কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা এবং ফিদা কাযার বিস্তারিত

কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা ও নামাজের ফজিলত এবং ফিদা কাযার বিস্তারিত

(১) কাযা নামাজের বিধান ও মাসায়েল

◆ কারও কোন ফরয নামাজ ছুটে গেলে স্মরণ আসা মাত্রই কাযা পড়া ওয়াজিব-বিনা ওজরে কাযা করতে বিলম্ব করা পাপ।

◆ কাযা নামাজ পড়ার জন্য কোন নির্দিষ্ট সময় নেই; হারাম ও মাকরূহ ওয়াক্ত ছাড়া যে কোন সময় পড়া যায়।

◆ কারও যদি এক, দুই, তিন, চার বা পাঁচ ওয়াক্ত নামাজ কাযা হয় এবং এর পূর্বে তার কোন কাযা নেই, তাহল তাকে ‘ছাহেবে তারতীব’ বলে। তাকে দুই ধরনের তারতীব রক্ষা করতে হবে-

১। ওয়াক্তিয়া নামাজের পূর্বে এই কাযাগুলো পড়ে নিতে হবে, অন্যথায় ওয়াক্তিয়া নামাজ শুদ্ধ হবে না।

২। এই কাযা নামাজগুলোও ধারাবাহিকভাবে (আগেরটা আগে এবং পরেরটা পরে) পড়তে হবে। ছাহেবে তারতীবের জন্য এই ধরনের তারতীব রক্ষা করা ফরয। যদি কারও যিম্মায় ছয় বা আরও বেশী ওয়াক্তের কাযা থাকে তাহলে সে কাযা রেখে ওয়াক্তিয়া নামাজ পড়তে পারে এবং কাযা নামাজগুলিও তারতীব ছাড়া পড়তে পারে, সে ছাহেবে তারতীব থাকে না।

◆ কারও যিম্মায় ছয় বা ততোধিক নামাজ কাযা ছিল সে কারণে সে ছাহেবে তারতীব ছিল না, সে সব কাযা পড়ে ফেলল, তাহলে সে এখন থেকে আবার ছাহেবে তারতীব হবে। অতএব আবার যদি পাঁচ ওয়াক্ত পর্যন্ত কাযা হয় তাহলে আবার তারতীব রক্ষা করা ফরয হবে।

◆ বহু সংখ্যক নামাজের অল্প অল্প করে কাযা পড়তে পড়তে পাঁচ ওয়াক্ত বা তার কম চলে আসলেও তারতীব ওয়াজিব হবে না।

◆ তিন কারণে তারতীব মাফ হয়ে যায়। যথা-

১। ওয়াক্ত যদি এত সংকীর্ণ হয় যে, আগে কাযা পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজের সময় থাকে না, তাহলে আগে ওয়াক্তিয়া নামাজ পড়ে নিবে।

See also  সম্পূর্ণ নামাজের বাংলা অর্থ: নামাজে যা পড়ি তার বাংলা অর্থ অর্থ্যাৎ নামাজে কি কি পড়তে হয় তার উচ্চারণ ও অনুবাদ

২। কাযা নামাজ যদি পাঁচ ওয়াক্তের অধিক হয়।

৩। যদি আগে কাযা পড়তে ভুলে যায়।

◆ শুধু ফরয এবং বেতরের কাযা পড়ার নিয়ম। নফল বা সুন্নাতের কাযা হয় না। তবে কোন নফল বা সুন্নাত শুরু করে পূর্ণ না করেই ছেড়ে দিলে তার কাযা করতে হবে। সুন্নাতের মধ্যে ফজরের সুন্নাতের ব্যাপারে কিছু ব্যতিক্রম রয়েছে, সে সম্পর্কে আলাদা একটি পোষে।ট আলোচনা করা হবে।

