ছাগলের রোগ প্রতিরোধে কি করতে হবে? ছাগলের কমন রোগ সমূহ কি? অসুস্থ ছাগল চেনার উপায়

ছাগলের রোগ প্রতিরোধে কি করতে হবে, ছাগলের কমন রোগ সমূহ কি, অসুস্থ ছাগল চেনার উপায়

খামারে ছাগল পালন করার সময় রোগও প্রতিরোধ করতে কিছু পদক্ষেপ নিতে হয়।

(১) ছাগলের রোগ প্রতিরোধে কি করতে হবে?

স্বাস্থ্যগত যত্ন

রোগ প্রতিরোধে যা করতে হবে-

👉 ছাগলের ঘর ও এর চারপাশ পরিচ্ছন্ন রাখা।

👉 ছাগলকে সুষম খাদ্য ও পানি সরবরাহ করা।

👉 ছাগলকে তাজা খাদ্য খেতে দেয়া।

👉 ছাগলকে সময়মতো টিকা দেয়াও কৃমিনাশক ঔষধ খাওয়ানো।

👉 ছাগলের বিষ্ঠা খামার থেকে দূরে সংরক্ষণ করা।

👉 ছাগলের ঘরের মেঝে শুষ্ক রাখার ব্যবস্থা করা।

👉 এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

👉 ছাগলের খামারকে নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়াও ছাগলের বাসস্থানে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে।

👉 খামারে ছাগলগুলোকে শুকনো ও উঁচুস্থানে রাখতে হবে।

👉 ছাগলের যাতে ঠাণ্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ ঠাণ্ডায় এরা নিউমোনিয়াসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়। তাই শীতের সময় মেঝেতে ধানের খড় অথবা নাড়া বিছিয়ে দিতে হবে।

(২) ছাগলের কমন রোগ সমূহ কি?

ছাগলের কমন রোগ সমূহ হলো-

ভাইরাসজনিত রোগ: পি.পি.আর, নিউমোনিয়া ইত্যাদি।

ব্যাকটেরিয়াজনিত রোগ: গলাফুলা, ডায়রিয়া ইত্যাদি।

পরজীবীজনিত রোগ: ছাগলের দেহের ভিতরে ওবাইরে দুধরনের পরজীবী দেখা যায়। দেহের বাইরে চামড়ার মধ্যে উঁকুন, আটালি ওমাইট হয়ে থাকে। দেহের ভিতরে গোলকৃমি, ফিতাকৃমি ও পাতাকৃমি দ্বারা ছাগল বেশি আক্রান্ত হয়। এ রোগটি প্রোটোজোয়া দ্বারা হয়ে থাকে।

(৩) অসুস্থ ছাগল চেনার উপায়

ছাগল রোগে আক্রান্ত হলে সাধারণ যে লক্ষণসমূহ দেখা যায়-

👉 শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।

👉 চামড়ার লোম খাড়া দেখায়।

👉 খাদ্য গ্রহণ ও জাবরকাটা বন্ধ হয়ে যায়।

👉 ঝিমাতে থাকে ও মাটিতে শুয়ে পড়ে।

পড়ুন
গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগের লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ

👉 চোখের পানি ও মুখ দিয়ে লালা নির্গত হয়।


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

আলোচ্য বিষয়: নিম্নে মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো-
ছাগলের PPR রোগ ও তার চিকিৎসা

ছাগলের পিপিআর রোগ ও তার চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের পিপিআর রোগ কি? (২) পিপিআর রোগ সাধারনত কোন প্রাণীদের হয়? (৩) ছাগলের পিপিআর রোগের কি কি লক্ষণ প্রকাশ পায়? (৪) ছাগলের পিপিআর কিভাবে সংক্রমিত হয়? (৫) ছাগলের পিপিআর রোগ প্রতি রোধের উপায় কি? (৬) ছাগলকে পিপিআর রোগের টিকা দেওয়ার পদ্ধতি কি? (৭) ছাগলের পিপিআর রোগের চিকিৎসা কি? (৮) ছাগলের খামারে পিপিআর রোগ ছড়িয়ে গেলে করণীয় কি হবে?
ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস লক্ষণ ও চিকিৎসা

ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস লক্ষণ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস কি? (২) ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস হওয়ার কারণ কি? (৩) ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস হওয়ার লক্ষণ কি? (৪) প্রথম অবস্থায় ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস হলে কিভাবে ট্রিটমেন্ট করব? এবং কি কি মেডিসিন ইউজ করব? (৫) ছাগলের ঠান্ডা রোগ রাইনাইটিস যদি বেশি হয়ে যায় তাহলে কিভাবে চিকিৎসা করব?
ছাগল হিটে না আসার কারণ, chagol palon poddhoti

ছাগল হিটে না আসার কারণ? chagol palon poddhoti

আলোচ্য বিষয়: (১) প্রথমবার ছাগল হিটে আসার বয়স (২) ছাগল হিটে না আসার কারণ
ছাগল হিটে না আসলে করণীয়, chagol palon training

ছাগল হিটে না আসলে করণীয়? chagol palon training

আলোচ্য বিষয়: ছাগলের প্রজনন সফলতা নির্ভর করে থাকে মানুষের তথা মালিকের সচেতনতার উপর। তাই ছাগল হিটে না আসলে করণীয়গুলো সম্পর্কে অবগত হতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো।
ছাগলের নিউমোনিয়া প্রতিরোধে কি করতে হবে

ছাগলের নিউমোনিয়া প্রতিরোধে কী করতে হবে?

আলোচ্য বিষয়: (১) ছাগলের নিউমোনিয়া কোন সময়ে বেশি হয়ে থাকে? (২) ছাগলের নিউমোনিয়া কি? (৩) ছাগলের নিউমোনিয়া রোগের কারণ কী? (৪) ছাগলের নিউমোনিয়া রোগের লক্ষণ কী? (৫) ছাগলের নিউমোনিয়া রোগ প্রতিরোধ কিভাবে করা যায়? (৬) ছাগলের নিউমোনিয়ার চিকিৎসা কি রকম হয়ে থাকে
ছাগল পালনে লাভ লস যে ৩টি কারণে, নতুন খামারিদের জন্য জরুরি পরামর্শ

ছাগল পালনে লাভ লস যে ৩টি কারণে, নতুন খামারিদের জন্য জরুরি পরামর্শ

আলোচ্য বিষয়: আজকের এই আলোচনাটির মাধ্যমে আপনাদেরকে বোঝার চেষ্টা করব নতুন একজন ফার্মার যদি ছাগল খামার শুরু করতে যায় তাহলে কি কি পরিকল্পনা নিয়ে শুরু করা উচিত?
ছাগলের ভিটামিন ঔষধ

ছাগলের ভিটামিন ঔষধ

আলোচ্য বিষয়: (১) ৩টি ছাগলের ভিটামিন অভাব জনিত রোগ (২) ৭টি ছাগলের মিনারেল এর অভাব জনিত রোগ (৩) ছাগলকে কেন ভিটামিন ঔষধ খাওয়াতে হবে? (৪) ছাগলের ২টি ভিটামিন ঔষধ এর নাম (৫) ছাগলের ২টি ভিটামিন ইনজেকশনের নাম (৬) ছাগলের ভিটামিন ঔষধ সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর
সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়

সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়? ছাগলের বাচ্চার যত্ন

আলোচ্য বিষয়: নিম্নে সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চার পরির্চযা কিভবে করতে হয়, তা তুলে ধরা হলো-
ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য সমূহ নিচে উল্লেখ করা হলো-