ছাগলের খামার করে কোটিপতি? কথাটি কতটু সত্য? বাস্তবে ১০০ ছাগল পালনে কত আয় হয়?

ছাগলের খামার করে কোটিপতি, কথাটি কতটু সত্য, বাস্তবে ১০০ ছাগল পালনে কত আয় হয়

ছাগলের খামার করে কোটিপতি হওয়া সম্ভব কি? ছাগল পালনে কত আয় হয়? চলুন জানি-

বাস্তবে ১০টা ছাগলের খামার এর উপর বাৎসরিক খরচ কত হয়? এবং কত টাকা উপার্জন করা যেতে পারে?

বাস্তবে ১০ টা ছাগলের খামার এর উপর বাৎসরিক খরচ কত হয় এবং কত টাকা উপার্জন করা যেতে পারে

ইউটিউবের ভিডিওতে অনেক দেখেছেন গোট ফার্মিং করে কোটিপতি গোট ফার্মিং করে লাখপতি। কিন্তু বাস্তবে গোট ফার্মিং এর সঠিক হল লাভের হিসাব আপনাদের কেউ দেয়নি বা দিতে পারেনি এর জন্য এবং আপনাদের কাছে রহস্য হয়ে থেকে গেছে।

আজকের এই ব্লগটি সম্পূর্ন পড়লে একটা ছাগলের পিছনে বাৎসরিক খরচ কত? লাভের অংশ কতটা? পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমার প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ব্লগটি সম্পূর্ন পড়ার জন্য।

বন্ধুরা আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে গোট ফার্ম এর সঙ্গে যুক্ত রয়েছে আপনারা অবশ্যই আমাদের হিসাবটা বুঝতে পারবেন, যে বাস্তবে একটা ছাগলের ফার্ম এ কত টাকা খরচ হয় এবং বছর শেষে আমরা কত টাকা উপার্জন করতে পারি। আপনারা হয়তো এর আগে বহু ভিডিও দেখেছেন এবং পোস্ট পড়েছেন। যেখানে আলোচনা করা হয়েছিল ছাগলের ফার্ম এর খরচের প্রতারনা কিন্তু সেখানকার হিসেবে দেখে আপনারা কেউই বাস্তবের সঙ্গে এর কোন মিল নেই এর মূল কারণটা কি জানেন?

অনেকেই রয়েছেন ছাগলের খামার শুরু করেছেন ফার্মের বয়স ৬ মাসই হয়নি আর সেই ব্যক্তি নিজেকে এতটাই কনফিডেন্ট নিজের খামারকে ভাইরাল করার জন্য ভিডিও বানাচ্ছে ফার্মের বয়স এক বছর হলো না ফার্মের খরচ এবং লাভ দেখাচ্ছে! আর এতটাই লাভ দেখাচ্ছেন যে সমস্ত দর্শক ভিডিওটি দেখেছেন তাদের প্রত্যেকের মনে লালন করার একটা আশার জাগ্রত হয়।

একদিকে বেকারত্বের জ্বালা অন্যদিকে অন্যান্য কাজের কোনো ভালো সুযোগ সুবিধা নেই দ্বিতীয়ত অন্য কোন ব্যবসায় জড়িত তার ব্যবসা ঠিকঠাক চলছে না যখনই ছাগলের খামার এ লাভের অংক টা দেখেন দেখার পরই কিন্তু আপনাদের মনে একটা আসা জাগ্রত হয় ছাগলের খামার করার। কিন্তু বাস্তবটা কী আপনারা কেউ যাচাই করলেন না অনেকে আছেন যারা করার চেষ্টাও করেন না।

