তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

তেলাপোকা খুব বিরক্তকর একটি প্রাণী। এটি শুধু বিরক্তিকরই নয়, নানারকম অসুখের কারণও। অর্থাৎ এই ছোট প্রাণী গুলো বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে এবং খাবারে সেগুলো ছড়িয়ে মানব দেহের ক্ষতি করে। তেলাপোকা যখন খাবারের মধ্যে আসে তখন লালার মাধ্যমে মাইক্রোঅর্গানিজম ছড়ায়, যা আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করে।

এছাড়াও ঘরের বিভিন্ন জিনিস পত্র যেমন বই, কাপড়,খাতা, তার ইত্যাদি নষ্ট করে ফেলে। তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাজারে বিভিন্ন ধরনের ঔষধ ও স্প্রে পাওয়া যায়। কিন্তু সবসময় এগুলো কাজে আসে না। তাই ঘরোয়া উপায়ে তেলাপোকা তাড়াতে পারেন। ঘরোয়া উপায়ে তেলাপোকা কিভাবে তাড়াবেন চলুন তাহলে সে সম্পর্কে জেনে নিই।

নিম্নে তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়সমূহ তুলে ধরা হলো-

তেলাপোকা

ক) তেজপাতা

প্রথমে কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসব জায়গায় তেলাপোকা আসতে পারে সেসব জায়গায় তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকারা তেজপাতার গন্ধ সহ্য করতে পারেনা। এ পদ্ধতিতে তেলাপোকা মরবে না কিন্তু ঘর থেকে দূরে রাখবে।

খ) চিনি ও বেকিং সোডা

সম পরিমাণে বেকিং সোডা ও চিনি একসাথে মিশিয়ে যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে ছিটিয়ে দিন। এটি খাওয়ার সঙ্গে সঙ্গে তেলাপোকা মারা যাবে।

গ) সাবান

গোসলের সাবান ব্যবহার করেও তেলাপোকা তাড়াতে পারেন। পানির সাথে সাবান গুলে তেলাপোকার গায়ে ছিটিয়ে দিন এতে করে বেশিরভাগ তেলাপোকা মারা যাবে। এছাড়া যেসব জায়গায় তেলাপোকা বসবাস করে সেখানেও মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

ঘ) অ্যালুমিনিয়াম

যেকোনো একটি এলুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিয়ে যেসব জায়গা দিয়ে তেলাপোকা আসে সেসব জায়গায় রেখে দিন। খেয়াল করে দেখবেন তেলাপোকার উপদ্রব কমে গেছে। অ্যালুমিনিয়ামের সাথে শসার খোসা বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে এতে তেলাপোকা মারা যায়।

পড়ুন
মশা তাড়ানোর ১১টি কার্যকরী উপায়

ঙ) পেট্রোলিয়াম জেলি

একটি বোতলে পেট্রোলিয়াম জেলি ও আম, কলা বা আপেল ফলের খোসা রেখে দিন। ঘরের যেসব জায়গা দিয়ে তেলাপোকা ভেতরে আসে, সেখানে এই বোতলটি রেখে দিন। এতে করে ফলের খোসার ঘ্রাণ তেলাপোকাকে আকৃষ্ট করবে। কিন্তু পেট্রোলিয়াম জেলি তেলাপোকাকে বোতলের ভিতর ঢুকতে বাধা দেবে। যখন তেলাপোকা বোতলের চারপাশে এসে জমবে, তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন এতে করে তেলাপোকা দূর হয়ে যাবে।

চ) রসুন

একটি পাত্রে ১ লিটার পানি নিয়ে এতে করে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং ১ টেবিল-চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এরপর যেসব জায়গায় তেলাপোকার আনাগোনা বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন দেখবেন তেলাপোকা দূর হয়ে যাবে।

তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আপনি যদি উপরের পদ্ধতিগুলোর অনুসরণ করুন তাহলে খুব সহজেই ঘর থেকে তেলাপোকা দূর করতে পারবেন।আর আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

আলোচ্য বিষয়: নিম্নে তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়সমূহ তুলে ধরা হলো-
সন্তানের মন থেকে ভয় দূর করার উপায় বা শিশুর ভয় দূর করার পদ্ধতি, কিভাবে শিশুর মনের ভয় দূর

সন্তানের মন থেকে ভয় দূর করার উপায় বা শিশুর ভয় দূর করার পদ্ধতিঃ কিভাবে শিশুর মনের ভয় দূর করা যায়?

