ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

(১) ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ ও লক্ষণ

  • খিঁচুনি দেখা যায়, মুখ থেকে লালা ঝরে।
  • প্রথম দিকে দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং শেষ দিকে তাপমাত্রা কমে যায়।
  • দেহ শক্ত হয়ে বেকে যায়, পা ও ঘাঁড় শক্ত হয়ে যায় বলে আক্রান্তছাগল চলাফেরা করতে পারেনা এমনকি দাড়াতেও পারেনা।
  • এ রোগে আক্রান্ত ছাগলের চোয়াল, গলা ও দেহের অন্যান্য অংশের মাংসপেশী শক্ত হয়ে যায় |
  • দাঁতের মাড়ির মাংসপেশী শক্ত হয়ে যাওয়ার ফলে দাঁত লেগে যায় বলে ছাগল খেতে পারে না |
  • তীব্র আক্রান্তছাগল কয়েকদিনের মধ্যে মারা যায় |
  • যে কোন অপারেশন, খাসীকরণ, বাচ্চা প্রসবের সময় ছাগীতে বা ছাগল ছানার নাভীতে ক্ষত সৃষ্টি হলে উক্ত ক্ষতে যদি ক্লোস্ট্রিডিয়াম টিটানি নাম ব্যাকটেরিয়ার সংক্রমন ঘটে তখন টিটেনাস রোগ হয়।

(২) ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগ প্রতিরোধের উপায়সমূহ

  • খোঁজাকরণ, নাড়ি কর্তন, লোম কাটাসহ যে কোন ধরণের অপারেশনের সময় ছাগলকে অ্যান্টি টেটানাস সিরাম বা টেটানাস টক্সয়েড ইনজেকশন করতে হবে।
  • ডেটল, সেভলন প্রভৃতি এন্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
  • এক বছর পরপর দুইবার ছাগীকে Anti tetanus serum বা Tetanus Toxoid ইনজেকশন প্রদান করলে এ রোগের আশংকা অনেক কমে যাবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগলের টিকার তালিকা, ছাগলের টিকা প্রদান ও ছাগলের টিকার নাম, ছাগলের টিকা সমূহ

ছাগলের টিকার তালিকা? ছাগলের টিকা প্রদান ও ছাগলের টিকার নাম? ছাগলের টিকা সমূহ?

আলোচ্য বিষয়: নিম্নে ছাগলকে কি কি ভ্যাকসিন বা টিকা দিতে হবে? ছাগলের রোগের নাম ও রোগের টিকা দেওয়ার সময়সূচী তুলে ধরা হলো-
ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়, ছাগলের ওলান ফোলা

ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়? ছাগলের ওলান ফোলা রোগ

আলোচ্য বিষয়: (১) ছাগলের ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগের কারণ ও লক্ষণ (২) ছাগলের ওলান ফোলা রোগ প্রতিরোধের উপায়
ছাগলের খাবার তৈরি, ছাগলের খাদ্য তালিকা, ছাগলের খাবার তালিকা কি কি

ছাগলের খাবার তৈরি, ছাগলের খাদ্য তালিকা, ছাগলের খাবার তালিকা কি কি?

আলোচ্য বিষয়: (১) ছাগল ছানাকে দুধ খাওয়ানো (২) ছাগল ছানার দানাদার খাদ্য (৩) ছাগল ছানাকে সবুজ ঘাস প্রদান (৪) বাড়ন্ত ছাগলের খাদ্য ব্যবস্থাপনা (৫) গর্ভবতী ও দুগ্ধবতী ছাগীর খাদ্য ব্যবস্থাপনা (৬) প্রজননক্ষম পাঁঠার খাদ্য ব্যবস্থাপনা (৭) ছাগলকে মাঠে চরানো
কোন সময় ব্লাকবেঙ্গল ছাগলের খামার শুরু করা হলে বেশি লাভে থাকা যায়

কোন সময় ব্লাক বেঙ্গল ছাগলের খামার শুরু করা হলে বেশি লাভে থাকা যায়?

আলোচ্য বিষয়: (১) ব্লাক বেঙ্গল ছাগলের খামার করলে কেমন হবে? (২) ব্লাক বেঙ্গল ছাগলের খামার কোন সময় শুরু করলে বেশি লাভ করা যায়?
পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়, পাঠা ছাগলের খাবার পরিমাণ

পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? পাঠা ছাগলের খাবার পরিমাণ

আলোচ্য বিষয়: নিম্নে পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয় এবং পাঠা ছাগলের খাবার পরিমাণ উল্লেখ করা হলো-
কোন ছাগল বেশি বাচ্চা দেয়, কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়

কোন ছাগল বেশি বাচ্চা দেয়? কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়?

আলোচ্য বিষয়: (১) ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (২) বারবারি ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৩) শিরোহি ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৪) বোয়ার ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৫) বিটল জাতের ছাগল বছরে কয়টি বাচ্চা দেয়? (৬) রাম ছাগল বা যমুনাপুরি বছরে কয়টি বাচ্চা দেয়?
ছাগলের খামার করে কোটিপতি, কথাটি কতটু সত্য, বাস্তবে ১০০ ছাগল পালনে কত আয় হয়

ছাগলের খামার করে কোটিপতি? কথাটি কতটু সত্য? বাস্তবে ১০০ ছাগল পালনে কত আয় হয়?

আলোচ্য বিষয়: ছাগলের খামার করে কোটিপতি হওয়া সম্ভব কি? ছাগল পালনে কত আয় হয়? চলুন জানি-
ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

আলোচ্য বিষয়: (১) ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া (২) ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার (৩) ছাগলের পেটের রোগঃ হাইপোম্যাগনেসেমিয়া
ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) গোট পক্স কি? (২) কোন কোন গবাদি পশুর গোট পক্স বা বসন্ত রোগ হয়? (৩) ছাগলের বসন্ত রোগ গোট পক্স রোগের লক্ষণগুলি কি কি? (৪) বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা ভ্যাকসিন ব্যবস্থাপনা কেমন হবে? (৫) গোট পক্স বা বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়ার পূর্ব সচেতনতা কি কি? (৬) ছাগলের বসন্ত রোগ বা গোট পক্স রোগের চিকিৎসা করবেন কিভাবে?
ছাগী বা মেয়ে ছাগলের যত্ন কিভাবে নিবেন, আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ

ছাগী বা মেয়ে ছাগলের যত্ন কিভাবে নিবেন? আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ

আলোচ্য বিষয়: (১) ড্রাই পিরিয়ডে ছাগলের যত্ন (২) গর্ভকালীন সময় ছাগলের যত্ন (৩) প্রসবকালীন সময় ছাগলের যত্ন (৪) দুধ প্রদানকালীন সময় ছাগলের যত্ন