১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যা (Roman Numbers)

প্রাচীন রোমে উদ্ভূত একটি সংখ্যা পদ্ধতি হলো রোমান সংখ্যা। পুরো ইউরোপ জুড়ে মধ্যযুগ পর্যন্ত লিখার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হতো। এ সংখ্যার ব্যবহার রোমান সাম্রাজ্যের পতনের পরেও অব্যাহত থাকে।
১৪শ শতাব্দীর পর থেকে, রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সহজ ও সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। কিন্তু এই প্রক্রিয়াটি একেবারে শেষ হয়ে যায় নি। বর্তমানেও অনেক ছোটখাটো কাজে এ সংখ্যার ব্যবহার প্রচলিত আছে।
(১) রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন
রোমান সংখ্যাগুলো লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। বর্তমান ব্যবহৃত হিসাবে, এ সংখ্যা লিখার ক্ষেত্রে সাতটি চিহ্ন ব্যবহার করা হয়। এর প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে।
নিম্নে রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন দেওয়া হলো-
- ১ – I
- ৫ – V
- ১০ – X
- ৫০ – L
- ১০০ – C
- ৫০০ – D
- ১০০০ – 1000
(২) রোমান সংখ্যা লেখার নিয়ম
রোমান পদ্ধতি লিখার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত। এগুলো হলো-
- এ সংখ্যা লিখার ক্ষেত্রে V, L, D কখনও পরপর ব্যবহার করা যায় না।
- এ সংখ্যায় শুধুমাত্র I, X, C, M পরপর ব্যবহার করা যায়।
- এ সংখ্যা লিখার ক্ষেত্রে কোন সংখ্যা ৩ বারের বেশি ব্যবহার করা যায় না।
- কোন সংখ্যা পরপর বসলে সেগুলো সেই সংখ্যাগুলোর যোগফল। যেমন: III = (১ + ১ + ১) = ৩
- রোমান পদ্ধতিতে শুধু V ও XX এর থেকে বিয়োগ হয়।
- এ সংখ্যা লেখার সময় বড় সংখ্যার চিহ্নর বামপাশে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়ে থাকে। যেমন: IX = (১০ – ১) = ৯
- এ পদ্ধতিতে কখনও V, L, D কে বিয়োগ করা যায় না।
- রোমান পদ্ধতিতে XX শুধুমাত্র L, C, M থেকে বিয়োগ হবে।
- এ পদ্ধতিতে দুটি বড় সংখ্যার চিহ্নের মাঝে ছোট সংখ্যা চিহ্ন থাকলে শেষের বড়ো সংখ্যা থেক বিয়োগ হয়। যেমন: XIV = ১০ + (৫ – ১) = ১০ + ৪ = ১৪
- এ পদ্ধতিতে বড় সংখ্যার চিহ্নের ডান পাশে ছোট সংখ্যা থাকলে সবসময় যোগ করতে হবে। যেমন: XV = ১০ + ৫ = ১৫
(৩) ১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার ছবি ডাউনলোড

(৪) ১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার তালিকা
| নাম্বার | রোমান সংখ্যা | নাম্বার | রোমান সংখ্যা |
| ১ | I | ৫১ | LI |
| ২ | II | ৫২ | LII |
| ৩ | III | ৫৩ | LIII |
| ৪ | IV | ৫৪ | LIV |
| ৫ | V | ৫৫ | LV |
| ৬ | VI | ৫৬ | LVI |
| ৭ | VII | ৫৭ | LVII |
| ৮ | VIII | ৫৮ | LVIII |
| ৯ | XIV | ৫৯ | LIX |
| ১০ | X | ৬০ | LX |
| ১১ | XI | ৬১ | LXI |
| ১২ | XII | ৬২ | LXII |
| ১৩ | XIII | ৬৩ | LXIII |
| ১৪ | XIV | ৬৪ | LXIV |
| ১৫ | XV | ৬৫ | LXV |
| ১৬ | XVI | ৬৬ | LXVI |
| ১৭ | XVII | ৬৭ | LXVII |
| ১৮ | XVIII | ৬৮ | LXVIII |
| ১৯ | XIX | ৬৯ | LXIX |
| ২০ | XX | ৭০ | LXX |
| ২১ | XXI | ৭১ | LXXI |
| ২২ | XXII | ৭২ | LXXII |
| ২৩ | XXIII | ৭৩ | LXXIII |
| ২৪ | XXIV | ৭৪ | LXXIV |
| ২৫ | XXV | ৭৫ | LXXV |
| ২৬ | XXVI | ৭৬ | LXXVI |
| ২৭ | XXVII | ৭৭ | LXXVII |
| ২৮ | XXVIII | ৭৮ | LXXVIII |
| ২৯ | XXIX | ৭৯ | LXXIX |
| ৩০ | XXX | ৮০ | LXXX |
| ৩১ | XXXI | ৮১ | LXXXI |
| ৩২ | XXXII | ৮২ | LXXXII |
| ৩৩ | XXXIII | ৮৩ | LXXXIII |
| ৩৪ | XXXIV | ৮৪ | LXXXIV |
| ৩৫ | XXXV | ৮৫ | LXXXV |
| ৩৬ | XXXVI | ৮৬ | LXXXVI |
| ৩৭ | XXXVII | ৮৭ | LXXXVII |
| ৩৮ | XXXVIII | ৮৮ | LXXXVIII |
| ৩৯ | XXXIX | ৮৯ | LXXXIX |
| ৪০ | XL | ৯০ | XC |
| ৪১ | XLI | ৯১ | XCI |
| ৪২ | XLII | ৯২ | XCII |
| ৪৩ | XLIII | ৯৩ | XCIII |
| ৪৪ | XLIV | ৯৪ | XCIV |
| ৪৫ | XLV | ৯৫ | XCV |
| ৪৬ | XLVI | ৯৬ | XCVI |
| ৪৭ | XLVII | ৯৭ | XCVII |
| ৪৮ | XLVIII | ৯৮ | XCVIII |
| ৪৯ | XLIX | ৯৯ | XCIX |
| ৫০ | L | ১০০ | C |
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।









