ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ কি? ফিকহ কাকে বলে? ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও এর উৎপত্তির কারণ

ফিকহ শব্দের অর্থ কি, ফিকহ কি, ফিকহ কাকে বলে, এর প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও উৎপত্তির কারণ

হিজরি প্রথম শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে বর্তমান সময়েও অনেক মুসলিম মনীষী কুরআন ও হাদিসের ওপর গবেষণা চালিয়ে তা থেকে জীবন যাপনের বাস্তব কর্মপন্থা বের করার চেষ্টা করেন। তাদের গবেষণার ফল হচ্ছে ফিকহ শাস্ত্র।

এই আর্টিকেলটি শেষ অবধি পড়লে আপনি- ফিকহ শব্দের অর্থ কি, ফিকহ কি, ফিকহ কাকে বলে, ফিকহ শাস্ত্রের পরিচয় জানতে পারবেন। ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবেন। ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয়, উৎস সম্পর্কে অবগত হতে পারবেন। ফিকহ শাস্ত্রের উৎপত্তির কারণ বিশ্লেষণ করতে পারবেন।

(১) ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ কি? ফিকহ কাকে বলে? ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা

ফিকহ শব্দের অর্থ কি, ফিকহ কি, ফিকহ কাকে বলে, ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা

ফিকহ শব্দের অর্থ কি: ফিকহ শব্দের আভিধানিক অর্থ বুদ্ধিবৃত্তি, প্রজ্ঞা, গভীর জ্ঞান ও সূক্ষ্মদর্শিতা।

ফিকহ কি: মহান আল্লাহ মানব জীবন পরিচালনার জন্য মানব প্রকৃতির সাথে সংগতিপূর্ণ জীবনব্যবস্থা প্রদান করেছেন। ফিকহ শাস্ত্র হচ্ছে ইসলামি আইন সম্পর্কীয় শাস্ত্র। এর সকল বিধি-বিধান কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত। মহানবীর (স) জীবদ্দশায়ই এর মৌল কাঠামো পূর্ণতা প্রাপ্ত হয়। পরবর্তীতে যুগ জিজ্ঞাসার প্রেক্ষিতে মুসলিম মনীষীদের গবেষণায় এটি ইলমে ফিকহ বা ফিকহ শাস্ত্র রূপে রূপায়িত হয়।

ফিকহ কাকে বলে: ইসলামি পরিভাষায় যে শাস্ত্রে মুসলমানদের ব্যবহারিক জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত শরীআতের বিধি-বিধান ইত্যাদি খুঁটিনাটি আলোচিত হয় তাকে ‘ইলমুল ফিকহ বলে।

ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা: কুরআন ও হাদিসের আলোকে ফকীহগণ বলেন, দৈনন্দিন জীবনে জরুরি মাসআলা শিক্ষা করা ফরযে আইন এবং এর চেয়ে বেশি শিক্ষা করা ফরযে কিফায়া।

কুরআন ও হাদিসে ইসলামি শরীআতের বিধি-বিধান বিন্যস্ত অবস্থায় নেই। আহকামে শরীআতকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা না হলে সাধারণ মানুষ দূরের কথা, শিক্ষিত ব্যক্তিদের পক্ষেও আল্লাহর আইন অনুযায়ী চলা সম্ভব হত না। তাছাড়া নিত্য- নতুন সমস্যাগুলো সমাধানের উদ্দেশে কুরআন ও হাদিসের গবেষণামূলক ব্যাখ্যা দিয়ে মানব কল্যাণমূলক বিধান প্রস্তুত করা জনসাধারণের পক্ষে সহজ নয়। তাই ইসলামের প্রাজ্ঞ মনীষীগণ অক্লান্ত সাধনার ফলে ফিকহ শাস্ত্র প্রণয়নে এগিয়ে আসেন। এর উদ্ভাবন ও উৎপত্তির কারণসমূহ বিশ্লেষণ করলে এর প্রয়োজনীয়তা বুঝা যাবে।

পড়ুন
ইজমা ও কিয়াসের পার্থক্য কি? ইজমা ও কিয়াস বলতে কি বুঝায়? ইজমা ও কিয়াস কি? ইজমা কিয়াস কাকে বলে?

