মুগের ডালের জাত

মুগের ডালের জাত

বাংলাদেশের সুস্বাদু ডাল ফসলের মধ্যে মুগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সব জেলাতেই মুগ চাষ হয়ে থাকে।

বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বরিশাল, ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলায় আমন ধান কাটার পর বিলম্ব রবি মৌসুমে ব্যাপক ভিত্তিতে মুগ ডালের চাষ হয়ে থাকে।

দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাসমূহে (যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর) এবং উত্তরাঞ্চলের জেলাসমূহের মধ্যে নাটোর, পাবনা ও রাজশাহীতে সরিষা বা অন্যান্য রবিশস্য কাটার পর বপনপূর্ব সেচ দিয়ে ব্যাপক ভিত্তিতে উচ্চ ফলনশীল বারি মুগ-৬ জাতের চাষ হয়ে থাকে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র কর্তৃক মুগ ডালের বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে।

নিম্নে মুগের ডালের জাতসমূহের পরিচিত ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

(১) বারি মুগ-২ (কান্তি)

জার্মপ্লাজম সংগ্রহের আওতায় সংগৃহীত জার্মপ্লাজম থেকে বারি মুগ-২ বা কান্তি জাতটি বাছাই করা হয়। ১৯৮৭ সালে এ জাতটি কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে।

বারি মুগ-২ (কান্তি)
বারি মুগ-২ (কান্তি)
  • গাছের উচ্চতা ৪০-৪৫ সেমি।
  • বীজের রং সবুজ। বীজের ত্বক মসৃণ। হাজার বীজের ওজন ৩০-৩২ গ্রাম।
  • বারি মুগের কান্তি জাত দিবস নিরপেক্ষ হওয়ায় খরিফ-১, খরিফ-২ এবং রবি মৌসুমে চাষ করা যায়।
  • রান্না হওয়ার সময়কাল ১৫-১৮ মিনিট।
  • আমিষের পরিমাণ ২০-২৪%।
  • জীবনকাল ৬৫-৭০ দিন।
  • ফলন হেক্টরপ্রতি ৯০০-১১০০ কেজি।
  • জাতটি পাতায় দাগ ও হলুদ মোজাইক রোগ সহনশীল।

(২) বারি মুগ-৩ (প্রগতি)

বারি মুগ-৩ বা প্রগতি জাতটি সংকরায়ণের মাধ্যমে উদ্ভাবিত। এ জাতটি ১৯৯৬ সালে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অনুমোদন করা হয়।

বারি মুগ-৩
বারি মুগ-৩
  • গাছের উচ্চতা ৫০-৫৫ সেমি।
  • বীজ কিছুটা অমসৃণ এবং সোনালী ও বাদামী বর্ণের। হাজার বীজের ওজন ২৮-২৯ গ্রাম।
  • রান্না হওয়ার সময়কাল ১৪-১৭ মিনিট।
  • জাতটি দিবস নিরপেক্ষ হওয়ায় খরিফ-১, খরিফ-২ ও বিলম্ব রবি মৌসুমে আবাদ করা যায়।
  • আমিষের পরিমাণ ১৯-২১%।
  • জীবনকাল ৬০-৬৫ দিন।
  • ফলন হেক্টরপ্রতি ১০০০-১১০০ কেজি।
  • জাতটি পাতায় দাগ ও হলুদ মোজাইক ভাইরাস রোগ সহনশীল।

(৩) বারি মুগ-৪ (রূপসা)

বারি মুগ-৪ বা রূপসা সংকরায়ণের মাধ্যমে উদ্ভাবিত। এ জাতটি সারা দেশে চাষাবাদের জন্য ১৯৯৬ সালে অনুমোদন লাভ করে। এ জাত দিবস নিরপেক্ষ হওয়ায় খরিফ-১, খরিফ-২ ও বিলম্ব রবি মৌসুমে বপন করা যায়। জাতটি দেশের দক্ষিণাঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী।

বারি মুগ-৪
বারি মুগ-৪
  • গাছের উচ্চতা ৫০-৫৫ সেমি।
  • বীজ মসৃণ ও রং সবুজ। হাজার বীজের ওজন ২৮-৩২ গ্রাম।
  • ডাল রান্না হওয়ার সময়কাল ১৫-২০ মিনিট।
  • বারি মুগ-৪ আমিষের পরিমাণ ২১-২৪%।
  • জীবনকাল ৬৫-৭০ দিন।
  • ফলন হেক্টরপ্রতি ১২০০-১৪০০ কেজি।
  • জাতটি পাতায় দাগ ও হলুদ মোজাইক ভাইরাস রোগ সহনশীল।

