ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

(১) গোট পক্স কি?

বসন্ত রোগ বা গোট পক্স কি

⇒ গোটপক্স হচ্ছে ছাগলের একটি অন্যতম মারাতুকভাইরাসজনিত ছোঁয়াচে সংক্রামক রোগ | যেই রোগকে বাংলাতে বসন্ত বলা হয়। এ রোগে বাচ্চা ছাগলের মৃত্যুর হার ৮০% থেকে ১০০% হয়ে থাকে ও সুপ্তিকাল ২-১৪ দিন হয়।

(২) কোন কোন গবাদি পশুর গোট পক্স বা বসন্ত রোগ হয়?

কোন কোন গবাদি পশুর গোট পক্স বা বসন্ত রোগ হয়

⇒ সাধারণত ভেড়া এবং ছাগলের এই গোট পক্স বা বসন্ত রোগ বেশি হয়ে থাকে। খামারে এই রোগ দেখা দিলে দ্রুত না নিলে পুরো খামারে রোগটি ছড়িয়ে পড়ে।

(৩) ছাগলের বসন্ত রোগ গোট পক্স রোগের লক্ষণগুলি কি কি?

ছাগলের বসন্ত রোগ গোট পক্স রোগের লক্ষণ

⇒ আক্রান্ত ছাগলের সারা শরীরে ফোস্কা পড়ে। সাধারণতঃ মুখের চারপাশে, নাকের বহির্ভাগ বা মাজলে, মাথায়, ঘাডড়ে, কানে, উদরে, মুখের ভিতরে দাঁতের মাড়িতে, কানে, গলায়, ওলানে ও বাঁটে, পশম কম এমন জায়গায়,অণ্ডকোষ বা ভালভার মধ্যবর্তী অঞ্চল, উরুর অভ্যন্তরীণ দিক, মলদ্বার এবং লেজ এর নীচে বসন্তের গুটি বা ফোস্কা বেশি দেখা যায়। এ রোগে ছাগলের চামড়া নষ্ট হয়ে যায়।

⇒ শ্বাসকষ্ট হতে পারে।

⇒ হালকা জ্বর হওয়া স্বাভাবিক।

⇒ চোখ ও নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে লালা ঝরে।

(৪) বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা ভ্যাকসিন ব্যবস্থাপনা কেমন হবে?

বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা টিকা ব্যবস্থাপনা কেমন হবে

⇒ বাচ্চার বয়স ৫ মাস হলে তাদেরকে অবশ্যই টিকা দিবেন।

⇒ খামারের সমস্ত ছাগলকে একসাথে টিকা প্রদান করবেন।

⇒ খামারে নতুন পশু ক্রয় করলে অন্তত ১৫ দিন কোরেন্টাইন এ রাখবেন তারপর টিকা দিবেন।

পড়ুন
ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস লক্ষণ ও চিকিৎসা

(৫) গোট পক্স বা বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়ার পূর্ব সচেতনতা কি কি?

গোট পক্স বা বসন্ত রোগের টিকা দেওয়ার পূর্ব সচেতনতা

⇒ ভেক্সিনটিকে -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

⇒ অসুস্থতা ছাগলকে গোট পক্স এর টিকা না দেয়াই উত্তম। কারণ এতে টিকাকৃত ছাগলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।

⇒ পিপিআর রোগ থেকে সদ্য নিরাময় হওয়া ছাগলকে টিকা দেওয়া উচিত না।

⇒ ভেক্সিনটিকে -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

⇒ অসুস্থতা ছাগলকে গোট পক্স এর টিকা না দেয়াই উত্তম। কারণ এতে টিকাকৃত ছাগলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।

⇒ পিপিআর রোগ থেকে সদ্য নিরাময় হওয়া ছাগলকে টিকা দেওয়া উচিত না।

(৬) ছাগলের বসন্ত রোগ বা গোট পক্স রোগের চিকিৎসা করবেন কিভাবে?

ছাগলের বসন্ত রোগ বা গোট পক্স রোগের চিকিৎসা

⇒ বসন্ত রোগ দেখা দিলে একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী বসন্ত আক্রান্ত ছাগলকে চিকিৎসা প্রদান করতে হবে।

⇒ আক্রান্ত ক্ষতে ‘এন্টিবায়োটিক পাউডার’ বা ‘কর্টিসোন ক্রিম’ লাগানো যেতে পারে।

⇒ রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অসুস্থ ছাগলকে পাল থেকে আলাদা রে ফেলতে হবে ।

⇒ সুস্থ ছাগলকে গোট পক্স টিকা প্রদান করতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বর্ষায় ছাগলের যত্ন ও রোগমুক্ত রাখাতে ছাগলের পরিচর্যা পদ্ধতি

