সুইচ (Switch) কি? সুইচের সুবিধা ও অসুবিধা

informationbangla.com default featured image compressed

(১) সুইচ (Switch) কি?

কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে হাবের মত সুইচ একধরণের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়। একটি সুইচে কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে তা সুইচের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। সাধারণত LAN তৈরি করার ক্ষেত্রে এটি অধিক ব্যবহৃত হয়।

সুইচ (Switch)
চিত্র- সুইচ (Switch)

স্টার টপোলজির ক্ষেত্রে এটি হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। হাবের সাথে এর পার্থক্য হলো সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দেয়। অর্থাৎ, সুইচ প্রেরক হতে আগত সিগন্যালকে গ্রহণ করার পর সরাসরি টার্গেট কম্পিউটারে প্রেরণ করে। কিন্তু হাব ঐ ডাটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টেই পাঠায়। সুইচ MAC অ্যাড্রেস নিয়ে কাজ করে।

(২) সুইচের সুবিধা

সুইচের সুবিধাগুলো হলো-

  • ডেটার কলিশন সম্ভাবনা কমায়।
  • ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।
  • ডাটা ফিল্টারিং সম্ভব হয়।
  • পোর্ট হাবের তুলনায় বেশি থাকে।

(৩) সুইচের অসুবিধা

সুইচের অসুবিধাগুলো হলো-

  • হাবের তুলনায় দাম কিছুটা কম।
  • কনফিগারেশন জটিল।
  • ডাটা ফিল্টারিং সম্ভব নয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

IAD কি বা কাকে বলে? কম্পিউটার আসক্তির কুফল

আলোচ্য বিষয়: (১) IAD কি বা কাকে বলে? (২) কম্পিউটার আসক্তির কুফল (৩) কম্পিউটার আসক্তির কুফল থেকে রক্ষা পাওয়ার উপায় Read
ইনফরমেশন কি

ইনফরমেশন কি?

আলোচ্য বিষয়: (১) ইনফরমেশন কী? (২) ইনফরমেশনের বৈশিষ্ট্য (৩) ইনফরমেশনের প্রকারভেদ (৪) ইনফরমেশনের উৎস (৫) ইনফরমেশনের গুরুত্ব (৬) ইনফরমেশনের ব্যবহার (৭) ইনফরমেশনের চ্যালেঞ্জ (৮) ইনফরমেশনের ভবিষ্যৎ (৯) ইনফরমেশনের সামাজিক প্রভাব (১০) উপসংহার Read
এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট কীভাবে করবেন

এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট কীভাবে করবেন?

আলোচ্য বিষয়: (১) এসএমএস (SMS) ফরওয়ার্ড বা ডাইভার্ট কি? (২) কীভাবে এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট করা যায়? (৩) SMS ডাইভার্ট করার উপায়? Read
Shareit Download - শেয়ারইট ডাউনলোড করব কীভাবে

শেয়ারইট ডাউনলোড করব কীভাবে? Shareit Download

আলোচ্য বিষয়: (১) শেয়ারইট (Shareit) কি? (২) শেয়ারইট (Shareit) এপস ডাউনলোড করব কীভাবে? Read
informationbangla.com default featured image compressed

কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত করার ৯টি টিপস

আলোচ্য বিষয়: কম্পিউটারে টাইপিং স্পিড কীভাবে দ্রুত করা যায় আজ আমি এ আর্টিকেলে সেটি নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনি ১ মাসের মধ্যে খুব দ্রুত টাইপ করতে পারবেন। Read
informationbangla.com default featured image compressed

আউটপুট (Output) ডিভাইস কি? আউটপুট ডিভাইসের প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) আউটপুট ডিভাইস (Output Device) কি? (২) আউটপুট ডিভাইসের কাজ (৩) আউটপুট ডিভাইসের নাম (৪) আউটপুট ডিভাইসের প্রকারভেদ Read
informationbangla.com default featured image compressed

স্মার্টফোন কেনার আগে যে ৯ টি জিনিস অবশ্যই দেখবেন

বর্তমান বিশ্বে স্মার্টফোন প্রায় সবার হাতে হাতে। স্মার্টফোন ছাড়া এখন কল্পনায় করা যায় না। স্মার্টফোনের মাধ্যমেই এখন আমার সব কাজ করে থাকি। দৈনন্দিন কাজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস সবকিছুই স্মার্টফোনের মাধ্যমে করে থাকি। এককথায় স্মার্টফোনের মাধ্যমে এখন সবকিছুই করা যায়। আমরা যখন ফোন কিনার আগে আমাদের মনে নানারকম প্রশ্ন থাকে। কোন ফোনে কি পাবো, ফোনটা ভাল না মন্দ ইত্যাদি। এককথায় স্মার্টফোন কেনার আগে কি কি বিষয় জানা দরকর তার সবকিছুই। যেটা দেখে আমরা বুঝতে পারব কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু, স্মার্টফোনের দাম দেখেই আমরা ভালো-মন্দ বিচার করে ফেলি। দাম বেশি হলেই ধরে নেই ভালো ফোন আর কমদামি হলেই সেটা ধরে নেই খারাপ ফোন। তাইতো? কিন্তু এটা একদম ঠিক না। তাই ফোন কেনার আগে আপনার যদি কিছু জ্ঞান, Read
ফরম্যাট ছাড়াই হার্ডডিস্ক পার্টিশন করবেন কীভাবে

ফরম্যাট ছাড়াই হার্ডডিস্ক পার্টিশন করবেন কীভাবে?

আলোচ্য বিষয়: (১) হার্ডডিস্ক পার্টিশন করা প্রয়োজন কেন? (২) ডিস্ক মেনেজম্যান্ট এর মাধ্যমে হার্ডডিস্ক পার্টিশন পদ্ধতি (৩) সফটওয়্যার ব্যবহার করে ডিস্ক পার্টিশন পদ্ধতি (৪) ফরম্যাট না করে হার্ড ড্রাইভ পার্টিশন পদ্ধতি Read
informationbangla.com default featured image compressed

সিএসএস কি? সিএসএস (CSS) কেন প্রয়োজন?

আলোচ্য বিষয়: (১) সিএসএস (CSS) কি? (২) সিএসএস (CSS) কেন ব্যবহার করবেন? (৩) সিএসএস (CSS) কেন প্রয়োজন? Read
informationbangla.com default featured image compressed

মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড (MS Word) কি? এর সম্পূর্ণ পরিচিতি

আলোচ্য বিষয়: (১) মাইক্রোসফট ওয়ার্ড কি? (What is Microsoft Word) (২) মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) এর সাহায্যে কী কী করা যায়? (৩) মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক ধারণা (Basic concept of Microsoft Word) Read