(২) ফিকহ শাস্ত্রের বিষয়বস্তু/আলোচ্য বিষয়

ফিকহ শাস্ত্রের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়

ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে শরীআতের হুকুম-আহকাম। শরীআতের অনুসারী তথা মুকাল্লাফ অর্থাৎ বালিগ ও জ্ঞানবান মানুষের কর্ম ও আমল নিয়ে আলোচনা। ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান, মুবাহ, জায়িয, নাজায়িয, হালাল, হারাম, মাকরূহ, তাহ্রীমী ও মাকরূহ তানযীহি ইত্যাদি নির্দেশ করা হয়। তাই শরীআতের অনুসারী মানুষের কর্ম ও আমলই হল ফিকহ শাস্ত্রের বিষয়বস্তু।

ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয়কে ছয় ভাগে ভাগ করা যায়-

  1. ইবাদাত: আল্লাহ তা‘আলা ও তাঁর বান্দার মধ্যে গভীর সংযোগকারী বিষয় হল ইবাদাত।
  2. মুআমালাত: সামাজিক জীবনের লেন-দেন যেমন, অর্থনৈতিক নিয়ম-কানুন যা পরস্পর সাহায্য সহায়তা দান ও যৌথ কাজের জন্য নির্ধারিত। যেমন, বেচা-কেনা, লেন-দেন, ধার-কর্জ, আমানত ইত্যাদি।
  3. মুনাকিহাত: বৈবাহিক বিষয়াদি তথা মানব বংশ বজায় রাখা সম্বন্ধীয় আইন-কানুন। যেমন-বিবাহ, তালাক, ইদ্দত, বংশ, আধিপত্য, ওয়াসিয়াত, উত্তরাধিকার ইত্যাদি।
  4. উকূবাত: অপরাধ ও শাস্তি। যেমন- হত্যা, চুরি, যিনা, দুর্নাম-অপবাদ এর হূদূদ, কিসাস, দিয়াত ইত্যাদি বিষয়ক আইন-কানুন।
  5. মুখাসামাত: বিচার সংক্রান্ত বিষয়াদি।
  6. হুকুমাত ও খিলাফত: জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি। লেন-দেন, সন্ধি ও যুদ্ধের নিয়ম-কানুন, রাষ্ট্রীয় উচ্চ পদমর্যাদার বিস্তারিত বিষয়াদি।

(৩) ফিকহ শাস্ত্রের মূল উৎস বা ভিত্তি

ফিকহ শাস্ত্রের মূল উৎস বা ভিত্তি

ফিকহ শাস্ত্রের মূল উৎস বা ভিত্তি চারটি। যথা-

  1. কুরআন,
  2. হাদিস,
  3. ইজমা ও
  4. কিয়াস।

প্রথম দুটির ওপর পরবর্তী দুটি নির্ভরশীল।

কুরআন: শরীআতের প্রধান উৎস কুরআন মাজীদ। এটি শরীআতের অকাট্য দলিল। এর ওপরই শরীআতের মূল কাঠামো দন্ডায়মান। কুরআনে শরীআতের উৎস হিসেবে প্রায় পাঁচ শতাধিক আয়াত রয়েছে।

হাদিস: শরীআতের উৎস হিসেবে সুন্নাহ বা হাদিসের স্থান দ্বিতীয়। আল-কুরআন হচ্ছে শরীআতের মূল; আর হাদিস এর ব্যাখ্যা। কুরআন মাজীদে শরীআতের সকল বিষয় সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। আর হাদিস ঐ সব বিষয়ের বিশ্লেষণ। যেমন সালাত আদায় করা ফরয। তবে কিভাবে আদায় করতে হবে কুরআনে তার উল্লেখ নেই। হাদিসে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পড়ুন
ইজমা কাকে বলে? ইজমা অর্থ কি? ইজমা কি? ইজমা বলতে কি বুঝায়? ইজমা কত প্রকার ও কি কি? ইজমার প্রবর্তক কে? এর গুরুত্ব, পদ্ধতি এবং হুকুম

ইজমা: শরীআতের তৃতীয় উৎস ইজমা। কুরআন ও হাদিস সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন আলিমগণের শরীআতের কোন সমস্যার সমাধানের ব্যাপারে একমত হওয়াকে ইজমা বলে। বহু নতুন প্রশ্নের মীমাংসা প্রসঙ্গে সাহাবী, তাবিঈ ও তাবিঈ-তাবিঈনদের এরূপ একমত হওয়ার বিবরণ পাওয়া যায়। যে সকল বিধানে ঐকমত্য স্থাপিত হয়েছে, বিশেষত সাহাবীদের ঐকমত্যযুক্ত বিধানসমূহ মুসলমানদের পক্ষে অবশ্য পালনীয়।

কিয়াস: শরীআতের চতুর্থ উৎস কিয়াস। যে বিষয় সম্পর্কে কুরআন, হদিস ও ইজমায় সুস্পষ্ট বিধি-বিধান পাওয়া যায় না, সে ক্ষেত্রে কুরআন ও হাদিসের মধ্যে প্রদত্ত অনুরূপ প্রশ্নের মীমাংসাকে ভিত্তি করে যুক্তি প্রয়োগে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ ধরনের যুক্তি প্রয়োগকে কিয়াস বলা হয়। সাহাবী, তাবিঈ ও তাবি-তাবিঈগণ এ পদ্ধতিতে শরীআতের বহু নতুন নতুন প্রশ্নের সমাধান দিয়েছেন। এটি কুরআন ও হাদিসের সমতুল্য নয়; বরং সামঞ্জস্যপূর্ণ বিধান।