বর্ষায় ছাগলের যত্ন ও রোগমুক্ত রাখাতে ছাগলের পরিচর্যা পদ্ধতি

আলোচ্য বিষয়: বর্ষার শুরুতে আমরা আমাদের ফার্মে কি ব্যবস্থা গ্রহণ করে থাকি যা থেকে আপনার ছাগল কোন রকম মেডিসিন ছাড়াই ২৫% শতাংশ রোগমুক্ত থাকবে। চলুন আলোচনা শুরু করা যাক সেই ব্যবস্থাপনাটি কি?
ছাগল পালন পদ্ধতি সম্পর্কিত এক কথায় প্রশ্নত্তোর আর্টিকেল (খন্ড ১)

ছাগল পালন পদ্ধতি সম্পর্কিত এক কথায় প্রশ্নত্তোর (খন্ড-১)

আলোচ্য বিষয়: নিম্নে ছাগল পালন পদ্ধতি সম্পর্কিত এক কথায় প্রশ্নত্তোর সম্বলিত আর্টিকেল এর (খন্ড-১) উপস্থাপন করা হলো। এই খন্ডে প্রায় ১০০+ প্রশ্নোত্তর রয়েছে। যথা-
ছাগলের প্রসব এর সময় বাচ্চা ভিতরে ফেঁসে গেলে কিভাবে ডেলিভারি করাবেন, ছাগলের গর্ভপাত

ছাগলের প্রসব এর সময় বাচ্চা ভিতরে ফেঁসে গেলে কিভাবে ডেলিভারি করাবেন? ছাগলের গর্ভপাত, ছাগলের খামার, ছাগল পালন প্রশিক্ষণ

আলোচ্য বিষয়: ছাগলের প্রসব বা ছাগলের গর্ভপাত এর সময় ছাগলের বাচ্চা পেটের ভিতর আটকে যায়, নরমাল ডেলিভারি না হয়, সেটাকে আমরা কিভাবে ডেলিভারি করাব?
ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কি

ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কি?

আলোচ্য বিষয়: ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কি?
ছাগল পালন পদ্ধতি

ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ছাগলের বাসস্থান (২) ছাগলের খাদ্য ব্যবস্থাপনা (৩) ছাগলের রোগ দমন
ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মাণঃ ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন, ছাগলের ঘর

ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মাণঃ ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন? ছাগলের ঘর তৈরির নিয়ম

আলোচ্য বিষয়: (১) ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মানে বিবেচ্য বিষয়সমূহ (২) ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন? (৩) ছাগলের ঘর তৈরির নিয়ম (৪) সতর্কতা
ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

ছাগলের বসন্ত গোট পক্স রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) গোট পক্স কি? (২) কোন কোন গবাদি পশুর গোট পক্স বা বসন্ত রোগ হয়? (৩) ছাগলের বসন্ত রোগ গোট পক্স রোগের লক্ষণগুলি কি কি? (৪) বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা ভ্যাকসিন ব্যবস্থাপনা কেমন হবে? (৫) গোট পক্স বা বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়ার পূর্ব সচেতনতা কি কি? (৬) ছাগলের বসন্ত রোগ বা গোট পক্স রোগের চিকিৎসা করবেন কিভাবে?
ছাগলের ঘর নির্মাণ কিভাবে করবেন, chagol palon khamar

ছাগলের ঘর নির্মাণ কিভাবে করবেন? chagol palon khamar

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঘর নির্মাণে মাচা তৈরির পদ্ধতি (২) ছাগলের ঘর নির্মাণে বিবেচ্য বিষয়সমূহ (৩) মাচায় ছাগল পালনের সুবিধাসমূহ (৪) পরামর্শ
সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়

সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়? ছাগলের বাচ্চার যত্ন

আলোচ্য বিষয়: নিম্নে সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়, তা তুলে ধরা হলো-
ছাগলের খামার করার নিয়ম, ছাগলের খামার করার উপায়

ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

আলোচ্য বিষয়: ছাগলের খামার লাভজনক হওয়ায় দিন দিন আমাদেরদেশে ছাগল পালন বেড়েই চলেছে। অনেকেই আবার বাণিজ্যিক ভিত্তিতে ছাগলের খামার গড়ে তুলছেন। তবে ছাগল পালনে নতুন খামারিদের অভিজ্ঞতা না থাকায় তারা অনেক সময় বিপদে পড়ন বা লসের সম্মুখিন হন। তাই নতুন খামারীদের জন্য নিম্নে উল্লিখিত ৪টি বিষয় মাথায় রাখতে হবে।