(৪) বারি মুগ-৫ (তাইওয়ানী)

বারি মুগ-৫ (তাইওয়ানী) জাতটি ১৯৯৭ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য উচ্চ ফলনশীল জাত হিসেবে অনুমোদন লাভ করে।

বারি মুগ-৫
বারি মুগ-৫
  • গাছের পাতা, ফল ও বীজ আকারে বেশ বড়।
  • বীজের রং গাঢ় সবুজ। হাজার বীজের ওজন ৪০-৪২ গ্রাম।
  • জাতটির বিশেষ বৈশিষ্ট্য হল যে শতকরা ৭০-৮০ ভাগ ফল এক সাথে পাকে।
  • ডাল রান্না হওয়ার সময়কাল ১৭-২০ মিনিট।
  • আমিষের পরিমাণ ২০-২২%।
  • জাতটির জীবনকাল ৬০-৬৫ দিন।
  • ফলন হেক্টরপ্রতি ১২০০-১৫০০ কেজি।
  • জাতটি পাতায় দাগ ও হলুদ মোজাইক ভাইরাস রোগ সহনশীল।

(৫) বারি মুগ-৬

বাংলাদেশের গম কাটার পর থেকে রোপা আমন ধান রোপণের পূর্ব পর্যন্ত প্রায় অধিকাংশ জমিই পতিত থাকে। এ সমস্ত জমিকে কাজে লাগানোর জন্য উপযোগী মুগের জাত উদ্ভাবনের লক্ষে ১৯৯৮ সালে AVRDC থেকে মুগডালের অনেকগুলো জাত/লাইন সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই লাইনগুলো প্রাথমিক, অগ্রগামী, অঞ্চলভিত্তিক ও বহুস্থানিক পরীক্ষা করা হয়। ২০০৩ সালে ‘বারিমুগ-৬’ জাতটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অনুমোদন পায়।

বারি মুগ-৬
বারি মুগ-৬
  • গাছের উচ্চতা ৪০-৪৫ সেমি।
  • একই সময়ে প্রায় শতকরা ৮০ ভাগ ফল/ শুটি পরিপক্ক হয়।
  • পাতা ও বীজের রং গাঢ় সবুজ এবং পাতা চওড়া। ফুল আসার পরে দৈহিক বৃদ্ধি কম।
  • দানার আকার বড়। প্রতি ১০০ বীজের ওজন ৫.১-৫.২ গ্রাম।
  • গম কাটার পর এপ্রিলের ১ম সপ্তাহ পর্যন্ত বপন করা যায়। এ ছাড়া খরিফ-২ ও বিলম্ব রবি মৌসুমেও বপন করা যায়।
  • হলুদ মোজাইক ভাইরাস এবং পাতায় দাগ রোগ সহনশীল।
  • জীবনকাল ৫৮-৬০ দিন। হেক্টরপ্রতি ফলন ১৫০০-১৬০০ কেজি।

(৬) বারি মুগ-৭

ডাল গবেষণা কেন্দ্রের সংগৃহীত জার্মপ্লাজম/ক্রসিং ম্যাটেরিয়াল হতে (BMX-97024-13) লাইনসহ অনেকগুলো জার্মপ্লাজম সংগ্রহ করে ২০১২ সাল হতে মূল্যায়ন করা হয়।

খরিফ-১ মৌসুমে গম ও আমন ধানের মধ্যবর্তী পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে ডাল ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে লাইনগুলো ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মূল্যায়ন করা হয়। এছাড়াও, খরিফ-২ ও বিলম্ব রবি মৌসুমেও মূল্যায়ন করা হয়।

দীর্ঘদিন পরীক্ষার পর লাইনটি (BMX-97024-13) উচ্চফলনশীল ও রোগ সহনশীল হওয়ায় একটি সম্ভাবনাময় লাইন হিসেবে নির্বাচিত হয় এবং জাত হিসেবে মুক্তায়নের জন্য প্রস্তাব করা হয়। পরবর্তীতে জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০১৫ সালে এই লাইনটি বারি মুগ-৭ হিসেবে অবমুক্ত হয়।

