ছাগলের কাশির ঔষধ তৈরি করুন ঘরোয়া পদ্ধতিতে, ছাগলের কাশির সিরাপ, ছাগলের কাশির চিকিৎসা

ঘরোয়া পদ্ধতিতে ছাগলের কাশির ঔষধ তৈরি করুনঃ ছাগলের কাশির সিরাপ, ছাগলের কাশির চিকিৎসা

(১) ঘরোয়া ভাবে ছাগলের কাশির সিরাপ তৈরি

ছাগলের কাশির চিকিৎসা করতে ছাগলের কাশির ঔষধ তৈরি করার পূর্ণাঙ্গ রেসিপি যেটি সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ঘরোয়া ভাবে ছাগলের কাশির সিরাপ কিভাবে তৈরি করবেন?

• যে সকল বন্ধুরা ফার্মিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনারা বলতে পারবেন, অ্যালোপ্যাথিক চিকিৎসায় ছাগলের কাশি সহজে ভালো হয় না। ছাগলের কাশি সারানোর জন্য বিভিন্ন রকমের সিরাপ ট্যাবলেট আপনারা ব্যবহার করেছেন। কিন্তু ছাগলের কাশি সারাতে পারেননি।

• একবার আমার এই আয়ুর্বেদিক ঘরোয়া পদ্ধতিতে ঔষধটি তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন কতটা কার্যকরী। যে সকল বন্ধুরা অনেকদিন ধরে গোট ফার্মিং করে আসছেন, অবশ্যই আমি আজকে যে আলোচনাটা করব একদম মনোযোগ সহকারে পড়বেন এবং কতটা সত্য তা কমেন্ট করে জানাবেন।

• আপনার ফার্মের কোন ছাগল যখন অসুস্থ হয় বেশিরভাগ ট্রিটমেন্ট কিন্তু আপনি অ্যালোপ্যাথিক পদ্ধতিতেই করে থাকেন। কিন্তু একটা কথা ভালোভাবে লক্ষ্য রাখবে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেছেন, যে এন্টিবায়োটিক বা যে মেডিসিন ব্যবহার করতেছে তার সাইডএফেক্ট কিছুদিন পরে দেখা যায়।

• অ্যালোপ্যাথিক খাওয়ানোর ছাগলটা সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার শরীরটা দুর্বল হয়ে যায়। সেটা হচ্ছে মেডিসিনের সাইডএফেক্ট। এরপরে শরীরে যতটা ঘাটতি হয়ে যায় সেটাকে রিকভার করতে অনেক দিন সময় লেগে যায়।

• অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ছাগল যাদের শরীরের ইমিউনিটি কম, তাদের রিকভার করতে তিন চার মাস থাকতে পারে। তাতে হয় কি, সে দ্রুত হিটে আসে না বা যদি গর্ভবতী অবস্থায় ট্রিটমেন্ট করা হয়, সে সময় যদি বাচ্চা দেয় বাচ্চাটাও কমজোর হয়। শরীরে যথেষ্ট নিউট্রিশনের ঘাটতি ফলে তার দুধও কম হয়। এজন্য বেশিরভাগ সময় চেষ্টা করবেন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে তাহলে কিন্তু এই ধরণের সমস্যাগুলো হবে না।

পড়ুন
ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস লক্ষণ ও চিকিৎসা

• যেগুলো খুব কঠিন সমস্যা যেগুলোর ক্ষেত্রে আয়ুর্বেদিক কাজ হবে না সে ক্ষেত্রে আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন। কিন্তু বাকি যে নরমাল রোগগুলো হয় সেক্ষেত্রে চেষ্টা রাখবেন ঘরোয়া আয়ুর্বেদিক বা হোমিও চিকিৎসা করার আজকে আলোচনা করব ছাগলের যে কাশি হয় সে কাশির জন্য নিজেরাই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করবেন? এই কাশির ঔষধ তৈরির কাঁচামাল কি?

