মানুষ কেন নাস্তিক হয়? ১০টি কারণ

মানুষ কেন নাস্তিক হয়, ১০ টি কারণ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় পাঠক বন্ধু আজকের এই পোষ্টটিতে আমরা আলোচনা করব- আমাদের বাংলাদেশের মানুষ কেন নাস্তিক হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিক হওয়ার পিছনে বড় দশটি কারণ আমরা এতে উল্লেখ করব।

বাংলাদেশে মানুষ কেন নাস্তিক হয়? ১০টি কারণ নিচে তুলে ধরা হলো-

১। মানুষ কেন নাস্তিক হয়, কারণ মানুষ স্বাধীন হতে চায়

স্বভাবগতভাবেই মানুষ স্বাধীন হতে চায়। তাই যখন ধর্ম বলে এটার করবেনা, এটা দেখবে না, এটা শুনবে না, এটা ধরবে না, এটা বলবে না, তখন মানুষ ধর্মের চাপ থেকে মুক্ত হতে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়।

বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন উন্মুক্ত পরিবেশ পায়, তখন ধর্মের নিষেধ বিধানবলী, যেমন- ছেলে মেয়ের অবাধ মেলামেশা করা যাবে না, গান শোনা যাবে না, মদ জুয়া আড্ডা থেকে বিরত থাকতে হবে ইত্যাদি এসব নিষেধ বিধানবলী দেখে ধর্মের চাপ থেকে মুক্ত হতে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়।

২। শুদ্ধ দ্বীনি শিক্ষা না থাকা

ছোটবেলা থেকে যদি ধর্ম সম্পর্কে না জানে, বড় হয়ে এক পর্যায়ে ধর্মকে নরমালি ভাবে ধর্মের গুরুত্ব না বুঝে, অথবা ইসলামের আলো না পেয়ে, ইসলামকে অন্যান্য ধর্মের মত মানব রচিত ধর্ম মনে করে তাই ইসলাম থেকে বের হয়ে নাস্তিক হয়ে যায়।

৩। কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাবে মানুষ নাস্তিক হয়

কেউ কেউ মনে করেন আধুনিক যুগে কোরআন সব প্রশ্নের উত্তর দেয় না, কারো কুরআন সম্পর্কে অল্প জ্ঞান থাকায় অনেক প্রশ্নের উত্তর কোরআন থেকে পায় না। আর এর উত্তর ভালো কোন আলেমের কাছে গেলে পাওয়া যাবে এটা অনুধাবন করে না অথবা ভালো কোন আলেমের কাছে জিজ্ঞাসা না করে ধারণা করে নেয় যে আধুনিক যুগে কোরআন সব প্রশ্নের উত্তর দেয় না।

কেউ হয়তো জেনারেল পড়েছেন কিন্তু ধর্ম সম্পর্কে অনেক জানার চেষ্টা করেন এমন সময় কিছু প্রশ্ন উদ্ভব হয় যা যে কোন আলেম জানেন না, অথচ ভালো কোন আলেমের কাছে গেলে এর উত্তর অবশ্যই পাওয়া যাবে। ভালো কোন আলেমের কাছে না গিয়ে জটিল প্রশ্নের উত্তর না পেয়ে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে।

৪। ইসলামকে খুব কঠোর মনে করা

অনেকেই ইসলামের বিধি বিধান রয়েছে, যেমন- চোরের হাত কাটা, বযীনাকারীদের পাথর নিক্ষেপ করা ইত্যাদি এরকম কিছু আইন দেখে মনে হয় ইসলাম খুবই কঠোর অথচ গভীরভাবে চিন্তা করলে বুঝা যায় এগুলো মানবতার কল্যাণ এর জন্যই আমাদের জন্যই সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন এরকম কিছু বিধিবিধানকে দেখে ইসলামকে খুব কঠোর মনে করে নাস্তিক হয়ে যায়।

৫। ইসলামে বিদ্বেষী এমন কাউকে সর্ব জ্ঞানী ভাবা

যুগে যুগে অনেক নাস্তিক এর জন্ম হয়েছে যাদের এখন বই পাওয়া যায় তাদের বই পড়ে অথবা বর্তমানে অনেক নাস্তিক আছে যাদের লেকচার পাওয়া যায় ইউটিউবে এদের লেকচার শুনে কিছু মানুষ মনে করে এরাই সর্ব জ্ঞানী, এই সমস্ত নাস্তিক এর বই পড়ে বা লেকচার শুনে এদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে, এদেরকে সর্ব জ্ঞানী ভেবে, নাস্তিক হয়ে যায়, নাস্তিকতার পথ অবলম্বন করে ধর্ম ত্যাগ।

