ছাত্র-শিক্ষক সম্পর্ক

ছাত্র শিক্ষক সম্পর্ক

নিম্নে ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে কিছু কথা তুলে ধরা হলো-

শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। পিতা-মাতার পরই শিক্ষকের মর্যাদা। শিক্ষক পরম ভক্তি ও শ্রদ্ধার পাত্র। পিতা-মাতা সন্তানকে জন্ম দিয়ে শুধু লালন-পালন করেন। পক্ষান্তরে শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন একজন শিক্ষক।

শিক্ষার্থীরা অনুকরণপ্রিয়। কাজেই একজন শিক্ষক শিক্ষার্থীদের যে শিক্ষায় শিক্ষিত করবেন, শিক্ষার্থীরা তাই শিখবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য কী হবে শিক্ষকরাই ছোট বেলায় তা শিখিয়ে দেন।

শিক্ষকগণ শিক্ষার্থীদের ধর্মীয় নিয়ম-কানুন, আদব-কায়দা, শিষ্টাচার, বিনয়, নম্রতা, নিয়মানুবর্তিতা, দয়া, সহানুভূতি ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন, যা তারা পরিণত বয়সে কাজে লাগিয়ে সার্বিক উন্নতি লাভ করে। ছাত্রদের সার্বিক কল্যাণ কামনায় শিক্ষকগণ যেভাবে ত্যাগের পরিচয় দেন তার জন্য শিক্ষকগণের যথাযথ সম্মান করা আমাদের কর্তব্য।

ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এটি পিতা-পুত্রের সম্পর্কের ন্যায়। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও তাকে কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করেন, শিক্ষকও তেমনি তাঁর ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎ পথ দেখান।

পুত্র তার পিতা থেকে সম্পদের উত্তরাধিকারী হয়, অন্যদিকে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়। পুত্র যেমন পিতা থেকে প্রাপ্ত সম্পদের পরিচর্যা করে বড় সম্পদশালী হতে পারে, শিক্ষার্থীও তেমনি শিক্ষক থেকে প্রাপ্ত জ্ঞান সমৃদ্ধ করে বড় জ্ঞানী হতে পারে।

নবি ও রাসুল (আঃ) গণ হলেন শিক্ষক আর তাঁদের উম্মত হলো তাঁদের ছাত্র। রাসুলুল্লাহ (সাঃ) এই উম্মতের জ্ঞানীদেরকে নবিদের উত্তরাধিকারী বলেছেন।

তিনি বলেন,

“আলেমগণ (জ্ঞানীরা) হলেন নবিদের উত্তরাধিকারী। তাঁরা সম্পদ ও মালের উত্তরাধিকারী নন, বরং তাঁরা হলেন জ্ঞানের উত্তরাধিকারী।” 

(তিরমিযি)

সুতরাং পুত্র ও পিতার মাঝে যেমন উত্তরাধিকারের সম্পর্ক আছে। ছাত্র-শিক্ষকের মাঝেও তেমন সম্পর্ক বিদ্যমান। তাই আমরা এই সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হব।

ইসলামের চতুর্থ খলিফা বলেছেন,

“যার কাছে আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস। তিনি ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারেন কিংবা আযাদ করে দিতে পারেন কিংবা ইচ্ছা করলে দাস বানিয়েও রাখতে পারেন।”

হযরত আলি (রা.)

তাই তাঁর মতে, ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো ভৃত্য-মুনিব সম্পর্ক। এক বিনম্র শিক্ষার্থীর দৃষ্টিতে ছাত্র-শিক্ষক সম্পর্কের এ বিষয়টি ফুটে উঠেছে।

বস্তুত ছাত্র-শিক্ষক সম্পর্ক হবে সুন্দর, যেখানে অকৃত্রিম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা বিরাজ করবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মক্কি ও মাদানি সূরা সংখ্যা কয়টি, কাকে বলে তাদের বৈশিষ্ট্য সমূহ কী কী

মক্কি ও মাদানি সূরা সংখ্যা কয়টি, কাকে বলে? তাদের বৈশিষ্ট্য সমূহ কী কী?

