গর্ভবতী গাভীর খাদ্য তালিকা, গর্ভবতী গাভীর যত্ন, গাভীর বাচ্চা প্রসবের লক্ষণ, বাচ্চা প্রসবকালীন সময়ে গাভীর যত্ন এবং গাভীর বাচ্চা হওয়ার পর করণীয়

গর্ভবতী গাভীর খাদ্য তালিকা, গর্ভবতী গাভীর যত্ন, গাভীর বাচ্চা প্রসবের লক্ষণ, বাচ্চা প্রসবকালীন সময়ে গাভীর যত্ন এবং গাভীর বাচ্চা হওয়ার পর করণীয়

এ পাঠ শেষে আপনি- গর্ভবতী গাভীর খাদ্য তালিকা ও গর্ভবতী গাভীর যত্ন সম্পর্কে জানতে পারবেন। গাভীর বাচ্চা প্রসবের লক্ষণ ও বাচ্চা প্রসবকালীন সময়ে গাভীর যত্ন প্রয়োজন তা বুঝতে পারবেন। গাভীর বাচ্চা হওয়ার পর করণীয় কী তা শিখতে পারবেন।

গাভী থেকে সুস্থ সবল বাছুর পেতে হলে পাল দেওয়ার পর থেকে শুরু করে বাচ্চা প্রসবের পর পর্যন্ত সময়টুকুতে সঠিক যত্ন ও পরিচর্যার ব্যবস্থা করতে হয়। সঠিক ব্যবস্থাপনার অভাবে গাভী ও বাছুরের মারাতক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। ফলে গাভী পালন লাভজনক না হয়ে লোকসানে পর্যবসিত হতে পারে।

(১) গাভীর বাচ্চা কত দিনে হয়? গাভীর গর্ভকালীন সময় কতদিন?

গাভীর বাচ্চা ২৮০ দিনে হয়। অর্থ্যাৎ গাভীর গর্ভধারণকাল গড়ে ২৮০ দিন। প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই পাল দেওয়া হোক না কেনো কখন পাল দেওয়া হয়েছে সেই সময়টি মনে রাখতে হবে এবং প্রতিটি গাভীর স্বাস্থ্য রেকর্ড পরীক্ষার মাধ্যমে গাভী গর্ভ ধারণ করেছে কিনা এই বিষয়টিও নিশ্চিত হতে হবে।

(২) গর্ভবতী গাভীর খাদ্য তালিকা

দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে গর্ভাবস্থায় ৬ মাস পর্যন্ত যত্ন, পরিচর্যা, খাদ্য সরবরাহ ও দুধ দোহন স্বাভাবিকভাবেই চলবে। ছয় মাসের উর্ধ্বে গর্ভবতী গাভীকে দৈনিক খাদ্যেও অতিরিক্ত দানাদার খাদ্য দিতে হবে। গাভীর ওজন ২০০-৩০০ কেজি হলে ০.৫-১.০ কেজি, ৩০০-৪০০ কেজি হলে ১.০-১.৫ কেজি এবং ৪০০-৫০০ কেজি হলে ১.৫-২.৭৫ কেজি দানাদার মিশ্রণ দিতে হবে। বয়সভেদে অতিরিক্ত এই খাদ্য চাহিদাকে প্রেগনেন্সি এ্যালাউন্স (Pregnancy Allowance) বলে।

গর্ভবতী গাভীকে এই বয়সে খাদ্য প্রদানে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তা হলো-

