সমাজ বিজ্ঞান কাকে বলে? সমাজবিজ্ঞানের জনক কে?

সমাজ বিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের জনক কে

(১) সমাজ বিজ্ঞান কাকে বলে?

সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো Sociology। এটি ল্যাটিন শব্দ Socious এবং logos থেকে এসেছে। Socious শব্দটির অর্থ হলো সমাজ (Society), আর logos অর্থ বিজ্ঞান (Science). সুতরাং Sociology শব্দটির অর্থ হলো সমাজের বিজ্ঞান।

আমাদের চারপাশে যা কিছু আছে, তাদের সমষ্টিগতভাবে থাকাকে সমাজ বলে। আর এই সমাজ নিয়ে বিশেষ জ্ঞান বিজ্ঞান কে সমাজবিজ্ঞান বলা হয়।

সমাজ বিজ্ঞান হলো মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এখানে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজের মতে, “সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের আলোচনা।”

Hob House বলেন, “The subject matter of sociology is the interaction of human mind.”

N.L. Word এর মতে, “সমাজবিজ্ঞান হলো সামাজের বিজ্ঞান এবং অগ্রগতির সামাজিক প্রেক্ষাপট।”

(২) সমাজবিজ্ঞানের জনক কে?

অগাস্ট কোঁৎ কে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি একজন ফরাসী দার্শনিক ছিলেন। তাকে সমাজ বিজ্ঞানের পিতা বলা হয়। ১৮৩৮ সালে সর্বপ্রথম তিনি সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। তবে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি বা প্রাচীন জনক মনে করা হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার এবং কি কি

প্রকৃতি কাকে বলে? প্রকৃতি কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) প্রকৃতি কাকে বলে? (২) প্রকৃতির প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
মানবাধিকার কি, মানবাধিকার দিবস কবে পালিত হয়

মানবাধিকার কি? মানবাধিকার দিবস কবে পালিত হয়?

আলোচ্য বিষয়: (১) মানবাধিকার কি? (২) মানবাধিকার দিবস কবে পালিত হয়? Read
বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণী বিভাগ করো

বাক্য কাকে বলে? বাক্যের শ্রেণীবিভাগ করো

আলোচ্য বিষয়: (১) বাক্য কাকে বলে? (২) গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৩) অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৪) বাক্যের গঠন (৫) বাক্যের গুরুত্ব Read
উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, মৌলিক উৎপাদক কাকে বলে

উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? মৌলিক উৎপাদক কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? (২) মৌলিক উৎপাদক কাকে বলে? Read
informationbangla.com default featured image compressed

সাধু ভাষা/রীতি কি বা কাকে বলে? সাধু ভাষা/রীতির বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: আজকে এই আর্টিকেলটি থেকে আমার জানব- সাধু ভাষা/রীতি কি বা কাকে বলে? সাধু ভাষা/রীতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। Read
বল কাকে বলে, বল কত প্রকার ও কি কি

বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) বল কাকে বলে? (২) বলের বৈশিষ্ট্য (৩) বলের একক (৪) বলের মাত্রা (৫) বলের প্রকারভেদ Read
ধ্বনি কাকে বলে, ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

ধ্বনি কাকে বলে? ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) ধ্বনি কাকে বলে? (২) ধ্বনির প্রকারভেদ/শ্রেণীবিভাগ ক) স্বর ধ্বনি কাকে বলে? স্বরধ্বনির প্রকারভেদ খ) ব্যাঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ Read
informationbangla.com default featured image compressed

১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান (English + বাংলা)

ছোট থেকেই আমরা ইংরেজি বানান মুখস্থ করে আসছি। কিন্তু দিন দিন বয়স বাড়ার সাথে সাথে আমরা এসকল বানান ভুলে যাচ্ছি। অনেকেই আবার সন্তানকে পড়ানোর সময় এক দুটো বানান ভুল করে ফেলে। তাছাড়া ছেলেমেয়েদের সঠিক বানান শিখানোর জন্য ইংরেজি বানান গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে ১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান (English + বাংলা) নির্ভুলভাবে দিয়ে দেওয়া আছে। তাছাড়া আপনারা যারা ১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান (English + বাংলা) জানেন না, তারা আজকেই সঠিক বানান দেখে নিন। এছাড়াও ডিজিটাল এ যুগে একটি স্মার্টফোন হাতে থাকলেই, গুগলে সার্চ করে নির্ভুল বানান দেখতে পারবেন। এতে করে সবাই নির্ভুল বানান শেখার সুবিধা পাবে। তাহলে আর দেরি না করে চলুন 1 থেকে 100 পর্যন্ত বাংলা ও ইংরেজি বানান শিখে নেই। ১ থেকে ১০০ Read
informationbangla.com default featured image compressed

সাইন্স/বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের শাখা

আলোচ্য বিষয়: (১) সাইন্স/বিজ্ঞান কাকে বলে? (২) বিজ্ঞানের শাখা Read
স্বাভাবিক সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যার উৎপত্তি

স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যার উৎপত্তি

আজ আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা কাকে বলে এবং এর উৎপত্তি সম্পর্কে জানার চেষ্টা করব। (১) স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল  পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। অন্যভাবে বলতে গেলে সকল গণনার যোগ্য সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা বলে। যেমনঃ 1,2,3,4…N স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম মান 1 এবং এর সেট কে N দ্বারা প্রকাশ করা হয়। (২) স্বাভাবিক সংখ্যার উৎপত্তি প্রাচীনকালে গণনা কার্য এবং হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়। যেমনঃ ৫টি কমলা কোন প্রতিযোগিতায় ১ম, ২য় স্থান এরকম হিসাব নিকাশের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়। অর্থ্যাৎ, মানুষ যখন প্রথমবারের মতো গণনা শুরু করেছিল— একটা, দুইটা, তিনটা… সেখান থেকেই স্বাভাবিক সংখ্যার উৎপত্তি। প্রাচীনকালে মানুষ শিকার, গৃহপালিত পশু, ফসল বা জিনিসপত্রের সংখ্যা গণনার প্রয়োজনীয়তা Read