৬। ধর্মীর নামে চলা কুসংস্কার সমূহ দেখে ধর্মের প্রতি বিরূপ ধারণা জন্মানো

আগের যুগে এবং বর্তমানেও কিছু কুসংস্কার রয়েছে যেমন- কবর পূজা, পীর পূজা, বাজনা দিয়ে গান করা, নাজাতের জন্য ভয়াবহ মাধ্যম ধরা ইত্যাদি এরকম কিছু কুসংস্কার যেগুলো কখনই ইসলাম সমর্থন করে না, কিন্ত তা ইসলামেরর নামে সমাজে প্রচলিত আছে তা দেখেই ধর্ম ত্যাগ করে। এগুলো কুসংস্কারের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, কিন্তু মুসলিম সমাজে প্রচলিত আছে এরকম কিছু কুসংস্কার দেখে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়।

৭। নিজেকে জ্ঞানী ভাবার প্রবণতা

অনেক শিক্ষিত ভাই আছেন যারা ধর্ম সম্পর্কে কিছু পড়াশোনা করেন, ইসলাম সম্পর্কে একেবারেই অল্প জানার পরেও কোনো না কোনো কারণে নিজেকে অত্যন্ত জ্ঞানী ভেবে বসে, নিজেকে জ্ঞানী মনে করে, সর্ব জ্ঞানী মনে করে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়।

৮। রাজনৈতিক ফায়দা হাসিল করা

অনেক নেতা আছেন যারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করতে করেন, যেমন- মুসলমানদেরকে বলেন আমি তো আপনাদের কাছের মানুষ, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে বলেন আমি তো আপনাদের সাথেই আছি, আবার খ্রিস্টানদের গির্জায় গিয়ে বলেন আমি তো আপনাদেরই লোক, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করতে নাস্তিক হয়ে ধর্ম ত্যাগ করে, নাস্তিকতার পথ অবলম্বন করে।

৯। ফেমাস হওয়া বা দৃষ্টি আকর্ষনে আসার জন্য কিছু মানুষ নাস্তিক হয়ে থাকে

বাংলাদেশের প্রেক্ষাপটে যারা নাস্তিক হয়েছে তারাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, আর ধর্মের আঘাত হানলে তাকে ছেড়ে কথা বলেন না। তাই নিজেকে ফেমাস করতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে নাস্তিক হয়ে যায়।

১০। ইউরোপের উন্নত দেশে আশ্রয় গ্রহণ ও নাগরিকত্ব লাভ করা

কিছুু আবেগী মুসলিমদের মনে আঘাত করে, দাঙ্গা সৃষ্টি করে, আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে, নিজেকে নিজ দেশে অনিরাপদ হিসেবে প্রমাণ করে, ইউরোপের নাস্তিক প্রধান উন্নত দেশগুলোর কাছে আশ্রয় গ্রহণ করে নিজের জীবনকে উন্নত দেশে সেটেল করা, নাস্তিক হবার একটি বড় কারন।


বন্ধরা, মানুষ কেন নাস্তিক হয় এর উপরোক্ত কারণগুলো ছাড়াও আরো কারণ রয়েছে। তবে এই কারণসমূহের প্রতিকার সম্পর্কে আমাদের না জানা এবং আলেম সমাজ এ ব্যাপারে সোচ্চার হওয়ার না হবার কারণ অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে।

পোষ্টটি ভাল লেগে থাকলে অবশ্যই দ্বীন প্রচারের স্বার্থে শেয়ার করবেন। আর আপনার মতামত জানাতে কমেন্ট করবেন।

[তথ্য সূত্র: হাফেজ ক্বারী মাওলানা মহিউদ্দিন আশরাফী]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

surah lahab bangla uccharon, সূরা লাহাব বাংলা উচ্চারণ অর্থসহ

surah lahab bangla: সূরা লাহাব বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা লাহাব সংক্ষিপ্ত পরিচিতি (২) তাব্বাত ইয়াদা সূরা বাংলা/tabbat yada surah bangla (৩) সূরা লাহাব বাংলা উচ্চারণ/surah lahab bangla uchharon (৪) সূরা লাহাব বাংলা অনুবাদ সহ/সূরা লাহাব অর্থসহ (৫) সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ সহ ছবি HD (৬) surah lahab uccharon audio MP3 (৭) surah lahab in bangla video MP4 (৮) সূরা লাহাব এর শানে নুযুল (৯) সূরা লাহাব এর তাফসীর/ব্যাখ্যা (১০) সূরা লাহাব শিক্ষা Read
informationbangla.com default featured image compressed