  1. গাভীর কোনভাবেই চর্বি জমতে দেওয়া যাবে না এবং
  2. দানাদার মিশ্রণের সাথে প্রয়োজন মোতাবেক ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
  3. তবে বকনা বাছুরের ক্ষেত্রে পাল দেওয়ার পর থেকেই সুষম খাদ্য সঠিক পরিমাণে সরবরাহ করা উচিত। কারণ এই সময় গর্ভের বাচ্চা ও বকনা বাছুরের শরীরের বৃদ্ধি একই সাথে ঘটে থাকে।
  4. গর্ভবতী বকনা বা গাভীকে ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য সরাবরাহ করা উচিত।
  5. গর্ভাবস্থায় বকনা/গাভী যেনো প্রচুর পরিমাণ পরিষ্কার পানি খেতে পারে সে ব্যবস্থা রখতে হবে।
See also  গরুর রোগের নামঃ এনাপ্লাজমোসিস (Anaplasmosis), গরুর রোগের লক্ষণ, গরুর রোগ ও চিকিৎসা, গরুর রোগ ও প্রতিকার

নিম্নে ওজন ও দুধ উৎপাদনের ভিত্তিতে ৬ মাসের অধিক গর্ভবতী গাভীর খাদ্য তালিকা দেওয়া হলো-

গাভীর ওজনদুধ উৎপাদনদৈহিক আঁশ জাতীয় খাদ্য/কাঁচা ঘাস/খড় চাহিদাঃ গর্ভবতী নয়দৈহিক আঁশ জাতীয় খাদ্য/কাঁচা ঘাস/খড় চাহিদাঃ গর্ভবতী ৬ মাসের অধিকদৈহিক দানাদার খাদ্য চাহিদাঃ গর্ভবতী নয়দৈহিক দানাদার খাদ্য চাহিদাঃ গর্ভবতী ৬ মাসের অধিক
৩০০ কেজি২.০ কেজি৩৬.০/৯ কেজি৩০.০/৭.৫০ কেজি১.০০ কেজি১.৫০ কেজি
৪০০ কেজি২.০ কেজি৪০.০/১০.০ কেজি৩৬.০/৯.০ কেজি২.০০ কেজি৩.৫০ কেজি
সারনি-১: ৬ মাসের অধিক গর্ভবতী গাভীর ওজন ও দুধ উৎপাদনের ভিত্তিতে দৈনিক খাদ্য চাহিদা

কাঁচা ঘাস এবং শুকনা খড়ের মিশ্রণ আনুপাতিক হারে সরবরাহ করতে হবে। সাধারণত চার কেজি কাঁচা ঘাস মোটামুটিভাবে এক কেজি শুকনা খড়ের সমতূল্য। দানাদার মিশ্রণ সব সময় সহজ লভ্য ও সস্তা খাদ্য উপাদান দিয়ে তৈরি করতে হবে। তবে এ জন্য পুষ্টি মাত্রার ব্যাঘাত ঘটানো যাবে না।

দানাদার খাদ্যের মিশ্রিণ তৈরির জন্য বিভিন্ন খাদ্য উপকরণের ব্যবহারিক মাত্রার একটি হিসাব নিচে দেয়া হলো-

খাদ্যের নামগঠন (শতকরা হার)
১। দানাদার খাদ্য (গম/ভূট্টা/খেসারি ভাংগা)১৫-২৫%
২। ভূষি ও কুড়া (গম/চাল/খেসারি)৪৫-৫৫%
৩। খৈল (তিল/নারিকেল/তুলা বীজ)১৫-২০%
৪। মাছের গুড়া/সয়াবিন মিল৪-৫%
৫। খনিজ ও লবণ (লবণ ১.০% এবং হাড়ের গুড়া/লাইম স্টোন পাউডার/ঝিনুকেরপাউডার/ডিমের খোসার পাউডার ইত্যাদি ৩-৪%)৪-৫%

(৩) গর্ভবতী গাভীর যত্ন

  1. প্রসবের প্রায় দু সপ্তাহ পূর্ব থেকে বকনা বা গাভীকে একটু বড় ধরনের ঘরে পৃথকভাবে খোলা অবস্থায় রাখতে হবে।
  2. প্রতিদিন হাঁটাচলার ব্যবস্থা করতে হবে।
  3. পরিষ্কার নরম বিছানার ব্যবস্থা করতে হবে।
  4. খেয়াল রাখতে হবে গর্ভবস্থায় যেন কোনোভাবেই বকনা বা গাভী উত্তেজিত না হয় বা আঘাত না পায়।
  5. গরম হওয়া গাভী বা ষাঁড় যেন গর্ববতী বকনা বা গাভীর উপর লাফ না দেয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
  6. এই সময় বকনা বা গাভীর খাদ্যের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিতে হবে।
  7. পায়খানা পরিষ্কার ও শরীর ঠান্ডা থাকে এ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
See also  গরুকে কৃমির ঔষধ/কৃমিনাশক খাওয়ানোর নিয়ম? গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম?

