মানবসেবা কী? মানবসেবার গুরুত্ব

মানবসেবা কী মানবসেবার গুরুত্ব

(১) মানবসেবা কী?

মানবসেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত।

মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তায়ালা সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য-সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। কেননা পরস্পরের সেবা ও সহযোগিতার মাধ্যমেই বিশ্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।

ইসলামে সবরকমের হক বা অধিকার দু’ভাগে বিভক্ত। তাহলো হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হলো আল্লাহ তায়ালার হক। সব রকমের ইবাদত, প্রশংসা, তাসবিহ-তাহলিল এর অন্তর্ভুক্ত।

আর হাক্কুল ইবাদ হলো বান্দার হক। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য-সহযোগিতা করা হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। মানবসেবা হলো হাক্কুল ইবাদের অন্যতম দিক।

(২) মানবসেবার গুরুত্ব

মানবসেবা আখলাকে হামিদাহর অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন আল্লাহ তায়ালাও তাঁকে সাহায্য ও দয়া করেন।

মহানবি (সাঃ) বলেন,

“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।”

(বুখারি)

অন্য হাদিসে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, 

“তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।”

(তিরমিযি)

অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

“বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।”

(মুসলিম)

বস্তুত, সকল মানুষ ভাই ভাই। সকলেই আদম (আঃ)-এর সন্তান। সুতরাং যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে আল্লাহ তায়ালাও সে ব্যক্তির সাহায্য করেন, তার বিপদাপদ দূর করেন। মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকেন।

মহানবি (সাঃ) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন,

“তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্‌ণ ব্যক্তির সেবা কর, বন্দীকে মুক্ত কর এবং ঋণ-গ্রস্তকে ঋণমুক্ত কর।”

(বুখারি)

নানাভাবে মানুষের সেবা করা যায়। ক্ষুধার্তকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, অসহায়কে আশ্রয় দান, রোগীর সেবা করা, নিঃস্ব-দুঃস্থদের আর্থিক সাহায্য করার মাধ্যমে মানবসেবা করা যায়। ছোট ও বৃদ্ধদের সাহায্য করা, দয়া-মায়া-মমতা প্রদর্শন করা, তাদের প্রতি ভালোবাসা দেখানো মানবসেবার অন্তর্ভুক্ত।

মানবসেবার প্রতিদান সীমাহীন। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন।

মহানবি (সাঃ) বলেন,

“কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন।”

(আবু দাউদ)

আমাদের প্রিয় নবি (সাঃ) মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ছোট-বড়, ধনী-গরিব, মুসলিম- অমুসলিম সকলকেই তিনি সাহায্য-সহযোগিতা করতেন, সকলের খোঁজ খবর নিতেন। বিপদগ্রস্ত, অভাবীদের সহায়তা করতেন। তাঁর দয়া, মায়া ও সহানুভূতি থেকে তাঁর চরম শত্রুও বঞ্চিত হতো না। রাসুল (সাঃ)-এর জীবনী পাঠ করলে আমরা এরূপ বহু দৃষ্টান্ত দেখতে পাই।

রাসুল (সাঃ)-কে কষ্টদানকারী বুড়ির ঘটনা আমরা সবাই জানি। এক কাফির বৃদ্ধা প্রতিদিন রাসুলুল্লাহ (সাঃ)-এর চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। এতে মহানবি (সাঃ)-এর পথ চলতে কষ্ট হতো। তারপরও তিনি বুড়িকে কিছু বলতেন না। একদিন তিনি পথে কাঁটা দেখলেন না। দয়ালু নবি (সাঃ) ভাবলেন, নিশ্চয়ই বুড়ি অসুস্থ। এজন্য পথে কাঁটা দিতে পারেনি। তিনি খুঁজে বুড়ির বাড়ি গেলেন। গিয়ে দেখলেন বুড়ি সত্যিই অসুস্থ। তার সেবা করারও কেউ নেই। নবিজি (সাঃ) বুড়ির শিয়রে বসলেন। তার সেবা-যত্ন করলেন। ফলে বুড়ি ভালো হয়ে উঠল। সে তার অপকর্মের জন্য লজ্জিত হলো। সে আর কোনোদিন পথে কাঁটা দেয়নি।

সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ। আমাদের তিনি এজন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের উচিত যথাসম্ভব সকল মানুষের সেবা করা।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

হজ্জ কি বা কাকে বলে? হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি ও কি কি?

