রেখা কাকে বলে?

রেখা কাকে বলে

(১) রেখা কাকে বলে?

রেখা কাকে বলে: যার অসীম দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ, বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (Line) বলা হয়। এক্ষেত্রে অসীম দৈর্ঘ্য বলতে বুঝায়, রেখার দৈর্ঘ্য দুইদিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। ফলে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না

এক্ষেত্রে অসীম দৈর্ঘ্য বলতে বুঝায়, রেখার দৈর্ঘ্য দুইদিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। ফলে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। এটি সোজা সুজি ভাবে দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান হয়। রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না। তাই রেখাকে ইচ্ছামত উভয় দিক বরাবর বাড়ানো যায়।

(২) রেখার প্রকারভেদ

রেখা প্রধানত দুই প্রকার হয়ে থাকে। যথা-

  1. সরলরেখা (Straight Line) ও
  2. বক্ররেখা (Curved Line)।

ক) সরলরেখা (Straight Line)

সরলরেখা: কোন একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে রেখাটি যদি কোন প্রকার দিকের পরিবর্তন না করে, তবে তাকে সরলরেখা (Straight Line) বলা হয়।

সরল রেখা

খ) বক্ররেখা (Curved Line)

বক্ররেখা: যে রেখাটি একটি বিন্দু থেকে অন্য কোন বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয়, তখন তাকে বক্ররেখা (Curved Line) বলে।

বক্র রেখা

(৩) সমান্তরাল রেখা কাকে বলে?

সমান্তরাল রেখা: দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।

সমান্তরাল রেখা
  • দুইটি সমান্তরাল সরলরেখার কোন সাধারণ বিন্দু নেই।
  • যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল।
  • দুই বা ততোধিক সরলরেখা একটি সরলরেখার উপর লম্ব হলে, তারা অপরটির উপরও লম্ব।
  • দুটি সমান্তরাল রেখা কখনোই মিলিত হয় না। মিলিত হলে তাদের সমান্তরাল রেখাই বলা হবে না।
  • দুটি সমান্তরাল রেখা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে।
  • দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল।

(৪) রেখার ব্যবহার

রেখা ব্যবহার করে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার তৈরি করা যায়। যেমন: সরলরেখার মাধ্যমে ত্রিভুজ, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি তৈরি করা যায়। আবার বক্ররেখা ব্যবহার করে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ইত্যাদি তৈরি করা যায়।

চিত্রকলাতেও রেখার বহুল ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের রেখার মাধ্যমে শিল্পীরা তাদের নিজস্ব রেখাচিত্র তৈরি করেন।

(৫) রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য

রেখা ও রেখাংশের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান আছে, যা নিম্নে আলোচনা করা হলো-

ক্রমিকরেখারেখাংশ
০১রেখার কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে।
০২রেখার প্রান্তবিন্দু থাকে না।রেখাতে দুইটি প্রান্তবিন্দু আছে।
০৩যেকোনো সমতলে রেখা দুইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত।কোনো সমতলে রেখাংশ অসসীম পর্যন্ত বিস্তৃত নয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রক্ত কি কাকে বলে রক্তের প্রকারভেদ ও কাজ সম্পর্কে বিস্তারিত

রক্ত কি? কাকে বলে? রক্তের প্রকারভেদ ও কাজ সম্পর্কে বিস্তারিত

রক্ত কি? কাকে বলে? রক্তের প্রকারভেদ ও কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। জীবনীশক্তির মূল হচ্ছে রক্ত। রক্তনালির ভেতর দিয়ে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। রক্ত কোষে অক্সিজেন ও খাদ্য উপাদান সরবরাহ করে। আর এ কারণেই দেহের সব কোষ সজীব এবং সক্রিয় থাকে। তাই আমাদের জন্য রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। চলুন তাহলে রক্ত কি এবং রক্তের প্রকারভেদ ও কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নেই– (১) রক্ত কি? কাকে বলে? রক্ত হলো একটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। একে তরল যোজক কলাও বলা হয়। যা হৃদপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী এবং কৌশিকনালী পথে আবর্তিত হয়। প্রাণীদেহে রক্ত সংবহন প্রাণীদেহে সংবহনতন্ত্র দু ধরণের। যথা– রক্ত সংবহনতন্ত্র লসিকা সংবহনতন্ত্র (২) রক্ত সংবহনতন্ত্র যে তত্ত্বের মাধ্যমে, রক্ত সব সময় দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে চলাচল করে, তাকে Read
সমাজ বিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের জনক কে

সমাজ বিজ্ঞান কাকে বলে? সমাজবিজ্ঞানের জনক কে?