(৪) ফিকহ শাস্ত্রের উৎপত্তির কারণ

ফিকহ শাস্ত্রের উৎপত্তির কারণ

মহানবীর (স) জীবদ্দশায় শরী‘আহর যাবতীয় ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ওহীর আলোকে প্রদান করতেন। তাঁর তিরোধানের পর সাহাবীগণ কুরআন ও হাদিসের আলোকে যাবতীয় সমস্যার সমাধান দিতেন। তাবিঈ ও তাবি-তাবিঈনের যুগেও এ ধারাই চলতে থাকে। তবে সাহাবী, তাবিঈ এবং তাবি-তাবিঈনের সময় কুরআন ও হাদীসের সাথে তাঁদের বুদ্ধি- বৃত্তি এবং অভিজ্ঞান দ্বারাও কিছু নতুন সমস্যার সমাধান দিতেন। তখন থেকেই ফিকহ শাস্ত্রের ক্ষেত্র প্রস্তুত হতে শুরু করে।

নব নব যুগ সমস্যা গতিশীল জীবনের প্রয়োজনে জটিলতাও বৃদ্ধি পেতে থাকে। সেসব সমস্যার সমাধান দিতে কেবল কুরআন ও হাদিসের জ্ঞান থাকাই যথেষ্ট নয় বরং গবেষণা, প্রজ্ঞা ও উদ্ভাবনী অভিজ্ঞতার প্রয়োজন। সাহাবী, তাবি’ঈ ও তাঁদের অনুগামীগণের মধ্যে যারা এরূপ গুণে গুণান্বিত ছিলেন-মুসলিম জগৎ তাঁদের গবেষণা, ইজতিহাদ ও ফয়সালার ওপর নির্ভর করত। তাঁরা কুরআন, সুন্নাহ ও সাহাবীদের সমাধান বহাল রেখে নতুন সমস্যার ব্যাপারে সমাধান দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে আরো যে সকল নতুন সমস্যা সৃষ্টি হবে সেগুলো সমাধানের মূলনীতি ও পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন। ফলে উসূলুল ফিকহ নামক এক নতুন বিজ্ঞানের উদ্ভব হয়।

পড়ুন
জীবন বাঁচাতে দাড়ি কাটলে জায়েজ হবে কি?

কুরআন ও হাদিস থেকে হুকুম-আহকাম খুঁজে বের করে সাধারণের পক্ষে আমল করা সহজ ছিল না। এমতাবস্থায় ইসলাম একটি দুর্বোধ্য নীতি নিয়ে এসেছে- এ ধারণা দূরীভূত করার জন্য ইসলামি আইন-বিধান সুসংবদ্ধ করা অনিবার্য হয়ে পড়ে। এসব প্রয়োজনে সাহাবীদের যুগেই ফিকহ শাস্ত্রের উদ্ভব হয়। তবে তাবিঈনের যুগে শাস্ত্রাকারে এর সংকলন শুরু হয়। এরপর তাবি-তাবিঈনের যুগে তথা আব্বাসীয় খিলাফতকালে বিধিবদ্ধ ও নিয়মতান্ত্রিকভাবে ফিকহ শাস্ত্রের ব্যাপক সংকলন ও সম্পাদনা সম্পন্ন হয়।

প্রিয় পাঠক, উপরোক্ত আলোচনাটি থেকে আমরা ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ কি? ফিকহ কাকে বলে? ফিকহ শাস্ত্রের পরিচয়, আলোচ্য বিষয়, উৎস ও এর উৎপত্তির কারণ সম্পর্কে জানলাম।

ফিকহ শাস্ত্র পাঠ করলে ইসলামি আইন-কানুন তথা শরীআতের যাবতীয় বিধি-বিধান জানা যায়। অর্থাৎ ফিকহ শাস্ত্র পাঠে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়াদি সম্পর্কে শরীআতের বিধানসমূহ সম্পর্কে অবহিত হওয়া যায়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইসলাম ও পারিবারিক জীবন

ইসলাম ও পারিবারিক জীবন

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি পরিবারের পরিচয় ও এর বৈশিষ্ট্য (২) ইসলামি পরিবারের প্রয়োজনীয়তা (৩) পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য (৪) সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য (৫) স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য (৬) স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য (৭) ভাই-বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য (৮) শিক্ষকের মর্যাদা ও অধিকার (৯) নৈতিক মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা
তাকওয়া শব্দের অর্থ, কাকে বলে, মানে, কী তাওয়ার গুরুত্ব ও প্রভাব

