সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কত প্রকার ও কি কি?

informationbangla.com default featured image compressed

আজ আমরা সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। সর্বনাম পদ কাকে বলে? কত প্রকার ও কি কি? নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

(১) সর্বনাম পদ কাকে বলে?

সর্বনাম অর্থ হচ্ছে সর্বের নাম। সাধারণ অর্থ হচ্ছে সবার নাম। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। যেমন – আমি, সে, তাঁরা, এ, এই,ইহারা ইত্যাদি।

(২) সর্বনাম পদের প্রকারভেদ/শ্রেণীবিভাগ

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হলো–

১. ব্যক্তিবাচক বা পুরুষবাচকঃ যে সকল সর্বনাম ব্যক্তিবিশেষের বা ব্যক্তিসমূহের নির্দেশ করে বা এদের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদেরকে ব্যক্তিবাচক সর্বনাম বলা হয়।একে পুরুষবাচক সর্বনামও বলা হয়। যেমন– আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা,তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।

২. আত্মবাচক সর্বনামঃ যে সকল সর্বনামের কর্তা নিজেই কর্মের অধীনে চলে যায়, তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন – স্বয়ং, নিজে, খোদ, আপনি ইত্যাদি।

৩. সামীপ্যবাচক সর্বনামঃ সামীপ্য নির্দেশবাচক প্রচ্ছন্ন নির্দেশ বহন করে এবং নৈকট্য প্রকাশ করে। যেমন– এ, এই,এরা, ইহারা,ইনি ইত্যাদি।

৪. দূরত্ববাচকঃ দূরত্ব বুঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে দূরত্ববাচক সর্বনাম বলে। যেমন– ঐ, ঐসব ইত্যাদি।

৫. সাকুল্যবাচকঃ যেসকল সর্বনাম দ্বারা সমষ্টিগত ভাব প্রকাশ পায়, তাকে সাকুল্যবাচক সর্বনাম বলে। যেমন– সব, সকল, সমুদয়, তাবৎ ইত্যাদি।

৬. প্রশ্নবাচকঃ যেসকল সর্বনাম দ্বারা বক্তার প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ পায়, তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন– কে,কি,কী,কোন,কাহার,কার,কিসে? ইত্যাদি।

৭. অনির্দিষ্টতাজ্ঞাপকঃ যে সকল সর্বনাম দ্বারা অনির্দিষ্ট দিককে নির্দেশ করে, তাকে অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম বলে। যেমন– কোন, কেহ, কেউ, কিছু ইত্যাদি।

৮. অন্যদিবাচকঃ যে সকল সর্বনাম দ্বারা অন্য, অপর, ভিন্ন, অন্যপ্রকার, অধিক ইত্যাদি নির্দেশ করে তাকে অন্যদিবাচক সর্বনাম বলে। যেমন – অন্য, পর, অপর ইত্যাদি।

৯. সংযোগজ্ঞাপক/ সাপেক্ষঃ যে সকল সর্বনাম দ্বারা একটি বাক্যের সাপেক্ষে অন্য বাক্যকে যুক্ত করা হয়, তাকে সংযোগজ্ঞাপক বা সাপেক্ষ সর্বনাম বলে। যেমন– যে, যিনি,যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।

১০. ব্যতিহারিকঃ আপনা, আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।

তাহলে আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাইন্স বা বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞানের শাখা

সাইন্স/বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের শাখা

আলোচ্য বিষয়: (১) সাইন্স/বিজ্ঞান কাকে বলে? (২) বিজ্ঞানের শাখা Read
ফাংশন কাকে বলে, ফাংশনের চিত্রসহ বর্ণনা

ফাংশন কাকে বলে? ফাংশনের চিত্রসহ বর্ণনা

আলোচ্য বিষয়: (১) ফাংশন কাকে বলে? ফাংশনের চিত্র (২) ডোমেন ও রেঞ্জ কাকে বলে? চিত্রসহ বর্ণনা Read
সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ ও প্রকারভেদ

সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি/বেজ ও প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) সংখ্যা পদ্ধতি কি? (২) সংখ্যা পদ্ধতির ভিত্তি/বেজ (৩) সংখ্যা পদ্ধতির প্রকারভেদ Read
informationbangla.com default featured image compressed

অনলাইনে জিআরই (GRE) প্রিপারেশনের জন্য সেরা ১০টি ওয়েবসাইট

কারো জীবনে সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল শিক্ষা। প্রয়োজনের সময়, এটি আপনাকে কেবলমাত্র বৌদ্ধিকভাবেই নয়, আর্থিকভাবেও আপনাকে সাহায্য করে।আপনি যখন ইনঞ্জিনিয়ারিং, ব্যবসা, আইন বা অন্য কোনও গ্রেড স্কুলের জন্য আবেদন করার পরিকল্পনা করছেন তখন জিআরই পরীক্ষা আপনাকে সাহায্য করতে পারে। আপনি কোন স্কুলে ভর্তি হতে চান, তার জন্য কেমন স্কোর প্রয়োজন এগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যেহেতু আপনি আপনার পছন্দের স্কুলের জন্য কোন সেকশনে কেমন স্কোর দরকার তা দেখে আবেদন করতে পারবেন, সেহেতু আপনার পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেকাংশেই আপনার জন্য সহজ হয়ে যাবে। বর্তমানে জিআরই পরীক্ষার আগ্রহীদের জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং কোর্স চালু রয়েছে, যেগুলো আপনাকে জিআরই পরীক্ষার ভাল প্রস্তুতি জন্য সার্বিকভাবে সাহায্য করবে। তবে অধিক ওয়েবসাইটের জন্য কোন ওয়েবসাইটটি একজন নতুন আগ্রহীর জন্য ভাল, তা নির্বাচন করতে Read
informationbangla.com default featured image compressed

একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত গুটিয়ে রাখে কেন?

একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত গুটিয়ে রাখে কেনঃ একজন নৃত্যশিল্পী নাচার সময় হঠাৎ করে তার ঘূর্ণন বেগ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। তখন সে দুই হাত গুটিয়ে নেয়। এতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দেহের জড়তার ভ্রামক কমে যাওয়ায় কৌণিক ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে তার দেহের কৌণিক বেগ বৃদ্ধি পায়। নৃত্য একটি শিল্প, যেখানে শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি মুদ্রা একটি গল্প বলে। নৃত্যশিল্পীদের ঘূর্ণন বা পাক খাওয়ার দৃশ্য আমাদের সবার কাছে মুগ্ধকর। কিন্তু কখনো কি ভেবেছেন, যখন একজন নৃত্যশিল্পী ঘুরতে থাকেন, তখন কেন তিনি তাঁর হাত দুটি শরীরের কাছে গুটিয়ে রাখেন? এটা কি শুধুই সৌন্দর্যের জন্য, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু পদার্থবিজ্ঞানের জগতে ঢুকতে হবে, আবার নৃত্যের শৈল্পিক দিকটাও বুঝতে হবে। চলুন, Read
informationbangla.com default featured image compressed

সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) সর্বনাম পদ কাকে বলে? (২) সর্বনাম পদের প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
informationbangla.com default featured image compressed

১৫+ বিজ্ঞানের কিছু বেসিক প্রশ্ন ও তার উত্তর

বিজ্ঞান আমাদের চারপাশের বিশ্বকে বোঝার এবং জীবনকে আরও সহজ ও উন্নত করার চাবিকাঠি। দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্ন, যেমন প্রকৃতির নিয়ম, পদার্থের গঠন, বা শক্তির রূপান্তর, বিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা করা সম্ভব। এই ব্লগে আমরা বিজ্ঞানের ১৫টিরও বেশি মৌলিক প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা শিক্ষার্থী থেকে শুরু করে বিজ্ঞানে আগ্রহী সকলের জন্য সহজবোধ্য এবং তথ্যবহুল হবে। 🧬 জীব বিজ্ঞান ১. প্রশ্ন: জীবজগৎ কত রাজ্যে বিভক্ত? উত্তর: সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসের (১৭০৭-১৭৭৮) সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। এগুলো হলো- উদ্ভিদজগৎ প্রাণী জগৎ বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে বর্তমান সময়ে কোষের ডিএনএ (DNA) এবং আরএনএ (RNA) এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ১৯৬৯ সালে আর. এইচ. Read
informationbangla.com default featured image compressed

সোনাঃ সোনার বৈশিষ্ট্য এবং ব্যবহার

আলোচ্য বিষয়: (১) যেখানে সোনার সন্ধান পাওয়া যায় (২) সোনার বৈশিষ্ট্য (৩) সোনার ব্যবহার Read
informationbangla.com default featured image compressed

১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান (English + বাংলা)

ছোট থেকেই আমরা ইংরেজি বানান মুখস্থ করে আসছি। কিন্তু দিন দিন বয়স বাড়ার সাথে সাথে আমরা এসকল বানান ভুলে যাচ্ছি। অনেকেই আবার সন্তানকে পড়ানোর সময় এক দুটো বানান ভুল করে ফেলে। তাছাড়া ছেলেমেয়েদের সঠিক বানান শিখানোর জন্য ইংরেজি বানান গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে ১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান (English + বাংলা) নির্ভুলভাবে দিয়ে দেওয়া আছে। তাছাড়া আপনারা যারা ১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান (English + বাংলা) জানেন না, তারা আজকেই সঠিক বানান দেখে নিন। এছাড়াও ডিজিটাল এ যুগে একটি স্মার্টফোন হাতে থাকলেই, গুগলে সার্চ করে নির্ভুল বানান দেখতে পারবেন। এতে করে সবাই নির্ভুল বানান শেখার সুবিধা পাবে। তাহলে আর দেরি না করে চলুন 1 থেকে 100 পর্যন্ত বাংলা ও ইংরেজি বানান শিখে নেই। ১ থেকে ১০০ Read
informationbangla.com default featured image compressed

গণিতের জনক কে? গনিতের বিভিন্ন শাখার জনক

আলোচ্য বিষয়: (১) গনিত ও গণিতের বিভিন্ন শাখার জনক (২) গণিতের জনক কে? (Who is the father of Mathematics?) (৩) আধুনিক বীজগনিতের জনক কে? (৪) জ্যামিতির জনক কে? (৫) গনিতের বিভিন্ন শাখার জনক? (৬) আর্কিমিডিসের সংক্ষিপ্ত পরিচিতি (জীবনী) (৭) আর্কিমিডিসের উল্লেখযোগ্য আবিষ্কারসমূহ Read