১০টি গাভী পালনে আয় ব্যয় কত? গাভী পালনে লাভ কেমন? (বাজার দরঃ ২০২০)

১০টি গাভী পালনে আয় ব্যয় কত, গাভী পালনে লাভ কেমন

প্রশ্ন: ১০টি গাভী পালনে আয় ব্যয় কত? গাভী পালনে লাভ কেমন?

উত্তর: ২০২০ সালের বাজার দর অনুযায়ী, ১০টি গাভী পালনে, প্রতি বছরে, আড়াই থেকে তিন লক্ষ টাকা লাভ করা সম্ভব। যার মাধ্যমে একটি পরিবার সুন্দরভাবে সংসার চালনা করতে পারবে। বড় লোক না হলেও সাবলম্বি হওয়া সম্ভব।

চলুন গাভী পালনে আয় ব্যয় কত ও গাভী পালনে লাভ কেমন হয়ে তার বিস্তারিত বর্ণান জেনে নিই-

দুধ উপাদনকারী ১০টি গাভী পালনে আয় ব্যয় হিসাব করে গাভী পালনে লাভ হিসাব নির্ণয় করা সম্ভব। গাভী পালনে লাভবান হওয়ার জন্য আয় ব্যয়ের হিসাব রাখা অতি জরুরী। চলুন জেনে নেই দুধ উপাদনকারী ১০টি গাভী পালনের হিসাব সম্পর্কে।

আয় ব্যয়, গাভী পালনে লাভ কেমন

(১) দশটি গাভী পালনে ব্যয় কত?

ক) একককালীন স্থায়ী খরচ

১। গাভীর ঘর নির্মাণ ২০ ফিট * ২০ ফিট (উপরে টিন, চারদিকে দেয়াল), মোট ৮০,০০০ টাকা।

২। ১০ টি গাভী ক্রয় (বাছুরসহ দুধের গাভী) প্রতিটি ৮০০০০ করে, মোট ৮,০০,০০০ টাকা।

৩। খানার পাত্রসহ আনুষঙ্গিক খরচ ১০,০০০ টাকা।

৭। টিউবওয়েল স্থাপন ৮,০০০ টাকা।

৮। পানি সাপ্লাইয়ের মোটর ৮,০০০ টাকা।

৯। ৮ টি ফ্যান ২০০০ টাকা করে, মোট ১৬,০০০ টাকা।

১০। অনির্দষ্ট কিছু খরচ ধরি ৩০০০ টাকা।

সর্বমোট একককালীন খরচ = ৯,২৫,০০০ (নয় লক্ষ পঁচিশ হাজার) টাকা।

খ) চলতি খরচ

১। প্রতিদিন দানাদার খাদ্য খরচ (১টির জন্য ২০০ টাকা) ১০ টির জন্য (২০০০ * ৩০) = ৬০,০০০ টাকা (প্রতি মাসে)।

২। কাচা ঘাস এবং খড় এছাড়াও অন্যান্য খাবার বাবদ মাসে খরচ, ১ টির জন্য ১০০ টাকা হিসেবে ১০ টির জন্য ১ মাসে খরচ (১০০০ * ৩০) = ৩০০০০ টাকা।

পড়ুন
গাভীর গর্ভফুল আটকে যাওয়া ২০টি কারণ ও ১২টি লক্ষণ

৩। ওষুধ, ভিটামিন (মাসিক) ৫০০০ টাকা।

৫। বিদ্যুৎবিল প্রতি মাসে ৫০০০ টাকা।

সর্বমোট চলতি খরচ প্রতি মাসে = ১,০০,০০০ টাকা (এক লক্ষ টাকা), আর ১২ মাসে চলতি খরচ আসবে = ১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা।

(২) দশটি গাভী পালনে দুধ বিক্রি করে আয় কত?

১। প্রতিটি গাভী দৈনিক ১০ লিটার দুধ দেবে। প্রতি লিটারের দাম ৫০ টাকা। একটি গাভীর দুধ থেকে প্রতিদিন গড়ে পাওয়া যাবে (৫০ * ১০) = ৫০০ টাকা। তাহলে ১০ টি গাভীর দুধ থেকে প্রতিদিন ৫০০ * ১০ = ৫০০০ টাকা আয় হবে। ফলে ৩০ দিনে ১০ টি গাভীর দুধ বিক্রি থেকে (৫০০০ * ৩০) = ১,৫০০০০ (দেড় লক্ষ) টাকা।

২। গাভী প্রায় ৮ মাস ধরে গড়ে ১০ লিটার দুধ দেবে। এরপর দুধের পরিমাণ কমতে থাকবে। দুধ বিক্রি থেকে ৮ মাসে আয় (১,৫০০০০ * ৮) = ১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা।

৩। পূর্বের চলতি খরতের হিসাব থেকে আমরা জানি ১২ মাসে চলতি খরচ ১২,০০,০০০ টাকা।

৪। এবার, ৮ মাস পর দুধ দেয়ার পরিমাণ কমে যাবে। গড়ে ৫ লিটারে নেমে আসবে। তাহলে ১০ টি গাভী থেকে ৫০ লিটার দুধ পাওয়া যাবে। ৫০ টাকা লিটার দরে বিক্রি করলে ৫০ লিটার দুধ থেকে দৈনিক আয় ২৫০০ টাকা। ৬০ দিনে আয় ২৫০০ * ৬০ = ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকা।

৫। তাহলে প্রথম ৮ মাসে দুধ বিক্রি থেকে আয় ১২,০০,০০০ টাকা + পরবর্তী ২ মাসে আয় ১,৫০,০০০ টাকা। ১০ টি গাভীর এক বছরে মোট দুধ বিক্রি থেকে আয় ১৩,৫০,০০০ (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মোট খরচ ১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা।

অর্থ্যাৎ বছরে মোট দুধ বিক্রি ও মোট খরচ বিয়োগ করে দেড় লক্ষ টাকা লাভ থাকে মাত্র।

(৩) দশটি গাভী পালনে লাভ কেমন?

১। নিট লাভটা হলো বাছুর বা গরুর থেকে পাওয়া বাচ্চাগুলো। যেহেতু বছরে মোট দুধ বিক্রি ও মোট খরচ প্রায় সমান। সেহেতু উক্ত ১০টি গাভী থেকে যে ৮ থেকে ১০টি বাচ্চা পাওয়া যাবে সবগুলো নিজের নিট লাভ থাকবে।

পড়ুন
গাভীর দুধ দোহন করার নিয়ম ও দুধ দোহনের পদ্ধতি কয়টি? গাভী পালনের পদ্ধতি, গাভী পালন প্রশিক্ষণ

২। বাচ্চা দেবার ১ থেকে ২ মাসের মাঝে গরু হিটে আসলে কৃত্রিম প্রজনন দিতে হবে। কৃত্রিম প্রজনন দেয়ার প্রায় ৮-৯ মাস পর গাভী বাচ্চা দেবে। এরপর প্রতিবার ১২-১৫ লিটার করে দুধ দেবে। এ গাভী ৪ থেকে ৫ বছর পর্যন্ত পোষা যাবে। ১ বছর পর এক-একটি বাছুর প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করা যাবে। ৩ বছর পর বাছুরগুলো আবার গর্ভবতী হবে। তখন এক-একটির দাম ৫০ থেকে ৭০ হাজার টাকায় দাঁড়াবে। এ কারণে বাছুরগুলো রেখে ষাঁড়গুলো বিক্রি করে দিতে হবে।

৩। গাভীকে দানাদার খাদ্য, কঁচা ঘাস, খড়, চালের কুঁড়া ও প্রচুর পরিমাণে পানি দিতে হবে। পরবর্তী বছরগুলোতে ঘর নির্মাণ খরচ লাগবে না, গাভীও কিনতে হবে না। ৮ মাস পর আবার গাভীগুলো দুধ দেবে। আগের বাছুর বড় হবে। এসময় ঘর নির্মাণ খরচ, গাভী ক্রয় খরচ, টিউবওয়েল নির্মাণ খরচ আর লাগবে না, তবে খাদ্য খরচ বেড়ে যাবে।

