রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উভয়ের মধ্য পার্থক্য সমূহ

রাশি কাকে বলে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে

আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হহলো- রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? এছাড়া ভেক্টরের লব্ধি, নাল ভেক্টর এবং একক ভেক্টর নিয়েও জানার চেষ্টা করব।

(১) রাশি কাকে বলে? বা রাশি কি?

সাধারণত পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাই রাশি।

রাশি সাধারণত দুই প্রকার। যথা-

  1. স্কেলার বা অদিক রাশি
  2. ভেক্টর বা দিক রাশি

(২) স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে?

স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে, উভয়ের মধ্য পার্থক্য সমূহ

আমরা রাশির দুইটা প্রকার জানলাম। এখন সেগুলোর সংজ্ঞা শিখার চেষ্টা করব।

ক) স্কেলার রাশি

যে রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা যায় হয় অর্থাৎ যে রাশির পরিমাপ করার জন্য বাজে রাশিতে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানি যথেষ্ট তাকে স্কেলার রাশি বলে।

যেমন- দূরত্ব, দ্রুতি বিভব স্কেলার ইত্যাদি। 

খ) ভেক্টর রাশি

যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয় অর্থাৎ যে রাশিকে পরিমাপ করার জন্য বা যে রাশি কে ঠিক মত প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। 

যেমন- ভরবেগ, বেগ, সরণ,  বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, পৃষ্ঠটান, মহাকর্ষীয় বল ইত্যাদি সবই ভেক্টর রাশি।

(৩) স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য

স্কেলার রাশি ভেক্টর রাশি
১। যে সকল রাশির মান আছে দিক নাই তাদেরকে স্কেলার রাশি বলে। ১। যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে।
২। উদাহরণ- দৈঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি সময় ইত্যাদি স্কেলার রাশি। ২। উদাহরন- সরণ ওজন বেগ ত্বরণ বল টর্ক ইত্যাদি।
৩। মান আছে কিন্তু দিক নাই। ৩। মান ও দিক উভয়ই আছে।
৪। যোগ, বিয়োগ, গুন, ভাগ স্বাভাবিক নিয়মে করা যায় ৪। যোগ, বিয়োগ, গুন, ভাগ স্বাভাবিক নিয়মে করা যায় না
৫। কমপক্ষে একটি রাশির মান শুন্য না হলে গুনফল শৃন্য হতে পারেনা। ৫। কোন রাশির মান শৃন্য না হলেও গুনফল শৃন্য হতে পারে।
৬। দুটি স্কেলার রাশির গুনফল সর্বদা একটি স্কেলার রাশি হয় ৬। দুটি ভেক্টর রাশির সুবিধাজনক গুনফল স্কেলার রাশি বা ভেক্টর রাশি হতে পারে।

(৩) সম্পর্কিত আরও কিছু সংজ্ঞা

লব্ধি: দুই বা ততোধিক এক জাতীয় ভেক্টর যোগ করে একটি নতুন ভেক্টর পাওয়া যায়, একে লব্ধি বলে।

সর্বোচ্চ লব্ধি: দুটি ভেক্টর (ধরি,P এবং Q) যখন একই সরলরেখা বরাবর পরস্পর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির (R) মান সর্বোচ্চ এবং এই মান ভেক্টর রাশি দুটির যোগফলের সমান অর্থাৎ (R = P + Q)।

সর্বনিম্ন লব্ধি: দুটি ভেক্টর (P এবং Q) বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির(R) মান সর্বনিম্ন হয় অর্থাৎ (R = P – Q)।

শূন্য বা নাল ভেক্টর: যে ভেক্টরের মান শূণ্য তাকে শূন্য (0) ভেক্টর বা নাল (Null) ভেক্টর বলে।

একক ভেক্টর: কোনো ভেক্টর কে ঐ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকেই একক ভেক্টর বলে।

আজ এ পর্যন্তই। আর্টিকেলটিতে আরও কিছু যোগ করতে হলে কমেন্টে আমাদের জানান। আমরা দ্রুতই আর্টিকেলটি আপডেট করার চেষ্টা করব। আর আর্টিকেলটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পদার্থ কাকে বলে, পদার্থের অবস্থাঃ কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ কাকে বলে

পদার্থ কাকে বলে? পদার্থের অবস্থাঃ কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) পদার্থ কাকে বলে? (২) পদার্থের বৈশিষ্ট্য (৩) পদার্থের অবস্থা কয়টি ও কি কি? (৪) পদার্থ কত প্রকার ও কি কি? (৫) পদার্থের অবস্থার পরিবর্তন (৬) প্রায় জিঙ্গাসিক কিছু প্রশ্ন (৭) বিভিন্ন পদার্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
চুম্বক কি, চুম্বকত্ব কাকে বলে, চুম্বকের প্রকারভেদ ও ধর্ম

