২০টি ছাগলের ঘাস চাষ করতে কতটুকু জমি প্রয়োজন?

informationbangla.com default featured image compressed

আপনারা যারা ছাগলের খামার করতে ইচ্ছুক তারা অনেকেই বিরম্বনায় ভোগেন  যে ছাগল পালন করলে কতটুকু জমি নিয়ে ঘাস চাষ করলে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যাবে?


যারা নতুন তারা অনেকেই জানেননা তাদের উদ্দেশ্যে এই পোষ্টটি অবশ্যই মনোযোগ সহকারে পোষ্টটি পড়বেন এবং আমার কথাগুলো ফলো করবেন এবং বোঝার চেষ্টা করবেন আর যে সকল ভাইরা ইনফরমেশন বাংলা-এর পোষ্ট নতুন পড়ছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের Information Bangla-এর ফেইসবুক পেইজে একটা লাইক করে রাখবেন যেন আমাদের প্রত্যেকটা পোষ্ট দেখতে পারেন।

(১) ছাগলের জন্য ঘাস চাষ/ছাগলের ঘাস চাষ

ছাগলের ঘাস চাষ

বন্ধুরা আপনারা যারা নতুন খামার করবেন তারা অনেক সময় বিড়ম্বনায় ভোগেন যে আমি ২০ টি ছাগল দিয়ে খামার শুরু করবো তাহলে কতটুকু জমিনে ঘাস চাষ করলে আমার খামারের জন্য পর্যাপ্ত ঘাস আসবে? সেটা নিয়ে অনেক সময় আপনার চিন্তাভাবনা করেন কিন্তু আসল প্রশ্নের উত্তর আপনারা নিজেরা খুঁজে পান না।


আর যেহেতু আমরা ছাগল খামার লাভজনক হিসেবে করার চেষ্টা করব এখান থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ পুঁজি আয় করব সে ক্ষেত্রে আমাদের অবশ্যই ঘাসের চাষ করতেই হবে। তাহলে আমরা কাঙ্খিত ফলাফল পাব।


তাহলে বন্ধুরা চলুন দেখা যাক ২০ টি ছাগলের জন্য কতটুকু জায়গাতে ঘাস চাষ করলে আমাদের ছাগলের খামারের জন্য পর্যাপ্ত পরিমান কাজ পাওয়া যাবে।

ছাগলের জন্য ঘাস চাষের জমির পরিমাণ

বন্ধুরা আপনারা অবশ্যই ঘাস চাষ করার জন্য একটু উঁচু জমি বেছে নেবেন যেন পানি না থাকে। আর সবচেয়ে বেশি হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন হাইব্রিড জাতের ঘাসের ভিতরে রয়েছে নেপিয়ার পাকচং, জাম্বু এই ঘাসগুলো আপনারা চাষ করবেন। তাছাড়া আলফালফা ঘাস ছাগলের সবচেয়ে ভালো একটা ঘাস সেটি আপনার চাষ করতে পারেন।


বন্ধুরা ২০ টি ছাগলের জন্য অবশ্যই আপনারা ১০ থেকে ১৫ শতক জমির বেছে নেবেন। সুন্দর একটা জমি বেছে নেবেন সেখানে আপনারা উন্নত মানের হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন। যেগুলো প্রথম চাষ করার পর ৪৫ দিন পর আপনারা সেই কাজগুলো কাটতে পারবেন।


পর পর নিয়মিত আপনারা অবশ্যই ইউরিয়া সার ব্যবহার করবেন সে ক্ষেত্রে ঘাসগুলো খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। আপনি প্রত্যেক দুই সপ্তাহ পর পর ঘাস কাটতে পারবেন। যেখানে কাটবেন পরবর্তীতে ১৫ দিন পর আবার সেখান থেকেই শুরু করতে পারবেন। যাদের অনেকগুলো বড় বড় জমি রয়েছে তারা একটু বেশি চাষ করতে পারেন।


যদি দানাদার খাবারের উপর খুব একটা নির্ভরশীল না হয়ে আপনি প্রাকৃতিক উপায়ে ঘাস চাষ করবেন সে ক্ষেত্রে আপনি ১৫ শতক জমিতে ঘাস চাষ করবেন ২০ টি ছাগলের জন্য এখান থেকে আপনার ছাগলের খামারে পর্যাপ্ত পরিমাণ ঘাস হবে। আপনার দানাদার খরচা কমে যাবে। আপনি অবশ্যই পরবর্তীতে অনেক লাভবান হতে পারবেন।

(২) ঘাস ছাড়া ছাগল পালন

আর যে সকল মানুষ চিন্তা করেন যে ঘাস ছাড়া আমরা খামার করব সে ক্ষেত্রে আপনার লাভটা সেভাবে আসবেনা। আর আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ খাবারের পেছনে খরচ করতে হবে, সব দিক মেইন্টেন করতে হবে। আপনার কাজ বেশি হয়ে যাবে, দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে, খরচা অনেক হবে লাভের পরিমাণ খুবই সীমিত হবে। আর এর ভিতরে যদি আপনার খামারে একটু ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি থাকবেন আপনার খামার আর  থাকবে না।


তাই অবশ্যই যারা বাণিজ্যিক আকারে খামার করতে চান, যারা ছাগলের উপর নির্ভরশীল হতে চান, অবশ্যই ঘাস চাষ করে নেবেন। ঘাস ছাড়া বড় আকারের ছাগলের খামার চালানো অসম্ভব প্রায়।


