ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

(১) ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া

ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া

রক্তে গুকোজের পরিমান কম হলে, রক্তে ইস্ট্রোজেন হরমোনের পরিমান বেড়ে গেল, খাদ্য গ্রহণের মাত্রা কমে গেলে, শর্করা জাতীয় খাদ্যের বিপাকে সমস্যা হলে ছাগলের রক্তের মধ্যে এসিটোন ও কিটোন নামক রাসায়নিক পদার্থ জমে যায় | ফলে বিষক্রিয়া হয়। এজন্য এ রোগকে (কিটোনেমিয়া ও প্রেগনেন্সি টক্সিমিয়া নামেও অভিহিত করা হয়।

  • ছাগলের গর্ভধারণের শেষ দিকে সাধারণত বাচ্চা প্রসবের কয়েকদিন পূর্ব থেকে প্রসবের পরে কয়েক সপ্তাহের মধ্যে এ রোগ হয়ে থাকে।
  • এ রোগে ছাগলের ক্ষুধামন্দা হয়।
  • জাবর কাটা বন্ধ হয়ে যায়।
  • আক্রান্ত ছাগীর শ্বাস প্রশ্বাসে এসিটোনের গন্ধ পাওয়া যায়।
  • অস্থিরতা দেখা দেয়।
  • মাংসে খিচুনি শুরু হয়।
  • হাটা চলায় অস্বাভাবিকতা দেখা দেয়।
  • ঠোট কীপে, চোখ ঘুরায়।
  • অনেক সময় ছাগল অন্ধ হয়ে যায়।
  • অতি তীব্র রোগে শুয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে।

(২) ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার

ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার

এই রোগকে আঞ্চলিক ভাষায় দুধ জ্বর-ও বলা হয়ে থাকে।

  • ছাগী ঘাড় ঘুরিয়ে অবশ হয়ে শুয়ে পড়ে।
  • এ রোগে ছাগীর পক্ষাঘাতের মত অবস্থা হয়।
  • অজ্ঞান ও প্যারালাইজড হয়ে যায়।
  • শরীরের তাপমাত্রা কমে যায়।
  • চিকিৎসা না করালে ১২-২৪ ঘন্টার মধ্যে ছাগলমারা যায়।
  • বাচ্চা প্রসবের কিছুদিন পূর্ব হতে কিছুদিন পর পর্যন্ত্ব সময়ে ক্যালসিয়ামের অভাবে ছাগীতে এ রোগ দেখা যায়।

(৩) ছাগলের পেটের রোগঃ হাইপোম্যাগনেসেমিয়া

ছাগলের হাইপোম্যাগনেসেমিয়া রোগ

এই হাইপোম্যাগনেসেমিয়া রোগকে গ্রাস টিটানি ও বলা হয়।

  • খিচুনি দেখা দেয়।
  • কেন্দ্রীয় গ্নায়ূতন্ত্র অচল হয়ে যায়।
  • রোগে ছাগল এলোমেলোভাবে পা ফেলে।
  • মাংসপেশীর কার্যক্রম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
  • খাদ্যে ম্যাগনেসিয়ামের অভাব থাকলের ছাগলের এ রোগ হয়।
  • বেশী আক্রান্ত হলে লক্ষণ প্রকাশের পূর্বেই ছাগল মারা যায়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

পড়ুন
ছাগল ও গরুর ভাইরাস জনিত রোগ কি কি? ছাগলের পিপিআর রোগের লক্ষণ ও চিকিৎসা, গরুর ক্ষুরা রোগের চিকিৎসা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

আলোচ্য বিষয়: নিম্নে মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো-
ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হোমিওপ্যাথিক চিকিৎসা

ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হোমিওপ্যাথিক চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হবার কারণসমূহ কি? (২) কেন ছাগলের ঠান্ডা জ্বর হলে প্রথমেই হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন? (৩) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ১ম ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৪) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ২ম ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৫) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ৩য় ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৬) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কোন মেডিসিন কত পরিমাণে কতবার দেওয়া হবে?
ভেড়া পালন করার পদ্ধতি