বারি মুগ-৭ এর ফসল ও বারি মুগ-৭ এর দানা
বারি মুগ-৭ এর ফসল ও বারি মুগ-৭ এর দানা
  • গাছের উচ্চতা ৫৫-৬০ সে.মি.।
  • প্রতি গাছে পডের সংখ্য ২৫-৩০ টি।
  • বীজের রং সবুজ ও দানার আকার বড়। প্রতি ১০০০ বীজের ওজন ৪৯-৫১ গ্রাম।
  • পাতায় দাগ ও হলুদ মোজাইক রোগ সহনশীল।
  • সবগুলো ফল প্রায় এক সাথে পাকে।
  • জীবনকাল ৬০-৬২ দিন।
  • ফলন ১৭০০-১৯০০ কেজি/হেক্টর।

(৭) বারি মুগ-৮

প্রস্তাবিত লাইনটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত জার্মপ্লাজম হতে সংগ্রহ করে ২০১২ সাল হতে মূল্যায়ন করা হয়। খরিফ-১ মৌসুমে গম ও আমন ধানের মধ্যবর্তী পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে ডাল ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো স্বল্পজীবনকালীন লাইন ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মূল্যায়ন করা হয়।

দীর্ঘদিন পরীক্ষার পর লাইনটি (LM-101) উচ্চফলনশীল ও রোগ সহনশীল হওয়ায় একটি সম্ভাবনাময় লাইন হিসেবে নির্বাচিত হয় এবং জাত হিসেবে মুক্তায়নের জন্য প্রস্তাব করা হয়। পরবর্তীতে এ লাইনটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০১৫ সালে বারি মুগ-৮ হিসেবে অবমুক্ত হয়।

বারি মুগ-৮ এর ফসল ও বারি মুগ-৮ এর দানা
বারি মুগ-৮ এর ফসল ও বারি মুগ-৮ এর দানা
  • গাছের উচ্চতা ৫৫-৬০ সে.মি.।
  • বীজের রং সোনালী ও দানার আকার ছোট।
  • প্রতি ১০০০ বীজের ওজন ৩০-৩২ গ্রাম।
  • সারকোম্পারা ও হলুদ মোজাইক রোগ সহনশীল, সবগুলো ফল প্রায় এক সাথে পাকে।
  • জীবন কাল ৬০-৬২ দিন।
  • দেরিতে বপনযোগ্য।
  • ফলন ১৬০০-১৭০০ কেজি/হেক্টর।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৫০টি ভুট্টার জাত সমূহ

৫০টি ভুট্টার জাত সমূহ

আলোচ্য বিষয়: আজকের এই পোষ্টটিতে বিশেষ গুণ সম্পন্ন ভুট্টার জাত সমূহ, কম্পজিট ভুট্টার জাত সমূহ, হাইব্রিড ভুট্টার জাত সমূহ, বিভিন্ন বেসরকারি বীজ কম্পানী বা প্রতিষ্ঠানের উদ্ভাবিত ভুট্টার জাত সমূহ ইত্যাদি ৫০টি জাতের পরিচিতি সুন্দর সহজবধ্য করে গুছিয়ে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টার করব, ইংশাআল্লাহ। Read
বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসল ও ফসলের জাত

বিরূপ আবহাওয়া-সহিষ্ণু ফসল ও ফসলের জাত

আলোচ্য বিষয়: (১) শৈত্য সহিষ্ণু ফসল (২) খরা সহিষ্ণু ফসল (৩) খরা সহিষ্ণু ধানের জাত (৪) খরা সহিষ্ণু গমের জাত (৫) খরা সহিষ্ণু অন্যান্য ফসলের জাত (৬) লবণাক্ততা সহিষ্ণু ফসল (৭) লবণাক্ততা সহিষ্ণু অন্যান্য ফসলের জাত (৮) লবণাক্ততা সহিষ্ণু আখের জাত (৯) বন্যা বা জলাবদ্ধতা সহিষ্ণু ফসল (১০) জলাবদ্ধতা বা বন্যা সহিষ্ণু অন্যান্য ফসলের জাত Read
কমলা চাষ পদ্ধতি, কোন মাটিতে কমলা ভালো হয়, কমলা গাছের পরিচর্যা