পড়ুন
ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

চলুন তাহলে আমরা আজকের এই পোস্ট এর মাধ্যমে একটি ছাগলের খামার এর বাস্তব খরচ ও সঠিক লাভের অঙ্ক জেনে নেই এই ব্লগটিতে আমরা আলোচনা করব একটি মা ছাগল ও তার বাচ্চার প্রতিদিন ও বাৎসরিক খরচা কত? বছর শেষে তার খরচা বাদ দিয়ে আমরা কত টাকা লাভ করতে পারব? এখানে ঘর, জমি এবং খামারের প্রথমে যে ছাগলগুলো উঠে ইনভেস্ট করেছেন সেগুলোর কোনো রকম হিসাব ধরা থাকবে না। এখানে সফলতা পাওয়া একটি রানিং ফার্মের হিসেবে দেওয়া হবে।

এই পোস্ট এর মধ্যে আমরা শুধু ১০টি ছাগলের হিসেব করব আর একটি ছাগলের যদি আপনি হিসেব বের করেন তো সেখান থেকে ১০০ ছাগলেরও কিন্তু হিসাব বের করে নিতে পারবেনঃ

একটু ভালো কোয়ালিটির ব্লাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা প্রসব করে যেহেতু আপনার ব্যক্তিগত এর জন্য নিজেকেই শ্রম দিতে হবে আর প্রতিদিন ওই মহাসাগর পিছনে আপনাকে খরচ ১০ থেকে ১৩ টাকার মধ্যে করতে হবে। এখানে আমরা প্রতিদিন একটা ছাগলের পিছনে খাওয়ার খরচা, মেডিসিন খরচা এবং অন্যান্য খরচ মিলে ধরে নেব।

খাবার খরচের মধ্যে প্রথমেই আমরা ধরে নিচ্ছি দানাদার জাতীয় খাবার আপনাকে কুড়ি টাকার মধ্যে দানা জাতীয় খাবার তৈরি করে নিতে হবে। প্রতিদিন একটা ছাগলকে ৩০০ গ্রাম করে দানা জাতীয় খাবার দিতে হবে।

এক কেজি নানা খাবার তৈরিতে কোন কোন দানাশস্য গুলি ব্যবহার করবেন?

যেমন-

৫ কেজি ভুট্টা, পার কেজি ১৫ টাকা করে।

৩ কেজি সরষের খোল, পার কেজি ২৫ টাকা করে।

১ কেজি গমের ভূসি, যার পার কেজি ২০ টাকা করে।

১ কেজি ডালের ভূসি যার পার কেজি ২০ টাকা করে।

________________________________

টোটাল হচ্ছে ১৯০ টাকা।

১০ কেজি খাবার প্রতি কেজি মূল্য পড়ল ১৯ টাকা করে। যেখানে আমরা হিসেবের মধ্যে নিয়েছি ২০ টাকা করে। যখন আপনি ১০০ কেজি খাবার তৈরি করবেন ১ কেজির মধ্যে বাকি যে ১০০ টাকা বাজবে ১০০ টাকা সেখানে মিনারেল মিক্সার ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আপনার ছাগলের জন্য দানা খাবার। প্রতিদিন এই দানা খাবারটি একটা মালকে ৩০০ গ্রাম করে দেবেন। এক বছরে একটা ছাগল থানা খাবার হবে ১০ কেজি ৫০০ গ্রাম যার মূল্য ২১৯০ টাকা।

পড়ুন
ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

এবার একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতিদিনের সাইলেজ খাবার খাবে ১ কেজি করে যার মূল্য ৩ টাকার মধ্যেই করে নিতে হবে। যদি আপনারা নিজেরাই সাইলেজ প্রোডাকশন করেন এবং যদি অভিজ্ঞতা ভালো থাকে সেক্ষেত্রে খরচ পড়বে ২ টাকার মধ্যে। এবারে মেডিসিন খরচা প্রতিদিন ২ টাকা করে এবং অন্যান্য যেগুলো খরচা আছে তা আমরা ২ টাকা ধরে নিচ্ছি। টোটাল এই ১৩ টাকার মধ্যে আপনাকে ম্যানেজ করে নিতে হবে।

