মাছি তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়

মাছি তাড়ানোর ৫ টি প্রাকৃতিক উপায়

বর্তমানে যে কোন সময় মাছির যন্ত্রণায় পড়তে হয়। অর্থাৎ ইদানিং ঘরে বাইরে মাছির উপদ্রব অনেক বেড়েছে। বিশেষ করে রান্না ঘরে এবং খাবারের ঘরে মাছির উপদ্রব বেশি থাকে। মাছি থেকে নানা রকম রোগ ছড়ায়। আর এটি তাড়ানো খুব কঠিন একবার তাড়ালে আবার আসে। তবে মাছি তাড়ানোর ভালো কিছু উপায় হাতের কাছেই আছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাছি তাড়ানো যায়। চলুন তাহলে মাছি তাড়ানোর কিছূ প্রাকৃতিক উপায় জেনে নিই।

নিম্নে মাছি তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায় তুলে ধরা হলো-

মাছি

ক) মাছির খাবারের উৎস ফেলে দিন

নোংরা থালা বাসন, বিভিন্ন পানির বোতল, বিভিন্ন পোষা প্রাণীর খাবারের পাত্র ইত্যাদি মাছিদের খাদ্যের উৎস। এ কারণে বাসায় সবগুলো রুম ভালো করে দেখুন কোথায় কোথায় এমন জিনিস পাওয়া যায়। খুঁজে পাওয়া মাত্রই পরিষ্কার করুন বা ফেলে দিন। তাছাড়া প্রতিদিন খাবারের পর ঘর পরিষ্কার রাখুন তাহলে মাছি আপনার বাসার উপর রুচি হারিয়ে ফেলবে।

খ) পোষা প্রাণীর নোংরা দূর করুন

পোষা প্রাণীর নোংরা নিয়মিত পরিষ্কার করুন। একটু দেরি করলেই কিন্তু মাছিরা বংশ রক্ষা করার সুযোগ পেয়ে যায়। কারণ পোষা প্রাণীর মল মাছিদের ডিম পাড়ার উপযুক্ত জায়গা।

প্রতিবারে এরা ৭৫ থেকে ১৫০টি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হতে মাত্র ২৪ ঘন্টা সময় লাগে। তাই এদের মল ফেলে রাখা মানেই ১৫০টি মাসিকে বাসায় আমন্ত্রণ জানানো। টাইপ পোষা প্রাণীর মন যত দ্রুত সম্ভব সাথে সাথে পরিষ্কার করে ফেলুন এবং খাঁচাগুলোও পরিষ্কার রাখুন।

পড়ুন
তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

গ) মাছি ঢুকার পথ বন্ধ করুন

মাছি তাড়ানোর অন্যতম একটি উপায় হচ্ছে মাছি ঢুকার পথ বন্ধ করে দেওয়া। একটি অতি বেহায়া অতিথি হচ্ছে মাছি। ঘর খোলা থাকলে এরা ঢুকবেই। তাই খুঁজে খুঁজে দেখুন কোন পথ দিয়ে মাছি বেশি আসে। হয়তো কোন ফুটো, না হয় জানালার কোন ফুটো দিয়ে এরা বেশি আসে। এরকম কোন পথ থাকলে দ্রুত তা বন্ধ করুন।

ঘ) বিশেষ কিছু গাছ লাগান

মাছি তাড়ানোর জন্য বিশেষ কিছু গাছ লাগান। গাছ বলতে আবার বড় উদ্ভিদ নয় গুল্ম জাতীয় উদ্ভিদ। যেমন- পুদিনা, লেমনগ্রাস,তুলসী ইত্যাদি।

এগুলো আপনার বাগান থাকলে সেখানে লাগাতে পারেন তা না হলে বাসার বেতারে টবে লাগাতে পারেন। এগুলোকে সাজিয়ে রাখতে হবে। সামনের বা পেছনের দরজার আশেপাশে, জানালার পাশে রাখতে পারেন। তাছাড়া বাড়িতে তেজপাতা ও নিমগাছ থাকলেও ঘরে মাছি কম আছে।

ঙ) প্রাকৃতিকভাবে ফাঁদ পাতুন

ফাঁদ তৈরি করতে প্রয়োজন অ্যাপল সিডার ভিনেগার। একটি স্বচ্ছ কাঁচের পাত্রে অ্যাপল সিডার ভিনেগার ঢালুন। কাঁচের পাত্রের খোলামুখে কাগজের একটি ফানেল বসিয়ে নিন।

ভিনেগারের ঘ্রাণে পাগল হয়ে মাসি কাগজের ফানেলের ভিতরে ঢুকবে। একবার ঢুকে গেলে আর বের হওয়ার সুযোগ পাবে না। আপনার ঘরের যেসব জায়গায় মাছিদের আনাগোনা বেশি সেখানে এই ফাঁদ পাতুন।

