ব্যাকটেরিয়া সৃষ্ট ছোঁয়াচে গরুর কি কি রোগ হয়? উক্ত গরুর রোগ ও তার প্রতিকার

ব্যাকটেরিয়া সৃষ্ট ছোঁয়াচে গরুর কি কি রোগ হয় উক্ত গরুর রোগ ও তার প্রতিকার

ব্যাকটেরিয়া দ্বারা ছোঁয়াচে গরুর কি কি রোগ হয়? গবাদিপশুতে সংক্রামিত হয় এমন গরুর রোগ ও তার প্রতিকার নিয়ে নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে আজকে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব আশা আপনাদের উপকারে আসবে।

ব্যাকটেরিয়া সৃষ্ট ছোঁয়াচে গরুর বিভিন্ন রোগ এর মধ্যে আমাদের দেশের জন্য মারাত্ম রোগগুলো হলো-

  1. তড়কা (Anthrax)
  2. গলাফুলা (Haemorrhagic septicaemia)
  3. বাদলা (Black quarter)
  4. ওলান প্রদাহ (Mastitis)
  5. বাছুরের নিউমোনিয়া (Calf pneumonia)

(১) গরুর তড়কা রোগ (Anthrax)

গরুর তড়কা রোগ ও তার প্রতিকার

রোগাক্রান্ত পশুর সংস্পর্শ,খাদ্যদ্রব্য,লালা ও অন্যান্য ব্যবহার্য দ্রব্য,কীট পতঙ্গ, চামড়া,হাড় এবং নিঃশ্বাসের মাধ্যমে রোগ জীবাণু সুস্থ পশুতে সংক্রমিত হয়ে থাকে।

গরুর তড়কা রোগের লক্ষণ:

পশু হঠাৎ মাটিতে ঢলে পড়ে। শরীরের তাপমাত্রা বেড়ে যায়। গায়ের লোম খাড়া হয়ে যায়। খিচুনী দিয়ে পশু মারা। যায়। অনেক সময় লক্ষণ দেখা দেওয়ার পুর্বেই পশু মারা যায়। মৃত্যুর সাথে সাথে পেট ফুলে যায়। নাক,মুখ কান ও মলদ্বার দিয়ে আলকাতরার মত রক্তযুক্ত বের হয়।

প্রতিকার ও প্রতিরোধ:

অসুস্থ পশুর চিকিৎসা করে লাভ হয়না। তবে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে এন্টিবায়ােটিক (পেনিসিলিন) ইনজেকশন দিয়ে ফল পেতে দেখা যায়।

রোগ প্রতিরোধের জন্য-

  1. নিয়মিত টিকা প্রদান ও
  2. পশু চিকিৎসকের পরামর্শমত রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করতে হয়।
  3. মৃত পশু পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হয়।

(২) গরুর গলাফুলা রোগ (Haemorrhagic septicaemia)

গরুর গলাফুলা রোগ, ছোঁয়াচে গরুর কি কি রোগ হয়, উক্ত গরুর রোগ ও তার প্রতিকার

রোগাক্রান্ত পশুর সংস্পর্শ, খাদ্যদ্রব্য,লালা, মল মূত্র ও ব্যবহার্য দ্রব্যের মাধ্যমে রোগ জীবাণু সুস্থ পশুতে সংক্রমিত হয়ে থাকে।

লক্ষণ:

  1. আক্রান্ত পশুর ঘাড়, মাথা ও গলা ফুলে যায়।
  2. শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়।
  3. পেটে ব্যাথা হয় এবং উদরাময় দেখা দেয়।
  4. শ্বাসকষ্ট হয়।
  5. নাক দিয়ে শেষ্ম ঝরে।
  6. পশু গলা বাড়িয়ে হা করে জিহ্বা বের করে নিঃশ্বাস নিতে চেষ্ট করে।
  7. কিছু খেতে পারে না এবং জাবরকাটা বন্ধ হয়ে যায়।
  8. দুধ দেয়া বন্ধ হয়ে যায় ও আক্রান্ত হওয়ার ১ থেকে ২ দিনের মধ্যে পশু মারা যায়।
পড়ুন
ছাগল ও গরুর ভাইরাস জনিত রোগ কি কি? ছাগলের পিপিআর রোগের লক্ষণ ও চিকিৎসা, গরুর ক্ষুরা রোগের চিকিৎসা