(২) ছাগলের কাশির ঔষধ তৈরির কাঁচামাল

ছাগলের কাশি

১। শিউলি পাতা = ১৫০ গ্রাম কাচা অবস্থায়।

২। বাসক পাতা = ১৫০ গ্রাম নিবেন।

৩। রাম তুলসী বা বন তুলসী যেটাকে বলা হয় = ১৫০ গ্রাম।

৪। পিপুল বা পিপলি = ১৫০ গ্রাম।

৫। এরপর আপনাকে আরেকটি তুলসী নিতে হবে, যেটা সাধারনত গ্রামেগঞ্জে হিন্দুদের বাড়িতে থাকে, সেটা নিতে হবে = ১৫০ গ্রাম।

৬। এরপরে আপনাদের নিতে হবে গোলমরিচ যেটা মসলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেটাকে শুকিয়ে আধভাঙা করে নেবেন = 25 গ্রাম।

৭। এরপর আরেকটি মসলাজাতীয় আপনাকে লবঙ্গ বা যেটাকে লং বলা হয়ে থাকে এটাকে নিয়ে নেবেন এটাকেও সেটাকে শুকিয়ে আধ ভাঙ্গা করে নেবেন = 25 গ্রাম।

৮। সবার শেষে নিতে হবে আপনাকে তালমিস্ত্রী = 50 গ্রাম।

বি:দ্র: অনেকেই হয়ত জানেন না পিপুল পাতা  কাকে বলা হয় এটি পান জাতীয় গাছ, গাছের মধ্যে সরু সরু লম্বা লম্বা ফল থাকে দেখলে বুঝতে পারবেন। এটি বাঁশঝার, সুপারি বাগানের বা জঙ্গলের মধ্যে হয়ে থাকে।এর ফলগুলো  শুকিয়ে সংরক্ষণ করতে হয়। এছাড়াও একটি দোকানে কিনতে পাবেন সেটা যে দশকর্মার দোকান থাকে সে দশকর্মা দোকানে কিনতে পাবেন। যাদের আশেপাশে এই গাছগুলি দেখবেন এর ফলগুলি ছিঁড়ে রোদে রেখে দেবেন। যখন মেডিসিন তৈরি করবেন সেটাকে সরাসরি ব্যবহার করতে পারবেন। যাদের আশেপাশে নেই আপনারা দোকান থেকে কিনে নেবেন, পিপুল বা পিপলি বললেই দোকানদার বুঝে যাবে।

পড়ুন
ছাগলের পাতলা পায়খানার ওষুধ ও ছাগলের পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা

(৩) প্রস্তুতকৃত সিরাপ দ্বারা ছাগলের কাশির চিকিৎসা পদ্ধতি

ছাগলের কাশির ঔষধ, সিরাপ, চিকিৎসা, ওষুধ

১। সবগুলোকে একসঙ্গে আধভাঙা করে নেবেন।

২। নেওয়ার পর তিন লিটার জলের মধ্যে এই উপাদান গুলি দিয়ে দিতে হবে।

৩। এর পরে তাকে কম তাপে জাল করতে হবে। যত কম তাপ দিয়ে বেশি সময় ধরে আপনারা জাল করবেন তত ভালো মেডিসিন তৈরি হবে।

৪। তিন লিটারকে জ্বাল করতে করতে আপনাকে এক লিটারে নিয়ে আসতে হবে।

৫। এই এক লিটার ঠান্ডা করে ছাকনি দিয়ে সংরক্ষন করে রেখে দিতে হবে।

(৪) ছাগলের কাশির চিকিৎসায় ঔষধ প্রয়োগবিধি

১। যাদের শুকনো কাশি বা সর্দি কাশি থাকে সেক্ষেত্রে একটা কুঁড়ি কেজি ওজনের ছাগলকে ৫মিলি করে দিতে হবে।

২। সারা দিনে তিন বার এই কাশের সিরাপ ঔষধ খাওয়াবেন।

৩। এই মেডিসিন টা যদি তৈরি করে যদি আপনারা ফার্মে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে ছোট বাচ্চা প্রেগনেন্ট, প্রেগনেন্ট ছাড়া সব ধরনের ছাগলকে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন। এর কোন সাইডএফেক্ট নেই।

৪। যদি কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে চান একইভাবে আপনারা মানুষের ক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন।


প্রিয় খামারি বন্ধু, এই পোষ্টটিতে দেওয়া তথ্য ও পদ্ধতি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের একটা মতামত আমাদের পরবর্তী পোষ্ট লেখার জন্য উৎসাহিত করে তোলে। আর যারা আমাদের ব্লগে নতুন যদি এই ধরনের লেখাগুলো দেখতে চান আমাদের ফেসবুক পেইজে লাইক করে রাখবেন। আমাদের এই ব্লগে ফার্মিং নিয়ে পশুদের বিভিন্ন রোগ তাদের অ্যালোপেথিক হোমিও এবং ঘরোয়া চিকিৎসা নিয়ে বহু আলোচনা রয়েছে ও নতুন নতুন টপিক প্রতিনিয়ত যুক্ত হচ্ছে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