আলোচ্য বিষয়: (১) মক্কি সূরার সংখ্যা কয়টি? (২) মাদানি সূরার সংখ্যা কয়টি? (৩) মক্কি সূরা কাকে বলে? (৪) মাদানি সূরা কাকে বলে? (৫) মক্কি সূরার বৈশিষ্ট্য কী কী? (৬) মাদানি সূরার বৈশিষ্ট্য কী কী? Read
ফিতনা ফাসাদ বলতে কী বুঝায় কুফলসমূহ ও এটি সম্পর্কে ইসলামি বিধান

ফিতনা-ফাসাদ বলতে কী বুঝায়? কুফলসমূহ ও এটি সম্পর্কে ইসলামি বিধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ফিতনা-ফাসাদ বলতে কী বুঝায়? (২) ফিতনা-ফাসাদের কুফল (৩) ফিতনা-ফাসাদ সম্পর্কে ইসলামি বিধান Read
রোজা সম্পর্কে আলোচনাঃ A to Z রোজার সকল নিয়ম-কানুনের তালিকা ও বর্ণনা

রোজা সম্পর্কে আলোচনাঃ A to Z রোজার সকল নিয়ম-কানুনের তালিকা ও বর্ণনা

○ ইসলাম
আলোচ্য বিষয়: আজকের এই আর্টিকেলটিতে আমরা রমজানের রোজার মাসায়েল + রোজার নিয়ত + সেহরীর মাসায়েল + ইফতার এর দোয়া ও মাসায়েল + যে সব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না + যে সব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরূহ হয়ে যায় + যে সব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাযা ওয়াজিব হয় ইত্যাদি A to Z রোজা সম্পর্কে আলোচনা করব। (১) রোজা কাকে বলে? (২) রমজানের রোজা কার উপর ফরজ? রমজানের রোজা কখন ফরজ হয়? (৩) রমজানের রোজার নিয়ত (৪) সেহরীর মাসায়েল (৫) ইফতার এর মাসায়েল (৬) যে সব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না (৭) যে সব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরূহ হয়ে যায় (৮) যে সব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু Read
সুরা আদ দোহা (দুহা) অর্থসহ বাংলা উচ্চারণ

সুরা আদ দোহা (দুহা): অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সুরা আদ দোহা (দুহা) কোরআনুল কারিমের একটি গুরুত্বপূর্ণ মাক্কী সূরা, যা মানুষের জীবনে আশা, শান্তি ও আল্লাহর রহমতের বার্তা পৌঁছে দেয়। এই পোস্টে সুরা আদ দোহা (দুহা) বাংলা উচ্চারণ ও অর্থসহ উপস্থাপন করা হলো, যাতে পাঠকরা সহজেই বুঝতে ও শিখতে পারেন। মুসলমানদের নিত্য জীবনের আমল ও আত্মিক প্রশান্তির জন্য এ সূরার তাৎপর্য অপরিসীম। Read
সত্যবাদিতা কী, কাকে বলে, বলতে কী বুঝায় গুরুত্ব, প্রভাব ও পরিণতি

সত্যবাদিতা কী, কাকে বলে, বলতে কী বুঝায়? গুরুত্ব, প্রভাব ও পরিণতি

আলোচ্য বিষয়: (১) সত্যবাদিতা কী, কাকে বলে, বলতে কী বুঝায়? (২) সত্যবাদিতার গুরুত্ব (৩) সত্যবাদিতার প্রভাব ও পরিণতি Read
সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: ম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
ঈদ কাকে বলে

ঈদ কাকে বলে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঈদ কাকে বলে? (২) ঈদ কত ধরণের? (৩) ঈদের তাৎপর্য Read
হাদিস সংরক্ষণ ও সংকলন এবং হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হাদিস সংরক্ষণ ও সংকলন এবং হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হাদিস সংরক্ষণ ও সংকলন, সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ ও এদের সংকলকগণের নাম (২) হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা Read
শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে

শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে?

আলোচ্য বিষয়: নিম্নে শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো সম্পর্কে ইসলামের বিধান সমপর্কে আলোচনা করা হলো- Read
তায়াম্মুম করার নিয়ম, তাইয়াম্মুমের মাসআলা মাসায়েল

তায়াম্মুমের নিয়ম, তায়াম্মুমের ফরজ কয়টি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তায়াম্মুম কাকে বলে? (২) তায়াম্মুমের ফরয কয়টি? (৩) তায়াম্মুমের সুন্নাত কয়টি? (৪) তায়াম্মুমের নিয়ম (৫) তায়াম্মুমের নিয়ত (৬) ধাপে ধাপে তায়াম্মুমের নিয়ম বর্ণনা (৭) কি কি বস্তু দ্বারা তাইয়াম্মুম করা জায়েয? তায়াম্মুমের উপকরণ (৮) কোন অপবিত্রতায় তায়াম্মুম করা যায়? (৯) কখন তাইয়াম্মুম করতে হবে? কখন তায়াম্মুম করা যাবে না? (১০) তাইয়াম্মুম ভঙ্গের কারণ (১১) তায়াম্মুমের আয়াত (১২) তায়াম্মুম প্রবর্তনের কারণ ও ইতিহাস (১৩) তায়াম্মুম এর কিছু মাসআলা মাসায়েল Read