আর যে সকল ভাইয়েদের ঘাস চাষ করার মতো পর্যাপ্ত নয় কিংবা নাই তারা অবশ্যই ছাগল খামার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু কষ্টটা বেশী করতে হবে। সেটা হল আপনারাও আপনাদের এলাকায় অনাবাদি জমির উপরে ছাগলগুলো চড়াইতে হবে, না হয় সরকারি রাস্তার সাইড দিয়ে আপনারা চড়িয়ে ঘাস খাওয়াতে হবে। সে ক্ষেত্রে আপনাদের কষ্টটা বেশী হবে আর দানাদার এক্ষেত্রে দানাদার খাবারটা কম লাগবে এবং আপনার আপনারাও এক্ষেত্রে লাভবান হতে পারবেন।


শুধু আপনার দানাদার খাবারের উপর নির্ভরশীল হয়ে খামার করলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ লাভ হবে না সে ক্ষেত্রে আপনার সম্ভাবনা থাকবে যদি আপনি ছাগলগুলো নিয়মিত ওষুধ টিকা দিতে পারেন, কোন একটা ছাগল অসুস্থ হয়ে মারা গেলে সে ক্ষেত্রে আপনি লসে থাকবেন।


তাহলে বন্ধুরা এই পোষ্টটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফেইসবুক পেইজে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে তাহলে ভাল থাকুন সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

[তথ্য সূত্র: Krisna Dakua, West Bengal, India]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগলের ভিটামিন ঔষধ

ছাগলের ভিটামিন ঔষধ

আলোচ্য বিষয়: (১) ৩টি ছাগলের ভিটামিন অভাব জনিত রোগ (২) ৭টি ছাগলের মিনারেল এর অভাব জনিত রোগ (৩) ছাগলকে কেন ভিটামিন ঔষধ খাওয়াতে হবে? (৪) ছাগলের ২টি ভিটামিন ঔষধ এর নাম (৫) ছাগলের ২টি ভিটামিন ইনজেকশনের নাম (৬) ছাগলের ভিটামিন ঔষধ সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর Read
গরু মোটাতাজাকরণ স্বাস্থ্য পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা

গরু মোটাতাজাকরণ স্বাস্থ্য পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণের সুবিধা সমূহ (২) মোটাতাজাকরণ গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনা (৩) মোটাতাজাকরণ গরুর পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা (৪) প্রাণিকে সবুজ/কাঁচা ঘাস ও দানাদার খাদ্য খাওয়ানোর পরিমান Read
দুধের গরুর খাবার তালিকা ও পরিচর্যা

দুধের গরুর খাবার তালিকা ও পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) দুধের গরুর পরিচর্যা (২) দুধের গরুর খাবার তালিকা Read
জাইমোভেট এর কাজ

জাইমোভেট এর কাজ কি? ZYMOVET Powder

আলোচ্য বিষয়: (১) জাইমোভেট এর কাজ (২) জাইমোভেট এর উপাদান (৩) উপাদান সমূহের কাজ (৪) জাইমোভেট খাওয়ানোর নিয়ম (৫) জাইমোভেট খাওয়ানোর পরিমাণ (৬) উপসংহার Read
আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আধুনিক পদ্ধতিতে ছাগল পালন; ছাগলের খামার করার নিয়ম; ছাগলের খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) ছাগী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ (২) পাঠা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ Read
informationbangla.com default featured image compressed

গাভীর ওলানফোলা বা ম্যাসটাইটিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ম্যাসটাইটিস কী? (২) ম্যাসটাইটিসের লক্ষণ (৩) ম্যাসটাইটিসের কারণ (৪) ম্যাসটাইটিসের প্রকারভেদ (৫) ম্যাসটাইটিসের অর্থনৈতিক প্রভাব (৬) ম্যাসটাইটিস চিকিৎসা পদ্ধতি (৭) ম্যাসটাইটিস প্রতিরোধের উপায় (৮) উপসংহার Read
ডেইরি খামার করার জন্য জায়গা নির্বাচন করবেন কিভাবে, ১০টি ডেইরি ফার্ম করার নিয়ম

ডেইরি খামার করার জন্য জায়গা নির্বাচন করবেন কিভাবে? ১০টি ডেইরি ফার্ম করার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ডেইরি খামার কি? (২) কীভাবে ডেইরি খামার এর জন্য সঠিক স্থান নির্ধারণ করবেন? (২) ডেইরি খামারে গরুর বাসস্থানের ধরণসমূহ (৩) লক্ষ্যনীয় বিষয়ঃ কিভাবে পশু রাখা যাবে? Read
গরু হিটে আনার ইনজেকশন (গরু হিটে আনার চিকিৎসা)

গরু হিটে আনার ইনজেকশন (গরু হিটে আনার চিকিৎসা)

আলোচ্য বিষয়: (১) গরু হিটে আনার চিকিৎসা (২) গরু হিটে আনার ইনজেকশন Read
পারিবারিক দুধের গাভীর খামার পরিকল্পনা

পারিবারিক দুধের গাভীর খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) দুধের প্রয়োজনীয়তা (২) পারিবারিক দুধের গাভীর খামার পরিকল্পনা (৩) পারিবারিক দুধের গাভীর খামার স্থাপনের গুরুত্ব (৪) পারিবারিক দুধের গাভীর খামারের জন্য প্রয়োজনীয় উপকরণ (৫) গাভীর দুধ দোহন পদ্ধতি (৬) দুধ সংরক্ষণ পদ্ধাতি Read
informationbangla.com default featured image compressed

ছাগল খামারের অসুবিধা ও সমস্যাসমূহঃ ছাগল পালনের বিষয়ে ধারণা

আলোচ্য বিষয়: ছাগল পালনের অসুবিধা/সমস্যা সমূহ- Read