এর থেকেও কম খরচ হতে পারে, যদি আপনার পাশে কোন জঙ্গল থেকে চরানোর মাঠ থাকে অন্য কোন জায়গা থাকে বা আপনার সাফিসিয়েন্ট যদি জায়গা থাকে সেখানে ঘাস যদি চাষ করতে পারেন এর থেকে আরও খরচা কমে যাবে। আর যদি আপনার ভাল অভিজ্ঞতা থাকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আপনি মেডিসিন খরচা টা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারেন। সঠিক পরিচর্যার উপরই নির্ভর করবে ছাগলের রোগ। যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন আপনার মেডিসিন খরচা অনেক কমে যাবে এছাড়াও আরও মেডিসিন খরচা কম করতে পারবেন যদি আপনার কিছু হোমিওপ্যাথিক এবং ঘরোয়া চিকিৎসা জানা থাকে।

কিন্তু আমরা এখানে প্রত্যেকটা খরচে একটু একটু করে বেশি করে নিয়েছি। দেখা যাচ্ছে কোন ছাগলের বছরে ১০০ টাকা মেডিসিন খরচা লাগতে পারে কোন ছাগলের ৫০ টাকার মধ্যে হতে পারে কিন্তু কোন ছাগলের ৫০০ টাকা লাগতে পারে বা কোন ছাগলের হাজার টাকা লাগতে পারে সে ক্ষেত্রে আমরা এভারেজ করে ২ টাকা করে প্রতিদিন ধরে নিয়েছে এছাড়া কিন্তু এখানে অন্যান্য খরচের জন্য আবার ২ টাকা করে ধরে নেওয়া হয়েছে। যেমন সেখানে কারেন্ট বিল থাকতে পারে।

এবারে আমরা বাচ্চার হিসেব করব আপনার ফার্মে যদি ২০ টা ছাগল থাকে তাদের মধ্যে অনেকে দুটো বাচ্চা করে দেবে, অনেকে একটা করে দেবে, আবার অনেকে তিনটে করে দেবে। আমরা এভারেসজ দুটো করে ধরে নিয়েছি, কিছু একটা করে ধরে নিচ্ছি। মনে রাখবেন রাখবেন দুটো বাচ্চা দেয় একটা করে দেয় আর ৩% ছাগল তিনটে করে দেয় অনেকে আছে চারটা করে কিন্তু দেয়। কিন্তু এখানে আমরা আমাদের দুটো এবং একটা বাচ্চা দেওয়াতেই বেশি নেব। ধরুন ১৫ টা ছাগল দুটো করে বাচ্চা দিল আর  টা ছাগল একটা করে বাচ্চা দিল। আর বছরে যদি দুবার বাচ্চা প্রসব করে মোট ৭০ খানা বাচ্চা আসবে।

পড়ুন
ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

এবার যদি বলেন বছরের যদি সে দুবার বাচ্চা না দেয় সেটা নির্ভর করবে আপনার ওপর। তাহলে আপনি কেমন খামারি? যেএটাকে ঠিকঠাক মেনটেনেন্স করতে পারেন নি। যার কারণে সে খুব দ্রুত হিটে আসছেনা।

৭০ খানা বাচ্চার মধ্যে আমরা ১০ থেকে মাইনাস করে দিলাম সেটা মারা যেতে পারে, বা পেটেই মারা যেতে মারে জন্মানোর আগেই।

একটা ছাগলের যতটা খরচ হবে ওর যে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তাদের পেছনে এক বছরে একই খরচ হবে। একটা মা ছাগলের পেছনে যেমন প্রতিদিন ১৩ টাকা খরচা করলে মাসে ৩৯০ টাকা খরচ হচ্ছে এবং ইয়ারলি ৪৬৮০ টাকা খরচ হচ্ছে। সেই তুলনায় তার তিনটা বাচ্চার পিছনে খরচ একটু কম হয়, চার হাজারের মধ্যে ম্যানেজ করে নেওয়া যায়। কারণ দুটো বাচ্চা আগেই হয়েছে তাদের ১ বৎসর সময় বা খরচ দিতে হয়, কিন্তু আরেকটা বাচ্চা সেটা ৬ মাস থেকে আমরা যদি ধরে সে ক্ষেত্রে চার হাজারের মধ্যে কিন্তু মেনেজ করা সম্ভব।

