গ্রাম।

বিশেষ গুণ: গাছ শক্ত, সহজে হেলে পড়ে না।

বিশেষ গুণ: এ জাতটি উচ্চ ফলনশীল, আগাম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।

ফলন: তুষার স্থানীয় জাতের চেয়ে ১০ দিন আগে পাকে, ফলন প্রতি হেক্টরে ২.৫- ৩.০ টন। স্থানীয় জাতের চেয়ে তুমারের ফলন শতকরা ৩৫- ৪০% বেশি।

খ) বারি চীনা-১

জাতের নাম: বারি চীনা-১।

ভূমিকা: অবমূক্তকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

বৈশিষ্ট্য:

  • উচ্চ ফলনশীল প্রারম্ভকি পরিপক্ক জাত।
  • দানা সাদা হালকা।
  • ১০০০ দানার ওজন ৪.৫-৪.৭৫ গ্রাম।

বিশেষ গুণ: স্থানীয় জাতের তুলনায় ৯-১০ দিন আগে পাকে। চীনার এ জাতটিতে সাধারণত রোগবালাই দেখা যায় না।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ২.৫-৩.০ টন। স্থানীয় জাতের তুলনায় ফলন তুলনামূলকভাবে ৩৫-৪০% বেশি।

পড়ুন
চীনা ফসলের চাষ পদ্ধতি

(২) চিনা চাষ পদ্ধতির বর্ণনা

চীনার শীষ
চীনার শীষ
উন্নত পদ্ধতিতে চাষকৃত চীনা ফসল
উন্নত পদ্ধতিতে চাষকৃত চীনা ফসল

মাটি:

পানি জমে না এমন বেলে দোআঁশ মাটি চাষের জন্য বেশ উপযোগী।

বপনের সময়:

মধ্য- কার্তিক থেকে পৌষ মাস (নভেম্বর থেকে মধ্য- জানুয়ারি)।

বীজের হার:

  • চীনা বীজ ছিটিয়ে এবং সারিতে উভয় পদ্ধতিতেই বোনা যায়।
  • ছিটিয়ে বুনলে হেক্টরপ্রতি ২০ কেজি এবং সারিতে বুনলে ১৮ কেজি বীজের প্রয়োজন হয়। সারিতে বীজ বুনলে ২ সারির মাঝে দূরত্ব হবে ২০-৩০ সেমি।
  • সারিতে চারা গজানোর পর ৬-৮ সেমি দূরত্বে একটি করে চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে।

সারের পরিমাণ:

সাধারণত অনুর্বর জমিতে চীনার চাষ করা হলেও সার প্রয়োগ করে ফলন বাড়ানো যায়।

সারের নামসারের পরিমাণ/হেক্টর
ইউরিয়া৮০-১০০ কেজি
টিএসপি৬৫-৭৫ কেজি
এমপি৩০-৪০ কেজি

সার প্রয়োগ পদ্ধতি:

সেচ বিহীন চাষে সম্পূর্ণ সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কিন্তু সেচের ব্যবস্থা থাকলে শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া এবং সবটুকু টিএসপি ও এমপি সার প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের ৩৫-৪০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।

পানি সেচ:

মাটিতে রসের অভাব হলে ১-২টি হালকা সেচ দেওয়া যেতে পারে।

পোকামাকড়:

চীনায় পোকামাকড়ের আক্রমণ কম। দমন ব্যবস্থা পোকার আক্রমণ দেখা দিলে আক্রমণের ব্যাপকতা বুঝে কার্বোফুরান ৫ জি (তারপোকার ক্ষেত্রে) জাতীয় দানাদার কীটনাশক (যেমন ফুরাডান, ব্রিফার ইত্যাদি) হেক্টর প্রতি ১৮ কেজি হারে বীজ বপনের সময় প্রয়োগ করতে হবে।

কাটুই পোকার জন্য প্রতি লিটার পানির সাথে ৫ মিলি ক্লোরোপাইরিফস ২০ ইসি জাতীয় কীটনাশক (ডারসবান/পাইরিফস/অন্য নামের) মিশিয়ে চারাগাছ গুলোর গোড়ায় মাটি ভিজিয়ে ভালভাবে স্প্রে করে দিয়ে এ পোকার আক্রমণকমানো যায়।

চিনা ফসল সংগ্ৰহ:

শীর্ষ খড়ের রং ধারণ করলে তখন বুঝতে হবে ফসল কাটার সময় হয়েছে।


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

পড়ুন
চীনা ফসলের চাষ পদ্ধতি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফসল সংগ্রহ ও বাছাই পদ্ধতি

