ফরমালিন কি? ফরমালিন মাছ চেনার উপায়: ফরমালিন দেওয়ার মাছ চেনার উপায় কী? ফরমালিন যুক্ত মাছ চেনার উপায় এবং ফরমালিন মুক্ত মাছ চেনার উপায়

ফরমালিন কি, ফরমালিন মাছ চেনার উপায়, ফরমালিন দেওয়ার মাছ চেনার উপায় কী, ফরমালিন যুক্ত মাছ

(১) ফরমালিন কি? ফরমালিন কাকে বলে?

ফরমালিন কি: ফরমালিন মূলত জীবাণুনাশক রাসায়নিক তরল পদার্থ যা ল্যাবরেটরীতে নমুনাসমূহ বিকারের মধ্যে ফরমালিন দ্বারা সংরক্ষণ করা হয়। এছাড়া উদ্ভিদ বা প্রাণীর অংশ বিশেষ সংরক্ষণের জন্য এবং মৃতু প্রানী, মানুষ প্রভৃতি সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করতে হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীরা অনেক সময় খাদ্যদ্রব্যে বা মাছে ফরমালিন মিশিয়ে দেয়। সুতরাং মাছে ফরমালিন দেয়া হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা দরকার।

ফরমালিন কাকে বলে: ফরমালডিহাইড বা মিথানল গ্যাসের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

(২) ফরমালিন মুক্ত মাছ চেনার উপায়

ফরমালিন মুক্ত মাছ চেনার উপায় বা নিরাপদ মাছের (ফরমালিনমুক্ত) লক্ষণসমূহ হলো-

  • দেহে পিচ্ছিল পদার্থ  থাকে।
  • মাছ সহজে পঁচে যায়।
  • মাছে মাছি পড়ে।
  • মাছের স্বাভাবিক গন্ধ থাকে।
  • ফুলকা লালচে বর্ণের থাকে।
  • দেহ ভেজা থাকে।
  • মাংশপেশি এবং আঁইশ নরম থাকে।
  • চক্ষু স্বাভাবিক থাকে।
  • ফরমালিনযুক্ত মাছের লক্ষণসমূহ:
  • মাছের গায়ে মাছি বসে না।
  • মাছ সহজে পঁচে না।
  • ফরমালিনের হালকা কটু গন্ধ থাকবে।
  • মাছ অসার বা শক্ত মনে হবে।
  • মাছের শরীর অনেকটা রাবারের মত মনে হবে।
  • মাছের দেহের স্বাভাবিক গন্ধ থাকবে না।
  • মাছের ফুলকা কালচে এবং আইশ শুষ্ক মনে হবে।
  • চক্ষু ফ্যাকাশে ও ভিতরের দিকে থাকে।

(৩) ফরমালিন মাছ চেনার উপায়, ফরমালিন দেওয়ার মাছ চেনার উপায় কী? ফরমালিন যুক্ত মাছ চেনার উপায়

ফরমালিন কি, ফরমালিন মাছ চেনার উপায়, ফরমালিন দেওয়ার মাছ, ফরমালিন যুক্ত মাছ ও মুক্ত মাছ

নিম্নে ফরমালিন শনাক্তকারী কিট দ্বারা ফরমালিন মাছ চেনার উপায়/ফরমালিন দেওয়ার মাছ চেনার উপায় বর্ণনা করা হলো।

ফরমালিন যুক্ত মাছ পরীক্ষা পদ্ধতি হলো-

ক) প্রয়োজনীয় উপকরণ

  1. ফরমালিন শনাক্তকারী কিট।
  2. একটি প্লেট বা ট্রে।
  3. ওয়াশ বোতল।
  4. বিকার।
  5. পাতিত পানি।
  6. মেজারিং সিলিন্ডার।

খ) পরীক্ষা পদ্ধতি

  1. প্রথমে বাজার থেকে সন্দেহযুক্ত মাছ সংগ্রহণ করে ট্রে-এর উপর রাখতে হবে।
  2. এবার ওয়াশ বোতলের পাতিত পানি ব্যবহার করে মাছটি ধুয়ে ফেলতে হবে।
  3. ধোয়ার পর সেই পানি সংগ্রহ করে ৫ মিলি পানি একটি টেস্ট টিউবে রাখতে হবে।
  4. এবার ফরমালিন কীট থেকে দ্রবণ-১ এর ১৫ ফোটা, মাছ ধোয়া পানির মধ্যে ফেলতে হবে এবং ১৫ সেকেন্ড ঝাঁকাতে হবে।
  5. অতপর ফরমালিন কীটের দ্রবণ-২ একইভাবে ১৫ ফোটা উক্ত টেস্ট টিউবে মাছ ধোয়া পানির মধ্যে আবার ফেলতে হবে এবং ১৫ সেকেন্ড ঝাঁকাতে হবে।
  6. একইভাবে দ্রবণ-৩ উক্ত টেস্ট টিউবে আবার ১৫ ফোটা ফেলে ১৫ সেকেন্ড ঝাঁকাতে হবে এবং রঙ পরিবর্তন লক্ষ করতে হবে।

গ) পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত

  1. যদি মিশ্রিত দ্রবণ সবুজাভ বর্ণ থেকে লালচে রং-এ পরিবর্তন হয় তবে মাছটিতে ফরমালিন ছিল।
  2. যদি রং অপরিবর্তিত অথবা রংহীন হয় তাহলে বুঝতে হবে মাছে ফরমালিন ছিল না।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গুলশা-টেংরা মাছের চাষ পদ্ধতি

