সিম কার্ড (SIM Card) কাকে বলে? এর পূর্ণরূপ

জিএসএম (GSM- এর পূর্ণরূপ হলো Global System for Mobile Communities) মোবাইল ফোনগুলোর জন্য একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন হয়, যাকে সিম কার্ড বলে।

সিম (SIM) এর পূর্ণরূপ হলো– সাবসক্রাইবার আইডেন্টিটি মডিউল (Subscriber Identity Module)। এটি আকারে ছোট ডাকটিকেটের মতো। সাধারণত মোবাইল ফোনের ব্যাটারির নিচে এটি স্থাপন করতে হয়।
প্রতিটি মোবাইল ফোনের সেবাদাতা প্রতিষ্ঠান তার নিজস্ব ব্র্যান্ডের সিম কার্ড সরবরাহ করে। এদের একটি আরেকটি থেকে ভিন্ন হয়ে থাকে। এর অভ্যন্তরে সুরক্ষিত উপায়ে Service Subscriber Key (IMSI) সংরক্ষিত থাকে। যা উক্ত মোবাইল ফোনের ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে। একই সিম কার্ড ভিন্ন ভিন্ন হ্যান্ড সেটে লাগিয়ে ব্যবহার করা যায়।
আজ এ পর্যন্তই। ভাল লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