ফসল সংগ্রহ ও বাছাই পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) উদ্যান ফসল সংগ্রহ ও বাছাই পদ্ধতি (২) মাঠ ফসল সংগ্রহ ও বাছাই পদ্ধতি
গ্রীষ্মকালীন টমেটো চাষে ড্রিপ ফার্টিগেশন সেচ পদ্ধতিতে সার এবং পানি ব্যবস্থাপনা

গ্রীষ্মকালীন টমেটো চাষে ড্রিপ ফার্টিগেশন সেচ পদ্ধতিতে সার এবং পানি ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) ড্রিপ ফার্টিগেশন সেচ পদ্ধতি কী ও কেন? (২) গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনে ড্রিপ ফার্টিগেশন সেচ পদ্ধতিতে সার এবং পানি ব্যবস্থাপনা (৩) স্বল্প মূল্যের ড্রিপ ফার্টিগেশন সেচ পদ্ধতি তৈরি
মুগের ডালের জাত

মুগের ডালের জাত

আলোচ্য বিষয়: নিম্নে মুগের ডালের জাতসমূহের পরিচিত ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো- (১) বারি মুগ-২ (কান্তি) (২) বারি মুগ-৩ (প্রগতি) (৩) বারি মুগ-৪ (রূপসা) (৪) বারি মুগ-৫ (তাইওয়ানী) (৫) বারি মুগ-৬ (৬) বারি মুগ-৭ (৭) বারি মুগ-৮
জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি ও কি কি

জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি ও কি কি?

আলোচ্য বিষয়: (১) জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি ও কি কি? (২) জমি প্রস্তুতি বলতে কি বুঝায়? এর উদ্দেশ্য
৮টি আলুর রোগ বালাই এবং তার প্রতিকার

৮টি আলুর রোগ বালাই ও তার প্রতিকার

আলোচ্য বিষয়: (১) আলুর মড়ক বা নাবি ধ্বসা রোগ ও তার প্রতিকার (২) ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ ও তার প্রতিকার (৩) আলুর দাঁদ রোগ ও তার প্রতিকার (৪) আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্ফ রোগ ও তার প্রতিকার (৫) আলুর কালো পা রোগ ও তার প্রতিকার (৬) আলুর শুকনো পচা রোগ ও তার প্রতিকার (৭) আলুর ভিতরের কালো দাগ ও তার প্রতিকার (৮) ভিতরে ফাঁপা রোগ ও তার প্রতিকার
তিলের জাতের নাম ও চাষ করার পদ্ধতি এবং তিল গাছের বিভিন্ন রোগ ও তার প্রতিকার

তিলের জাতের নাম ও চাষ করার পদ্ধতি এবং তিল গাছের বিভিন্ন রোগ ও তার প্রতিকার

আলোচ্য বিষয়: (১) তিলের জাতের নাম ও পরিচিতি (২) তিল চাষ করার পদ্ধতি ও চাষের উপযুক্ত সময় (৩) তিল গাছের বিভিন্ন রোগ ও প্রতিকার
পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদন পদ্ধতি

পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পিঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতি (২) সরিষার বীজ উৎপাদন পদ্ধতি
ফসল বিন্যাস কাকে বলে, ফসল বিন্যাসে প্রভাব বিস্তারকারী উপাদান এবং এর সুবিধা ও অসুবিধা

ফসল বিন্যাস কাকে বলে? ফসল বিন্যাসে প্রভাব বিস্তারকারী উপাদান এবং এর সুবিধা ও অসুবিধা

আলোচ্য বিষয়: (১) ফসল বিন্যাস কাকে বলে? (২) ফসল বিন্যাসে প্রভাব বিস্তারকারী উপাদান (৩) ফসল বিন্যাসের সুবিধা ও অসুবিধা
উন্নত ধানের জাত সমূহ ও ধানের চাষ পদ্ধতি

উন্নত ধানের জাত সমূহ ও ধানের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ধান চাষের মৌসুম (২) উন্নত ধানের জাত সমূহ .(৩) ধানের চাষ পদ্ধতি
পানি সেচ কাকে বলে, পানি সেচের প্রয়োজনীয়তা কি, সেচের পানির মূল উৎস কোনটি

পানি সেচ কাকে বলে? পানি সেচের প্রয়োজনীয়তা কি? সেচের পানির মূল উৎস কোনটি?

আলোচ্য বিষয়: (১) পানি সেচ কাকে বলে? (২) পানি সেচের প্রয়োজনীয়তা কি? (৩) সেচের পানির মূল উৎস কোনটি? (৪) সেচের পানির গুণাগুণ (৫) বিভিন্ন ফসলের ন্যূনতম পানির চাহিদা