ছাগলের খামার করতে কত টাকা লাগবে? ছাগলের খামারের খরচ

informationbangla.com default featured image compressed

ছাগলের খামার করতে কত টাকা লাগবে ও ছাগল পালনে খরচ কত হবে তা নির্ভর করবে ছাগল খামার পরিকল্পনার উপর। কাহারো ক্ষেত্রে ১০ টা ছাগল পালন করতে ৫০ হাজার টাকা লাগতে পারে আবার কাহারো ক্ষেত্রে ১০ টা ছাগল পালন করতে ১ লক্ষ টাকাও লাগতে পারে।

প্রথম অবস্থায় আপনি ছাগলের খামার করতে গেলে প্রায় ১০ ধরণের খরচের সম্মুখিন হবেন। সেগুলো হলো-

খরচের হিসাব

(১) ছাগলের ঘাস চাষ

ছাগল বা গরু খামার করতে হরে প্রথমেই আপনাকে ঘাস লাগাতে হবে। ঘাস লাগাতে হলে প্রয়োজন জমি। যদি নিজের জমি থাকে তাহলে আপনার অনেক খরচ বেচে যাবে। আর যদি নিজের খুব বেশি জমি না থাকে তবে অবশ্যই জমি ‍লিজ নিতে হবে। জমি লিজ নিতে হলে জমি মালিকে সাথে অবশ্যই লিখিত চুক্তি করে নিবেন। জমি লিজ নিতে বিঘা প্রতি ৫/৬ হাজারও লাগতে পাবে আবার ১০-১৫ হাজার লাগতে পারে অঞ্চল ভেদে।

(২) ছাগল পালন প্রশিক্ষণ খরচ

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৫-২০ দিনের একটা প্রশিক্ষণ নিতে হবে। যদিও আপনি প্রশিক্ষণ  বিনামূল্যে পাবেন তবুও আপনার অন্যান্য কিছু খরচা লাগবেই হবে। সেটা ৩ হাজার টাকার মাঝেই হয়ে যাবে।

(৩) খামার পরিদর্শন খরচ

আপনার এলাকায় বা অন্য কোথাও যেখানে ছাগলের খামার আছে উক্ত ছাগলের খামার পরিদর্শন করা এবং সেখানে সময় কাটিয়ে অভিজ্ঞতা নেওয়া। যদিও একাজে কাউকে টাকা দিতে হবে না হবে যাতায়াত খরচসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ ১ থেকে ২ হাজার হতে পারে।

(৪) জমি নির্বাচন ও জমি ক্রয় খরচ

জমি নির্বাচন ও জমি ক্রয়। আপনার জদি নিজের জমি না থাকে তবে এখানে জমি ক্রয় খরচ হবে।

(৫) বাইন্ডারি বা বেড়া নির্মাণ খরচ

ছাগল খামারটি  অবশ্য জমির চারদিকে বাউন্ডারি দিতে হবে। সেটা হতে পারে ইটের গাথুনি বা টিনের বেড়া। সেখানে আপনার খরচ হবেএবং খরচটা নির্ভর করবে জমির পরিমাণ এবং বেড়ার ধরণ এর উপর।

(৬) ছাগলের ঘর নির্মাণ খরচ

ছাগলের উপযুক্ত ঘর তৈরি করা। ২০ টি ছাগলের ঘর তৈরি করতে আনুমানিক ৪০ হাজার টাকা খরচ হবে। তবে সেটা নির্ভর করছে ঘরের নকশা ও সুযোগ সুবিধার উপরে। যা কেউ ২০ হাজারে করবে আবার কেউ ২ লাখে। তবে আপনি যতটি ছাগল উঠাবেন তার দ্বিগুণ পশুর ঘর তৈরি করবেন।

ছাগল খামারে যে সকল ঘর থাকা প্রয়োজন, তা হলো-

  • প্রজনন উপযোগী ও দুগ্ধবতী ছাগলের ঘর, ব্রুডিং পেন। 
  • বাচ্চা ছাগলের ঘর (দুধ ছাড়ানো পর্যন্ত)। 
  • মাংস উৎপাদনকারী ছাগলের ঘর (২-৩ মাস বয়স হতে প্রাপ্ত বয়স্ক)। 
  • পাঠা ছাগলের ঘর (৩ মাস বয়স হতে সার্ভিসকালীন সময়)। 
  • গর্ভবতী ছাগলের ঘর। 
  • আইসোলেশন শেড (অসুস্থ ছাগলের জন্য)। 
  • কোয়ারেন্টাইন শেড (নতুন ক্রয়কৃত ছাগলের জন্য-ক্রয়ের পর ২ সস্তাহ পর্যন্ত)। 
  • দানাদার খাদ্য রাখার ঘর। 
  • সবুজ ঘাস ও রাফেজ জাতীয় খাদ্য রাখার ঘর। এখানে ছাগল প্রতি জায়গার পরিমাণ দেওয়া হলো।

