ত্বকের যত্ন নেওয়ার চিরকালীন টিপস এবং ঘরোয়া সমাধান সম্পর্কে জেনে নিন

ত্বকের যত্ন নেওয়ার চিরকালীন টিপস এবং ঘরোয়া সমাধান সম্পর্কে জেনে নিন

সারা বিশ্বের যারা যারা বিউটি ইন্ডাস্ট্রির সাথে আছেন, তারা খুব ভালো করেই জানেন ত্বক পরিচর্যা সম্পর্কে। ত্বক পরিচর্যার সামগ্রীতে সক্রিয় উপাদান হিসেবে নানা প্রাকৃতিক ও ভেষজ উপাদান ব্যবহার করা হচ্ছে। আধুনিক বিউটি প্রডাক্টে যেসব উপাদানগুলো নতুন করে জায়গা করে নিচ্ছে সে সব উপাদান হচ্ছে নিম, অ্যালোভেরা, অলিভ অয়েল সমৃদ্ধ নতুন নতুন ফেসওয়াশ, সাবান, বডি অয়েল প্রভুতি। এসব জনপ্রিয় হয়ে উঠতেও বেশি সময় লাগচ্ছে না।

ত্বক পরিচর্যার এই ঘরোয়া উপাদানগুলোকে ব্যবহার করে যদি ফল পাওয়া যায় তাহলে আমাদের অনেক পয়সারও সাশ্রয় হবে।

উপাদানগুলো ব্যবহার করার টিপস-

নিম

বাংলাদেশে এখনও প্রচুর নিমগাছ রয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে ত্বকের যত্নে নিম ব্যব্যহার করা হচ্ছে। ব্রণ, র‍্যাশ, সংক্রমণ আটকে ত্বক সুস্থ ও তরতাজা রাখে নিম। ১০/১২টা টাটকা নিমপাতা বেটে আঙুল দিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন তারপর দেখুন ম্যাজিক। আর কখনোই ব্রণ হবে না।

মধু

নানারকম ফেসপ্যাক বা ক্রিমে অ্যাকটিভ উপাদান হিসেবে মধু যোগ করা হয়। মধুতে অ্যান্টি অক্সিডান্ট থাকে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও মধু খুবই উপকার করে। সারা মুখে মধুর প্রলেপ মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। জোজোবা অয়েলের সঙ্গে মধু মিশিয়েও মুখে মাখতে পারেন। ত্বক পরিষ্কার ও নরমও হবে।

আমলকি

বাজারে আমলকি সারা বছরই পাওয়া যায়। আমলকি থেঁতো করে রসটা বের করে নিন। মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। দশ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে দাগের কোন চিহ্নও থাকবে না।

মুলতানি মাটি

ত্বকের যে কোন সমস্যায় মুলতানি মাটির ব্যবহার করা হয়। নানারকম দামি ব্র্যান্ডের ফেসপ্যাকেও ব্যবহার করা হয় মুলতানি মাটি। এবার নিজেই তৈরি করে ফেলুন আপনার এক্সক্লুসিভ মাডপ্যাক। এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু আর এক চামচ গোলাপজল, ব্যস! ভালো করে মিশিয়ে মুখে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করে দেখুন ত্বকের ম্যাজিক।

হলুদ

সাবার পরিচিত উপাদান হল হলুদ। ব্রণর উপশম, ব্রণর ক্ষতচিহ্ন, দাগছোপ কমানো, বয়সের ছাপ প্রতিরোধের মতো নানা ব্যাপারে হলুদ খুব কার্যকর ভূমিকা নেয়। তবে গায়ের রং উজ্জ্বল করতে হলুদের ভূমিকা রয়েছে। চন্দনবাটা আর মধুর সঙ্গে হলুদ বাটা মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করে দেখুন ত্বকের কেমন পরিবর্তন আসবে।

মেহেদী পাতা

সব উপাদানের মধ্যে মেহেদী পাতাও খুব ভাল একটা উপাদান। এটা মনে হয় সবাই চিনেন। বাজারে কিনতেও পাওয়া যায়। কিছু মেহেদী পাতা বেটে নিন তারপর মুখে লাগান শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখটা আলতোভাবে ধুয়ে ফেলুন। তারপর দেখুন ত্বক কতটা ছফট হয়। এতে মধু মিশিয়ে নিতে পারেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাস কি, ভাইরাস কত প্রকার ও কি, ভাইরাসের বৈশিষ্ট্য

ভাইরাস কি? ভাইরাস কত প্রকার ও কি কি? ভাইরাসের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) ভাইরাস কি? (২) ভাইরাস কাকে বলে? (৩) ভাইরাসের বৈশিষ্ট‍্য (৪) ভাইরাস কত প্রকার ও কি কি? (৫) ইমার্জিং ভাইরাস কী বা কাকে বলে? (৬) ভাইরাসজনিত রোগ (৭) ভাইরাসের উপকারিতা
রসুন খেলে কি হয়

রসুন খেলে কি হয়?

আলোচ্য বিষয়: (১) রসুন খেলে আমাদের শরীরে নিম্নক্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রবেশ করে (২) রসুন খেলে ক্যানসার প্রতিরোধে দারুণ কাজ করে (৩) রসুন খেলে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় (৪) রসুন খেলে রক্ত সঞ্চালনক্ষমতা বাড়ে (৫) রসুন খেলে কি বীর্য ঘন হয়? (৬) রসুন খেলে হৃৎপিণ্ডের শক্তি বাড়ে (৭) রসুন খেলে কি প্রেসার কমে? (৮) রসুন খেলে সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় (৯) রসুন খেলে রক্ত পরিশোধ ক্ষমতা বাড়ে (১০) রসুন খেলে ত্বক সুস্থ থাকে (১১) রসুন খেলে চুলের জন্য কি হয়? (১২) রসুন খেলে কি হাড়ের শক্তি বাড়ে? (১৩) কাঁচা রসুন খেলে কি হয়? (১৪) পরিমিত পরিমাণে রসুন খেলে কি হয়? (১৫) অতিরিক্ত পরিমাণে রসুন খেলে কি হয়? (১৬) রসুনের আচারের খেলে কি হয়?
সুস্থ থাকার উপায়, প্রতিদিনের ১০টি সহজ অভ্যাস

সুস্থ থাকার উপায়: প্রতিদিনের ১০টি সহজ অভ্যাস

আলোচ্য বিষয়: নিম্নে সুস্থ থাকার উপায় হিসেবে প্রতিদিনের ১০টি সহজ অভ্যাসের কথা তুলে ধরা হলো- (১) সকালে ঘুম থেকে উঠে পানি পান করা (২) সকালের হালকা ব্যায়াম (৩) পুষ্টিকর নাস্তা গ্রহণ (৪) পর্যাপ্ত পানি পান (৫) মানসিক চাপ নিয়ন্ত্রণ (৬) নিয়মিত হাঁটা (৭) পর্যাপ্ত ঘুম (৮) ফল ও সবজি খাওয়া (৯) সামাজিক সম্পর্ক বজায় রাখা (১০) নিজের জন্য সময় রাখা
কুকুর কামড়ালে করণীয়

কুকুর কামড়ালে করণীয়

আলোচ্য বিষয়: (১) জলাতঙ্ক কী এবং এটি কেন এত ভয়ানক? (২) জলাতঙ্ক কোন প্রাণীর কামড়ে হয়, কোন প্রাণী থেকে হয়না? (৩) কুকুর কামড়ালে করণীয় কি? (৪) কেন মাথা-গলার কামড় বেশি বিপজ্জনক? (৫) জলাতঙ্কের টিকা কীভাবে নেবেন? (৬) আগে কুকুর কামড়ানোর টিকা নিয়েছি, আবার কামড়ালে কী করব? (৭) জলাতঙ্কের লক্ষণ কী? (৮) জলাতঙ্ক থেকে বেঁচে ফেরার একমাত্র উদাহরণ (৯) কীভাবে জলাতঙ্ক প্রতিরোধ করবেন? (১০) শেষ কথা
পুঁই শাকের উপকারিতা ও অপকারিতা

পুঁই শাকের উপকারিতা ও অপকারিতা

আলোচ্য বিষয়: (১) পুঁই শাকের উপকারিতা (২) পুঁই শাকের অপকারিতা
১৩টি কিডনি খারাপ হওয়ার কারণ ও কিডনি ভালো রাখার উপায়

১৩টি কিডনি খারাপ হওয়ার কারণ ও কিডনি ভালো রাখার উপায়

আলোচ্য বিষয়: (১) কিডনি খারাপ হওয়ার কারণ (২) কিডনি ভালো রাখার উপায়
কোন খাবার পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করে

কোন খাবার পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করে?

আলোচ্য বিষয়: পোষ্টটিতে আলোচনা করব কিছু খাবার নিয়ে যেগুলো পুরুষের যৌন সক্ষমতাকে বৃদ্ধি করে।
ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা-ভাবনাঃ কারণ, প্রভাব এবং মুক্তির ব্যবহারিক সমাধান

ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা-ভাবনাঃ কারণ, প্রভাব এবং মুক্তির ব্যবহারিক সমাধান

আলোচ্য বিষয়: (১) ওভারথিংকিং কী? (২) ওভারথিংকিং-এর প্রকার (৩) ওভারথিংকিং-এর কারণ (৪) ওভারথিংকিং-এর লক্ষণ (৫) ওভারথিংকিং-এর প্রভাব (৬) ওভারথিংকিং থেকে মুক্তির উপায় (৭) ওভারথিংকিং-এর উদাহরণ এবং সমাধান (৮) ওভারথিংকিং প্রতিরোধের উপায় (৯) কখন ডাক্তারের সাহায্য নেবেন? (১০) শেষ কথা
যোনির গভীরতা কত ইঞ্চি

যোনির গভীরতা কত ইঞ্চি?

আলোচ্য বিষয়: যোনির গভীরতা কত ইঞ্চি? বা মেয়েদের যোনি কত ইঞ্চি হয়ে থাকে?
ঔষধ কিভাবে কাজ করে

ঔষধ কিভাবে কাজ করে?

আলোচ্য বিষয়: (১) ঔষধ কী এবং এটি শরীরে কীভাবে প্রবেশ করে? (২) “লক এবং কী” মডেল: ঔষধের কাজের মূল রহস্য (৩) ঔষধ শরীরে কীভাবে ছড়িয়ে পড়ে? (৩) ঔষধের “ব্রেন” আছে কি? (৪) বিভিন্ন ধরনের ঔষধ কিভাবে কাজ করে? (৫) ঔষধ কীভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছে? (৬) বিজ্ঞানীরা কীভাবে ঔষধ ডিজাইন করেন? (৭) ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া কেন হয়? (৮) শেষকথা