(৪) গাভীর বাচ্চা প্রসবের লক্ষণ

গাভীর বাচ্চা প্রসবের কিছু সময় পূর্ব থেকেই গাভীতে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে যেমন-

  1. ওলান ফুলে যায়,
  2. ভালভা স্বাভাকিকের চেয়ে ২ থেকে ৬ গুণ বেশি ফুলে যায় এবং
  3. লেজের গোড়ার দিকে রস বের হতে থাকে।

(৫) বাচ্চা প্রসবকালীন সময়ে গাভীর যত্ন

  1. এই সময় গাভীকে প্রসূতি ঘরে নেওয়া উচিত।
  2. প্রসূতি ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে এবং আলো বাতাস চলাচলের ও ভালো বিছানার ব্যবস্থা থাকতে হবে। আবার বর্ষাকালে এবং শীতকাল ব্যতিত অন্য সময়ে খামারের কাছাকছি পরিষ্কার ছায়াযুক্ত এবং ঘাস আছে এমন স্থানে ও নেওয়া যেতে পারে।
  3. প্রসবের সময় গাভীর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখাতে হবে। সাধারণত প্রসবের লক্ষণ প্রকাশ পাবার ১ থেকে ২ ঘন্টার মধ্যেই বাচ্চা প্রসব হয়ে থাকে। কিন্তু যদি প্রসব ব্যাথা শুরু হওয়ার ৪ ঘন্টার মধ্যে বাচ্চা প্রসব না হয় তবে পশু চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত।
  4. স্বাভাবিক বাচ্চা প্রসবের ক্ষেত্রে সাহায্য ছাড়াই গাভী সাধারণত বাচ্চা প্রসব করে থাকে। তবে অনেক সময় হাত দিয়ে সামান্য সাহায্য করতে হয়।
  5. প্রসবের শুরুতেই বাচ্চার সামনের পা বেরিয়ে আসে, এরপর আসে নাক। যে কোন অস্বাভাবিক পরিস্থিতিতেই জরুরী ভিত্তিতে পশু চিকিৎসকের সাহায্যে নেওয়া উচিত।