ছাগলের ঘরে, একটি ছাগলের জন্য যতটুকু করে জায়গা প্রয়োজন, তা হলো-

ছাগলের প্রকৃতিপ্রয়োজনীয় জায়গার পরিমাণ 
বাচ্চা ছাগল০.৩ বর্গমিটার
পূর্ণ বয়স্ক ছাগল১.৫ বর্গমিটার
গর্ভবর্তী ছাগল১.৯ বর্গমিটার
পাঁঠা২.৮ বর্গমিটার

(৭) ছাগী ক্রয় খরচ

১০টা সুস্থ সবল মেয়ে ছাগল কিনতে হবে। যার প্রতিটি ৬-৭ হাজার করে ৬০-৭০ হাজার টাকা খরচ হতে পারে।

(৮) ভালো পাঠা কেনার খরচ

উন্নত জাতের একটি সুস্থ সবল পাঠা কেনা যেমন: সিরহি ছাগল। উন্নত জাতের পাঠা নিলে ৩০-৭০ হাজার আর ক্রস নিলে ১০-২৫ হাজার টাকা খরচ হতে পারে।

(৯) ছাগলেরর খাবার খরচ

দানাদার খাবার সরবরাহ করা। যা মাস প্রতি ২ থেকে আড়াই হাজার টাকা হতে পারে।

ছাগলকে সারাদিনে যখন, যতবার খাবর দিতে হয়, যেমন-

  1. সকাল ৬-৭ টাঃ দৈনিক প্রয়োজনের ১/২ অংশ দানাদার এবং ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য দিতে হবে। প্রথমে দানাদার খাদ্য আলাদা আলাদা পাত্রে এবং পরে আঁশ জাতীয় খাদ্য একত্রে দিতে হবে।
  2. সকাল ৬-৯ টাঃ পাতা সমেত গাছের ডাল ঝুলিয়ে দিতে হবে।
  3. দুপুর ১২ টাঃ ভাতের মাড় ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
  4. বিকাল ৪-৫ টাঃ অবশিষ্ট দানাদার খাদ্য পূর্বের ন্যায় সরবরাহ করতে হবে।
  5. সন্ধ্যাঃ সন্ধার পূর্বে ছাগল ঘরে তুলে দিনের অবশিষ্ট ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।

(১০) চিকিৎসা ও সরঞ্জাম খরচ

চিকিৎসা খরচ, মেডিসিন খরচ, বিদ্যুত খরচ, ছাগলের পানির পাত্র, খাবার পাত্র, অপচয় ইত্যাদি মিলিয়ে ১০ টা ছাগলের পেছনে মাসে গড়ে ৬০০ টাকা।

পরিশেষে বলা যায়, ছাগলের খামার করতে কত টাকা লাগবে? এটা কেউ আপনাকে বলে দিতে পাবে না। আপনি যদি অনন্যের দেখানো খরচের হিসাব দেখে খামার শুরু করে দেন পরবর্তীতে আপনি অবশ্যই বিপদে পড়বেন। এখানে খরচের খাত সমূহ এবং ধারণা দেওয়া হলো নিজের পরিকল্পনা উনুযায়ী নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভালো ও বেশি দুধ দেওয়া গাভী চেনার উপায়ঃ আদর্শ দুগ্ধাল গাভীর বৈশিষ্ট্য

ভালো ও বেশি দুধ দেওয়া গাভী চেনার উপায়ঃ আদর্শ দুগ্ধাল গাভীর বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: খামারির জন্য তাই একটি উৎকৃষ্ট গাভীর বৈশিষ্ট্যগুলো জানা অত্যন্ত জরুরি। আসুন, একটি আদর্শ দুগ্ধাল গাভীর প্রধান বৈশিষ্ট্যগুলো জেনে নিই। Read
ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মাণঃ ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন, ছাগলের ঘর

ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মাণঃ ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন? ছাগলের ঘর তৈরির নিয়ম

আলোচ্য বিষয়: (১) ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মানে বিবেচ্য বিষয়সমূহ (২) ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন? (৩) ছাগলের ঘর তৈরির নিয়ম (৪) সতর্কতা Read
গরুর রোগ প্রশ্ন উত্তরঃ গরুর কি কি রোগ হয়, গরুর সমস্যা ও সমাধানসমূহ কি