নিম্নে সন্তানের মন থেকে ভয় দূর করার উপায় বা শিশুর ভয় দূর করার পদ্ধতিঃ কিভাবে শিশুর মনের ভয় দূর করা যায়? এ সম্পর্কে এক জন মায়ের বিস্তর একটি আলোচনা/বক্তব্য তুলে ধরা হলো-
আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা কতটুকু গরুত্বপূর্ণ

আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা কতটুকু গরুত্বপূর্ণ?

নিম্নে সন্তানের ভবিষ্যৎ গড়তে পিতা-মাতার ভূমিকা কতটুকু গরুত্বপূর্ণ, এ বিষয়ে একটি বিস্তর আলোচনা তুলে ধরা হলো-
মাছি তাড়ানোর ৫ টি প্রাকৃতিক উপায়

মাছি তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়

আলোচ্য বিষয়: নিম্নে মাছি তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায় তুলে ধরা হলো-
স্ত্রীর কারণে সংসারে অশান্তি কেন হয়, ১০টি কারন

স্ত্রীর কারণে সংসারে অশান্তি কেন হয়? ১০টি কারন এবং স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন সুখী করার উপায়

আলোচ্য বিষয়: নিম্নে স্ত্রীর কারণে সংসারে অশান্তি কেন হয় এবং স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন সুখী করার উপায় সম্পর্কে আলোকপাত করা হলো-
সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে না, সন্তানকে খেলতে সুযোগ দেওয়া দরকার

সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে নাঃ সন্তানকে খেলতে সুযোগ দেওয়া দরকার

আলোচ্য বিষয়: নিম্নে সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে না, সন্তানকে খেলতে সুযোগ দেওয়া দরকার, এ সম্পর্কে একটি আলেচনা তুলে ধরা হলো-
সন্তানের মন থেকে অকারণ লজ্জা দূর করা কেন জরুরি

সন্তানের মন থেকে অকারণ লজ্জা দূর করা কেন জরুরি?

আলোচ্য বিষয়: নিম্নে সন্তানের মন থেকে অকারণ লজ্জা দূর করা কেন জরুরি, বিষয়টি বিস্তারিত তুলে ধরা হলো-
সন্তানের প্রতি বাবা-মায়ের কিছু ক্ষতিকর অভ্যাস

সন্তানের প্রতি বাবা-মায়ের কিছু ক্ষতিকর অভ্যাস

আলোচ্য বিষয়: নিম্নে বাবা-মায়ের যে ১০টি অভ্যাস সন্তানের ভবিষ্যত ধ্বংস করে তা তুলে ধরা হলো-
আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা সুস্থ, তা বুঝার ৫টি উপায়

আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা ভালো/সুস্থ? তা বুঝার ৫টি উপায়

আলোচ্য বিষয়: আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা ভালো? আপনাদের রিলেশনশিপ কি সত্যিই সুস্থ, নাকি শুধু চলছে বলে চলছে? এই ব্লগে আমরা এই পাঁচটি বিষয় নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের অবস্থা কেমন। (১) লাভ বা ভালোবাসা: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রাণ (২) কেয়ার বা যত্ন: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কে ভালোবাসার বহিঃপ্রকাশ (৩) ট্রাস্ট বা বিশ্বাস: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি (৪) রেসপেক্ট বা সম্মান: এটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্কের মর্যাদা (৫) রেসপন্সিবিলিটি বা দায়িত্ব: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের ভারসাম্য ও ভরসার জায়গা (৬) কেন এই পাঁচটি উপাদান গুরুত্বপূর্ণ? কারণ এগুলো স্বামী-স্ত্রীর সম্পর্কের চাবি (৫) শেষ কথা
মশা তাড়ানোর ১১ টি কার্যকরী উপায়

মশা তাড়ানোর ১১টি কার্যকরী উপায়

আলোচ্য বিষয়: নিম্নে মশা তাড়ানোর ১১ টি কার্যকরী উপায় তুলে ধরা হলো-