ছাগলের প্রসব এর সময় বাচ্চা ভিতরে ফেঁসে গেলে কিভাবে ডেলিভারি করাবেন? ছাগলের গর্ভপাত, ছাগলের খামার, ছাগল পালন প্রশিক্ষণ

ছাগলের প্রসব এর সময় বাচ্চা ভিতরে ফেঁসে গেলে কিভাবে ডেলিভারি করাবেন, ছাগলের গর্ভপাত

ছাগলের প্রসব বা ছাগলের গর্ভপাত এর সময় ছাগলের বাচ্চা পেটের ভিতর আটকে যায়, নরমাল ডেলিভারি না হয়, সেটাকে আমরা কিভাবে ডেলিভারি করাব? কোন লাইন বাদ না দিয়ে লিখাটি শেষ লাইন অবধি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

■ নরমাল পজিশন বলতে কি বোঝায়? একটি বাচ্চা সাধারনত তার মায়ের যে ব্লাডার থাকে সে ব্লাডারের ভেতরে থাকে, তার মাথা এবং সামনের পা সেটা থাকে ভ্যাজাইনার দিকে এবং সে ব্লাডারের সঙ্গে সংযুক্ত থাকে মায়ের যে ইউট্রাস থাকে সেই ইউট্রাসেস সংঙ্গে। এইটাই হচ্ছে তার নর্মাল পসিশন। 

ছাগলের প্রসবের পূর্ব বাচ্চার পজিশন, ছাগলের গর্ভপাত, ছাগলের খামার, ছাগল পালন প্রশিক্ষণ

■ কিন্তু যদি কোনো কারণবশত ফিমেল ছাগলের পেটে যদি আঘাত লাগে বা অতিরিক্ত পরিশ্রমের ফলে এবং শরীরে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি কারণে কিন্তু এই প্রবলেমটি দেখা যায়। এছাড়াও পেটে বাচ্চা হওয়ার কারণ সেটা হচ্ছে ছোট কোন ফিমেলকে যদি আমরা অন্য কোন উন্নত জাতের বড় মেইল দিয়ে ব্রিডিং করাই, তার কারণে পেটের ভিতর বাচ্চা বড় হয়ে যায়, ওভার সাইজ হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চাটা ফেঁসে যায়।

■ কি করে বুঝবেন যে পেটের ভিতর বাচ্চা ফেঁসে  গেছে? দেখুন নরমালি একটা ফিমেল ছাগল যখন পেইন উঠবে তখন সেটা প্রায় কুড়ি মিনিট বা আধ ঘণ্টার মধ্যে কিন্তু বাচ্চাটির প্রসব করে। কিন্তু আমরা যদি দেখতে পাই পেইন উঠেছে বা পিছন দিকে প্রথমে ব্লাডার বেরই, ব্লাডার বের হবার পরেও দেখা যাচ্ছে আধঘন্টা পরেও তার বাচ্চা হচ্ছে না এবং বাচ্চার সামনের পা মাথা কিছুই দেখাচ্ছেনা সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাত লাগাতে হবে।

■ প্রথমেই  ব্লাডার বের হবে আপনি প্রথমেই কিন্তু এই ব্লাডারকে ফাটাবেন না। কেননা ঐ ব্লাডার যতক্ষণ ঠিকঠাক থাকবে, ব্লাডারের ভেতর যতক্ষন জল থাকবে ও বাচ্চা থাকবে ততক্ষণ কিন্তু সেই বাচ্চাটি সহজে অক্সিজেন নিতে পারবে।

■ তারপর বাচ্চাকে নরমাল পজিশনে আনতে হবে। সামনের পা দেখা গেলে বাচ্চার মাথাকে পজিশনে নিয়ে আসবেন। পজিশনে নিয়ে এসে কিন্তু বাচ্চাটাকে টেনে বার করবেন। তো খুব আস্তে করে টানবেন বেশি শক্তি দেবেন না। কেননা সে সময় তার হাত-পা থাকে খুবই নরম যার ফলে সে তার হাড়ে ব্যথা লাগতে পারে, তাতে সবসময় গ্লাভস পর এই কাজটা করবেন এবং পারলে গ্লাভস এর মধ্যে বেটাডাইন লাগিয়ে নেবেন।

