টমেটো সস ও চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি

টমেটো সস ও চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি

নিচে টমেটো সস ও চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি উল্লেখ করা হলো-

(১) টমেটো সস তৈরির রেসিপি ও সস তৈরি করার পদ্ধতি

চিত্র- টমেটো সস
চিত্র- টমেটো সস

ক) টমেটো সস তৈরি কারার রেসিপি

উপকরণের নামপরিমাণ
১। পাকা টমেটো ২ কেজি
২। পেঁয়াজ কুচি মাঝারি দুটো পেয়াজ
৩। লবঙ্গ ১০টি
৪। লবণ২ চা চামচ
৫। দারুচিনি ৪ টুকরা
৬। শুকনা মরিচ ৬টি
৭। চিনি১÷৩ কাপ (১ কাপের ৩ ভাগের ১ ভাগ)
৮। সিরকা ১÷২ কাপ (১ কাপের ২ ভঅগের ১ ভাগ)
৯। সোডিয়াম বেনজয়েট ৫ গ্রাম

খ) টমেটো সস তৈরি করার পদ্ধতি

  1. পাকা ও ত্রুটিমুক্ত টমেটো পরিস্কার পানিতে ভালভাবে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে কাটার সময় এর বোটার দিকের গোল অংশটা কেটে বাদ দিতে হবে।
  2. এখন একটি পাত্রে কাটা টমেটোর সাথে অল্প পানি আস্ত দারুচিনি ও লবঙ্গ গুলো দিয়ে সিদ্ধ করতে হবে। 
  3. সিদ্ধ করা টমেটো ব্লেন্ডারে ঢেলে দিতে হবে। এর সাথে কাটা পেঁয়াজ যোগ করে ভালভাবে ব্লেন্ড করতে হবে।
  4. এবার একটি চালনি দিয়ে বেল্ড করা টমেটো ভালভাবে ছেঁকে নিতে হবে যেন তাতে কোন বীজ বা খোসার অংশ না থাকে।
  5. ছেঁকে নেওয়া টমেটোর সাথে লবণ ও চিনি মিশিয়ে আবার চুলায় জাল দিতে হবে, ঘন হয়ে আসলে তাতে ভিনেগার মিশাতে হবে।
  6. বেশিদিন টমেটো সস সংরক্ষণ করতে চাইলে তাতে সোডিয়াম বেনজোয়েট যোগ করতে হবে।
  7. গরম সস শুকনা জীবাণুমুক্ত কাচের বোতলে ভরে ঠান্ডা করে নিতে হবে। 
  8. ঠান্ডা হলে ভালভাবে মুখ লাগিয়ে রাখতে হবে। এভাবে তৈরি সস ৫-৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
See also  আদা চাষের উপযুক্ত সময় এবং আদা চাষের পদ্ধতি

(২) মোরব্বা তৈরির রেসিপি ও মোরব্বা তৈরি করার পদ্ধতি

চিত্র- মোরব্বা
চিত্র- মোরব্বা

সঠিক পরিপক্কতায় সংগৃহিত আস্ত ফল বা বড় টুকরা করে কাটা ফলকে ঘণ চিনির রসে ফুটিয়ে স্বচ্ছ করে নিয়ে যে খাদ্য বস্তু তৈরি হয় তাকে মোরব্বা বলে। নানা রকম ফল যেমন আম, আনারস, আপেল, পেঁপে এবং সবজি যেমন চাল কুমড়া, শশা, লাউ ইত্যাদি দিয়ে মোরব্বা তৈরি করা যায়।

ক) চাল কুমড়ার মোরব্বা তৈরির রেসেপি

উপকরণের নামপরিমাণ
১। পাকা চাল কুমড়া২ কেজি
২। পানি ১ লিটার
৩। চিনি ৪ কেজি
৪। খাবার সোডা আধা চা চামুচ
৫। চুন ২%
৬। দুধ১ টেবিল চা চামচ
৭। দারুচিনি৪ টুকরা

খ) চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি

  1. পাকা চাল কুমড়ার খোসা চাড়িয়ে বীজ সহ নরম অংশ কেটে বাদ দিতে হবে এবং বড় বড় টুকরা করে কেটে নিতে হবে।
  2. কাটা চামচ দিয়ে চাল কুমড়ার টুকরোগুলো ছিদ্র করে নিতে হবে।
  3. এই চাল কুমড়ার টুকরোগুলো ২% চুন গোলা পানিতে ৩-৪ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এতে টুকরোগুলো নরম হয়ে গলে যায় না।
  4. এবার চুনের পানি থেকে টুকরোগুলো উঠিয়ে ফুটন্ত পানিতে ৫ মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে।
  5. অন্য একটি হাড়িতে চিনির সিরা তৈরি করতে হবে এবং তাতে দারচিনি দিতে হবে। চিনির সিরায় ময়লা থাকলে সেগুলো উঠিয়ে নিতে হবে। এরপর চিনির সিরায় চালকুমড়া দিয়ে জ্বাল দিতে হবে।
  6. চিনির সিরা ঘন ও আঠালো হয়ে এলে খাবার সোডা পানিতে গুলে সিরাতে দিয়ে ঘন ঘন নাড়তে হবে। 
  7. মোরব্বা চুলা থেকে নামিয়ে অবশিষ্ট চিনির সিরা কুমড়ার টুকরাগুলো উপর দিয়ে দিতে হবে।
  8. চিনি জমে আসলে একটি ছড়ানো পাত্রে মোরব্বা গুলো ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। 
  9. ঠান্ড করা মোরব্বা বোতলে ভরে মুখবদ্ধ করে ৩-৪ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাটির বুনট কি, মাটি কত প্রকার ও কি কি, মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি

মাটির বুনট কি? মাটি কত প্রকার ও কি কি? মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ ও সংরক্ষণ

আলোচ্য বিষয়: (১) মাটির বুনট কি? মাটির বুনট কাকে বলে? (২) মাটি কত প্রকার ও কি কি? (৩) মাটির বুনটের গুরুত্ব (৪) মাটির বুনট রূপান্তরকরণ (৫) মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ ও সংরক্ষণ ... Read More
মুগ ডালের চাষ পদ্ধতি

মুগ ডালের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মুগ ডালের চাষ পদ্ধতির বর্ণনা (২) মুগের ডাল চাষে পোকান্ডমাকড় ও রোগ-বালাই ব্যবস্থাপনা ... Read More
বরবটি চাষ পদ্ধতি

বরবটি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) বরবটির জাত পরিচিতি ও বৈশিষ্ট্য (২) বরবটি চাষ পদ্ধতি বিস্তারিত বর্ণনা (৩) বরবটি চাষে রোগ ব্যবস্থাপনা (৪) বরবটি চাষে পোকামাকড় দমন ব্যবস্থাপনা ... Read More
এলপিনিয়া ফুলের চাষ পদ্ধতি

এলপিনিয়া ফুলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) এলপিনিয়া ফুলের জাত পরিচিতি (২) এলপিনিয়া ফুলের চাষ পদ্ধতি (৩) এলপিনিয়া চাষে রোগবালাই ব্যবস্থাপনা ... Read More
পেঁপে চাষ পদ্ধতি

পেঁপে চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে পেঁপে চাষ পদ্ধতি বর্ণনা করা হলো- ... Read More
জমি প্রস্তুতি বা ভূমি কর্ষণ বা জমি চাষ করা

জমি প্রস্তুতি বা ভূমি কর্ষণ বা জমি চাষ

আলোচ্য বিষয়: (১) ধান চাষের জন্য জমির প্রস্তুতি (২) গম চাষের জন্য জমি প্রস্তুতকরণ (৩) ডালজাতীয় শস্যের জন্য জমি প্রস্তুতি (৪) আলু চাষের জন্য জমি প্রস্তুতি (৫) জমি প্রস্তুতির গুরুত্ব (৬) ভূমি কর্ষণ তথা জমি চাষ বা প্রস্তুতকরণের উদ্দেশ্য ... Read More
পেঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতি

পেঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি (২) কন্দ থেকে পিঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতি ... Read More
informationbangla.com default featured image compressed

চাষাবাদ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর

চাষাবাদ বাংলাদেশের অর্থনীতি ও জীবনযাত্রার মূল চালিকাশক্তি। বেগুন, পেঁপে, কলা ইত্যাদি ফসলের চাষ নিয়ে কৃষকদের মনে নানা প্রশ্ন জাগে, যেমন চাষের পদ্ধতি, ফলের রঙের পরিবর্তন, বা রোগ প্রতিরোধের উপায়। এই ব্লগে আমরা চাষাবাদ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ১. বেগুনের চাষের পদ্ধতি সম্পর্কে কেউ বলবেন কী? উত্তর: বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বেগুনের চাষ হয়ে থাকে। উন্নত জাত ও সঠিক নিয়ম সম্পর্কে না জেনে, গবেষণায় প্রাপ্ত নিয়ম ও সঠিক পদ্ধতি ব্যবহার করে বেশি ফলনের পাশাপাশি খরচও কমিয়ে আনা যায়। আসুন ধাপে ধাপে জেনে নিই বেগুন চাষের পদ্ধতি- ১। মাটি নির্বাচন: হালকা বেলে থেকে ভারী এটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই বেগুনের চাষ করা হয়। হালকা বেলে মাটি আগাম জাতের বেগুন চাষের জন্য উপযোগী। এই ধরণের মাটিতে বেগুন ... Read More
স্ট্রবেরি চাষ পদ্ধতি, গাছের পরিচর্যা ও রোগ দমন

স্ট্রবেরি চাষ পদ্ধতি, গাছের পরিচর্যা ও রোগ দমন

আলোচ্য বিষয়: (১) স্ট্রবেরির জাত পরিচিতি ও বৈশিষ্ট্য (২) স্ট্রবেরি চাষ পদ্ধতি ও গাছের পরিচর্যা (৩) স্ট্রবেরি গাছের রোগ-বালাই দমন ব্যবস্থাপনা ... Read More
রসুনের জাত ও রসুন চাষ পদ্ধতি

রসুনের জাত ও রসুন চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) রসুনের জাত (২) রসুন চাষ পদ্ধতি ... Read More