ভেড়া পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ভেড়া পালন (২) ভেড়ার বাসস্থান (৩) ভেড়ার পরিচর্যা (৪) ভেড়ার খাদ্য তালিকা (৬) ভেড়ার যত্ন, রোগব্যাধি প্রতিরোধ ও দমন
ছাগল ফার্ম এর জন্য কি কি ঘাস ও গাছ লাগাবেন

ছাগল ফার্ম এর জন্য কি কি ঘাস ও গাছ লাগাবেন?

আলোচ্য বিষয়: চলুন জেনে আসি সর্বোচ্চ ফল পেতে ছাগল ফার্ম এর জন্য কি কি ঘাস ও গাছ লাগাবেন? (১) নেপিয়ার সিওসিএনফোর ঘাস চাষ (২) পারা ঘাস চাষ (৩) ব্লাকবেরি গাছ চাষ (৪) গ্লিরিসিডিয়া গাছ চাষ (৫) মলাবারি/তুত গাছ চাষ (৬) হেজ লুসার্ন গাছ চাষ
সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে

সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে?

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগল চেনার উপায় (২) অসুস্থ ছাগলকে চিনবেন কিভাবে?
ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

আলোচ্য বিষয়: (১) ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া (২) ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার (৩) ছাগলের পেটের রোগঃ হাইপোম্যাগনেসেমিয়া
ছোঁয়াচে ছাগলের রোগ ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ পরিচিতি, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা

ছোঁয়াচে ছাগলের রোগ ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ পরিচিতি, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ কি? (২) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগের লক্ষণগুলো কি? (৩) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগ কীভাবে ছড়ায়? (৪) কীভাবে এটি প্রতিরোধ করা যায়? (৫) ছাগলের রোগ: ঠোঁটের ক্ষত বা একথাইমা রোগের চিকিৎসা কি?
ছাগলের বৈশিষ্ট্য, ছাগলের জাত চেনার উপায়

ছাগলের বৈশিষ্ট্য/ছাগলের জাত চেনার উপায়

আলোচ্য বিষয়: (১) ছাগলের জাতের শ্রেণীবিভাগ (২) ছাগলের বৈশিষ্ট্য/ছাগলের জাত চেনার উপায়
ছাগলের নিউমোনিয়া প্রতিরোধে কি করতে হবে

ছাগলের নিউমোনিয়া প্রতিরোধে কী করতে হবে?

আলোচ্য বিষয়: (১) ছাগলের নিউমোনিয়া কোন সময়ে বেশি হয়ে থাকে? (২) ছাগলের নিউমোনিয়া কি? (৩) ছাগলের নিউমোনিয়া রোগের কারণ কী? (৪) ছাগলের নিউমোনিয়া রোগের লক্ষণ কী? (৫) ছাগলের নিউমোনিয়া রোগ প্রতিরোধ কিভাবে করা যায়? (৬) ছাগলের নিউমোনিয়ার চিকিৎসা কি রকম হয়ে থাকে
১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন

১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন?

আলোচ্য বিষয়: নিম্নে কি কি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন তার একটি স্পষ্ট ধারণা তুলে ধরা হলো- (১) জায়গা জমির ও জ্ঞানের অভাব (২) শুধু দেশি ছাগল রাখা (৩) সঠিক উন্নত জাতের ছাগল নির্বাচন করা (৪) খামারে পাঠা না রাখা (৫) শুধু ইউটিউব দেখে খfমার শুরু করা (৬) ছাগলের অসুখ হলে বিচলিত হওয়া (৭) শুরুতেই বড় আকারে আরম্ভ করা (৮) বসে না থেকে শুরু করে দিন (৯) ভুল স্থান থেকে ছাগল কেনা (১০) হিসাব না রাখা