ওযুর সুন্নাত সমূহ কি কি?

ওযুর সুন্নাত সমূহ কি কি

ওযু ইসলামে পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ওযুর ফরজ কাজগুলো পালন করা বাধ্যতামূলক হলেও, সুন্নাত কাজগুলো পালন করলে অতিরিক্ত সওয়াব পাওয়া যায়। হাদিস ও ইসলামী আলেমদের বর্ণনা অনুযায়ী ওযুর সুন্নাত সাধারণত ১৮টি বলে গণ্য করা হয়। নিচে সেই ১৮টি ওযুর সুন্নাত সমূহ কি কি, এগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো।

ওযুর সুন্নাত সমূহ-

ওযুর সুন্নাতসমূহ
  1. নিয়ত করা: ওযুর শুরুতে মনে মনে নিয়ত করা যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করছি।
  2. বিসমিল্লাহ পড়া: ওযু শুরুর আগে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” পড়া।
  3. দুই হাত ধোয়া: কবজি পর্যন্ত তিনবার হাত ধোয়া।
  4. মিসওয়াক করা: দাঁত পরিষ্কার করার জন্য মিসওয়াক ব্যবহার করা।
  5. কুলি করা: মুখে পানি নিয়ে তিনবার কুলি করা।
  6. নাকে পানি দেওয়া: নাকে পানি নিয়ে তিনবার পরিষ্কার করা।
  7. পুরো মুখ ধোয়া: কপাল থেকে চিবুক এবং কানের লতি পর্যন্ত তিনবার ধোয়া।
  8. দাড়ি খিলাল করা: দাড়ি থাকলে আঙ্গুল দিয়ে পানি পৌঁছে দেওয়া।
  9. দুই হাত কনুই পর্যন্ত ধোয়া: ডান হাত তারপর বাম হাত তিনবার ধোয়া।
  10. মাথা মাসেহ করা: ভেজা হাত দিয়ে পুরো মাথা একবার মাসেহ করা।
  11. কান মাসেহ করা: দুই কানের ভেতর ও বাইরে ভেজা আঙ্গুল দিয়ে মাসেহ করা।
  12. ঘাড় মাসেহ করা: ভেজা হাত দিয়ে ঘাড়ের পিছনে মাসেহ করা (মাথার পিছন নয়)।
  13. পা ধোয়া: ডান পা তারপর বাম পা টাখনু পর্যন্ত তিনবার ধোয়া।
  14. পায়ের আঙ্গুল খিলাল করা: পায়ের আঙ্গুলের মাঝে বাম হাতের কনিষ্ঠা দিয়ে খিলাল করা।
  15. তারতিব বজায় রাখা: ওযুর অঙ্গগুলো ক্রমানুসারে ধোয়া (মুখ, হাত, মাথা, পা)।
  16. একটানা করা: অঙ্গগুলো এমনভাবে ধোয়া যেন মাঝে শুকিয়ে না যায়।
  17. পানিতে মিতব্যয়ী হওয়া: অপ্রয়োজনীয় পানি নষ্ট না করা।
  18. ওযুর শেষে দোয়া পড়া: ওযু শেষে এই দোয়া পড়া—
    “আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।”
    (অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) তার বান্দা ও রাসুল।)
See also  সুন্নাত কি বা কাকে বলে? সুন্নাত কত প্রকার ও কী কী?

বিশেষ দ্রষ্টব্য:

  • এই সুন্নাতগুলো পালন না করলেও ওযু হয়ে যায়, তবে সুন্নাত পালন করলে সওয়াব বৃদ্ধি পায়।
  • কিছু আলেমের মতে, কান মাসেহ করা ওয়াজিব হিসেবেও গণ্য হয়, তবে জমহুর (বেশিরভাগ) আলেম এটিকে সুন্নাত বলেছেন।
  • ওযুর পর দুই রাকাত নফল নামাজ পড়া মুস্তাহাব, যা সওয়াব বাড়ায়।

এই সুন্নাতগুলো রাসুল (সা.)-এর কর্ম ও হাদিস থেকে সংগৃহীত, যেমন সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ প্রভৃতি গ্রন্থে বর্ণিত আছে। ওযু করার সময় এগুলো মেনে চললে ইবাদতের পরিপূর্ণতা আসে।

ওযু শুধু শারীরিক পবিত্রতার মাধ্যম নয়, বরং এটি আমাদের মন ও আত্মাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার একটি সুন্দর সুযোগ। সুন্নাতগুলো পালনের মাধ্যমে আমরা রাসুল (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করি এবং প্রতিটি ধাপে সওয়াবের ধন অর্জন করি। তাই আসুন, প্রতিবার ওযু করার সময় এই সুন্নাতগুলো মনে রেখে আমাদের ইবাদতকে আরও পরিপূর্ণ ও প্রিয়নবী (সা.)-এর আদর্শের কাছাকাছি নিয়ে যাই। ওযুর প্রতিটি ফোঁটা হোক আমাদের জন্য রহমতের সুযোগ!