○ ইসলাম
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ্জ। এটি এমন ইবাদত যেখানে আর্থিক ও শারীরিক উভয়েই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি বিশ্ব মুসলমানদের মহামিলনের মাধ্যম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের হজ্জ পালন করা অপরিহার্য কর্তব্য। (১) হজ্জ কি বা কাকে বলে? হজ্জ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো – ইচ্ছে করা, ঘোরাফেরা করা, সংকল্প করা, পর্যবেক্ষণ করা ইত্যাদি। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাবা শরিফ এবং নির্দিষ্ট স্থান সমূহে তাওয়াফ ও জিয়ারত করাকে হজ্জ বলে। ইসলামী শরিয়তের পরিভাষায়, “ইসলামের মহান একটি রুকন আদায় করার নিমিত্তে সম্মান প্রদর্শনের জন্য পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করার সংকল্প করা।” আল্লামা আবুল হাসান বলেছেন, “হজ্জ হচ্ছে কাবাঘরের সম্মানার্থে নির্দিষ্ট কার্যাবলি সহ এর জিয়ারতের সংকল্প করা।” (২) হজ্জের ফরজ হজ্জের ফরজ ৩টি। এগুলো Read
আরবি বারো মাসের নাম এবং নামকরণের কারণ (1)

আরবি বারো মাসের নাম এবং নামকরণের কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আরবি বার মাসের নামের টেবিল/চার্ট (২) আরবি ১২ নাম নামকরণের কারণ (৩) আরবি বারো মাসের নাম এর পিক/ছবি Read
informationbangla.com default featured image compressed

মোনাজাতের দোয়াসমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: এই ব্লগ আর্টিকেলটিতে আলোচনা করা হবে- কুরআনে বর্ণিত বিশেষ ২০টি মোনাজাতের দোয়াসমূহ। হাদীসে বর্ণিত বিশেষ ১০টি মোনাজাতের দোয়াসমূহ। দোয়া কবুল হওয়ার জন্য সর্বক্ষণ যা যা করণীয়। দোয়ার সময় বসার আদব। দোয়ার সময় হাত উঠানোর নিয়মাবলী। দোয়া শুরু এবং শেষ করার বাক্যসমূহ। দোয়ার সময় মনের অবস্থা যে রকম রাখতে হয়। চাওয়ার আদবসমূহ। দোয়া বিষয়বস্তু বিষয়ক আদবসমূহ। দোয়ার ভাষা বিষয়ক আদবসমূহ। দোয়া সম্পর্কে আরও বিশেষ কয়েকটি কথা। দোয়া কবুল হওয়ার সময় বা বিশেষ কয়েকটি মুহূর্ত। প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে। Read
নিফাকের (কপটতা) পরিচয় ও এর কুফল

নিফাকের (কপটতা) পরিচয় ও এর কুফল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নিফাকের পরিচয় (২) মুনাফিকদের চরিত্র (৩) নিফাকের কুফল ও পরিণতি (৪) নিফাক পরিহারের উপায় Read
informationbangla.com default featured image compressed

ছাগল কোরবানির নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ছাগল কোরবানির নিয়মসমূহ তুলে ধরা হলো- (১) যেভাবে ছাগল কুরবানি করতে হবে (২) ছাগলের যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না (৩) ছাগলের যেসব ত্রুটি থাকলেও সেই ছাগলকে কোরবানি দেওয়া যাবে Read
ইসলাম শব্দের অর্থ ইসলাম কি কাকে বলে ইসলামের ভূমিকা ও ইসলাম শিক্ষার গুরুত্ব

ইসলাম শব্দের অর্থ, কী ও কাকে বলে? ইসলামের ভূমিকা এবং ইসলাম শিক্ষার গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) ইসলাম শব্দের অর্থ কী? (২) ইসলাম কাকে বলে? (৩) ইসলাম কী? (৪) মুসলিম বা মুসলমান কাদের বলা হয়? (৫) ইসলামের ভূমিকা (৬) ইসলাম-শিক্ষার গুরুত্ব Read
ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

আলোচ্য বিষয়: নিম্নে ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
আমানত অর্থ, কী, কাকে বলে আমানত রক্ষার গুরুত্ব

আমানত অর্থ, কী, কাকে বলে? আমানত রক্ষার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আমানত অর্থ কী? (২) আমানত কী, কাকে বলে? (৩) আমানত রক্ষার গুরুত্ব Read
তওবা করার নিয়ম

তওবা করার নিয়ম

আলোচ্য বিষয়: গুনাহ ও তওবাঃ তওবা কত প্রকার ও কি কি? তওবা করার নিয়ম, তওবা করার উপায়, আমি তওবা করতে চাই কিন্তু তওবা কিভাবে করতে হয়? তওবা কেন করতে হবে? তওবার উপকারিতা? তওবার গুরুত্ব ও ফজিলত? তওবা ও গুনাহ মাফ সম্পর্কে ১১টি হাদীস। Read
আশুরা বা মহররমের রোজাঃ মুসা (আ.) ও রাসূল (সা.)-এর শুকরিয়া আদায়

আশুরা/মহররমের রোজাঃ মুসা (আ.) ও রাসূল (সা.)-এর শুকরিয়া আদায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মদিনায় আশুরা/মহররমের রোজার শুরু (২) আশুরা/মহররমের রোজার তাৎপর্য (৩) ইহুদিদের সাথে পার্থক্য রক্ষা (৪) কীভাবে আশুরা/মহররমের রোজা পালন করবেন? (৫) (৫) আশুরা/মহররমের শিক্ষা Read