(৬) গাভীর বাচ্চা হওয়ার পর করণীয়

  1. বাচ্চ প্রসবের পরপরই নিমপাতা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কিছু দানা সহযোগে পানি গরম করে গাভীর জননতন্ত্রের বাইরের অংশ, ফ্লাংক (Flank) এবং লেজ পরিষ্কার করতে হবে।
  2. গাভীর যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখাতে হবে।
  3. বাচ্চা প্রসবের পরপরই গাভীকে হালকা গরম পানি বা এধরনের পানি দিয়ে গুড়ের সরবত তৈরি করে খাওয়ানো ভালো।
  4. গাভী যাতে নবজাতক বাছুরকে চাটতে পারে এজন্য বাছুরকে গাভীর কাছে যেতে দিতে হবে।
  5. প্রসবের পরপরই গাভীকে আংশিকভাবে দোহন করতে হবে।
  6. সাধারণ প্রসবের ২-৪ ঘন্টার মধ্যেই গর্ভফুল (Placenta) বের হয়ে যায়। যদি ৮-১২ ঘন্টার মধ্যেও যদি গর্ভফুল বের না হয় তবে গাভীকে আরগট মিশ্রণ খাওয়ানো যেতে পারে। ১২ ঘন্টার পরেও গর্ভফুল বের না হলে পশুচিকিৎসকের সাহায্যা নেওয়া উচিত।
  7. গর্ভফুল বের হওয়ার সাথে সাথে তা মাটিতে পুঁতে ফেলতে হবে। গাভী যেনো গর্ভফুল না খেয়ে ফেলে সেদিকেলক্ষ্য রাখা উচিত।
  8. দুধজ্বর ও ম্যাস্টাইটিস রোগের সম্ভাবনা কমাবার জন্য বাচ্চা প্রসবের পর ১-২ দিন পর্যন্ত গাভীকে সম্পূর্ণভাবে দোহন না করাই ভালো।
  9. বাছুরকে কাচলা দুধ বা কলস্ট্রাম খাওয়ানোর জন্য ওলানের বাঁট চুষতে দিতে হবে।
  10. গাভীকে প্রথমত হালকা গরম পানিতে গমের ভূষি ভিজিয়ে খেতে দিতে হবে। একইসাথে অল্পপরিমাণ কাঁচা ঘাস ও খাওয়ানো যেতে পারে।
  11. বাচ্চা প্রসবের ২ দিন পর থেকে গাভীকে দানাদার খাদ্য খাওয়ানো শুরু করতে হবে।
  12. দানাদার খাদ্যের পরিমাণ এমনভাবে বাড়াতে হবে যাতে বাচ্চা প্রসবের ১৫ দিন পর থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী দানাদার খাদ্য সরবরাহ করা যায়।
  13. সুস্থ-সবল বাচ্চা পেতে এবং গাভীকে রোগমুক্ত ও অধিক উৎপাদনশীল রাখতে হলে গর্ভাবস্থায় প্রসবের সময় এবং প্রসবের পর বিশেষ যত্ন ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে।
See also  গাভীর বাঁটের ছিদ্র বন্ধ হওয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

উপরোক্ত আলোচনায় আমরা গর্ভবতী গাভীর খাদ্য তালিকা, গর্ভবতী গাভীর যত্ন, গাভীর বাচ্চা প্রসবের লক্ষণ, বাচ্চা প্রসবকালীন সময়ে গাভীর যত্ন এবং গাভীর বাচ্চা হওয়ার পর করণীয় প্রভৃতি বিষয় সম্পর্কে জানলাম, বুজলাম ও শিখলাম।

গর্ভবস্থায় গাভীকে আরামদায়ক বাসস্থান ও উপযুক্ত খাদ্য সরবরাহ করতে হবে।

প্রসবের সময় গাভীরে প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনে পশুচিকিৎসকের সাহায্য নিতে হবে। গর্ভফুল বের হওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। নিয়মমাফিক খাদ্য সরবরাহ করতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগলের দানাদার খাদ্য তালিকা

ছাগলের দানাদার খাদ্য তালিকা (chagol palon training)

আলোচ্য বিষয়: (১) ছাগলের দানাদার খাদ্য চাহিদা (২) ছাগলের দানাদার খাদ্য তালিকা ... Read More
ঘাস খাওয়ার উপকারিতা কি, গরু ছাগল ভেড়াকে ঘাস না খাওয়ালে কি হবে

ঘাস খাওয়ার উপকারিতা কি? গরু ছাগল ভেড়াকে ঘাস না খাওয়ালে কি হবে?

আলোচ্য বিষয়: (১) ঘাস খাওয়ার উপকারিতা (২) গরু ছাগল ভেড়া বা গবাদিপশুকে পর্যাপ্ত কাঁচা ঘাস না খাওয়ালে তার অপকারিতা (৩) পশুকে ঘাস খাওয়ার করণীয় ... Read More
দুধের গরুর খাবার তালিকা ও পরিচর্যা

দুধের গরুর খাবার তালিকা ও পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) দুধের গরুর পরিচর্যা (২) দুধের গরুর খাবার তালিকা ... Read More
ভাইরাস সৃষ্ট ছোঁয়াচে গরুর রোগ সমূহ ও তার লক্ষণ-প্রতিকার