গুলশা/টেংরা মাছের চাষ পদ্ধতি

● মৎস্য
আলোচ্য বিষয়: নিম্নে গুলশা/টেংরা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো- (১) টেংরা মাছের ইংরেজি নাম (২) টেংরা মাছের উপকারিতা (৩) টেংরা মাছের ছবি ও বৈশিষ্ট্য (৪) টেংরা মাছ চাষের পুকুরে ভৌত রাসায়নিক গুণাবলী (৫) টেংরা মাছের খাদ্য কি? (৬) টেংরা মাছের মজুদপূর্ব ব্যবস্থাপনা (৭) সুস্থ সবল টেংরা মাছের পোনার বৈশিষ্ট্য (৮) টেংরা মাছের পোনা সংগ্রহ, টেকসইকরণ ও পরিবহণ (৯) টেংরা মাছের মজুদ ঘণত্ব (১০) টেংরা মাছের মজুদ পরবর্তী ব্যবস্থাপনা (১১) টেংরা মাছের একক চাষ পদ্ধতি (১২) রুই জাতীয় মাছের সাথে টেংরা মাছের মিশ্র চাষ পদ্ধতি (১৩) টেংরা মাছ আহরণ ও উৎপাদন (১৪) টেংরা মাছ বাজারজাতকরণ (১৫) টেংরা মাছ চাষে সতর্কতা
চিংড়ি চাষে সফল হতে উক্ত চিংড়ি মাছের পরিবহন, সংরক্ষণ/প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পর্কে জানাও জরুরি

চিংড়ি চাষে সফল হতে উক্ত চিংড়ি মাছের পরিবহন, সংরক্ষণ/প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পর্কে জানাও জরুরি

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) চিংড়ি চাষে, উক্ত চিংড়ি মাছের পরিবহন (২) চিংড়ি চাষে, উক্ত চিংড়ি মাছের সংরক্ষণ/ প্রক্রিয়াজাতকরণ (৩) চিংড়ি চাষে, চিংড়ি মাছের বাজারজাতকরণ
কৈ মাছ চাষ পদ্ধতি

কৈ মাছ চাষ পদ্ধতি

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) কৈ মাছ চাষ পদ্ধতি (২) কৈ মাছের রোগ ব্যবস্থাপনা
মাছের খাদ্য ব্যবস্থাপনা

মাছের খাদ্য ব্যবস্থাপনা

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছের খাদ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা (২) মাছের খাদ্যের প্রকারভেদ (৩) মাছের প্রাকৃতিক খাদ্য (৪) মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরিকরণ (৫) মাছের পুকুরে খাদ্য সরবরাহ (৬) মাছের খাদ্য প্রয়োগ পদ্ধতি (৭) মাছের খাদ্য স্বভাব
বাংলাদেশের জলাশয়

বাংলাদেশের জলাশয়

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) জলাশয় কত প্রকার? (২) বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয় (৩) বাংলাদেশের সামুদ্রিক জলাশয়
ধান ক্ষেতে মাছ চাষ

ধান ক্ষেতে মাছ চাষ

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) ধান ক্ষেতে মাছ চাষের সুবিধা (২) ধান ক্ষেতে চাষ পদ্ধতি (৩) মাছ চাষের জন্য জমি নির্বাচন (৪) ধান ক্ষেত প্রস্তুতকরণ (৫) ধানের জাত নির্বাচন (৬) ধান ক্ষেতে মাছ আহরণ (৭) পরামর্শ
মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদান এবং খাদ্য প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি

মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদান এবং খাদ্য প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছের সম্পূরক খাদ্যের পরিচিতি ও প্রয়োজনীয়তা (২) মাছের সম্পূরক খাদ্যের উৎস (৩) মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা (৪) মাছের পুষ্টি চাহিদা (৫) মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদানসহ (৬) মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালি (৭) মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালি (৮) মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি
মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা

মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) মৃত পশুর সৎকার (২) মৃত পাখির সৎকার (৩) মৃত মাছের সৎকার
কই মাছের বৈশিষ্ট্য ও কই মাছ চাষ পদ্ধতি

কই মাছের বৈশিষ্ট্য ও কই মাছ চাষ পদ্ধতি

● মৎস্য
আলোচ্য বিষয়: (১) কই মাছের বৈশিষ্ট্য বা কই মাছ চেনার উপায় (২) কই মাছ চাষের সুবিধা (৩) এককভাবে কই মাছ চাষ পদ্ধতি
গুলশা-ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি

গুলশা/ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি

● মৎস্য
নিম্নে গুলশা/ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি তুলে ধরা হলো- (১) ট্যাংরা মাছের বৈশিষ্ট্য (২) ট্যাংরা মাছ চাষের গুরুত্ব (৩) ট্যাংরা পোনা উৎপাদনের জন্য ব্রুড মাছ সংগ্রহ ও পরিচর্যা (৪) ট্যাংরা মাছের পোনা উৎপাদনে কৃত্রিম প্রজনন পদ্ধতি (৫) ট্যাংরা মাছের ব্রুড প্রতিপালন, কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন (৬) ট্যাংরা মাছের পোনার নার্সারী ব্যবস্থাপনা (৭) ট্যাংরা মাছের পোনা উৎপাদনে সমস্যা ও পরামর্শ (৮) ট্যাংরা মাছের পোনা আহরণ (৯) ট্যাংরা মাছ চাষ পদ্ধতি