বাংলাদেশের বীজ, কীটনাশক ও সার কোম্পানির নামের তালিকা

বাংলাদেশের বীজ, কীটনাশক ও সার কোম্পানির নামের তালিকা

যে সকল উপকরণ বা দ্রবাদি কৃষি উৎপাদনের প্রয়োজন হয় তাদেরকে কৃষি উপকরণ বলে। যেমন-বীজ, কীটনাশক, সার, কৃষিজ যন্ত্রপাতি, হাঁস-মুরগির খাদ্য, মাছের সম্পূরক খাদ্য, ইত্যাদি।

এসব কৃষি উপকরণ ব্যবসায়িক লাভের উদ্দেশ্য বাজারজাত করা সহ এসব কৃষি উপকরণ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে। এসব উপকরণ উৎপাদনের ধরণ ও ভিন্ন ভিন্ন। যেমন বীজ কৃষকদের দিয়ে উৎপাদন করা হয়।

হাইব্রিড বীজ বিদেশ থেকে আমদানি করে সরবরাহ করা হয় অথবা নিজস্ব খামারে বর্ধন করে। আবার বিভিন্ন যন্ত্রপাতি কারখানা স্থাপন করে উৎপাদন করা হয়। জৈব সার দেশেই উৎপাদন করে সরবরাহ করে, রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি ও গন্ধক সার দেশে উৎপাদন করে এবং অন্যান্য রাসায়নিক সার আমদানি করা হয়।

কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কৃষকের কাছে উপকরণ সরবরাহ করে ও নতুন উপকরণ ও তথ্য দিয়ে কৃষকদের সেবা করে থাকে।

নিচে উল্লেখযোগ্য কিছু বাংলাদেশের বীজ, কীটনাশক ও সার কোম্পানির নামের তালিকা উল্লেখ করা হলো-

ক্রমবীজ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানসার সরবরাহকারী প্রতিষ্ঠান
১.বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনপদ্মা অয়েল কোম্পানি লি:বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন
২.কৃষিবিদ ফার্ম লি:এসিআই লি:(বিসিআইসি)
৩.এগ্রিবিজনেস কর্পোরেশনস্কয়ারবাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন
৪.আফতার বহুমূখী ফার্ম লি:আলফা এগ্রো লি:
৫.মল্লিকা সীড কম্পানিজেনিটিকামেসার্স নোয়াপাড়া ট্রেডার্স
৬.গেটকো সীড কোম্পানিএগ্রোকোরমের্সাস শেখ ব্রাদার্স
৭.হার্ডস ফামনোকন লি:নাফকো (প্রা:) লি:
৮.কৃষাণ সীড ইন্টারন্যাশনালপ্রাইম এগ্রো লি:হানিবী (প্রা) লি:
৯.সুপ্রীম সীড কোম্পানি লি:মার্প বাংলাদেশসুরমা ফার্টিলাইজার
১০.এসিআই সীডঅটোক্রপশারীর ট্রেড সংস্থা লি:
১১.বেক্সিমকোবেক্সিমকোমেঘনা ফার্টিলাইজার
১২.ব্র্যাক সীডসেতু কর্পোরেশন লিযমুনা এগ্রো কেমিক্যাল
১৩.নর্থ সাউথ সীড লি:মার্শাল
১৪.ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সীডস লি:বায়ার ক্রপসায়েন্স
১৫.ইস্ট বেঙ্গল সীড কোম্পানিএফএমসিআই লি:

ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণ। এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশে নতুন ফসল আত্তীকরণ ও সংযোজন করতে পারি, একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং নানা জীব কৌশল প্রয়োগের মধ্য দিয়ে উন্নততর করে তুলতে পারি।

পড়ুন
পিঁয়াজ, আলু ও সরিষার বীজ শোধন পদ্ধতি/উপায়/নিয়ম

জনসংখ্যার তুলনায় আবাদি জমি কম হওয়ার কারণে আমাদের অধিক ফলনের কথা ভাবতেই হচ্ছে। এই ভাবনায় সৃষ্ট ফসলের উচ্চফলনশীল জাত। পাশাপাশি পোকা-মাকড় যাতে ফসলের কোন ক্ষতি করতে না পারে সে জন্য কীটনাশক।

সার সাধারণত গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে। বাংলাদেশের কৃষিতে মূলত ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, জিংক সালফেট এবং বরিক এসিড বা বোরন সার ব্যবহৃত হয়ে থাকে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধানের রোগ ও প্রতিকার এবং ধানের বিভিন্ন পোকা ও প্রতিকার

ধানের রোগ ও প্রতিকার এবং ধানের বিভিন্ন পোকা ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) ধানের রোগ ও প্রতিকার (২) ধানের বিভিন্ন পোকা ও প্রতিকার
বাংলাদেশের ফসল মৌসুম কত প্রকার ও কি কি, খরিফ-১, খরিফ-২ ও রবি মৌসুম কি, কোনটি, রবিশস্য ও খরিপ

বাংলাদেশের ফসল মৌসুম কত প্রকার ও কি কি? খরিফ-১, খরিফ-২ ও রবি মৌসুম কি/কোনটি? রবিশস্য ও খরিপ শস্যের মধ্যে পার্থক্য

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশের ফসল মৌসুম কত প্রকার ও কি কি? (২) খরিফ-১, খরিফ-২ ও রবি মৌসুম কি/কোনটি? (৩) রবিশস্য ও খরিপ শস্যের মধ্যে পার্থক্য
বীজ কী, কাকে বলে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ

বীজ কী, কাকে বলে? ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ

আলোচ্য বিষয়: (১) বীজ কাকে বলে? (২) বীজ কী? (৩) ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ (৪) বংশবিস্তারক উপকরণ উৎপাদনের ধাপসমূহ (৫) বীজ আলু উৎপাদন পদ্ধতি (৬) ফসল বীজের গুরুত্ব (৭) বংশবিস্তারক উপকরণের গুরুত্ব
সবুজ ডাটা শাক চাষ পদ্ধতি

সবুজ ডাটা শাক চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) সবুজ ডাটা শাকের জাত পরিচিতি (২) সবুজ ডাটা শাক চাষ পদ্ধতি
গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার

গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গুটি ইউরিয়ার কি, কাকে বলে? (২) গুটি ইউরিয়া ইউরিয়া ব্যবহারের সুবিধা (৩) গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা (৪) দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা (৫) দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা (৬) ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি
মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি

মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি

নিম্নে সহজ ও সংক্ষিপ্তাকারে ‘মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি’ তুলে ধরা হলো-
তিসির জাত ও তিসি চাষের পদ্ধতি

তিসির জাত ও তিসি চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) তিসির জাত পরিচিতি (২) তিসি চাষের পদ্ধতির বর্ণনা
মুখী কচুর জাত ও চাষ পদ্ধতি

মুখী কচু চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মুখী কচুর জাত পরিচিতি (২) মুখী কচু চাষ পদ্ধতি বর্ণনা
খেসারী ডাল চাষ পদ্ধতি

খেসারী ডাল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) খেসারীর ডাল (২) খেসারীর ফলন (৩) খেসারীর জাত (৪) খেসারী ডাল চাষ পদ্ধতি
মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি

মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মিষ্টি কুমড়ার জাতসমূহের নাম ও পরিচিতি (২) মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি বিস্তারিত বর্ণনা (৩) মিষ্টি কুমড়া চাষে পোকা মাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনা