ছাগলের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধের মাত্রা ও ব্যবহারবিধি

ছাগলের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধের মাত্রা ও ব্যবহারবিধি নিচে দেয়া হলো। তবে মনে রাখতে হবে যে, কোনো প্রকার চিকিৎসা বা প্রতিষেধক দিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক দিতে হবে।

টেরামাইসিন ইনজেকশন: ছাগলের শরীরের ওজন অনুযায়ী ওষুধের পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রতি কেজি ওজনের জন্য ১-২ মিলি লিটার মাংসে ইনজেকশন দিতে হবে।
টেরামাইসিন ট্যাবলেট: প্রতি ২৫ থেকে ৪০ কেজি ওজনের জন্য আধা ট্যাবলেট।
প্লোনাপেন ইনজেকশন: প্রতি ২৫ কেজি ওজনের জন্য ৫ লাখ ইউনিট মাংসে দিতে হবে।
এম্পিসিলিন ইনজেকশন: ২০০ থেকে ৭০০ মিলিগ্রাম মাংসে দিতে হবে।
টাইলসিন ইনজেকশন: প্রতি ২৫ কেজি ওজনের জন্য এক মিলিলিটার মাংসে দিতে হবে।
সালফাডিমাইডিন ইনজেকশন: ৫ থেকে ৮ মিলিলিটার চামড়ায় দিতে হবে।
এস.এস.টি: প্রতি কেজি ওজনের জন্য দৈনিক এক মিলিগ্রাম খাওয়াতে হবে।
ট্রিনাসিন ট্যাবলেট: প্রতি কেজি ওজনের জন্য দৈনিক ২-৩ বার খাওয়াতে হবে।
ট্রিনামাইড ট্যাবলেট: প্রতি ২০ কেজি ওজনের জন্য এক গ্রাম রোজ দুই বার খাওয়াতে হবে।
ট্রমাভেট বুলাস: প্রতি ছাগলের জন্য আধা থেকে একটি ট্যাবলেট রোজ দুই বার খাওয়াতে হবে।
ডিসটোডিন ট্যাবলেট: ৫০-১০০ মিলিগ্রাম প্রতি চার মাসে একবার করে খাওয়াতে হবে।
ব্যানমিনথ-২: প্রতি ১৫ থেকে ৩০ কেজি ওজনের জন্য ৩০০-৪০০ মিলিঘাম দু সাস পর পর একবার খাওয়াতে হবে।
কোপেন: প্রতি কেজি ওজনের জন্য ১০০ মিলিগ্রাম একবার খাওয়াতে হবে।
অপটি কারটিনল (এস): ৩-৪ মিলিলিটার মাংসে দিতে হবে।
স্টিলাব স্টারল হবেইনজেকশন: আধা থেকে এক মিলি লিটার মাংসে দিতে।
সাইফেকস ইনজেকশন: ২৫-৩০ মিললিটার চামড়ার নিচে দিতে হবে।
মেটাকসল ইনজেকশন: ১০-২০ মিললিটার চামেড়ার নিচে দিতে হবে।
বিঃদ্রঃ: পানি জাতীয় ওষুধ ছাগলকে খাওয়ানো উচিত নয়।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।