মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদান সমূহ কি? দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম

মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার, দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম

হ্যালো ইনফরমেশন বাংলা এর পাঠক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আজকে আমি আলোচনা করব- মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার সমূহ কি? গরু মোটাতাজাকরণ করতে  রাফেজ আঁশযুক্ত খাদ্য এর গুরুত্ব কি? দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম কি? এই ৩টি বিষয় নিয়ে। তো চলুন আলোচনা শুরু করা যাক।

(১) গরু মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার সমূহ

১। কাঁচা ঘাস

গবাদিপশুকে উচ্চমান সম্পন্ন কাঁচা ঘাস ১০-১৫ কেজি খাওয়াতে হবে। এতে গবাদিপশুর পুষ্টি চাহিদা অনেকটাই পূরণ হবে।

২। খড়

গবাদিপশুর পুষ্টি চাহিদা পূরণে ৩ থেকে ৪ কেজি খড় খেতে দিতে হবে।

৩। প্রোটিন সমৃদ্ধ খাদ্য

গবাদিপশুর পুষ্টি চাহিদা পূরণে ১৮%-২০% প্রোটিন সমৃদ্ধ দানাদার খাদ্যের মিশ্রন সরবরাহ করতে হবে। গবাদিপশুর দানাদার খাদ্যের মধ্যে বিভিন্ন প্রকার ডাল জাতীয় শস্যদানা ও শস্যদানার উপজাত রয়েছে যেমন- গমের ভুসি, খৈল, চালের কুঁড়া, ডালের ভুসি ইত্যাদি।

৪। আঁশ জাতীয় খাদ্য

গবাদিপশুর শুষ্ক আঁশ জাতীয় খাদ্যে শতকরা ১০ থেকে ১৫ ভাগ পানি বা জলীয় অংশ থাকে যেমনঃ বিভিন্ন প্রকার খড়। রসালো আঁশ জাতীয় খাদ্যে শতকরা ৭০ থেকে ৮৫ ভাগ পানি বা জলীয় অংশ থাকে যেমনঃ বিভিন্ন গাছের পাতা, মাসকলাই, খেসারী, কাঁচা ঘাস, লতাগুল্ম ইত্যাদি।

৫। ফিড সাপ্লিমেন্ট/প্রিমিক্স

গবাদিপশুর ফিড সাপ্লিমেন্ট ভিটামিন মিনারেল প্রিমিক্স, এমানো এসিড, অর্গানিক এসিড, এনজাইম ইত্যাদি।

৬। খনিজ উপাদান

গবাদিপশুর খাদ্যের খনিজ উপাদান হচ্ছে লবন, রক সল্ট, লাইমস্টোন, মনো-ক্যালসিয়াম ফসফেট, ডাই-ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি।

(২) গরু মোটাতাজাকরণ গরুর রাফেজ আঁশযুক্ত খাদ্য এর গুরুত্ব

মোটাতাজাকরণ গরুকে তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রাফেজ বা আঁশযুক্ত খাদ্য অবশ্যই দিতে হবে।

পড়ুন
গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার ইউ এম এস

কিছু কিছু খামারি মনে করে খর, বিছালি বা কাচা ঘাস কম খাইয়ে দানাদার খাবার বেশি খাইয়ে গরুকে দ্রুত মোটাতাজাকরণ করা সম্ভব। কিন্তু আসলে তা সঠিক নয়। কখনো কখনো প্রচুর ঔষধ -পত্র প্রয়োগ করে হয়তো সম্ভব কিন্তু এতে উৎপাদন খরচ অনেক বেশি পড়ে।

গরুর চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী কে ইংরেজিতে রুমেন বলা হয়। আর এধরনের প্রাণীদের বলা হয় রুমিনান্ট। সকল রুমিনান্টস তথা গরুর রুমেন তৈরিই হয়েছে আঁশ বা রাফেজ জাতীয় খাদ্যের জন্য। গরু বা ছাগল পর্যাপ্ত আঁশ জাতীয় খাবার না খেলে রুমেনে হজমে সমস্যা হয়।