প্রথমে যে বাচ্চা দুটো হলো তাদেরকে খাসি করে দিন। এক বছরে একটা খাসির ওজন যা দাড়ায় তা  হিসেবে আমরা মার্কেটে সেল করতে পারি প্রায় ৬০০০ টাকা পার পিস, তাহলে দুটো খাসি ১২০০০ হাজার এ বিক্রি করা যায়। আর পরের যে বাচ্চাটা সেটাকে ধরে নিন মা ছাগল। যা সঠিক পরিচর্যা করতে পারলে আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন। মোট বিক্রির হিসাব হলো ১৫০০০ টাকা। এই হিসাবগুলো কিন্তু এভারেজ করে নেওয়া হয়েছে। এখানে কোন ছাগল দুই হাজার কম বা দুই হাজার টাকা বোশ দামে বিক্রি হতে পারে ছাগলের কোয়ালিটির উপর ভিত্তি করে। সেক্ষেত্রে আমারা এভারেজ ছাগল বিক্রি ধরে নিচ্ছি ১৫০০০ হাজার টাকা।

ছাগলের খামার নির্ভর করে আরও তিনটা জিনিসের ওপর যেমন আপনার বুদ্ধি, ধৈর্য ও আপনার অভিজ্ঞতা। যেমন ভাল, আরেকটু ভালো এবং সবচেয়ে ভালো। এই সিসাবটি তাদের জন্য যারা ভালো খামারি, যারা খামারকে পরিচালনাঠিকঠাকভাবে করতে পারেন তারা হিসাব টা মিলাতে পারেন। ওর থেকে একটু ভালো তারা কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারবেন যারা সবচেয়ে ভালো আরো বেশি আয করতে পারবেন। সেটা নির্ভর করবে আপনার ধৈর্য আপনার বুদ্ধি এবং আপনার অভিজ্ঞতার ওপর। এখানে একটা মা ছাগল ও তিনটা বাচ্চা এক বছরের পিছনে খরচ গেল ৮৬৮০ টাকা। আর আমরা বিক্রি করলাম ১৫০০০ টাকা। একটা মা ছাগল এবং তার তিনটা বাচ্চা এর পিছনে ৮৬৮০ টাকা এক বছরে খরচ বাদ দিয়ে আমরা প্রফিট করলাম ৬৩২০ টাকা।

পড়ুন
ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

এই হিসাটা কিন্তু প্রত্যেক বছরই থাকবে না কোন বছরে একটু বেশি হতে পারে কোন বছরে একটু কম হতে পারে ধীরে ধীরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে এর থেকে কিন্তু বেশি আপনি ইনকাম করতে পারবেন প্রফিটের ৬৩২০ টাকার থেকে আমি আরো কিছু বাদ দিয়ে গড়ে আমি ৫৫০০ হাজার করে ধরে নিলাম। তাহলে আপনার ফার্মে যদি ২০ খানা ফিমেল থাকে এর থেকে বছরে আয় করতে পারবেন খরচ বাদ দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা।