চুম্বক কি? চুম্বকত্ব কাকে বলে? চুম্বকের প্রকারভেদ ও ধর্ম

আলোচ্য বিষয়: (১) চুম্বক কাকে বলে? চুম্বক কি? (২) চুম্বকত্ব কী? চুম্বকত্ব কাকে বলে? (৩) চুম্বকের ধর্ম (৪) চুম্বক কত প্রকার ও কি কি? (৫) প্রাকৃতিক চুম্বক কি? (৬) কৃত্রিম চুম্বক কি? (৭) চৌম্বক পদার্থ কি বা কাকে বলে? (৮) চৌম্বক পদার্থ কত প্রকার ও কি কি? (৯) অচৌম্বক পদার্থ কাকে বলে? (১০) চুম্বকের প্রয়োগ (১১) তড়িৎ চুম্বক কি? তড়িৎ-চুম্বকে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন? (১২) চুম্বক বলরেখা কি? চুম্বক বলরেখার ধর্ম লেখ (১৩) চৌম্বক নিয়ে আরও বিভিন্ন প্রশ্ন ও উত্তর প্রশ্ন: চৌম্বক মেরু কাকে বলে? প্রশ্ন: উপমেরু কাকে বলে? প্রশ্ন: পোলারিটি কাকে বলে? প্রশ্ন: চৌম্বক আবেশ কাকে বলে? প্রশ্ন: চৌম্বক বিভব কাকে বলে? প্রশ্ন: চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে? প্রশ্ন: কুরী বিন্দু বা তাপমাত্রা কাকে বলে? প্রশ্ন: সলিনয়েড কাকে বলে? প্রশ্ন: চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া কাকে বলে? প্রশ্ন: পৃথিবী একটি বিরাট চুম্বক প্রমান কর? প্রশ্ন: ডায়া, প্যারা ও ফেরো চুম্বকের মাঝে পার্থক্য কি কি? প্রশ্ন: কোন বস্তুকে চুম্বকে পরিণত করা হলে এর ভর ও আয়তনের কোন পরিবর্তন হয় না কেন? প্রশ্ন: চুম্বক আকর্ষন ও মহাকর্ষ আকর্ষনের মধ্যে পার্থক্য কী কী? (১৪) আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কত প্রকার ও কি কি, তরঙ্গের বৈশিষ্ট্য

তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কত প্রকার ও কি কি? তরঙ্গের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কি? (২) তরঙ্গ কত প্রকার ও কী কী? (৩) অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি কি? (৪) তরঙ্গের বৈশিষ্ট্য কি কি? (৫) তরঙ্গ মাধ্যম (৬) তরঙ্গ সৃষ্টির কারণ (৭) তরঙ্গ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর ক) তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খ) পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? গ) তরঙ্গ বেগ কাকে বলে? ঘ) তরঙ্গের দশা কাকে বলে? ঙ) তরঙ্গমুখ কাকে বলে? চ) স্থির তরঙ্গ কাকে বলে? ছ) যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? জ) তাপ তরঙ্গ কি? ঝ) তরঙ্গের দ্রুতি কাকে বলে? ঞ) লম্বিক তরঙ্গ কাকে বলে? ট) তরঙ্গস্থিত কোনো বিন্দুর দশা বলতে কি বুঝায়? ঠ) কোন তরঙ্গের কম্পাঙ্ক 1000Hz বলতে কি বুঝায়?
লোহা কি, লোহার বৈশিষ্ট্য ও রাসায়নিক ধর্ম

লোহা কি? লোহার বৈশিষ্ট্য ও রাসায়নিক ধর্ম

আলোচ্য বিষয়: (১) লোহা কি (২) লোহার বৈশিষ্ট্য (৩) লোহার রাসায়নিক ধর্ম (৪) লোহার ব্যবহার
বল কাকে বলে, বল কত প্রকার ও কি কি

বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) বল কাকে বলে? (২) বলের বৈশিষ্ট্য (৩) বলের একক (৪) বলের মাত্রা (৫) বলের প্রকারভেদ
রাশি কাকে বলে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে

রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উভয়ের মধ্য পার্থক্য সমূহ

আলোচ্য বিষয়: (১) রাশি কাকে বলে? বা রাশি কি? (২) স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? (৩) স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য (৩) সম্পর্কিত আরও কিছু সংজ্ঞা