প্রতিকার ও প্রতিরোধ:

অসুস্থ পশুর চিকিৎসা করে লাভ হয়না। তবে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে এন্টিবায়ােটিক (পেনিসিলিন) ইনজেকশন দিয়ে ফল পেতে দেখা যায়।

রোগ প্রতিরোধের জন্য-

  1. নিয়মিত টিকা প্রদান ও
  2. পশু চিকিৎসকের পরামর্শমত রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করতে হয়।

(৩) গরুর বাদলা রোগ (Black quarter)

গরুর বাদলা রোগ, ছোঁয়াচে গরুর কি কি রোগ হয়, উক্ত গরুর রোগ ও তার প্রতিকার
গরুর বাদলা রোগ, ছোঁয়াচে গরুর কি কি রোগ হয়, উক্ত গরুর রোগ ও তার প্রতিকার

সাধারণত ৬ মাস থেকে ২ বৎসর বয়সে এই রোগ দেখা যায়। রোগাক্রান্ত পশুর সংস্পর্শ, খাদ্যদ্রব্য,লালা, মল মূত্র ও অন্যান্য ব্যবহার্য দ্রব্যের মাধ্যমে রোগ জীবাণু সুস্থ পশুতে সংক্রমিত হয়ে থাকে।

লক্ষণ:

পশু হঠাৎ খোঁড়াতে থাকে। শরীরের পিছনের অংশে মাংসপেশী ফুলে যায়। শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ফুলা জায়গায় চামড়া খসখসে হয়। চাপ দিলে পশু ব্যাথা অনুভব করে। হাতে গরম অনুভূত হয় এবং চাপ দিলে ফুলা জায়গায় চড় চড় শব্দ হয়। আস্তে আস্তে ফুলা স্থান কালচে রং এর হয়ে যায়। আক্রান্ত জায়গা কাটলে দুর্গন্ধযুক্ত গাঢ়, লাল বা কালচে রং এর ফেনা বের হয়। ফুলা জায়গায় পচন ধরে কয়েক ঘন্টার মধ্যে পশু মারা যায়।

প্রতিকার ও প্রতিরোধ:

রোগের লক্ষণ দেখা দেওয়া সাথে সাথে সালফোনেমাইড অথবা এন্টিবায়ােটিক (পেনিসিলিন) ইনজেকশন দিয়ে ফল পাওয়া যায়।

রোগ প্রতিরোধের জন্য-

  1. ৬ মাস বয়সের পুর্বে টিকা টিকা প্রদান ও
  2. পশু চিকিৎসকের পরামর্শমত রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করতে হয়।

(৪) গরুর ওলান প্রদাহ রোগ (Mastitis)

গরুর ওলান প্রদাহ রোগ (Mastitis)

অধিক দুধ দেওয়া গাভীতে এ রোগ হতে দেখা যায়। অস্বাস্থ্যকর বাসস্থান, ময়লা হাতে দুধদোহন, বাটে বা ওলানে আঘাত বা দুধ জমাট বেঁধে থাকা প্রভৃতি কারণে রোগ সংক্রমিত হয়ে থাকে।

লক্ষণ:

ওলান লাল হয়ে যায়। ওলান হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। পশু ব্যাথা অনুভব করে। দেহের তাপমাত্রা বেড়ে যায়। দুধ ছানার মত ছাকা হয়। দুধের সাথে রক্তও বের হতে পারে। ওলান শক্ত হয়ে যায়। ওলান ও বাট নষ্ট হয়ে গাভীর দুধ বন্ধ হয়ে যায়। ফলে গাভী অকেজো হয়ে যায়।

পড়ুন
১৬টি কারণে গরু খাবার খায় নাঃ গরু খাবার না খাওয়ার কারণ? গরু কম খাওয়ার কারণ? গরুর খাবার না খেলে কি করনীয়?