আলোচ্য বিষয়: (১) সমাজ বিজ্ঞান কাকে বলে? (২) সমাজবিজ্ঞানের জনক কে? Read
informationbangla.com default featured image compressed

কোষ কি? কোষের প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) কোষ কি? (২) নিউক্লিয়াসের গঠন এর ভিত্তিতে: কোষের প্রকারভেদ (৩) ক্রোমোসোমের ভিত্তিতে: কোষের প্রকারভেদ Read
Letter কাকে বলে, Letter কত প্রকার ও কি কি

Letter কাকে বলে? Letter কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) Letter কাকে বলে? (২) Letter এর প্রকারভেদ Read
তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কত প্রকার ও কি কি, তরঙ্গের বৈশিষ্ট্য

তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কত প্রকার ও কি কি? তরঙ্গের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কি? (২) তরঙ্গ কত প্রকার ও কী কী? (৩) অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি কি? (৪) তরঙ্গের বৈশিষ্ট্য কি কি? (৫) তরঙ্গ মাধ্যম (৬) তরঙ্গ সৃষ্টির কারণ (৭) তরঙ্গ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর ক) তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খ) পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? গ) তরঙ্গ বেগ কাকে বলে? ঘ) তরঙ্গের দশা কাকে বলে? ঙ) তরঙ্গমুখ কাকে বলে? চ) স্থির তরঙ্গ কাকে বলে? ছ) যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? জ) তাপ তরঙ্গ কি? ঝ) তরঙ্গের দ্রুতি কাকে বলে? ঞ) লম্বিক তরঙ্গ কাকে বলে? ট) তরঙ্গস্থিত কোনো বিন্দুর দশা বলতে কি বুঝায়? ঠ) কোন তরঙ্গের কম্পাঙ্ক 1000Hz বলতে কি বুঝায়? Read
informationbangla.com default featured image compressed

সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) সমাস কাকে বলে? (২) সমাসের প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
informationbangla.com default featured image compressed

১৫+ বিজ্ঞানের কিছু বেসিক প্রশ্ন ও তার উত্তর

বিজ্ঞান আমাদের চারপাশের বিশ্বকে বোঝার এবং জীবনকে আরও সহজ ও উন্নত করার চাবিকাঠি। দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্ন, যেমন প্রকৃতির নিয়ম, পদার্থের গঠন, বা শক্তির রূপান্তর, বিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা করা সম্ভব। এই ব্লগে আমরা বিজ্ঞানের ১৫টিরও বেশি মৌলিক প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা শিক্ষার্থী থেকে শুরু করে বিজ্ঞানে আগ্রহী সকলের জন্য সহজবোধ্য এবং তথ্যবহুল হবে। 🧬 জীব বিজ্ঞান ১. প্রশ্ন: জীবজগৎ কত রাজ্যে বিভক্ত? উত্তর: সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসের (১৭০৭-১৭৭৮) সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। এগুলো হলো- উদ্ভিদজগৎ প্রাণী জগৎ বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে বর্তমান সময়ে কোষের ডিএনএ (DNA) এবং আরএনএ (RNA) এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ১৯৬৯ সালে আর. এইচ. Read
সালোকসংশ্লেষণ কাকে বলে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া

সালোকসংশ্লেষণ কাকে বলে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া

আলোচ্য বিষয়: নিম্নে সালোকসংশ্লেষণ কাকে বলে ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- (১) সালোকসংশ্লেষণ কাকে বলে? (২) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ (৩) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া (৪) সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা (৫) সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা (৬) সালোকসংশ্লেষণের প্রভাবক (৭) জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব Read
মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস কি কি

মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস কি কি?

আলোচ্য বিষয়: (১) মূল্যবোধ কি বা মূল্যবোধ কাকে বলে? (২) মূল্যবোধের বৈশিষ্ট্য (৩) মূল্যবোধের প্রকারভেদ (৪) মূল্যবোধের উৎস ও বিকাশ (৫) মূল্যবোধের ভিত্তি বা উপাদান (৬) মূল্যবোধ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর Read
বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণী বিভাগ করো

বাক্য কাকে বলে? বাক্যের শ্রেণীবিভাগ করো

আলোচ্য বিষয়: (১) বাক্য কাকে বলে? (২) গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৩) অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৪) বাক্যের গঠন (৫) বাক্যের গুরুত্ব Read