গরুর রোগের নামঃ গরুর কি কি রোগ হয়? গরুর সমস্যা ও সমাধানসমূহ কি? গরুর সকল রোগ এর কারণ লক্ষণ ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) গরুর রোগের নামঃ ক্ষুরা রোগ (২) গরুর রোগের নামঃ তড়কা রোগ (৩) গরুর রোগের নামঃ বাদলা রোগ (৪) গরুর রোগের নামঃ গলাফুলা রোগ (৫) গরুর রোগের নামঃ গাভীর ওলান ফুলা রোগ বা ওলান প্রদাহ (৬) গরুর রোগের নামঃ নাভীতে ঘাঁ (৭) গরুর রোগের নামঃ পেটের গোলকৃমি (৮) গরুর রোগের নামঃ কলিজার পাতা কৃমি (৯) গরুর রোগের নামঃ গরুর গায়ে পোকা (১০) গরুর রোগের নামঃ রক্ত আমাশয় (১১) গরুর রোগের নামঃ পেট ফাঁপা (১২) গরুর রোগের নামঃ বদহজম রোগ (১৩) গরুর রোগের নামঃ ডাইরিয়া রোগ (১৪) গরুর রোগের নামঃ গর্ভফুল আটকে যাওয়া (১৫) গরুর রোগের নামঃ দুধ জ্বর রোগ বা মিল্ক ফিভার Read
informationbangla.com default featured image compressed

ছাগলের ১০টি রোগের লক্ষণ জেনে রাখুনঃ ছাগলের রোগ সমূহ? ছাগলের কি কি অসুখ হয়?

আলোচ্য বিষয়: ছাগলের রোগের লক্ষণ সহ কয়েকটি সাধারণ ব্যাকটিরিয়াল ছাগলের রোগ সম্পর্কে প্রাথমিক তথ্য নীচে বর্ণনা করা হল।  Read
সুস্থ ছাগল চেনার উপায় ও ছাগলের রোগ ব্যবস্থাপনা

সুস্থ ছাগল চেনার উপায় ও ছাগলের রোগ ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগল চেনার উপায় (২) ছাগলের রোগ ব্যবস্থাপনা Read
informationbangla.com default featured image compressed

ছাগলের পিপিআর রোগের লক্ষণ, প্রতিকার, চিকিৎসা, টিকা ব্যবহার বিধি ও ভ্যাকসিন দেওয়ার নিয়ম

আলোচ্য বিষয়: ছাগলের পিপিআর রোগের পরিচয় ছাগলের পিপিআর রোগের কারণ ছাগলের পিপিআর রোগের লক্ষণ ছাগলের পিপিআর রোগের সংক্রমণের মাধ্যম ছাগলের পিপিআর রোগের প্রতিকার ছাগলের পিপিআর রোগের চিকিৎসা ছাগলের পিপিআর রোগের টিকা ব্যবহার বিধি ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম। Read
ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) গোট পক্স কি? (২) কোন কোন গবাদি পশুর গোট পক্স বা বসন্ত রোগ হয়? (৩) ছাগলের বসন্ত রোগ গোট পক্স রোগের লক্ষণগুলি কি কি? (৪) বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা ভ্যাকসিন ব্যবস্থাপনা কেমন হবে? (৫) গোট পক্স বা বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়ার পূর্ব সচেতনতা কি কি? (৬) ছাগলের বসন্ত রোগ বা গোট পক্স রোগের চিকিৎসা করবেন কিভাবে? Read
অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগ এবং ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও

অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগ এবং ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার (২) ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ ও প্রতিকার Read
উন্নত জাতের গাভী পালন

উন্নত জাতের গাভী পালন

আলোচ্য বিষয়: (১) প্রাথমিক প্রয়োজন (২) বাছাই প্রক্রিয়া (৩) স্থান নির্বাচন (৪) আয়-ব্যয় (৫) পরিচর্যা (৬) গাভীর দুধের উৎপাদন যেভাবে বাড়ানো যায় (৭) গাভীর বড় ওলানের পরিচর্যা (৮) দুধ উৎপাদনকারী ১০টি গাভী পালন আয় ব্যয়ের নমুনা হিসাব Read
বাংলাদেশে গরুর খামার তৈরি ১২টি সমস্যা

বাংলাদেশে গরুর খামার তৈরি ১২টি সমস্যা

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশে গরুর খামার তৈরি করলে ১২টি সমস্যা (২) গরুর খামারে খামারীদের সমস্যা দূরীকরণে কিছু করণীয় Read