এখানে আরও একটা হিসাব রয়ে গেল সেটা হচ্ছে আপনার ফার্মে দুটো ব্রিডার রয়েছে। একেকটার পিছনে একটা মা ছাগলের খরচের তুলনায় অনেকটাই কম হয়। সেখানে আমি দুটো ব্রিডার্স এর খরচা ৭০০০ টাকা ধরে নিলাম, তাহলে আপনার কুড়িটা ফিমেল ছাগল থেকে আপনার ফার্ম থেকে আপনি বৎসরের এক লক্ষ ৩০০০ টাকা প্রফিট করতে পারবেন। আর যদি আপনি একটু ভালো খামারি হন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং ট্যালেন্ট কে কাজে লাগান এর থেকে আরেকটু বেশি প্রফিট করতে পারবেন। যেমন আপনি যদি ক্রস ব্রিডের মধ্যে যদি কাজ করেন, ব্ল্যাক বেঙ্গল কে যদি কোনো উন্নত প্রজাতির সঙ্গে ক্রস করেন সেক্ষেত্রে তাদের বৃদ্ধিটা অনেকটাই বেশি হয় এবং আপনি আরেকটু বেশি দামে বিক্রি করতে পারবেন। আপনি ১ লাখ ৫০ হাজার টাকা প্রফিট করতে পারবেন, এর থেকে আরেকটু বেশি প্রফিট হতে পারে যদি আপনার চড়ানোর জায়গা থাকে, পাশে যদি জঙ্গল থাকে, যদি আপনি ছাগলকে বাইরে চড়াতে পারেন তাহলে আপনার খরচটা অনেকটাই কমে যাবে, আর যখনই খাওয়ার খরচ কমে যাবে সেটা কিন্তু আপনি প্রফিট এর মধ্যে পেয়ে যাবেন।

আপনারা যখন অন্যান্য ভিডিও দেখেন, পাবেন গোট ফার্মিং খুব সোজা খুব প্রফিট খুব তাড়াতাড়ি এগোনো যায় আর আমার ভিডিও দেখেন বা ব্লগ যদি পড়েন তো অতটা সোজা মনে হবে না, আপনার অনেক কঠিন মনে হবে। কিন্তু কঠিন বলতে কিছু নেই যদি আপনি সঠিকভাবে করতে পারেন কিন্তু সঠিক পদ্ধতি আপনার জানা থাকে যে কোন কাজ করতে না পারলে কঠিন মনে হয় আর করতে জানলে কিন্তু সেটাকে সহজ মনে হয়।

পড়ুন
ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

শেষ কথাঃ আজকের এই ব্লগ পোস্ট এ গোট ফার্মিং এর খরচ এবং তার লাভের হিসাব দেওয়া হলো এর থেকে বেশি যদি কেউ আশা করেন সেটা অসম্ভব। আর অসম্ভব আশা কিন্তু নিষ্ফল হয় আমি এর আগের একটা আলোচনাতেও এ বলেছি ফার্মিং করে স্বাবলম্বী হওয়া যায় কিন্তু কোটিপতি নয়।

বন্ধুরা কেমন লাগলো আমাদের ব্লগ পোস্ট টি? দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেন আমাদের ব্লগে নতুন ফার্মিং সঠিক তথ্য খুঁজে পেতে আমাদের এই ব্লগ ওয়েবসাটটি বুকমার্ক/সেভ রাখবেন ও নিয়মিত ভিজিট করবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ!


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন

১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন?

আলোচ্য বিষয়: নিম্নে কি কি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন তার একটি স্পষ্ট ধারণা তুলে ধরা হলো- (১) জায়গা জমির ও জ্ঞানের অভাব (২) শুধু দেশি ছাগল রাখা (৩) সঠিক উন্নত জাতের ছাগল নির্বাচন করা (৪) খামারে পাঠা না রাখা (৫) শুধু ইউটিউব দেখে খfমার শুরু করা (৬) ছাগলের অসুখ হলে বিচলিত হওয়া (৭) শুরুতেই বড় আকারে আরম্ভ করা (৮) বসে না থেকে শুরু করে দিন (৯) ভুল স্থান থেকে ছাগল কেনা (১০) হিসাব না রাখা
সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়

সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়? ছাগলের বাচ্চার যত্ন

আলোচ্য বিষয়: নিম্নে সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়, তা তুলে ধরা হলো-
রাম ছাগলের বৈশিষ্ট্য বা যমুনাপাড়ি ছাগল চেনার উপায় কি

রাম ছাগলের বৈশিষ্ট্য বা যমুনাপাড়ি ছাগল চেনার উপায় কি?