গরু মোটাতাজাকরণ খাদ্যতে পর্যাপ্ত ফাইবার বা আঁশের অভাব থাকলে নিম্নোক্ত সমস্যার সৃষ্টি হয়। যেমন-

  • পেটে এসিডিটি তৈরি হয়।
  • হজম ক্ষমতা কমে যায়।
  • খাদ্যে অরুচি দেখা দেয়।
  • গরুর উৎপাদন কমে যায়।
  • ষাড় গরু মোটাতাজা করার নিয়ম

ষাড় গরু মোটাতাজা করার জন্য যা যা করতে হবে। তা হলো-

  • ২ বছর বয়সের ষাড় গরু ক্রয় করতে হবে।
  • গরুর জন্য আরামদায়ক বাসস্থান তৈরি করতে হবে। যে কানে আলো ও বাতাস চলাচলের উত্তম ব্যবস্থা থাকবে।
  • গরুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে।
  • গরুকে প্রতিদিন শলীর মেজে গোসল করাতে হবে।
  • গরুকে স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ প্রদান করা থেকে বিরত ধাকতে হবে।

(৩) দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার

দানাদার খাদ্যে ইউরিয়া ব্যবহার করে খাদ্যের প্রোটিন মান বৃদ্ধি করা যায়।

১০০ কেজি দৈহিক ওজনের গবাদিপশুর ইউরিয়া মিশ্রিত খাদ্য তালিকা, উপকরণ ও পরিমান। যেমন-

  • ধানের শুকনো খড় = ২ কেজি
  • সবুজ ঘাস = ২ কেজি (ঘাস না থাকলে ৪ কেজি খড় ব্যবহার করতে হবে)
  • দানদার খাদ্য মিশ্রন = ১.২-২.৫ কেজি
  • ইউরিয়া = ৩৫ গ্রাম
  • চিটাগুড়া বা রাব বা লালি = ২০০-৪০০ গ্রাম
  • লবণ = ২৫ গ্রাম

দানাদার খাদ্যের সাথে লবন, ইউরিয়া, চিটাগুড়, ধানের খড়, কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে এক সঙ্গে মিশিয়ে দিনে ২ বার এই গরু মোটাতাজাকরণ খাদ্য খাওয়াতে হবে।

পড়ুন
মােটাতাজাকরণ গরু পালন প্রশিক্ষণ, গরু পালনের পদ্ধতি ও গরু পালনের নিয়ম

আজ এখানেই শেষ করছি, খামারিয়ান ক্লাবে আবারও আলোচনা করব অন্য কোন বিষয় নিয়ে, শেষ অবধি পড়ার অসংখ্য ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গাভী গরুর বাসস্থান

গাভী গরুর বাসস্থান

আলোচ্য বিষয়: (১) গরুর বাসস্থান বা আবাসস্থল তৈরির উদ্দেশ্য (২) গাভী গরুর বাসস্থান কোথায় নির্মাণ করা উচিত? (৩) গাভী গরুর বাসস্থান কেমন হওয়া উচিত? (৪) একটি গরুর জন্য কতটুকু জায়গা প্রয়োজন? গরুর খাবার পাত্রের মাপ
গবাদি পশুর রোগ ও চিকিৎসা

গবাদি পশুর রোগ ও চিকিৎসা

আলোচ্য বিষয়: নিম্নে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদিপশুর রোগ ও চিকিৎসা, রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায় সমূহ বর্ণনা করা হলো- ক) ক্ষুরারোগ খ) পিপিআর রোগ গ) তড়কা রোগ বা অ্যানথ্রাক্স ঘ) বাদলা রোগ ঙ) ওলান পাকা রোগ চ) ইউরিয়া ও এর বিষক্রিয়া ছ) পেট ফাঁপা বা ব্লোট জ) কৃমি
ডেইরি খামার করার জন্য জায়গা নির্বাচন করবেন কিভাবে, ১০টি ডেইরি ফার্ম করার নিয়ম