পড়ুন
সুস্থ ছাগল চেনার উপায় ও ছাগলের রোগ ব্যবস্থাপনা

■ ডেলিভারির সময় জিনিসগুলি সঙ্গে রাখবেন প্রথম হচ্ছে জন, টোডাইন, সুতির কাপড়, সঙ্গে রাখবেন চটের বস্তা এবং ছাগলকে ডেলিভারি করানোর সময় কোন বালি বা মাটির উপর করাবেন না, কোন শুকনো খড় বা চটের বস্তার উপর করাবেন।

■ এরপরে বাচ্চাটিকে ডেলিভারি করানোর পর বাচ্চাদের নাভি থাকবে সেটা 4 ইঞ্চি রেখে কেটে ফেলবেন এবং সেখানে সঙ্গে সঙ্গে বেটাডাইন লাগিয়ে দেবেন। দ্বিতীয় বাচ্চাটাও হাত ভিতরে ঢুকিয়ে সেটাকে পজিশনে নিয়ে এসে বা সামনের পা দুটো বাইরে নিয়ে এসে সেটাকে ডেলিভারি করাতে হবে। 

■ বাচ্চাটাকে বার করার সঙ্গে সঙ্গেই তার মুখ নাক পরিষ্কার করে দিবেন। কেননা অক্সিজেন টা যেন সে ফিরে পায়, যেন তার নাকে মুখে ফুঁ দিবেন এবং কটন কাপড় দিয়ে পরিষ্কার ভাবে বাচ্চাটিকে মুছে রোদে এগিয়ে নিয়ে যাবেন। যদি রাত্রের বেলা বাচ্চা হয় সবসময় মনে রাখবেন আগুন লাগিয়ে তাকে হিট দেওয়া কিন্তু দরকার। বাচ্চা অনেকক্ষণ কষ্ট হওয়ার কারণে কিন্তু তার শ্বাসকষ্ট হবে। কেননা প্রথম যে বাচ্চা সেই বাচ্চাটা আটকে যায় এবং দ্বিতীয় বাচ্চাটা ভিতর কষ্ট পায়।

■ আর একটি কথা মনে রাখবেন বাচ্চা ডেলিভারির পর মায়ের যখন ফুল বা প্লাসেন্টা যদি পড়ে যায় পর কিন্তু মায়ের যে যোনীতে টোডাইন পারলে ভিতরে ঢুকিয়ে দেবে। যোনিতে যদি হাত ঢোকানো হয়, তবে সে করাটা উচিত। কেননা ভিতরে যদি কোন অসুবিধা থাকে, কোন ময়লা থাকে, পয়জন থাকে তা কেটে যাবে।

■ এরপরে আধঘণ্টার মধ্যে কিন্তু বাচ্চাকে মায়ের কোলেস্ট্রং খাওয়ানোর জরুরি। কেননা মায়ের কোলেস্ট্রং না খাওয়ালে বাচ্চা অতিরিক্ত গলা শুকিয়ে হয়তো বাচ্চা টি মারা যেতে পারে। যার জন্য খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে মায়ের কোলেস্ট্রং খাওয়াবেন।

■ প্রথমে দুধের বাট  সেটা পরিষ্কার করে মুছে দেবেন, পারলে গরম জল দিয়ে, সেখানে বেটাডাইন দিয়ে দুধের বাটগুলি পরিষ্কার করে দেয়া উচিত। কেননা মায়ের বাচ্চা দেওয়ার সময় তার যোনি দিয়ে যে নোংরা গুলো বেরিয়ে আছে, সেটা ওলানে লেগে থাকতে পারে এবং সেটা খাওয়ার পরে বাচ্চাদের কঠিন ধরনের রোগ হতে পারে।

পড়ুন
ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

যদি পোষ্টটি ভাল লেগে থাকে অবশ্যই এই পোষ্টের নিচে থাকা কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা ইতিবাচক কমেন্ট আমাদের পরবর্তী পোষ্ট লিখার জন্য উৎসাহিত করে তুলবে এবং পোষ্টটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাক ছাগল খামারিকে পড়ার সুযোগ করে দেবেন।

[তথ্য সূত্র: Krisna Dakua, West Bengal, India]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগল পালন পদ্ধতি

ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ছাগলের বাসস্থান (২) ছাগলের খাদ্য ব্যবস্থাপনা (৩) ছাগলের রোগ দমন
ছাগলের নিউমোনিয়া রোগের চিকিৎসা ও ছাগলের ইনজেকশন, ছাগলের রোগ, ছাগলের ঔষধ

ছাগলের নিউমোনিয়া রোগের চিকিৎসাঃ ছাগলের রোগ, ছাগলের ইনজেকশন, ছাগলের ঔষধ

আলোচ্য বিষয়: ছাগলের অসুখ ও চিকিৎসা সংক্রান্ত আলোচনার আজকের এই পর্বে আমরা ছাগলের নিউমোনিয়া রোগের চিকিৎসা নিয়ে একটি আলোচনা তুলে ধরব, যেখানে একজন খামারি ভাইয়ের ভাইয়ের মুখ থেকে ছাগলের সমস্যার কথা শুনা হয়েছে। রোগ নির্ণয় করে চিকিৎসা এবং মেডিসিন পরামর্শ দেওয়া হয়েছে।
ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কি কি জাত এর সঙ্গে ক্রস করানো ভালো, ছাগল প্রজনন

ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কি কি জাত এর সঙ্গে ক্রস করানো ভালো? ছাগল প্রজনন

আলোচ্য বিষয়: ছাগল প্রজনন করতে কোন প্রজাতির সঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্রস করানো উচিত? যাতে করে খুব সহজেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে বাচ্চা বড় হতে পারে এবং খুব সহজেই সেটাকে ডেলিভারি করতে পারে এবং প্রস্রাবের পর বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে পারে সে সকল ব্রিড যার সঙ্গে আমরা ব্লাক বেঙ্গলকে ক্রস করাব। আজকের এই পোষ্ট এ আমারা উক্ত বিষয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ লেখাটি পড়ুন।
সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্থ ছাগলকে চিনবেন কিভাবে

সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্থ ছাগলকে চিনবেন কিভাবে?

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগলের বৈশিষ্ট্য (২) অসুস্থ ছাগলের বৈশিষ্ট্য
ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কি

ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কি?

আলোচ্য বিষয়: ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কি?
ছাগলের খাবার তৈরি, ছাগলের খাদ্য তালিকা, ছাগলের খাবার তালিকা কি কি

ছাগলের খাবার তৈরি, ছাগলের খাদ্য তালিকা, ছাগলের খাবার তালিকা কি কি?

আলোচ্য বিষয়: (১) ছাগল ছানাকে দুধ খাওয়ানো (২) ছাগল ছানার দানাদার খাদ্য (৩) ছাগল ছানাকে সবুজ ঘাস প্রদান (৪) বাড়ন্ত ছাগলের খাদ্য ব্যবস্থাপনা (৫) গর্ভবতী ও দুগ্ধবতী ছাগীর খাদ্য ব্যবস্থাপনা (৬) প্রজননক্ষম পাঁঠার খাদ্য ব্যবস্থাপনা (৭) ছাগলকে মাঠে চরানো
আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) ছাগী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ (২) পাঠা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ
ছাগলের ভ্যাকসিন তালিকা এবং ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম

ছাগলের ভ্যাকসিন তালিকা এবং ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ছাগলকে ভ্যাকসিন কেন দিতে হয়? (২) ছাগলকে কি কি ভ্যাকসিন দিতে হয়? (৩) ছাগলের ভ্যাকসিন তালিকা এবং ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম (৪) ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম ও করণীয় সমূহ (৫) সঠিকভাবে ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম না মানলে, কখন ভ্যাকসিন আর কাজ করেনা?
ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

আলোচ্য বিষয়: (১) ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ ও লক্ষণ (২) ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগ প্রতিরোধের উপায়সমূহ
অর্ধমুক্ত ছাগল পালন পদ্ধতি এর বৈশিষ্ট্য, বাস স্থান ও ঘর নির্মাণ

অর্ধমুক্ত ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) অর্ধমুক্ত ছাগল পালন পদ্ধতি এর বৈশিষ্ট্য সমূহ (২) অর্ধমুক্ত পদ্ধতিতে ছাগলের বাস ঘরের স্থান নির্বাচনে লক্ষ্যণীয় বিষয় (৩) অর্ধমুক্ত পদ্ধতিতে ছাগলের ঘর নির্মানে লক্ষ্যণীয় দিক সমূহ