তাছাড়া একটি বড় লেবু মাঝ বরাবর কেটে তাতে ২০-২৫ টি লবঙ্গ গেঁথে রেখে দিল মাছি কম আসবে।

তাহলে বন্ধু আজ এখানেই থাকলো। আপনি উপরের পদ্ধতিগুলো অনুসরণ করলে খুব সহজেই বাড়ি থেকে মাছি তাড়াতে পারবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা সুস্থ, তা বুঝার ৫টি উপায়

আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা ভালো/সুস্থ? তা বুঝার ৫টি উপায়

আলোচ্য বিষয়: আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা ভালো? আপনাদের রিলেশনশিপ কি সত্যিই সুস্থ, নাকি শুধু চলছে বলে চলছে? এই ব্লগে আমরা এই পাঁচটি বিষয় নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের অবস্থা কেমন। (১) লাভ বা ভালোবাসা: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রাণ (২) কেয়ার বা যত্ন: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কে ভালোবাসার বহিঃপ্রকাশ (৩) ট্রাস্ট বা বিশ্বাস: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি (৪) রেসপেক্ট বা সম্মান: এটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্কের মর্যাদা (৫) রেসপন্সিবিলিটি বা দায়িত্ব: এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের ভারসাম্য ও ভরসার জায়গা (৬) কেন এই পাঁচটি উপাদান গুরুত্বপূর্ণ? কারণ এগুলো স্বামী-স্ত্রীর সম্পর্কের চাবি (৫) শেষ কথা
সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে না, সন্তানকে খেলতে সুযোগ দেওয়া দরকার

সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে নাঃ সন্তানকে খেলতে সুযোগ দেওয়া দরকার

আলোচ্য বিষয়: নিম্নে সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে না, সন্তানকে খেলতে সুযোগ দেওয়া দরকার, এ সম্পর্কে একটি আলেচনা তুলে ধরা হলো-
মশা তাড়ানোর ১১ টি কার্যকরী উপায়

মশা তাড়ানোর ১১টি কার্যকরী উপায়

আলোচ্য বিষয়: নিম্নে মশা তাড়ানোর ১১ টি কার্যকরী উপায় তুলে ধরা হলো-
মাছি তাড়ানোর ৫ টি প্রাকৃতিক উপায়

মাছি তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়

আলোচ্য বিষয়: নিম্নে মাছি তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায় তুলে ধরা হলো-
সন্তানের প্রতি বাবা-মায়ের কিছু ক্ষতিকর অভ্যাস

সন্তানের প্রতি বাবা-মায়ের কিছু ক্ষতিকর অভ্যাস

আলোচ্য বিষয়: নিম্নে বাবা-মায়ের যে ১০টি অভ্যাস সন্তানের ভবিষ্যত ধ্বংস করে তা তুলে ধরা হলো-
সন্তানের মন থেকে অকারণ লজ্জা দূর করা কেন জরুরি

সন্তানের মন থেকে অকারণ লজ্জা দূর করা কেন জরুরি?

আলোচ্য বিষয়: নিম্নে সন্তানের মন থেকে অকারণ লজ্জা দূর করা কেন জরুরি, বিষয়টি বিস্তারিত তুলে ধরা হলো-
স্ত্রীর কারণে সংসারে অশান্তি কেন হয়, ১০টি কারন

স্ত্রীর কারণে সংসারে অশান্তি কেন হয়? ১০টি কারন এবং স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন সুখী করার উপায়

আলোচ্য বিষয়: নিম্নে স্ত্রীর কারণে সংসারে অশান্তি কেন হয় এবং স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন সুখী করার উপায় সম্পর্কে আলোকপাত করা হলো-
তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

আলোচ্য বিষয়: নিম্নে তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়সমূহ তুলে ধরা হলো-
আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা কতটুকু গরুত্বপূর্ণ

আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা কতটুকু গরুত্বপূর্ণ?

নিম্নে সন্তানের ভবিষ্যৎ গড়তে পিতা-মাতার ভূমিকা কতটুকু গরুত্বপূর্ণ, এ বিষয়ে একটি বিস্তর আলোচনা তুলে ধরা হলো-
সন্তানের মন থেকে ভয় দূর করার উপায় বা শিশুর ভয় দূর করার পদ্ধতি, কিভাবে শিশুর মনের ভয় দূর

সন্তানের মন থেকে ভয় দূর করার উপায় বা শিশুর ভয় দূর করার পদ্ধতিঃ কিভাবে শিশুর মনের ভয় দূর করা যায়?

নিম্নে সন্তানের মন থেকে ভয় দূর করার উপায় বা শিশুর ভয় দূর করার পদ্ধতিঃ কিভাবে শিশুর মনের ভয় দূর করা যায়? এ সম্পর্কে এক জন মায়ের বিস্তর একটি আলোচনা/বক্তব্য তুলে ধরা হলো-