ভাইরাস সৃষ্ট ছোঁয়াচে গরুর রোগ সমূহ

আলোচ্য বিষয়: (১) গরুর রোগ কি কি প্রকারের হয়? (২) ছোঁয়াচে গরুর রোগ সমূহ ছড়ানোর কারণ কি? (৩) ছোঁয়াচে গরুর রোগ সমূহের প্রতিরোধ ব্যবস্থা কি? (৪) ছোঁয়াচে গরুর রোগ সমূহ কোনগুলো? (৫) ভাইরাস সৃষ্ট গরুর রোগ ও তার প্রতিকার (৬) ব্যাকটেরিয়া সৃষ্ট গরুর রোগ ও তার প্রতিকার ... Read More
অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগ এবং ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও

অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগ এবং ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার (২) ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ ও প্রতিকার ... Read More
কৃত্রিম প্রজনন কি, গরুর কৃত্রিম প্রজনন পদ্ধতি, গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় ও নিয়ম

কৃত্রিম প্রজনন কি? গরুর কৃত্রিম প্রজনন পদ্ধতি, গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় ও নিয়ম

আলোচ্য বিষয়: (১) কৃত্রিম প্রজনন কি? (২) গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় (৩) কৃত্রিম প্রজননের ধাপসমূহ (৪) কৃত্রিম প্রজননের সফলতার কারণ (৫) কৃত্রিম প্রজননে ব্যার্থতার কারণ (৬) কৃত্রিম প্রজননের সুবিধা (৭) কৃত্রিম প্রজননের অসুবিধা (৮) কৃত্রিম প্রজননের গুরুত্ব ... Read More
গর্ভবতী গাভী চেনার উপায়

গর্ভবতী গাভী চেনার উপায়

আলোচ্য বিষয়: (১) মূলতত্ত্ব (২) গর্ভবতী গাভী চেনার উপায় (৩) সাবধানতা ... Read More
গবাদি পশুর গুরুত্ব

গবাদি পশুর গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) প্রাণিসম্পদ কি/কাকে বলে? (২) গবাদি পশুর গুরুত্বপূর্ণ অবদানসমূহ (৩) বাংলাদেশে গবাদি পশু উন্নয়নের সমস্যাবলী ... Read More
মোটাতাজাকরণ গরু পালন প্রশিক্ষণ, গরু পালনের পদ্ধতি ও গরু পালনের নিয়ম

মােটাতাজাকরণ গরু পালন প্রশিক্ষণ, গরু পালনের পদ্ধতি ও গরু পালনের নিয়ম

আলোচ্য বিষয়: এখানে আমরা আলোচনা করব মােটাতাজাকরণ গরু পালন প্রশিক্ষণ পর্বের গরু পালনের পদ্ধতি ও গরু পালনের নিয়মসমূহ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ... Read More
উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা (Gavi Palon Bangladesh)

উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা (Gavi Palon Bangladesh)

আলোচ্য বিষয়: আলোচ্য বিষয়: (১) উন্নত গাভী গরুর খামার পরিকল্পনা কেন প্রয়োজন? (২) দুধের গরুর খামার গড়তে প্রাথমিক প্রস্তুতি (৩) গাভীর খামারের স্থান নির্বাচন (৪) উন্নত জাতের দুধের গাভীর নাম (৪) উন্নত জাতের গাভীর প্রাপ্তিস্থান (৫) উন্নত জাতের গাভী চেনার উপায় বা বৈশিষ্ট্য (৬) গাভীর পরিচর্যা (৭) গর্ভবতী গাভীর যত্ন: গাভীর গর্ভকালীন পরিচর্যা ও প্রসব পরবর্তী গাভীর যত্ন (৮) দুগ্ধবতী গাভীর যত্ন (৯) দুধের গরুর খাবার তালিকা (১০) স্বাস্থ্যসম্মত উন্নত জাতের গাভী পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থা ... Read More