কমলা চাষ পদ্ধতি, কোন মাটিতে কমলা ভালো হয়? কমলা গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: নিম্নে কমলা চাষ পদ্ধতি সহজ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করা হলো- (১) কলমার জাত (২) কমলার চাষের উপযোগী জলবায়ু ও কোন মাটিতে কমলা ভালো হয়? (৩) কমলার বংশবিস্তার (৪) কমলা চাষে জমি তৈরি (৫) কমলা চাষে সার ব্যবস্থাপনা (৬) কমলা গাছের চারা রোপন (৭) কমলা গাছের পরিচর্যা (৮) কমলা গাছের রোগ ও পোকামাকড় দমন (৯) কমলা সংগ্রহ (১০) কমলার ফলন Read
সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম)

সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম)

আলোচ্য বিষয়: নিম্নে উদ্ভাবিত সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম) প্রযুক্তিসমূহের উপর আলোকপাত করা হলো- (১) জৈব বালাইনাশক ভিত্তিক পদ্ধতিতে সাউথ আমেরিকান টমেটো লিফ মাইনার পোকার দমন ব্যবস্থাপনা (২) পান ফসলের ক্ষতিকারক কালো ও সাদা মাছি পোকা দমনের জৈব বালাইনাশক ভিত্তিক পদ্ধতি (৩) আন্তঃফসল এর মাধ্যমে মুগ ফসলের ফুলের থ্রিপস (Flower thrips) এবং ফল ছিদ্রকারী (Pod borer) পোকার দমন ব্যবস্থাপনা (৪) প্রধান সবজি ও মসলা ফসলে ডাইমেথইয়েট, কুইনালফস এবং ফেনিট্রোথিয়নের জন্য অপেক্ষমান (Pre Harvest Interval, PHI) সময় নির্ধারণ (৫) আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফল যেমন আম, পেয়ারা, কমলা ও কুলের মাছি পোকা দমন (৬) আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতির মাধ্যমে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমন (৭) ফলজ ও বনজ বৃক্ষের জায়ান্ট মিলিবাগ দমন ব্যবস্থাপনা (৮) আমের ফুল Read
মরিচের জাত কি কি নাম পরিচিতি ও গাছের বৈশিষ্ট্য (বারোমাসী + শীতকালীন + উন্নতউচ্চ ফলনশীল জাত)

মরিচের জাত কি কি? মরিচের জাতের নাম পরিচিতি ও মরিচ গাছের বৈশিষ্ট্য (বারোমাসী + শীতকালীন + উন্নত/উচ্চ ফলনশীল জাত)

আলোচ্য বিষয়: (১) মরিচের জাত কি কি? (২) মরিচের জাতের নাম পরিচিতি ও উক্ত মরিচ গাছের বৈশিষ্ট্য Read
তিসির জাত ও তিসি চাষের পদ্ধতি

তিসির জাত ও তিসি চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) তিসির জাত পরিচিতি (২) তিসি চাষের পদ্ধতির বর্ণনা Read
মরিচ গাছের রোগের প্রতিকার ও পোকা দমন

মরিচ গাছের রোগের প্রতিকার ও পোকা দমন

আলোচ্য বিষয়: (১) মরিচ গাছের রোগের প্রতিকার ব্যবস্থাপনা (২) মরিচ গাছের পোকা দমন ব্যবস্থাপনা Read
ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি, ভূমিক্ষয় রোধের উপায়

ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি? ভূমিক্ষয় রোধের উপায়

আলোচ্য বিষয়: (১) ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি? (২) ভূমিক্ষয় রোধের উপায় Read
কাউন চাল চাষের পদ্ধতি

কাউন চাল চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) কাউনের চালের জাত সমূহ (২) কাউন চাল চাষের পদ্ধতি Read
কচু চাষ পদ্ধতি পানি কচু চাষ কীভাবে করতে হয় (রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনাসহ)

কচু চাষ পদ্ধতি: পানি কচু চাষ কীভাবে করতে হয়? পানি কচুর ফলন

আলোচ্য বিষয়: (১) পানি কচু কী? (২) পানি কচুর জাতসমূহ (৩) পানি কচু চাষ কীভাবে করতে হয়? কচু চাষ পদ্ধতি (৪) পানি কচুর পোকামাকড় দমন ও এর প্রতিকার (৫) কচুর বিভিন্ন রোগ ও তার দমন ব্যবস্থাপনা Read