প্রতিকার ও প্রতিরোধ:

ওলানের সমস্ত দুধ বের করে বাটের ছিদ্র পথে ঔষধ প্রয়ােগ করতে হয়। পশু চিকিৎসকের পরামর্শ মত ব্যবস্থা নিতে হয়, রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য সম্মত ব্যবস্থা মেনে চলতে হয়।

(৫) গরুর বাছুরের নিউমোনিয়া রোগ (Calf pneumonia)

গরুর বাছুরের নিউমোনিয়া রোগ ও তার প্রতিকার

সাধারণত অল্প বয়সের বাছুরে এ রোগ বেশি হয়ে থাকে।

লক্ষণ:

বাছুর ঘন ঘন নিঃশ্বাস নেয়। বাছুরের শুকনা কাশি হয়, নাক দিয়ে সর্দি ঝরে। শরীরের তাপমাত্রা বেড়ে যায়। শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। হৃদপিন্ডের স্পন্দন বেড়ে যায়। রোগের শেষ পর্যায়ে শ্বাস কষ্ট বেড়ে বাছুর মারা যায়।

প্রতিকার ও প্রতিরোধ:

বাছুরের ঠান্ডা না লাগার জন্য খড় দিয়ে বিছানা করে দিতে হয়। লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে এন্টিবায়ােটিক (পেনিসিলিন) ইনজেকশন দিয়ে ভাল ফল পেতে দেখা যায়। রোগ প্রতিরোধের জন্য পশু চিকিৎসকের পরামর্শমত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন এখানে:  ভাইরাস সৃষ্ট ছোঁয়াচে গরুর রোগ সমূহ

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গাভীর প্রজনন প্রক্রিয়া, সমস্যা, কৃত্রিম প্রজনন, গরুর প্রজনন বয়স, কাল, পদ্ধতি, পরিচর্যা (gavi projonon)

গাভীর প্রজনন প্রক্রিয়া, সমস্যা, কৃত্রিম প্রজনন, গরুর প্রজনন বয়স, কাল, পদ্ধতি, পরিচর্যা সহ গুরুত্বপূর্ণ আলোচনা (gavi projonon)

আলোচ্য বিষয়: (১) একটি আদর্শ গাভীর বৈশিষ্ঠ্য (২) গাভী ডাকে আসা/গাভী গরম হওয়ার লক্ষণ (৩) গাভীর প্রজনন কার্যক্রম
গরুর ভিটামিন ইনজেকশন

গরুর ভিটামিন ইনজেকশন

আলোচ্য বিষয়: (১) গরুর ভিটামিন ইনজেকশন এর নাম (২) গরুকে দ্রুত মোটাতাজা করতে গরু মোটাতাজাকরণ ইনজেকশন ও গরু মোটাতাজাকরণ ভিটামিন প্রয়োগ পদ্ধতি
গাভীর উন্নত জাত ও উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য

গাভীর উন্নত জাত ও উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য কি?

আলোচ্য বিষয়: (১) গরুর উন্নত জাত নির্বাচন (২) খাঁটি জাতর শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য (৩) খাঁটি জাতর সিন্ধি গরুর বৈশিষ্ট্য (৪) খাঁটি জাতর ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য (৫) সংকর জাতর গরুর বৈশিষ্ট্য (৬) ভাল দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য
উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

আলোচ্য বিষয়: ❖ উন্নত জাতের গাভী কোথায় পাওয়া যায়? ❖ প্রাথমিক প্রয়োজন ❖ বাছাই প্রক্রিয়া ❖ স্থান নির্বাচন ❖ খাবার সরবরাহ ❖ দৈনিক সুষম খাদ্যতালিকা ❖ গাভীর পরিচর্যা ❖ বাছুরের পরিচর্যা ❖ পশুর স্বাস্থ্য পরিচর্যা ❖ আয়-ব্যয়
উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা (Gavi Palon Bangladesh)

উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা (Gavi Palon Bangladesh)

আলোচ্য বিষয়: আলোচ্য বিষয়: (১) উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা কেন প্রয়োজন? (২) দুধের গরুর খামার গড়তে প্রাথমিক প্রস্তুতি (৩) গাভীর খামারের স্থান নির্বাচন (৪) উন্নত জাতের দুধের গাভীর নাম (৪) উন্নত জাতের গাভীর প্রাপ্তিস্থান (৫) উন্নত জাতের গাভী চেনার উপায় বা বৈশিষ্ট্য (৬) গাভীর পরিচর্যা (৭) গর্ভবতী গাভীর যত্ন: গাভীর গর্ভকালীন পরিচর্যা ও প্রসব পরবর্তী গাভীর যত্ন (৮) দুগ্ধবতী গাভীর যত্ন (৯) দুধের গরুর খাবার তালিকা (১০) স্বাস্থ্যসম্মত উন্নত জাতের গাভী পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থা
আদর্শ গরুর খামার ব্যবস্থাপনা

আদর্শ গরুর খামার ব্যবস্থাপনাঃ খামারের বর্জ্য, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা, কম্পোস্ট ও কম্পোষ্টিং প্রক্রিয়া

আলোচ্য বিষয়: (১) আদর্শ গরুর খামারের পরিবেশ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা (২) গরুর খামারের পরিবেশ সুরক্ষায় খামারের বর্জ্য ব্যবস্থাপনা (৩) গরুর খামারের কম্পোস্ট ও কম্পোষ্টিং প্রক্রিয়া ব্যবস্থাপনা
জাম্বো ঘাস চাষ পদ্ধতি, কিভাবে ঘাস চাষ করা হয়, উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি

জাম্বো ঘাস চাষ পদ্ধতি, কিভাবে ঘাস চাষ করা হয়? উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) কেন জাম্বু ঘাস চাষ করবেন? (২) জাম্বু ঘাস কিভাবে চিনবেন? (৩) জাম্বো ঘাস ঘাসের কি কি গুণাগুণ রয়েছে? (৪) উন্নত জাতের জাম্বো ঘাস চাষ পদ্ধতি
গরু খাবার খায় না, অ্যানোরেক্সিয়া, ৩টি গরু না খাওয়ার কারণ জানুন

গরু খাবার খায় না (অ্যানোরেক্সিয়া): ৩টি গরু না খাওয়ার কারণ জানুন

আলোচ্য বিষয়: (১) গরুর বদহজম বা ফুড পয়জনিং হলে গরু খায় না (২) নাইট্রেট পয়জনিং হলে গরু খাবার খায় না (৩) ইনফেক্সাস ডিজিজ অথবা কিটোসিস হলে গরু খাবার খায় না
সাইলেজ কি, সাইলেজ কোন ধরনের খাদ্য, সাইলেজ তৈরির পদ্ধতি ও সাইলেজ তৈরিতে সাবধানতা

সাইলেজ কি? সাইলেজ কোন ধরনের খাদ্য? সাইলেজ তৈরির পদ্ধতি ও সাইলেজ তৈরিতে সাবধানতা

আলোচ্য বিষয়: (১) সাইলেজ কি? (২) সাইলেজ কোন ধরনের খাদ্য? (৩) সাইলেজ তৈরির পদ্ধতি (৪) সাইলেজ তৈরিতে সাবধানতা
বাংলাদেশে গরুর খামার তৈরি ১২টি সমস্যা

বাংলাদেশে গরুর খামার তৈরি ১২টি সমস্যা

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশে গরুর খামার তৈরি করলে ১২টি সমস্যা (২) গরুর খামারে খামারীদের সমস্যা দূরীকরণে কিছু করণীয়