আলোচ্য বিষয়: নিম্নে রাম ছাগলের বৈশিষ্ট্য বা যমুনাপাড়ি ছাগল চেনার উপায় বর্ণনা করা হলো-
বর্ষায় ছাগলের যত্ন ও রোগমুক্ত রাখাতে ছাগলের পরিচর্যা পদ্ধতি

বর্ষায় ছাগলের যত্ন ও রোগমুক্ত রাখাতে ছাগলের পরিচর্যা পদ্ধতি

আলোচ্য বিষয়: বর্ষার শুরুতে আমরা আমাদের ফার্মে কি ব্যবস্থা গ্রহণ করে থাকি যা থেকে আপনার ছাগল কোন রকম মেডিসিন ছাড়াই ২৫% শতাংশ রোগমুক্ত থাকবে। চলুন আলোচনা শুরু করা যাক সেই ব্যবস্থাপনাটি কি?
ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কি কি জাত এর সঙ্গে ক্রস করানো ভালো, ছাগল প্রজনন

ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কি কি জাত এর সঙ্গে ক্রস করানো ভালো? ছাগল প্রজনন

আলোচ্য বিষয়: ছাগল প্রজনন করতে কোন প্রজাতির সঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্রস করানো উচিত? যাতে করে খুব সহজেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে বাচ্চা বড় হতে পারে এবং খুব সহজেই সেটাকে ডেলিভারি করতে পারে এবং প্রস্রাবের পর বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে পারে সে সকল ব্রিড যার সঙ্গে আমরা ব্লাক বেঙ্গলকে ক্রস করাব। আজকের এই পোষ্ট এ আমারা উক্ত বিষয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ লেখাটি পড়ুন।
ছাগী বা মেয়ে ছাগলের যত্ন কিভাবে নিবেন, আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ

ছাগী বা মেয়ে ছাগলের যত্ন কিভাবে নিবেন? আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ

আলোচ্য বিষয়: (১) ড্রাই পিরিয়ডে ছাগলের যত্ন (২) গর্ভকালীন সময় ছাগলের যত্ন (৩) প্রসবকালীন সময় ছাগলের যত্ন (৪) দুধ প্রদানকালীন সময় ছাগলের যত্ন
আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) ছাগী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ (২) পাঠা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ
ছাগলের খামার করার নিয়ম, ছাগলের খামার করার উপায়

ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

আলোচ্য বিষয়: ছাগলের খামার লাভজনক হওয়ায় দিন দিন আমাদেরদেশে ছাগল পালন বেড়েই চলেছে। অনেকেই আবার বাণিজ্যিক ভিত্তিতে ছাগলের খামার গড়ে তুলছেন। তবে ছাগল পালনে নতুন খামারিদের অভিজ্ঞতা না থাকায় তারা অনেক সময় বিপদে পড়ন বা লসের সম্মুখিন হন। তাই নতুন খামারীদের জন্য নিম্নে উল্লিখিত ৪টি বিষয় মাথায় রাখতে হবে।
ছাগলের দানাদার খাদ্য তালিকা

ছাগলের দানাদার খাদ্য তালিকা (chagol palon training)

আলোচ্য বিষয়: (১) ছাগলের দানাদার খাদ্য চাহিদা (২) ছাগলের দানাদার খাদ্য তালিকা
দেশি ছাগলের খামার এর জন্য ভালো ছাগী ও পাঁঠা কিভাবে চিনবেন

দেশি ছাগলের খামার এর জন্য ভালো ছাগী ও পাঁঠা কিভাবে চিনবেন?

আলোচ্য বিষয়: (১) দেশি ছাগলের খামারের জন্য বংশ বিবরণের ভিত্তিতে ছাগল বাছাই (৩) ছাগীর উৎপাদন/পূনরুৎপাদন বৈশিষ্ট্যাবলী (৪) দেশি ছাগলের খামারের জন্য ছাগী নির্বাচন (৫) দেশি ছাগলের খামারের জন্য পাঁঠা নির্বাচন (৬) সুস্থ ছাগলের বৈশিষ্ট্য (৭) ক্রয়কৃত ছাগলের পরিবহন ও নিরাপত্তা পদ্ধতি