ঘুমানোর আগের ও পরের দোয়া আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঘুমানোর আগের দোয়া, আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (২) ঘুমানোর পরের দোয়া, আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (৩) ঘুমানোর সময়ের যিকির/দোআ (৪) ঘুম থেকে জেগে উঠার সময়ের জিকির (৫) ঘুমানোর সময় পার্শ্ব পরিবর্তন করার দোআ (৬) ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো‘আ (৭) ঘুমানোর সময় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে যা করবে Read
শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যসমূহ

শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য

নিম্নে শিক্ষকের কতিপয় দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করা হলো- Read
কুরবানি ও আকিকা কি, কেন, কিভাবে নিয়মনীতি

কুরবানি ও আকিকা কি, কেন, কিভাবে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কুরবানি অর্থ কি? (২) কুরবানি কাকে বলে? (৩) কুরবানী আমাদের কি শিক্ষা দেয়? (৪) কুরবানির ইতিহাস (৫) কুরবানির নিয়মাবলি ও বিধিবিধান (৬) আকিকি শব্দের অর্থ কি? (৭) আকিকি কি/কাকে বলে? (৮) আকিকা করা কি ফরজ/বাধ্যতামূলক? (৯) আকিকা দেওয়ার নিয়ম Read
নামাজের নিষিদ্ধ সময়

নামাজের নিষিদ্ধ সময়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নামাজের নিষিদ্ধ সময়সমূহ কয়টি ও তা কখন? (২) নামাজের নিষিদ্ধ সময় সমূহের বিস্তারিত ব্যাখ্যা নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়? Read
সাহু সিজদার নিয়ম, সাহু সিজদা কখন দিতে হয়, রাকাত সংখ্যা ও নামাজে ভুল হলে করণীয়

সাহু সিজদার নিয়ম, সাহু সিজদা কখন দিতে হয়? রাকাত সংখ্যা ও নামাজে ভুল হলে করণীয়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিজদায়ে সাহুর মাসায়েল প্রশ্ন: সাহু সিজদা কখন দিতে হয়? প্রশ্ন: সিজদায়ে সাহুর করতে ভুলে গেলে করণীয় কী? প্রশ্ন: সিজদায়ে সাহু কখন করা যায় না? (২) সাহু সিজদার নিয়ম প্রশ্ন: সাহু সিজদার নিয়ম কি? প্রশ্ন: সিজদায়ে সাহু ওয়াজিব ওয়াজিব হবার কারণ কয়টি কি কি? (৩) নামাযের মধ্যে রাকআত সংখ্যা নিয়ে সন্দেহ হলে তার মাসায়েল প্রশ্ন: নামাযের মধ্যে রাকআত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? Read
প্রসাব পায়খানার দোয়া ও আদব, টয়লেটে প্রবেশ ও বের হওয়ার দোয়া

প্রসাব পায়খানার দোয়া ও আদব/টয়লেটে প্রবেশ ও বের হওয়ার দোয়া

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) প্রসাব পায়খানার আদব ও টয়লেটে প্রবেশ করার দোয়া (২) টয়লেট থেকে বের হওয়ার দোয়া (৩) প্রসাব পায়খানার দোয়া পড়ার কারণ কি? (৪) প্রসাব পায়খানার আদব সম্পর্কিত কিছু হাদীসের অংশ বিশেষ এর অনুবাদ Read
শশুর শাশুড়ির খেদমত করা কি

শশুর শাশুড়ির খেদমত করা কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) শশুর শাশুড়ির খেদমত করা কি? (২) শ্বশুর বাড়ীতে বসবাস ও সকলের সাথে মিলে মিশে থাকার নীতি (৩) পুত্র-বধূর প্রতি শ্বশুর-শাশুড়ীর যা যা করণীয় Read
তাহারাত ও নাজাসাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার তাহারাত অর্জনের উপায়সমূহ

তাহারাত ও নাজাসাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার? তাহারাত অর্জনের উপায়সমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাহারাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার? (২) নাজাসাত অর্থ কি, মানে কি, কাকে বলে, কত প্রকার? (৩) অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের উপায়সমূহ (৪) শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পবিত্রতার ভূমিকা Read
surah adiyat bangla uccharon, সূরা আদিয়াত বাংলা উচ্চারণ

surah adiyat bangla: সূরা আদিয়াত বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা আদিয়াত সংক্ষিপ্ত পরিচিতি (২) surah adiyat bangla (৩) সূরা আদিয়াত বাংলা উচ্চারণ (৪) সূরা আদিয়াত অর্থ (৫) surah adiyat bangla uccharon chobi (৬) surah adiyat uccharon audio (৭) সূরা আল আদিয়াত বাংলা উচ্চারণ ভিডিও (৮) সূরা আদিয়াত এর শানে নুযুল (৯) সূরা আদিয়াত এর ব্যাখ্যা (১০) সূরা আদিয়াত এর তাফসীর (১১) সূরা আদিয়াত এর শিক্ষা Read