হাঁস-মুরগির সুষম পুষ্টি উপাদান কয়টি ও কি কি? উপাদানগুলোর উৎস ও কাজ

হাঁস-মুরগির সুষম পুষ্টি উপাদান কয়টি ও কি কি, উপাদানগুলোর উৎস ও কাজ

অন্যান্য প্রাণীর মতো গৃহপালিত পাখি হাঁস মুরগির জন্যও ৬টি পুষ্টি উপাদান জরুরি। এখানে পুষ্টি উপাদানগুলোর উৎস এবং আরও কিছু কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হলো।

(১) শর্করা

উৎস: শর্করার উৎসগুলো হলো গমের ভুসি, ভুট্টা ভাঙা, চালের খুন ও কুঁড়া ইত্যাদি।

শর্করার কাজ:

  1. ভুট্টা ভাঙা খেলে ডিমের কুসুম হলুদ হয়।
  2. দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে।
  3. দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়।
  4. কোষ্ঠকাঠিন্য দূর করে।

(২) আমিষ

উৎস: আমিষের উৎসগুলো হলো খৈল (বাদাম, তিল), ডালচূর্ণ, সয়াবিন চূর্ণ, শুষ্ক গুঁড়া (শুঁটকি মাছ, পশুর নাড়িভুঁড়ি, হাড়ের গুঁড়া, রক্ত, শামুক, ঝিনুক, ছোট মাছ) ইত্যাদি।

আমিষের কাজ:

  1. দেহকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে।
  2. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করে।

(৩) চর্বি/তৈল

উৎস: চর্বির উৎসগুলো হলো তৈল জাতীয় শস্য, খৈল ইত্যাদি।

চর্বি কাজ:

  1. দেহে তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে।
  2. চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে।

(৪) ভিটামিন

উৎস: ভিটামিনের উৎসগুলো হলো পালংশাক, পুঁইশাক, লেটুস, মুলা, বাঁধাকপি, ফুলকপি, গাজর, মাছের উপজাত, সবুজ ঘাস ইত্যাদি।

ভিটামিনের কাজ:

  1. ডিমের উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে।
  2. চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে।
  3. ভিটামিন এ রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।

(৫) খনিজ পদার্থ

উৎস: খনিজ পদার্থের উৎসগুলো হলো মাংসের উচ্ছিষ্ট, শুঁটকি মাছের গুঁড়া, শামুক ও ঝিনুক চূর্ণ, লবণ, হাড়ের গুঁড়া ইত্যাদি।

খনিজ পদার্থের কাজ:

  1. ডিমের খোসা তৈরিতে সাহায্য করে।
  2. দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে
  3. হাড়, দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে।
  4. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

(৬) পানি

উৎস: পানির উৎসগুলো হলো সরবরাহকৃত পানি, কচি ঘাস, শাকসবজি।

পড়ুন
হাঁস-মুরগির রোগ ও প্রতিকার

পানির কাজ:

  1. তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে।
  2. খাদ্যকে দ্রবীভূত করতে সাহায্য করে।
  3. কোষ্ঠকাঠিন্য দূর করে।
  4. দেহের দুষিত পদার্থ মলমূত্র ও ঘামের আকারে বের করে দেয়। 

উল্লেখ্য যে ঝিনুক, শামুক, ছোট মাছ, কাকড়া, কেঁচো, পোকামাকড়, জলজ উদ্ভিদ ইত্যাদি হাসের প্রিয় খাদ্যবস্তু।

খাদ্য গ্রহণ করে প্রতিটি জীব বেঁচে থাকে। কিন্তু এ খাদ্যে মাত্র একজাতীয় পুষ্টি উপাদান থাকলে এনের বৃদ্ধি ভালো হয় না। তাই জীবের জীবনচক্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টি উপাদানগুলের একটির অভাব অন্যটি দ্বারা পূরণ সম্ভব নয়।

সুষম মাত্রায় পুষ্টি উপাদানগুলো খাওয়ালে হাঁস-মুরগি থেকে মানসম্মত ডিম ও মাংস পাওয়া যায়। হাঁস মুরগির সুষম খাদ্যে উপরে উল্লিখিত সকল পুষ্টি উপাদান সঠিক অনুপাতে বিদ্যমান থাকে। তাই এ খাদ্য হাঁস-মুরগির জন্য খুবই প্রয়োজন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুরগির খাবার তালিকা এবং মুরগির ওজন বৃদ্ধির চার্টঃ দেশি, ডিম পাড়া ও ব্রয়লার ফিড তৈরি

মুরগির খাবার তালিকা এবং মুরগির ওজন বৃদ্ধির চার্টঃ দেশি, ডিম পাড়া ও ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা

আলোচ্য বিষয়: নিম্নে দেশি মুরগির খাবার তালিকা, ডিম পাড়া মুরগির খাবার তালিকা, ব্রয়লার মুরগির খাবার তালিকা বা ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা এবং মুরগির ওজন বৃদ্ধির চার্ট তুলে ধরা হলো-
হাঁস-মুরগির বাসস্থানঃ হাঁস-মুরগির ঘর তৈরির নিয়ম

হাঁস-মুরগির বাসস্থানঃ হাঁস-মুরগির ঘর তৈরির নিয়ম

আলোচ্য বিষয়: নিম্নে সুন্দর ও সহজভাবে হাঁস-মুরগির বাসস্থান বা হাঁস-মুরগির ঘর তৈরির নিয়ম সমূহকে তুলে ধরা হলো- (১) হাঁস-মুরগির বাসস্থানের প্রয়োজনীয়তা (২) হাঁস-মুরগির বাসস্থান তৈরির ধাপসমূহ (৩) হাঁস-মুরগির বাসস্থানের জন্য স্থান নির্বাচন (৪) হাঁস-মুরগির ঘর তৈরির ধরন (৫) হাঁস-মুরগির ঘর তৈরির প্রকারভেদ (৬) হাঁস-মুরগির ঘর তৈরিতে প্রয়োজনীয় সামগ্রী (৭) ঘরে মুরগিপ্রতি প্রয়োজনীয় জায়গার পরিমাণ
৫টি হাঁস পালনের পদ্ধতি

৫টি হাঁস পালনের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) হাঁস পালনের উদ্দেশ্য (২) হাঁস পালনের সুবিধাসমূহ (৩) উন্নত জাতের হাঁসের নাম (৪) ৫টি হাঁস পালনের পদ্ধতি (৫) হাঁসের স্বাস্থ্যসম্মত লালন-পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থা
মুরগি পালন পদ্ধতি

মুরগি পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মুরগির ঘর/বাসস্থান (২) মুরগির খাদ্য ও পানি ব্যবস্থাপনা (৩) মুরগির রোগ ব্যবস্থাপনা
ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি, ডিম অনুর্বর হয় কেন ডিম থেকে বাচ্চা ফুটানোর বিভিন্ন

ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি, ডিম অনুর্বর হয় কেন? ডিম থেকে বাচ্চা ফুটানোর বিভিন্ন পদ্ধতি ও সুস্থ ডিম নির্বাচন

আলোচ্য বিষয়: (১) ডিম অনুর্বর হয় কেন? ডিমের যত্ন ও সংরক্ষণ (২) বাচ্চা ফোটানোর জন্য ডিম বাছাইকরণ ও সুস্থ ডিম নির্বাচন (৩) ডিম ফোটানোর পদ্ধতি কয়টি ও কি কি? ডিম থেকে বাচ্চা ফুটানোর বিভিন্ন পদ্ধতি (৪) বৈদ্যুতিক ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি ও ব্যবস্থাপনা
হাঁস মুরগির ঘর বানানো বা তৈরির নিয়ম

হাঁস-মুরগির ঘর বানানো বা তৈরির নিয়ম

আলোচ্য বিষয়: (১) হাঁস-মুরগির জন্য ঘর তৈরির উদ্দেশ্য (২) হাঁসমুরগির ঘর তৈরির ধাপসমূহ (৩) হাঁস-মুরগির ঘরের স্থান নির্বাচন করা (৪) ঘরের ডিজাইন (৫) ঘরের ধরণ (৬) ঘর তৈরিকরণ (৭) হাঁস-মুরগির প্রয়োজনীয় জায়গা
হাঁস-মুরগির রোগ ও প্রতিকার

হাঁস-মুরগির রোগ ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) মুরগির রোগ ও প্রতিকার (২) হাঁসের রোগ ও প্রতিকার
ডিম সংগ্রহ ও বাছাই করার নিয়ম

ডিম সংগ্রহ ও বাছাই করার নিয়ম

নিম্নে ডিম সংগ্রহ ও বাছাই করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো- আলোচ্য বিষয়: (১) ডিম সংগ্রহ (২) ডিম বাছাই (৩) ডিম বাছাইয়ের সময় গ্রেডিং করা
ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতির বর্ণনা

ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতির বর্ণনা

আলোচ্য বিষয়: (১) ডিম ফুটানোর জন্য উর্বর ডিম বাছাই করা (২) ডিম ফুটানোর জন্য বাছাই করা (৩) প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতি
ডিমপাড়া বা লেয়ার মুরগির খামার পরিকল্পনা

ডিমপাড়া বা লেয়ার মুরগির খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) ডিমপাড়া বা লেয়ার মুরগির খামার পরিকল্পনার বিবেচ্য বিষয় (২) খরচের ও আয়ের খাত (৩) স্থায়ী খরচ (৪) আবর্তক খরচ (৫) বার্ষিক আয়