ছাগলের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধের মাত্রা ও ব্যবহারবিধি

ছাগলের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধের মাত্রা ও ব্যবহারবিধি

ছাগলের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধের মাত্রা ও ব্যবহারবিধি নিচে দেয়া হলো। তবে মনে রাখতে হবে যে, কোনো প্রকার চিকিৎসা বা প্রতিষেধক দিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক দিতে হবে।

চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মাত্রা ও ব্যবহারবিধি

টেরামাইসিন ইনজেকশন: ছাগলের শরীরের ওজন অনুযায়ী ওষুধের পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রতি কেজি ওজনের জন্য ১-২ মিলি লিটার মাংসে ইনজেকশন দিতে হবে।

টেরামাইসিন ট্যাবলেট: প্রতি ২৫ থেকে ৪০ কেজি ওজনের জন্য আধা ট্যাবলেট।

প্লোনাপেন ইনজেকশন: প্রতি ২৫ কেজি ওজনের জন্য ৫ লাখ ইউনিট মাংসে দিতে হবে।

এম্পিসিলিন ইনজেকশন: ২০০ থেকে ৭০০ মিলিগ্রাম মাংসে দিতে হবে।

টাইলসিন ইনজেকশন: প্রতি ২৫ কেজি ওজনের জন্য এক মিলিলিটার মাংসে দিতে হবে।

সালফাডিমাইডিন ইনজেকশন: ৫ থেকে ৮ মিলিলিটার চামড়ায় দিতে হবে।

এস.এস.টি: প্রতি কেজি ওজনের জন্য দৈনিক এক মিলিগ্রাম খাওয়াতে হবে।

ট্রিনাসিন ট্যাবলেট: প্রতি কেজি ওজনের জন্য দৈনিক ২-৩ বার খাওয়াতে হবে।

ট্রিনামাইড ট্যাবলেট: প্রতি ২০ কেজি ওজনের জন্য এক গ্রাম রোজ দুই বার খাওয়াতে হবে।

ট্রমাভেট বুলাস: প্রতি ছাগলের জন্য আধা থেকে একটি ট্যাবলেট রোজ দুই বার খাওয়াতে হবে।

ডিসটোডিন ট্যাবলেট: ৫০-১০০ মিলিগ্রাম প্রতি চার মাসে একবার করে খাওয়াতে হবে।

ব্যানমিনথ-২: প্রতি ১৫ থেকে ৩০ কেজি ওজনের জন্য ৩০০-৪০০ মিলিঘাম দু সাস পর পর একবার খাওয়াতে হবে।

কোপেন: প্রতি কেজি ওজনের জন্য ১০০ মিলিগ্রাম একবার খাওয়াতে হবে।

অপটি কারটিনল (এস): ৩-৪ মিলিলিটার মাংসে দিতে হবে।

স্টিলাব স্টারল হবেইনজেকশন: আধা থেকে এক মিলি লিটার মাংসে দিতে।

সাইফেকস ইনজেকশন: ২৫-৩০ মিললিটার চামড়ার নিচে দিতে হবে।

মেটাকসল ইনজেকশন: ১০-২০ মিললিটার চামেড়ার নিচে দিতে হবে।

বিঃদ্রঃ: পানি জাতীয় ওষুধ ছাগলকে খাওয়ানো উচিত নয়।


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কোন ছাগল বেশি বাচ্চা দেয়, কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়

কোন ছাগল বেশি বাচ্চা দেয়? কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়?