তাকওয়া শব্দের অর্থ, কাকে বলে, মানে, কী? তাওয়ার গুরুত্ব ও প্রভাব

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাকওয়া শব্দের অর্থ কী? (২) তাকওয়া কাকে বলে? (৩) তাকওয়া কী? (৪) তাকওয়া মানে কী? (৫) তাওয়ার গুরুত্ব (৬) নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব
নামাজের নিয়ম

নামাজের নিয়ম

● ইসলাম
আলোচ্য বিষয়: নামাজের নিয়মসমূহ ১০০% সুন্দর সহজ ভাষায় বিস্তারিত বর্ণনা- (১) নামাজ অর্থ, কি, কাকে বলে? (২) নামাজের সময়সূচি (৩) নামাজ পড়ার নিয়ম (৪) নামাজের আহকাম ও আরকান (৫) নামাজের ওয়াজিবসমূহ (৬) নামাজের সুন্নতসমূহ (৭) নামাজের মুস্তাহাব (৮) নামাজ ভঙ্গের কারণসমূহ (৯) নামাজ মাকরুহ হওয়ার কারণ (১০) নামাজের নিষিদ্ধ সময় (১১) সিজদাহ (১২) সালাত আদায়ে একনিষ্ঠতা ও একাগ্রতা (১৩) নামাজের গুরুত্ব ও তাৎপর্য (১৪) নামাজের শিক্ষা
মুমিন-মুত্তাকি কাকে বলে, বৈশিষ্ট্য কি কি (সূরা বাকারা)

মুমিন-মুত্তাকি কাকে বলে? বৈশিষ্ট্য কি কি? (সূরা বাকারা)

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) মুমিন-মুত্তাকি কাকে বলে? (২) মুমিন-মুত্তাকির বৈশিষ্ট্য
সূরা নাসর বাংলা উচ্চারণ, সূরা নাছর বাংলা উচ্চারণ, surah nasr bangla, sura nasor

সূরা নাসর বাংলা উচ্চারণ, সূরা নাছর বাংলা উচ্চারণ, surah nasr bangla, sura nasor

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) সুরা নাসর সংক্ষিপ্ত পরিচিতি (২) surah nasr bangla (৩) সূরা নাসর বাংলা উচ্চারণ সহ (৪) সূরা নাসর বাংলা অর্থ সহ (৫) sura nasor bangla chobi (৬) সূরা নাছর উচ্চারণ অডিও (৭) সুরা নাসর বাংলা উচ্চারণ ভিডিও (৮) সূরা নাসর এর শানে নুযুল (৯) সূরা নাসর এর তাফসীর (১০) সূরা নাসর এর ব্যখ্যা (১১) সূরা আন নাসর এর শিক্ষা
কর্মবিমুখতা কী এর কুফল ও পরিহারের গুরুত্বসমূহ

কর্মবিমুখতা কী? এর কুফল ও পরিহারের গুরুত্ব

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) কর্মবিমুখতা কী? (২) কর্মবিমুখতার কুফল (২) কর্মবিমুখতা পরিহারের গুরুত্ব
ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও পদ্ধতি

ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও পদ্ধতি

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঈদের নামাজ পড়া কি? (২) ঈদের নামাজের নিয়ম (৩) ঈদের নামাজের নিয়ত (৪) ঈদের নামাজের পদ্ধতি (৫) ঈদের নামাজ পড়া কি? (৬) মহিলাদের ঈদের নামাজের নিয়ম (৭) ঈদের নামাজের সামাজিক প্রভাব
সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

● ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-
আল-কুরআন শিক্ষার গুরুত্ব

আল-কুরআন শিক্ষার গুরুত্ব

● ইসলাম
আলোচ্য বিষয়: আল-কুরআন শিক্ষার গুরুত্ব।
মোজা মাসেহ করার নিয়ম

মোজা মাসেহ করার নিয়ম

● ইসলাম
আলোচ্য বিষয়: (১) মোজায় মাসেহের শর্তসমূহ (২) কোন ধরনের মোজায় মাসেহ করা জায়েয? (৩) মোজায় কত দিন মাসেহ করা জায়েয? (৪) মোজায় মাসেহের নিয়ম/পদ্ধতি (৫) যেসব কারণে মোজায় মাসেহ ভঙ্গ হয়ে যায়? (৬) মোজার ওপর মাসেহ কখন বাতিল হবে? (৭) মোজার মাসেহ সংক্রান্ত আরও কিছু মাসয়ালা মাসায়েল