ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য সমূহ নিচে উল্লেখ করা হলো-

বাংলাদেশী কালো ব্ল্যাক বেঙ্গল ছাগল, দেশি জাতের ছাগল
  • মেয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজননের সময়ঃ ১৫ থেকে ১৮ মাস।
  • প্রজননের সময় ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওজনঃ ১০ থেকে ৩০ কেজি।
  • পুরুষ ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজননের সময়ঃ ১৮ থেকে ২৪ মাস।
  • ব্ল্যাক বেঙ্গল প্রজননে পুরুষ ছাগল পিছু স্ত্রী ছাগলের সংখ্যাঃ ১০ থেকে ৪০ টি।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগল গরম হয় কতদিন অন্তরঃ ১৮ থেকে ২১ দিন।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগল গরম থাকার সময়ঃ ২৪ থেকে ৪৮ ঘন্টা।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের গরম হওয়ার পর প্রজননের সময়ঃ ১০ থেকে ১২ ঘন্টা।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগল কতবার প্রজনন করানো দরকারঃ ১ বার বা ২ বার।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হতে সময় লাগেঃ ১৪৫ থেকে ১৫২ দিন।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হবার পর পুনরায় গরম হতে সময়ঃ ৩ মাস।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের মায়ের কাছ থেকে বাচ্চা সরিয়ে নেওয়া হয়ঃ ২ মাস বয়সে।
  • ব্ল্যাক বেঙ্গল একসাথে বাচ্চা দেয়ঃ ২ থেকে ৩ টি।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগল খাসীকরণ করার বয়সঃ ২ মাস।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস বাজার করার সময়ঃ ৬ থেকে ১২ মাস।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগল বাজারজাত করার সময় ছাগলের ওজনঃ ৮ থেকে ১২ কেজি।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্মের সময় ওজনঃ ১ থেকে ৩.৫ কেজি।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

আলোচ্য বিষয়: (১) ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগের কারণ ও লক্ষণ (২) ছাগলের টিটেনাস বা ধনুষ্টংকার রোগ প্রতিরোধের উপায়সমূহ
ছাগলের ঘর নির্মাণ কিভাবে করবেন, chagol palon khamar

ছাগলের ঘর নির্মাণ কিভাবে করবেন? chagol palon khamar

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঘর নির্মাণে মাচা তৈরির পদ্ধতি (২) ছাগলের ঘর নির্মাণে বিবেচ্য বিষয়সমূহ (৩) মাচায় ছাগল পালনের সুবিধাসমূহ (৪) পরামর্শ
রাম ছাগলের বৈশিষ্ট্য বা যমুনাপাড়ি ছাগল চেনার উপায় কি

রাম ছাগলের বৈশিষ্ট্য বা যমুনাপাড়ি ছাগল চেনার উপায় কি?

আলোচ্য বিষয়: নিম্নে রাম ছাগলের বৈশিষ্ট্য বা যমুনাপাড়ি ছাগল চেনার উপায় বর্ণনা করা হলো-
১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন

১০টি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন?

আলোচ্য বিষয়: নিম্নে কি কি কারণে ছাগল খামার করে লস হয়, ছাগলের খামারে লাভ কেমন তার একটি স্পষ্ট ধারণা তুলে ধরা হলো- (১) জায়গা জমির ও জ্ঞানের অভাব (২) শুধু দেশি ছাগল রাখা (৩) সঠিক উন্নত জাতের ছাগল নির্বাচন করা (৪) খামারে পাঠা না রাখা (৫) শুধু ইউটিউব দেখে খfমার শুরু করা (৬) ছাগলের অসুখ হলে বিচলিত হওয়া (৭) শুরুতেই বড় আকারে আরম্ভ করা (৮) বসে না থেকে শুরু করে দিন (৯) ভুল স্থান থেকে ছাগল কেনা (১০) হিসাব না রাখা
ভেড়ার খামারঃ ভেড়া পালন পদ্ধতি ও ভেড়ার খাবার তালিকা

ভেড়ার খামারঃ ভেড়া পালন পদ্ধতি ও ভেড়ার খাবার তালিকা

আলোচ্য বিষয়: অনেকেই আমরা ভেড়ার খামার করতে চাই, নিচে ভেড়া পালন পদ্ধতি ও ভেড়ার খাবার তালিকা সন্দর ও সহজভাবে তুলে ধরা হলো- (১) বাংলাদেশের ভেড়ার বৈশিষ্ট্য (২) ভেড়ার জাতের নাম (৩) ভেড়ার খামার বা ভেড়া পালনের সুবিধা (৪) ভেড়ার বাসস্থান কেমন? ক) ভেড়ার বাসস্থান খ) ভেড়ার ঘর তৈরি গ) ভেড়ার জন্য প্রয়োজনীয় জায়গা (৫) ভেড়ার খাবার তালিকা (৬) ভেড়ার পালনে যত্ন পরিচর্যা
ছাগলের ভিটামিন ঔষধ

ছাগলের ভিটামিন ঔষধ

আলোচ্য বিষয়: (১) ৩টি ছাগলের ভিটামিন অভাব জনিত রোগ (২) ৭টি ছাগলের মিনারেল এর অভাব জনিত রোগ (৩) ছাগলকে কেন ভিটামিন ঔষধ খাওয়াতে হবে? (৪) ছাগলের ২টি ভিটামিন ঔষধ এর নাম (৫) ছাগলের ২টি ভিটামিন ইনজেকশনের নাম (৬) ছাগলের ভিটামিন ঔষধ সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর
ছাগলের কৃমি ও পরজীবিজনিত রোগ

ছাগলের কৃমি ও পরজীবিজনিত রোগ

আলোচ্য বিষয়: (১) ছাগলের কৃমিজনিত রোগ (২) পরজীবিজনিত রোগ
ছাগলকে খাসি করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী, খাসি ছাগল পালন

ছাগলকে খাসি করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী? খাসি ছাগল পালন

আলেচ্য বিষয়: (১) ছাগলকে খাসি ছাগল কি/কাকে বলে? (২) ছাগলকে খাসি করার কারণ ও উপকার সমূহ (৩) ছাগলকে খাসি করার পদ্ধতি সমূহ
ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হোমিওপ্যাথিক চিকিৎসা

ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হোমিওপ্যাথিক চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হবার কারণসমূহ কি? (২) কেন ছাগলের ঠান্ডা জ্বর হলে প্রথমেই হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন? (৩) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ১ম ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৪) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ২ম ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৫) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ৩য় ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৬) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কোন মেডিসিন কত পরিমাণে কতবার দেওয়া হবে?
ছাগল হিটে না আসলে করণীয়, chagol palon training

ছাগল হিটে না আসলে করণীয়? chagol palon training

আলোচ্য বিষয়: ছাগলের প্রজনন সফলতা নির্ভর করে থাকে মানুষের তথা মালিকের সচেতনতার উপর। তাই ছাগল হিটে না আসলে করণীয়গুলো সম্পর্কে অবগত হতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো।