ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি ও সুবিধাঃ ধান ক্ষেতে চাষের উপযোগী মাছ কোনটি?

ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি ও সুবিধাঃ ধান ক্ষেতে চাষের উপযোগী মাছ কোনটি

ধান খেতে মাছ চাষ করলে ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতির ব্যবহারের ফলে ধানের ফলন বৃদ্ধি পায়। ধান ক্ষেতে আগাছা কম জন্মে এবং অনিষ্টকারী পোনা-মাকড় মাছ খায়ে ফেলে। ফলে ধানক্ষেতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না।

মাছের চলাফেরার মাধ্যমে ক্ষেতের কাদামাটি উলটপালট হয় ফলে জমি হতে ধানের পক্ষে অধিকতর পুষ্টি গ্রহণ যোগ্য হয়। মাছের বিষ্টা সার হিসাবে ধান ক্ষেতের উর্বরা শক্তি বৃদ্ধি করে।

একই জমি থেকে ধানের সাথে অতিরিক্ত ফসল হিসেবে মাছ বিক্রি করে লাভবান হওয়া যায়।

এ পাঠ শেষে আপনি- ধানক্ষেতে মাছ চাষের সংজ্ঞা বলতে পারবেন; ধানক্ষেতে মাছ চাষের সুবিধা সম্পর্কে বর্ণনা করতে পারবেন; ধানক্ষেতে মাছ চাষের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন; ধানক্ষেতে মাছ চাষের ক্ষেত্রে ধানের ব্যবস্থাপনা কলাকৌশল ওমাছের ব্যবস্থাপনা কলাকৌশলগুলো শিখতে পারবেন।

নিম্নে ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি ব্যাখ্যা করা হলো-

(১) ধান ক্ষেতে মাছ চাষের উপযোগী মাছ কোনটি?

ধান ক্ষেতে মাছ চাষের উপযোগী মাছ কোনটি

ধান ক্ষেতে মাছে সমন্বিত চাষ পদ্ধতি বলতে কি বুঝায়: ধানক্ষেতে মাছ চাষ বলতে একই জায়গায় একই ব্যবস্থাপনায় একই সময়ে ধান ও মাছ চাষ করা বোঝায়।

ধান ও মাছের একত্রে চাষই হলো ধান ক্ষেতে মাছ চাষ। এক্ষেত্রে ধান মূখ্য ফসল আর মাছ গৌণ ফসল। ধান ও মাছ একত্রে চাষের ফলে ধানক্ষেত ও পুকুরের পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। ফলে অধিক লাভবান হওয়া যায়।

ধান ক্ষেতে চাষের উপযোগী মাছ কোনটি: বাংলাদেশে চাষযোগ্য মাছের মধ্যে মলা, সরপুঁটি, কমন কার্প এবং চিংড়ি ধানক্ষেতে চাষের জন্য খুবই উপযোগী।

See also  উন্নত ধানের জাত সমূহ ও ধানের চাষ পদ্ধতি

মাছের সাথে সমন্বিত চাষের উপযোগী ধান কোনটি: সাধারণত প্রায় সকল জাতের ধানের সাথেই মাছ চাষ করা হয় তবে উচ্চ ফলনশীল জাতের যেসব ধান মাঝারি ধরনের লম্বা হয় সেসব ধান মাছ চাষের জন্য অধিক সুবিধাজনক তাছাড়া যেসব জাতের ধানের পানি সহ্য ক্ষমতা বেশি সেগুলোকে নির্বাচন করা উচিত। মাছের সাথে চাষের জন্য ধানের কয়েকটি উপযোগী জাত হলো-আমন মৌসুমের জন্য বি. আর-১১, বি আর-৩ এবং বিআর-৩০ ও বোরো মৌসুমের জন্য বি আর-১৬ এবং বি.আর.-১৪ ইত্যাদি।

ধান ক্ষেতে মাছ চাষের উপযোগী মৌসুম কোনটি: আমন ও বোরো দুই মৌসুমেই ধান ক্ষেতে মাছ চাষ করা সম্ভব। তবে আমন মৌসুমে ধান ক্ষেতে মাছ চাষ বেশী লাভজনক।

ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতির সুবিধা কি: ধানের সাথে মাছ চাষ করলে মূল সুবিধা হলো- একই জমি থেকে অতিরিক্ত ফসল হিসেবে মাছ পাওয়া যায়। মাছ ধানের অনিষ্টকারী পোকা-মাকড় খায় এবং ক্ষেতে আগাছা জন্মাতে বাধা সৃষ্টি করে। ফলে ধানের ফলন বেশি হয় এবং কীটনাশক ও নিড়ানী খরচ কম লাগে।