◆ যদি কোন কারণ বশতঃ দলশুদ্ধ লোকের নামাজ কাযা হয়ে যায় তাহলে তারা ওয়াক্তিয়া নামাজ যেমন জামা’আতে পড়ত তদ্রূপ কাযা নামাজও জামা’আতে পড়বে। ছিরিয়া নামাজের কাযার মধ্যে কিরাত চুপে চুপে পড়বে এবং জিরিয়া নামাজের কাযার মধ্যে কেরাত উচ্চস্বরে পড়বে।

(২) উমরী কাযা নামাজের মাসায়েল

◆ যদি কোন লোক শয়তানের ধোকায় পড়ে জীবনের প্রথম দিকে বা কোন একটা দীর্ঘ সময় বহু নামাজ ছেড়ে দিয়ে থাকে এবং পরবর্তীতে সে নিয়মিত নামাজ পড়া শুরু করে, তাহলে বিগত জীবনের এই ছেড়ে দেয়া নামাজগুলো শুধু তওবা দ্বারা মাফ হয়ে যাবে না বরং সব নামাজের কাযা পড়া ওয়াজিব। সাধারণভাবে জীবনের এরূপ দীর্ঘ ছুটে যাওয়া নামাজের কাযাকে ‘উদ্গ্রী কাযা’ বলা হয়।

◆ বালেগ হওয়ার পর থেকে যত নামাজ ছুটে গিয়েছে তার একটা হিসাব করে সবগুলোর কাযা করতে হবে। যথাশীঘ্রই সম্ভব এবং যতবেশী করে সম্ভব এই কাযাগুলো পড়ে নিবে। এক এক ওয়াক্তে কয়েক ওয়াক্তের কাযা পড়ে নিতে পারলেও পড়ে নিবে। এক এক ওয়াক্তে কয়েক ওয়াক্তের কাযা পড়ে নিতে পারলে ভাল। জোহরের কাযা জোহরের ওয়াক্তে, আসরের কাযা আসরের ওয়াক্তে এমনিভাবে ওয়াক্তের কাযা সেই ওয়াক্তেই পড়া জরুরী নয়।

◆ উদ্গ্রী কাযার নিয়তের মধ্যেও কোন্ নামাজের কাযা করছে তা নির্দিষ্ট করে নিতে হবে। সাধারণভাবে কোন্ দিন কোন্ তারিখের নামাজ কাযা পড়া হছে তা মনে করা এবং নির্দিষ্ট করা মুশকিল, তাই নিয়তের মধ্যে নির্দিষ্ট করার সহজ উপায় হলো এরূপ নিয়ত করবে-আমার যিম্মায় যতগুলো ফজরের নামাজ কাযা রয়েছে তার প্রথমটা কাযা করার নিয়ত করছি। এমনিভাবে জোহরের নামাজের কাযা করার ক্ষেত্রেও অনুরূপ নিয়ত করবে যে, আমার যিম্মায় যতগুলি জোহরের নামাজের কাযা রয়েছে তার প্রথমটা কাযা করার নিয়ত করছি। এরূপ প্রত্যেক ওয়াক্তের কাযা করার ক্ষেত্রে এ রকম নিয়ত করে কাযা করতে থাকবে।

See also  জুমার নামাজের নিয়ম, নিয়ত, আমল, আদব, ফজিলত, ইতিহাস, গুরুত্ব, রাকাত সংখ্যা ও শর্তসমূহ

(৩) ফেদিয়া কাযা নামাজের মাসায়েল

◆ যদি কারও নামাজ ছুটে গিয়ে থাকে এবং তার কাযা করার পূর্বে মৃত্যু এসে পড়ে, তাহলে মৃতের ঐ সব নামাজের জন্য ফেদিয়া দেয়ার ওছিয়াত করে যাওয়া তার উপর ওয়াজিব। এরূপ অবস্থায় ওয়ারিছগণ তার পরিত্যাক্ত সম্পত্তি থেকে এই ফেদিয়া আদায় করবে। পরিত্যাক্ত সম্পত্তির এক তৃতীয়াংশের মধ্যে ফেদিয়া আদায় হলোে তা আদায় করা ওয়ারিছদের উপর ওয়াজিব। এক তৃতীয়াংশের মধ্যে আদায় না হলোে যতটুকু অতিরিক্ত প্রয়োজন হবে তা সকল ওয়ারিছদের সম্মতিতে হতে হবে। তবে নাবালেগদের সম্মতি হলোেও তার অংশ থেকে নেয়া যাবে না।