আলোচ্য বিষয়: (১) ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (২) বারবারি ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৩) শিরোহি ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৪) বোয়ার ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৫) বিটল জাতের ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৬) রাম ছাগল বা যমুনাপুরি বছরে কয়টি বাচ্চা দেয়?
ব্লাক বেঙ্গল ছাগলের সঙ্গে কোন জাতের ক্রস বেশি লাভজনক, ছাগলের প্রজনন করা ও ছাগলের প্রজনন পদ্ধতি

ব্লাক বেঙ্গল ছাগলের সঙ্গে কোন জাতের ক্রস বেশি লাভজনক? ছাগলের প্রজনন করা ও ছাগলের প্রজনন পদ্ধতি

আলোচ্য বিষয়: ছাগলের প্রজনন পদ্ধতি, ছাগলের প্রজনন করা ও ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৃত্রিম প্রজনন করা পর্বের আজকের এই পোষ্টটিতে আমরা আলোচনা করবো, ছোট প্রজাতির ছাগল ব্লাক বেঙ্গল এর সঙ্গে কোন প্রজাতির শংকর প্রজনন করা বেশি লাভজনক? দুটো প্রজাতির শংকর প্রজনন করার জন্য আপনাদেরকে কোন কোন নিয়ম গুলি অবলম্বন করতে হবে?
ভেড়া পালন করার পদ্ধতি

ভেড়া পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ভেড়া পালন (২) ভেড়ার বাসস্থান (৩) ভেড়ার পরিচর্যা (৪) ভেড়ার খাদ্য তালিকা (৬) ভেড়ার যত্ন, রোগব্যাধি প্রতিরোধ ও দমন
ছাগল পালন পদ্ধতি

ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ছাগলের বাসস্থান (২) ছাগলের খাদ্য ব্যবস্থাপনা (৩) ছাগলের রোগ দমন
সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে

সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে?

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগল চেনার উপায় (২) অসুস্থ ছাগলকে চিনবেন কিভাবে?
ছাগল পালনে লাভ লস যে ৩টি কারণে, নতুন খামারিদের জন্য জরুরি পরামর্শ

ছাগল পালনে লাভ লস যে ৩টি কারণে, নতুন খামারিদের জন্য জরুরি পরামর্শ

আলোচ্য বিষয়: আজকের এই আলোচনাটির মাধ্যমে আপনাদেরকে বোঝার চেষ্টা করব নতুন একজন ফার্মার যদি ছাগল খামার শুরু করতে যায় তাহলে কি কি পরিকল্পনা নিয়ে শুরু করা উচিত?
ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) গোট পক্স কি? (২) কোন কোন গবাদি পশুর গোট পক্স বা বসন্ত রোগ হয়? (৩) ছাগলের বসন্ত রোগ গোট পক্স রোগের লক্ষণগুলি কি কি? (৪) বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা ভ্যাকসিন ব্যবস্থাপনা কেমন হবে? (৫) গোট পক্স বা বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়ার পূর্ব সচেতনতা কি কি? (৬) ছাগলের বসন্ত রোগ বা গোট পক্স রোগের চিকিৎসা করবেন কিভাবে?
পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়, পাঠা ছাগলের খাবার পরিমাণ

পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? পাঠা ছাগলের খাবার পরিমাণ

আলোচ্য বিষয়: নিম্নে পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয় এবং পাঠা ছাগলের খাবার পরিমাণ উল্লেখ করা হলো-
১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন

১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন?

আলোচ্য বিষয়: নিম্নে কি কি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন তার একটি স্পষ্ট ধারণা তুলে ধরা হলো- (১) জায়গা জমির ও জ্ঞানের অভাব (২) শুধু দেশি ছাগল রাখা (৩) সঠিক উন্নত জাতের ছাগল নির্বাচন করা (৪) খামারে পাঠা না রাখা (৫) শুধু ইউটিউব দেখে খfমার শুরু করা (৬) ছাগলের অসুখ হলে বিচলিত হওয়া (৭) শুরুতেই বড় আকারে আরম্ভ করা (৮) বসে না থেকে শুরু করে দিন (৯) ভুল স্থান থেকে ছাগল কেনা (১০) হিসাব না রাখা
ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়, ছাগলের ওলান ফোলা

ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়? ছাগলের ওলান ফোলা রোগ

আলোচ্য বিষয়: (১) ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ ও লক্ষণ (২) ছাগলের ওলান ফোলা রোগ প্রতিরোধের উপায়