পড়ুন
বাঁশের শুট দিয়ে গবাদি পশু চিকিৎসা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগল ও গরুর ভাইরাস জনিত রোগ কি কি, ছাগলের পিপিআর রোগের এবং গরুর ক্ষুরা রোগের লক্ষণ ও চিকিৎসা

ছাগল ও গরুর ভাইরাস জনিত রোগ কি কি? ছাগলের পিপিআর রোগের লক্ষণ ও চিকিৎসা, গরুর ক্ষুরা রোগের চিকিৎসা

আলোচ্য বিষয়: নিম্নে ছাগল ও গরুর ভাইরাস জনিত রোগ কি কি? ছাগলের পিপিআর রোগের লক্ষণ ও চিকিৎসা, গরুর ক্ষুরা রোগের চিকিৎসা প্রভৃতি বিষয়ে সহজভাবে আলোচনা করা হলো- (১) ছাগলের ভাইরাস জনিত রোগ কি কি? ক) ছাগলের জলাতঙ্ক রোগের লক্ষণ ও চিকিৎসা (Rabies) খ) ছাগলের পিপিআর রোগের লক্ষণ ও চিকিৎসা (Pests Des Petits Ruminants) গ) ছাগলের বসন্ত রোগের লক্ষণ ও চিকিৎসা (Goat Pox) (২) গরুর ভাইরাস জনিত রোগ কি কি? ক) গরুর ক্ষুরা রোগের চিকিৎসা (Foot and Mouth Disease) খ) গরুর ভাইরাস জনিত রোগ ‘গোবসন্ত’ (Rinder Pest)
ছাগল হিটে না আসলে করণীয়, chagol palon training

ছাগল হিটে না আসলে করণীয়? chagol palon training

আলোচ্য বিষয়: ছাগলের প্রজনন সফলতা নির্ভর করে থাকে মানুষের তথা মালিকের সচেতনতার উপর। তাই ছাগল হিটে না আসলে করণীয়গুলো সম্পর্কে অবগত হতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো।
ছাগলের রোগ প্রতিরোধে কি করতে হবে, ছাগলের কমন রোগ সমূহ কি, অসুস্থ ছাগল চেনার উপায়

ছাগলের রোগ প্রতিরোধে কি করতে হবে? ছাগলের কমন রোগ সমূহ কি? অসুস্থ ছাগল চেনার উপায়

আলোচ্য বিষয়: (১) ছাগলের রোগ প্রতিরোধে কি করতে হবে? (২) ছাগলের কমন রোগ সমূহ কি? (৩) অসুস্থ ছাগল চেনার উপায়
সুস্থ ছাগল চেনার উপায় ও ছাগলের রোগ ব্যবস্থাপনা

সুস্থ ছাগল চেনার উপায় ও ছাগলের রোগ ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগল চেনার উপায় (২) ছাগলের রোগ ব্যবস্থাপনা
ছাগল পালন পদ্ধতি

ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ছাগলের বাসস্থান (২) ছাগলের খাদ্য ব্যবস্থাপনা (৩) ছাগলের রোগ দমন
ছাগলের কৃমি ও পরজীবিজনিত রোগ

ছাগলের কৃমি ও পরজীবিজনিত রোগ

আলোচ্য বিষয়: (১) ছাগলের কৃমিজনিত রোগ (২) পরজীবিজনিত রোগ
ছোঁয়াচে ছাগলের রোগ ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ পরিচিতি, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা

ছোঁয়াচে ছাগলের রোগ ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ পরিচিতি, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ কি? (২) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগের লক্ষণগুলো কি? (৩) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ কীভাবে ছড়ায়? (৪) কীভাবে এটি প্রতিরোধ করা যায়? (৫) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগের চিকিৎসা কি?
মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

আলোচ্য বিষয়: নিম্নে মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো-
ছাগী বা মেয়ে ছাগলের যত্ন কিভাবে নিবেন, আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ

ছাগী বা মেয়ে ছাগলের যত্ন কিভাবে নিবেন? আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ

আলোচ্য বিষয়: (১) ড্রাই পিরিয়ডে ছাগলের যত্ন (২) গর্ভকালীন সময় ছাগলের যত্ন (৩) প্রসবকালীন সময় ছাগলের যত্ন (৪) দুধ প্রদানকালীন সময় ছাগলের যত্ন
ছাগলকে খাসি করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী, খাসি ছাগল পালন

ছাগলকে খাসি করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী? খাসি ছাগল পালন

আলেচ্য বিষয়: (১) ছাগলকে খাসি ছাগল কি/কাকে বলে? (২) ছাগলকে খাসি করার কারণ ও উপকার সমূহ (৩) ছাগলকে খাসি করার পদ্ধতি সমূহ