◆ ছদকায়ে ফিতর বা ফিতরার পরিমাণ যা, নামাজের ফেদিয়ার পরিমাণও তাই ৷ প্রতি ওয়াক্ত ফরয নামাজ এবং বিতর নামাজের বদলে এক একটা ফেদিয়া আদায় করতে হবে। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিতর নামাজ এই ছয়টা নামাজের অর্থাৎ, প্রতিদিনের ছয়টা ফেদিয়া আদায় করতে হবে।

◆ ছদকায়ে ফিতির যাদেরকে দেয়া যায় নামাজের ফেদিয়াও তাদেরকে দেয়া যায়।

◆ মৃত ব্যক্তির যিম্মায় কাযা রয়ে গেছে, কিন্তু তিনি ওছিয়াত করে যাননি, এমতাবস্থায় তার বালেগ উত্তরসূরীগণ যদি নিজেদের সম্পত্তি থেকে স্বেচ্ছায় তার ফেদিয়া আদায় করে তাহলেও আশা করা যায় আল্লাহ এর ওছীলায় মৃতকে ক্ষমা করবেন।

[তথ্যসূত্র: আহকামে যিন্দেগী by মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রোজা সম্পর্কে আলোচনা (a to z)

রোজা সম্পর্কে আলোচনা (a to z)

○ ইসলাম
আলোচ্য বিষয়: বিস্তারিতভাবে রোজা সম্পর্কে আলোচনা: কি, কাকে বলে, কখন, কেন, কত প্রকার, কারণ, কয়টি, কি কি, করণীয়, সেহরি, ইফতার, কাযা, কাফফারা, ফজিলত, গুরুত্ব ও ভূমিকা। (১) রোজা কাকে বলে? রোজা মানে কি? (২) রোজা কখন ফরজ হয়? (৩) কাদের জন্য রোযা রাখা ফরজ বা বাধ্যতামূলক নয়? (৪) রোজা কেন ফরজ করা হয়েছে? (৫) রোজা/সাওম কত প্রকার? (৬) রোজার ফরজ কয়টি ও কি কি? (৭) রোজা পালনে সাহরি গ্রহণ (৮) রোজা পালনে ইফতার গ্রহণ (৯) রোজা মাকরুহ হওয়ার কারণ/রোজা হালকা হওয়ার কারণ (১০) রোজা ভাঙার কারণ/রোজা ভঙ্গের কারণ সমূহ/রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি? (১১) রোজা ভঙ্গ হলে করনীয় (১৩) রোজার ফযিলত (১৪) মানবতার গুণাবলি বিকাশে রোজার গুরুত্ব ও ভূমিকা ... Read More
informationbangla.com default featured image compressed

সিহাহ সিত্তাহ কি বা কাকে বলে? এ হাদিস গ্রন্থ কয়টি ও কি কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিহাহ সিত্তাহ এর পরিচয় (২) সিহাহ সিত্তাহ গ্রন্থ ও এর সংকলক ... Read More
হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা, সংকলনের উদ্যোগ ও সংরক্ষণ

হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা, সংকলনের উদ্যোগ ও সংরক্ষণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা (২) হাদিস সংকলনের উদ্যোগ (৩) হাদিস সংরক্ষণ ... Read More
সূরাতুল কদর

