ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়? ছাগলের ওলান ফোলা রোগ

ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়, ছাগলের ওলান ফোলা

(১) ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ ও লক্ষণ

  • এ রোগে ছাগীর ওলান লাল হয়ে ফুলে যায়, শক্ত হয়ে যায়।
  • হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়।
  • দুধের স্বাদ লবনাক্ত হতে পারে।
  • দুধ উৎপাদন কমে যায়।
  • দুধ দোহন করলে পাত্রে দুধের তলানি পড়ে।
  • তীব্র প্রকৃতির রোগে ওলানের ভিতর পুঁজ হয়। পরে দুধের সাথে রক্ত আসে ও দুর্গন্ধ হয়।
  • ওলান ও বাটে ব্যাথা হয় দুধ দোহন করতে বা বাচ্চাকে টেনে খেতে দিতে চায় না।
  • ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোপ্লাজমা, ফাংগাস সহ ১৮-২০ ধরণের জীবানু দ্বারা দুগ্ধবতী ছাগলের ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ রোগ হয়ে থাকে।

(২) ছাগলের ওলান ফোলা রোগ প্রতিরোধের উপায়

  • ছাগীকে গাদাগাদি বা ঠাসাঠাসি করে রাখা যাবে না।
  • প্রসবের আগে ও পরে ছাগীকে সমতল ও নরম পরিস্কার পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে।
  • মাঝে মাঝে ওলানের প্রত্যেক কোয়ার্টারের দুধ কালো কাপড়ে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে কোন তলানি, পুঁজ বা রক্ত আছে কিনা, দুধের রং পরিবর্তন হয়েছে কিনা।
  • বড় ছাগল ছানাকে ওলান থেকে দুধ চুষে খেতে দেওয়া যাবে না।
  • দুধ দোহনের সময় হাত পরিস্কার করে নিতে হবে। প্রয়োজনে সাবান বা ক্লোরিন সলিউশন ব্যবহার করা যেতে পারে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগলের টিকার তালিকা, ছাগলের টিকা প্রদান ও ছাগলের টিকার নাম, ছাগলের টিকা সমূহ

ছাগলের টিকার তালিকা? ছাগলের টিকা প্রদান ও ছাগলের টিকার নাম? ছাগলের টিকা সমূহ?

আলোচ্য বিষয়: নিম্নে ছাগলকে কি কি ভ্যাকসিন বা টিকা দিতে হবে? ছাগলের রোগের নাম ও রোগের টিকা দেওয়ার সময়সূচী তুলে ধরা হলো-
ছাগলের দানাদার খাদ্য তালিকা

ছাগলের দানাদার খাদ্য তালিকা (chagol palon training)

আলোচ্য বিষয়: (১) ছাগলের দানাদার খাদ্য চাহিদা (২) ছাগলের দানাদার খাদ্য তালিকা
বাচ্চা দেওয়ার পর কত দিনের মধ্যে কৃমিনাশক ঔষধ দিতে হয়, গরুর কৃমিনাশক ছাগলের কৃমিনাশক

বাচ্চা দেওয়ার পর কত দিনের মধ্যে কৃমিনাশক ঔষধ দিতে হয়? গরুর কৃমিনাশক ছাগলের কৃমিনাশক

আলোচ্য বিষয়: (১) ছাগলের কৃমিনাশক ঔষধ ও গরুর কৃমিনাশক ঔষধ বাচ্চা দেওয়ার পর কত দিনের মধ্যে কৃমিনাশক ঔষধ দেওয়া যেতে পারে? (২) মা পশুকে কৃমিনাশক প্রয়োগের সঠিক সময় সঠিক নিয়ম (৩) এবার কি নিয়মে কোন কৃমির ঔষধ/ইঞ্জেকশন প্রয়োগ করবেন?
কোন ছাগল বেশি বাচ্চা দেয়, কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়

কোন ছাগল বেশি বাচ্চা দেয়? কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়?

আলোচ্য বিষয়: (১) ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (২) বারবারি ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৩) শিরোহি ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৪) বোয়ার ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৫) বিটল জাতের ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৬) রাম ছাগল বা যমুনাপুরি বছরে কয়টি বাচ্চা দেয়?
সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে

সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে?

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগল চেনার উপায় (২) অসুস্থ ছাগলকে চিনবেন কিভাবে?
কোন সময় ব্লাকবেঙ্গল ছাগলের খামার শুরু করা হলে বেশি লাভে থাকা যায়

কোন সময় ব্লাক বেঙ্গল ছাগলের খামার শুরু করা হলে বেশি লাভে থাকা যায়?

আলোচ্য বিষয়: (১) ব্লাক বেঙ্গল ছাগলের খামার করলে কেমন হবে? (২) ব্লাক বেঙ্গল ছাগলের খামার কোন সময় শুরু করলে বেশি লাভ করা যায়?
ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

আলোচ্য বিষয়: (১) ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া (২) ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার (৩) ছাগলের পেটের রোগঃ হাইপোম্যাগনেসেমিয়া
ছাগল হিটে না আসলে করণীয়, chagol palon training

ছাগল হিটে না আসলে করণীয়? chagol palon training

আলোচ্য বিষয়: ছাগলের প্রজনন সফলতা নির্ভর করে থাকে মানুষের তথা মালিকের সচেতনতার উপর। তাই ছাগল হিটে না আসলে করণীয়গুলো সম্পর্কে অবগত হতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো।
ছাগলের ভ্যাকসিন তালিকা এবং ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম

ছাগলের ভ্যাকসিন তালিকা এবং ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ছাগলকে ভ্যাকসিন কেন দিতে হয়? (২) ছাগলকে কি কি ভ্যাকসিন দিতে হয়? (৩) ছাগলের ভ্যাকসিন তালিকা এবং ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম (৪) ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম ও করণীয় সমূহ (৫) সঠিকভাবে ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম না মানলে, কখন ভ্যাকসিন আর কাজ করেনা?
আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) ছাগী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ (২) পাঠা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