৪। আগের ১০টি গাভী, ১০ টি বড় বাছুর, নতুন ১০ টি ছোট বাছুর সব মিলে ৩০ টি গরু হবে। আগের বাছুরের মধ্যে যদি ষাঁড় থাকে তাহলে বিক্রি করে দিতে হবে। ১০ টি বাছুরের মধ্যে যদি ৫ টি ষাঁড় থাকে তাহলে প্রতিটি ২৫ হাজার টাকায় বিক্রি করলে (২৫০০ * ৫) = ১,২৫,০০০ টাকা আয় হবে। এর বেশিও আয় হতে পারে।

৫। এছাড়া প্রতি বছর বাছুর বিক্রি থেকে এবং গোবর বিক্রি করেও টাকা অর্জন করা যাবে। গাভীগুলো ৪ থেকে ৫ বছর পর্যন্ত দুধ দেয়ার পর এগুলো বিক্রি করে দিতে হবে। এ ধরনের একটি গাভী ৬০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা যাবে।

পরিশেষে বলা যায়, দশটি গাভী থেকে দুধ বিক্রি করে ১,৫০,০০০ ও বাছুর বিক্রি করে ১,২৫,০০০ বিক্রি করে, সর্বমোট ২,৭৫,০০০ (দুই লক্ষ পঁচাত্তর) টাকা ইনকাম হয়েছে।

পড়ুন
পারিবারিক দুধের গাভীর খামার পরিকল্পনা

উল্লেখ্য, ডেইরী ফার্মে খুব বেশী লাভ হয় না প্রথম দিকে, দুধ উপাদনের খরচ এবং দুধ বিক্রিতে যা আয় হয় তা খুবই কম তবে হ্যাঁ প্রতি বছর বছর যে বাচ্চা পাবেন সেটাই আপনার ভালো লাভ বয়ে আনবে।

১০টি গাভী পালন করে আপনি বড় লোক হয়ে যাবেন না, কিন্তু সাবলম্বি হতে পারবেন, সুন্দরভাবে চলতে পারবেন। তবে পরিশ্রমকে ভয় করলে চলবে না।


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা (Gavi Palon Bangladesh)

উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা (Gavi Palon Bangladesh)

আলোচ্য বিষয়: আলোচ্য বিষয়: (১) উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা কেন প্রয়োজন? (২) দুধের গরুর খামার গড়তে প্রাথমিক প্রস্তুতি (৩) গাভীর খামারের স্থান নির্বাচন (৪) উন্নত জাতের দুধের গাভীর নাম (৪) উন্নত জাতের গাভীর প্রাপ্তিস্থান (৫) উন্নত জাতের গাভী চেনার উপায় বা বৈশিষ্ট্য (৬) গাভীর পরিচর্যা (৭) গর্ভবতী গাভীর যত্ন: গাভীর গর্ভকালীন পরিচর্যা ও প্রসব পরবর্তী গাভীর যত্ন (৮) দুগ্ধবতী গাভীর যত্ন (৯) দুধের গরুর খাবার তালিকা (১০) স্বাস্থ্যসম্মত উন্নত জাতের গাভী পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থা
গরুর কৃমি রোগ, গরুর কৃমি কত প্রকার, গরুর পরজীবী রোগ কি কি, গরুর গায়ে পোকা, গরুর গায়ে উকুন

গরুর কৃমি রোগ বা গরুর কৃমি কত প্রকার? গরুর পরজীবী রোগ কি কি? গরুর গায়ে পোকা, গরুর গায়ে উকুন, আঁঠালি, মাছি

আলোচ্য বিষয়: .(১) গরুর কৃমি রোগ বা গরুর কৃমি কত প্রকার? গরুর গোলকৃমি, পাতা কৃমি ও ফিতা কৃমি (২) গরুর বহিঃপরজীবী রোগ কি কি? গরুর গায়ে পোকা, গরুর গায়ে উকুন, আঁঠালি, মাছি
গরুর পেটের সমস্যা, গরুর পেট ফাঁপা

গরুর পেটের সমস্যাঃ গরুর পেট ফাঁপা, গরুর পেটে গ্যাস হলে করণীয়? গরুর পেট ফুলা, গরুর ডায়রিয়া ও ডায়রিয়ার প্রতিকার