সূরাতুল কদর

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরাতুল কদর এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% Clear Picture + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে- (১) সূরাতুল কদর এর সংক্ষিপ্ত পরিচয় (২) সূরাতুল কদর এর বাংলা উচ্চারণ ও অর্থ (৩) সূরাতুল কদর এর ছবি (৪) অডিও, ভিডিও এবং PDF ডাউনলোড (৫) সূরাতুল কদর এর ব্যাখ্যা (৬) সূরাতুল কদর এর শিক্ষা (৭) সূরাতুল কদর তাফসির (৮) সূরাতুল কদর এর শানে নুযুল (৯) সূরাতুল কদর এর ঐতিহাসিক পটভূমি (১০) উপসংহার ... Read More
সূরা বাকারার ১৩ ও ১৪ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ১৩ ও ১৪ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ১৩ ও ১৪ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More
সালাতের গুরুত্ব ও তাৎপর্য

সালাতের গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তভাবে সালাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) সালাতের পরিচয় (২) সালাতের ধর্মীয় গুরুত্ব (৩) সালাতের শিক্ষা ... Read More
আরবি বারো মাসের নাম এবং নামকরণের কারণ (1)

আরবি বারো মাসের নাম এবং নামকরণের কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আরবি বার মাসের নামের টেবিল/চার্ট (২) আরবি ১২ নাম নামকরণের কারণ (৩) আরবি বারো মাসের নাম এর পিক/ছবি ... Read More
কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা ও নামাজের ফজিলত এবং ফিদা কাযার বিস্তারিত

কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা এবং ফিদা কাযার বিস্তারিত

○ ইসলাম
(১) কাযা নামাজের বিধান ও মাসায়েল ◆ কারও কোন ফরয নামাজ ছুটে গেলে স্মরণ আসা মাত্রই কাযা পড়া ওয়াজিব-বিনা ওজরে কাযা করতে বিলম্ব করা পাপ। ◆ কাযা নামাজ পড়ার জন্য কোন নির্দিষ্ট সময় নেই; হারাম ও মাকরূহ ওয়াক্ত ছাড়া যে কোন সময় পড়া যায়। ◆ কারও যদি এক, দুই, তিন, চার বা পাঁচ ওয়াক্ত নামাজ কাযা হয় এবং এর পূর্বে তার কোন কাযা নেই, তাহল তাকে ‘ছাহেবে তারতীব’ বলে। তাকে দুই ধরনের তারতীব রক্ষা করতে হবে- ১। ওয়াক্তিয়া নামাজের পূর্বে এই কাযাগুলো পড়ে নিতে হবে, অন্যথায় ওয়াক্তিয়া নামাজ শুদ্ধ হবে না। ২। এই কাযা নামাজগুলোও ধারাবাহিকভাবে (আগেরটা আগে এবং পরেরটা পরে) পড়তে হবে। ছাহেবে তারতীবের জন্য এই ধরনের তারতীব রক্ষা করা ফরয। যদি কারও যিম্মায় ছয় বা আরও বেশী ওয়াক্তের ... Read More
মিতব্যয়িতা কী, কাকে বলে মিতব্যয়িতার গুরুত্ব

মিতব্যয়িতা কী, কাকে বলে? মিতব্যয়িতার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মিতব্যয়িতা কী, কাকে বলে? (২) মিতব্যয়িতার গুরুত্ব ... Read More
সালাত বা নামাজ কেন পড়তে হবে, তাৎপর্য, উপকারিতা, মাহাত্ম্য ও আদর্শ জীবন গঠনে এর ভূমিকা

সালাত/নামাজ কেন পড়তে হবে? তাৎপর্য, উপকারিতা, মাহাত্ম্য ও আদর্শ জীবন গঠনে এর ভূমিকা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সালাত/নামাজের তাৎপর্য (২) সালাত/নামাজের উপকারিতা (৩) সালাত/নামাজের মাহাত্ম্য (৪) আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা ... Read More