বন্ধরা, আশা করি আজকের এই আলোচনাটির মাধ্যমে ওযুর সুন্নাত সমূহ কি কি, তা ভালো ভাবেই জানতেপেরেছেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

দ্রুত মনের ইচ্ছে পূরণের জন্য কিছু আমল

○ ইসলাম
আলোচ্য বিষয়: দ্রুত মনের ইচ্ছা পূরনের জন্যে কিছু গুরুত্বপূর্ণ আমল নিচে উল্লেখ করা হলো। যথা-  ... Read More
surah adiyat bangla uccharon, সূরা আদিয়াত বাংলা উচ্চারণ

surah adiyat bangla: সূরা আদিয়াত বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা আদিয়াত সংক্ষিপ্ত পরিচিতি (২) surah adiyat bangla (৩) সূরা আদিয়াত বাংলা উচ্চারণ (৪) সূরা আদিয়াত অর্থ (৫) surah adiyat bangla uccharon chobi (৬) surah adiyat uccharon audio (৭) সূরা আল আদিয়াত বাংলা উচ্চারণ ভিডিও (৮) সূরা আদিয়াত এর শানে নুযুল (৯) সূরা আদিয়াত এর ব্যাখ্যা (১০) সূরা আদিয়াত এর তাফসীর (১১) সূরা আদিয়াত এর শিক্ষা ... Read More
ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক (২) ভ্রাতৃত্ব (উখুয়াত) (৩) উম্মাহ (৪) ইসলামি দাওয়াহ (৫) ইসলামি দাওয়াহ মাধ্যম ও কৌশল (৬) দাঈ এর গুণাবলী (৭) খিদমতে খালক (৮) মানবাধিকার সংরক্ষণে ইসলাম (৯) পরিবেশ সংরক্ষণে ইসলাম ... Read More
শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক

শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হলো- ... Read More
ইসলামের রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বর্ণনা

ইসলামের রাষ্ট্রব্যবস্থা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি রাষ্ট্র (২) খিলাফত (৩) খলিফা বা রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ও গুণাবলি এবং তাদের দায়িত্ব ও কর্তব্য (৪) মজলিসে শূরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলি এবং তাদের দায়িত্ব ও কর্তব্য (৫) নাগরিক, নাগরিকের অধিকার ও কর্তব্য (৬) ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার (৭) মদিনা সনদ: ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব ... Read More
informationbangla.com default featured image compressed

সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা ইয়াসিনের বিভিন্ন নাম (২) সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ ও ফজিলত (৩) সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত ... Read More
informationbangla.com default featured image compressed

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কী কী?

○ ইসলাম
হাদিস শব্দের অর্থ কথা, কাজ, বাণী, বার্তা, সংবাদ ইত্যাদি। রাসুল (স:) এর নবুয়াতী জীবনের সকল বাণী, কাজ, মৌনসম্মতি এবং অনুমোদনকে হাদীস বলে। মূল বক্তব্য হিসাবে হাদীস তিন প্রকার। যথা- কাওলী হাদীস: রাসুল (স:) এর পবিত্র মুখের বানীই কাওলী হাদীস।  ফিলী হাদীস: যে কাজ রাসূল (স:) স্বয়ং করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন তাই ফিলী হাদীস।  তাকরীরী হাদীস: সাহাবীদের যে সব কথাও কাজের প্রতি রাসূল (স:) সমর্থন প্রদান করেছেন তাহাই তাকরীরী হাদীস। রাবীদের সংখ্যা হিসেবে হাদীস তিন প্রকার। যথা-  খবরে মুতাওয়াতির: যে হাদীস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছেন যাদেও মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। খবরে মাশহুর: প্রত্যেক যুগে অন্তত: তিনজন রাবী রেওয়ায়েত করেছেন,তাকে খবরে মাশহুর বলে, তাকে মুস্তাফিজ ও বলে। খবরে ওয়াহেদ বা খবরে আহাদ: হাদীস গরীব আজিজ এবং খবরে মাশহুর এ তিন প্রকারের হাদীদকে একত্রে ... Read More
সূরা বাকারার ৩৮ ও ৩৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৩৮ ও ৩৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৩৮ ও ৩৯ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More
ঈমান বৃদ্ধির উপায় বা ঈমান মজবুত করার উপায়

ঈমান বৃদ্ধির উপায় বা ঈমান মজবুত করার উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: ঈমান সম্পর্কিত কোন বিষয়ে মনে সন্দেহ জাগলে তখন করণীয় কি? ঈমান বাড়ে কমে কিভাবে? ঈমান মজবুত করার দোয়া বা ঈমান বৃদ্ধি করার দোয়া ঈমান কমে কিভাবে? ... Read More
সূরা বাকারার ২১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More