ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য সমূহ নিচে উল্লেখ করা হলো-

- মেয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজননের সময়ঃ ১৫ থেকে ১৮ মাস।
- প্রজননের সময় ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওজনঃ ১০ থেকে ৩০ কেজি।
- পুরুষ ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজননের সময়ঃ ১৮ থেকে ২৪ মাস।
- ব্ল্যাক বেঙ্গল প্রজননে পুরুষ ছাগল পিছু স্ত্রী ছাগলের সংখ্যাঃ ১০ থেকে ৪০ টি।
- ব্ল্যাক বেঙ্গল ছাগল গরম হয় কতদিন অন্তরঃ ১৮ থেকে ২১ দিন।
- ব্ল্যাক বেঙ্গল ছাগল গরম থাকার সময়ঃ ২৪ থেকে ৪৮ ঘন্টা।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের গরম হওয়ার পর প্রজননের সময়ঃ ১০ থেকে ১২ ঘন্টা।
- ব্ল্যাক বেঙ্গল ছাগল কতবার প্রজনন করানো দরকারঃ ১ বার বা ২ বার।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হতে সময় লাগেঃ ১৪৫ থেকে ১৫২ দিন।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হবার পর পুনরায় গরম হতে সময়ঃ ৩ মাস।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের মায়ের কাছ থেকে বাচ্চা সরিয়ে নেওয়া হয়ঃ ২ মাস বয়সে।
- ব্ল্যাক বেঙ্গল একসাথে বাচ্চা দেয়ঃ ২ থেকে ৩ টি।
- ব্ল্যাক বেঙ্গল ছাগল খাসীকরণ করার বয়সঃ ২ মাস।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস বাজার করার সময়ঃ ৬ থেকে ১২ মাস।
- ব্ল্যাক বেঙ্গল ছাগল বাজারজাত করার সময় ছাগলের ওজনঃ ৮ থেকে ১২ কেজি।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্মের সময় ওজনঃ ১ থেকে ৩.৫ কেজি।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।