আলোচ্য বিষয়: (১) গরুর পেটের সমস্যাঃ গরুর পেট ফাঁপা, গরুর পেটে গ্যাস হলে করণীয়? গরুর পেট ফুলা (২) গরুর পেটের সমস্যাঃ গরুর ডায়রিয়া ও ডায়রিয়ার প্রতিকার (৩) গরুর পেটের সমস্যাঃ দুধ জ্বর বা গাভীর মিল্ক ফিভার (৪) গরুর পেটের সমস্যাঃ কিটোসিস বা কিটোনাধিক্য
গর্ভবতী গাভীর যত্ন ও পরিচর্যা, গর্ভবতী গাভীর খাদ্য, গাভী গরুর খামারের ব্যবস্থাপনা

গর্ভবতী গাভীর যত্ন, পরিচর্যা, খাদ্য এবং গাভী গরুর খামারের ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) গর্ভবতী গাভী গরুর খামারের ব্যবস্থাপনা (২) গর্ভবতী গাভীর যত্ন (৩) গর্ভবতী গাভীর দানাদার খাদ্য তালিকা (৪) গর্ভবতী গাভীর পরিচর্যা
১২টি ভেজাল গরু চেনার উপায়ঃ কোরবানির গরু কেনার আগে ও কুরবানির গরু কেনা সময় লক্ষ্যণীয় বিষয়

১২ টি ভেজাল গরু চেনার উপায়ঃ কোরবানির গরু কেনার আগে ও কুরবানির গরু কেনা সময় লক্ষ্যণীয় বিষয় জেনে রাখুন

আলোচ্য বিষয়: (১) কুরবানির গরু কেনা সময় ভেজাল গরু চেনার উপায় ১২টি (২) স্টেরয়েড দেওয়া ভেজাল গরু কেন আমাদের জন্য ক্ষতিকর?
ডেইরি খামার করার জন্য জায়গা নির্বাচন করবেন কিভাবে, ১০টি ডেইরি ফার্ম করার নিয়ম

ডেইরি খামার করার জন্য জায়গা নির্বাচন করবেন কিভাবে? ১০টি ডেইরি ফার্ম করার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ডেইরি খামার কি? (২) কীভাবে ডেইরি খামার এর জন্য সঠিক স্থান নির্ধারণ করবেন? (২) ডেইরি খামারে গরুর বাসস্থানের ধরণসমূহ (৩) লক্ষ্যনীয় বিষয়ঃ কিভাবে পশু রাখা যাবে?
গরুর খামার করে লস ১০টি কারণ ও গরুর খামার তৈরি করার চ্যালেঞ্জসমূহ

গরুর খামার করে লস ১০টি কারণ ও গরুর খামার তৈরি করার চ্যালেঞ্জসমূহ

আলোচ্য বিষয়: (১) গরুর খামার তৈরি করার চ্যালেঞ্জসমূহ (২) গরুর খামার করে লস হবার ১০টি কারণ
গরু মোটাতাজাকরণ পদ্ধতি

গরু মোটাতাজাকরণ পদ্ধতি (সংক্ষিপ্ত ধারণা)

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণ পদ্ধতির উল্লেখযোগ্য ৪টি বিষয় (২) গরু মোটাতাজাকরণের জন্য খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে গো-খাদ্য তৈরি
৩টি গরু হিটে আসার ঔষধ (গরু হিটে আনার চিকিৎসা)

৩টি গরু হিটে আসার ঔষধ (গরু হিটে আনার চিকিৎসা)

আলোচ্য বিষয়: (১) গরু হিটে আসার ঔষধ প্রয়োগের পূর্ব প্রস্তুতি (২) গাভী বা বকনা গরু হিটে আনার ঔষধ (৩) গরু হিটে আনার চিকিৎসায় কিছু পরামর্শ
১৬টি গরু গরম হওয়ার লক্ষণ, গরু হিটে আসার লক্ষণ, গরু ডাকে আসার লক্ষণ

১৫টি গরু গরম হওয়ার লক্ষণ/গরু হিটে আসার লক্ষণ/গরু ডাকে আসার লক্ষণ ও ধাপসমূহ

আলোচ্য বিষয়: (১) গরু গরম হওয়ার লক্ষণ/গরু হিটে আসার লক্ষণ/গরু ডাকে আসার লক্ষণসমূহ (২) গরু গরম হওয়ার লক্ষণ/গরু হিটে আসার লক্ষণ/গরু ডাকে আসার ধাপসমূহ