ডেইরি খামার করার জন্য জায়গা নির্বাচন করবেন কিভাবে? ১০টি ডেইরি ফার্ম করার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ডেইরি খামার কি? (২) কীভাবে ডেইরি খামার এর জন্য সঠিক স্থান নির্ধারণ করবেন? (২) ডেইরি খামারে গরুর বাসস্থানের ধরণসমূহ (৩) লক্ষ্যনীয় বিষয়ঃ কিভাবে পশু রাখা যাবে?
গাভী গরম না হওয়ার কারণ ১৬টিঃ বকনা গরু হিটে না আসার কারণ কি, গরু ডাকে না আসার কারন কি

গাভী গরম না হওয়ার কারণ ১৬টিঃ বকনা গরু হিটে না আসার কারণ কি? গরু ডাকে না আসার কারন কি?

আলোচ্য বিষয়: (১) বকনা গরু হিটে না আসার/গরু ডাকে না আসার কারন ১৬টি (২) গাভী গরম না হওয়ার রোগ ব্যাধি সংক্রান্ত কারণ (৩) গাভী গরম না হওয়ার পরিবেশ সংক্রান্ত কারণ (৪) গাভী হিটে না আসার পুষ্টির অভাব সংক্রান্ত কারণ
গরু মোটাতাজাকরণ স্বাস্থ্য পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা

গরু মোটাতাজাকরণ স্বাস্থ্য পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণের সুবিধা সমূহ (২) মোটাতাজাকরণ গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনা (৩) মোটাতাজাকরণ গরুর পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা (৪) প্রাণিকে সবুজ/কাঁচা ঘাস ও দানাদার খাদ্য খাওয়ানোর পরিমান
গরুর ঘর নির্মাণ এর ২২টি নিয়ম (gorur ghor nirman)

গরুর ঘর নির্মাণ এর ২২টি নিয়ম (gorur ghor nirman)

আলোচ্য বিষয়: (১) গরুর ঘর নির্মাণের মূল নীতি (২) গরুর ঘর নির্মাণ এর ২২টি নিয়ম
উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

আলোচ্য বিষয়: ❖ উন্নত জাতের গাভী কোথায় পাওয়া যায়? ❖ প্রাথমিক প্রয়োজন ❖ বাছাই প্রক্রিয়া ❖ স্থান নির্বাচন ❖ খাবার সরবরাহ ❖ দৈনিক সুষম খাদ্যতালিকা ❖ গাভীর পরিচর্যা ❖ বাছুরের পরিচর্যা ❖ পশুর স্বাস্থ্য পরিচর্যা ❖ আয়-ব্যয়
উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য (২) উন্নত জাতের গাভী পালনের জ্ঞান অর্জন করতে নিকটবর্তী কোন বাণিজ্যিক ডেইরি খামার পরিদর্শন
ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা, গরুকে খাবার দেওয়ার নিয়ম ও ঘাস খাওয়ানোর উপকারিতা

ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা, গরুকে খাবার দেওয়ার নিয়ম ও ঘাস খাওয়ানোর উপকারিতা

আলোচ্য বিষয়: (১) গরুকে খাবার দেওয়ার নিয়ম বা গরুকে খাবার খাওয়ানোর নিয়ম (২) গরু ছাগল বা গবাদিপশুকে ঘাস খাওয়ানোর উপকারিতা (৩) ১০০ কেজি দৈহিক ওজনের গরুর খাদ্য তালিকা (৪) ১৫০ কেজি ওজনের গরুর খাদ্য তালিকা (৫) ১৫০-২০০ কেজি ওজনের গরুর খাদ্য তালিকা (৬) গরুর দানাদার খাদ্য তৈরির তালিকা (৭) ওজন অনুযায়ী গরুর খাদ্যের পরিমাণ (৮) গরু মোটাতাজাকরণ খাদ্য সরবরাহ পদ্ধতি (৯) গরুকে পানি ও খাদ্য খাওয়ানোর পদ্ধতি
সাইলেজ কি, সাইলেজ তৈরির পদ্ধতি বা কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি

সাইলেজ কি? সাইলেজ তৈরির পদ্ধতি বা কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) সাইলেজ কি? কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি (২) সাইলেজ তৈরির পদ্ধতি