(২) ধান ক্ষেতে মাছ চাষের সুবিধা ও প্রয়োজনীয়তা

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশের মানুষের প্রধান খাদ্য শস্য হলো ধান, বাংলাদেশে প্রায় শতকরা ৮০ ভাগ জমিতে ধান চাষ করা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় মাছের উৎপাদন খুবই কম, একজন মানুষের দৈনিক গড়ে ৮০-১০০ গ্রাম মাছ খাওয়া প্রয়োজন। অথচ ২০২০ সালে এসেও বর্তমানে বাংলাদেশের মানুষ দৈনিক মাথা পিছু মাছ গ্রহণ করছে মাত্র ২৫.৬ গ্রাম। তাই মাথা পিছু মাছের উৎপাদন বাড়ানো অতীব প্রয়োজন।

বাংলাদেশের অনেক জমিতে শুধুমাত্র বছরের অর্ধেক সময় ধান চাষ হয়। আর বাকী অর্ধেক সময় জমি পতিত অবস্থায় পড়ে থাকে। তাই এসব জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ধানের পাশাপাশি একই সাথে মাছ পালন করতে পারলে মাছের উৎপাদন অনেকগুণ বাড়ানো সম্ভব।

See also  গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি

বর্তমানে বাংলাদেশে ধান চাষের জন্য সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে ফলে বোরো (ইরি) ধানের আবাদও বাড়ছে আর এসব বোরো ধানের জমিতে অতি সহজেই এবং সামান্য ব্যবস্থাপনায় মাছের চাষ সম্ভব। তাই জমিতে একটি ফসলের পরিবর্তন দুটো ফলন অবশ্যই লাভ জনক।

সুতরাং ধানের সাথে মাছের চাষ অর্থাৎ ধান ক্ষেতে মাছ চাষ নিঃসন্দেহে লাভজনক এবং বাড়তি আয়ের একটি সহজ উপায়। 

তাছাড়া ও ধান ক্ষেতে মাছ চাষে বেশ কতগুলো সুবিধা রয়েছে, যেমন-

  • একই জমিতে একই সময়ে ধান ও মাছ এ দুটো ফসল পাওয়া যায় ফলে ধানক্ষেতের পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং সম্ভাব্য সর্বোচ্চ উপার্জন সম্ভব।
  • অল্প শ্রম ও স্বল্প খরচে বেশি আয় নিশ্চিত হয়।
  • মাছ ধান ক্ষেতে ছোট ছোট আগাছা খেয়ে আগাছা দমনে সহায়তা করে।
  • মাছের মল ধানের সার হিসেবে কাজ করে ফলে ধানের জন্য সার দিতে হয় না।
  • মাছ ধানের জন্য অনেক ক্ষতিকর পোকামাকড় তাদের ডিম, লার্ভা ইত্যাদি খেয়ে কীটনাশক প্রয়োগের ব্যয় কমায় এবং এতে পরিবেশ দূষণমুক্ত থাকে।
  • ধান ক্ষেতে মাছ চাষের ফলে ধানের ফলন সাধারণত শতকরা ১০ ভাগ বৃদ্ধি পায়।
  • মাছকে সম্পূরক খাদ্য না দিলেও চলে।
  • ধান ক্ষেতে মাছ চলাচলের জন্য পানির নাড়া চড়ার ফলে ধান গাছ দ্রুত বৃদ্ধি পায়।
  • মাছকে খাদ্য সরবরাহ করা হলে অব্যবহৃত খাদ্য ধানের সার হিসেবে ব্যবহৃত হয়।

তাই উপরোল্লেখিত আলোচনা থেকে এ উপসংহারে আসা যায় যে ধানক্ষেতে মাছ চাষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 

(৩) ধান ও মাছের সমন্বিত চাষ ব্যবস্থাপনা

ধান ক্ষেতে মাছ চাষের ক্ষেত্রে মাছের উৎপাদন সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে-

  • ধানক্ষেতে পানির গভীরতা: সাধারণত গভীর পানিতে মাছের উৎপাদন ভালো হয়।
  • মাছের জাত, মজুদ আকার ও ঘনত্ব: দ্রুত বর্ধনশীল, বড় আকারের এবং ধান ক্ষেতের পরিবেশের সাথে সহনীয় জাতের মাছ মজুদ করা হলে মাছের উৎপাদন অধিক হয়।
  • সম্পূরক খাদ্য প্রয়োগ: ধান গাছ রোপনের প্রায় ৬ সপ্তাহ পরে মাছকে সম্পূরক খাদ্য প্রয়োগ করা হলে সাধারণত মাছের উৎপাদন বৃদ্ধি পায়।
  • চাষকাল: মাছের চাষকাল বেশি হলে মাছের বৃদ্ধি অধিক হয়।
  • আংশিক আহরণ: ধানক্ষেত হতে আংশিক আহরণের ফলে মাছের মৃত্যুহার কমে এবং সাথে সাথে উৎপাদনও বাড়ে।
  • রাক্ষুসে প্রাণীর উপস্থিতি: রাক্ষুসে প্রাণী যেমন- ব্যাঙ, সাপ, উদ ও গুইসাপ ইত্যাদি না থাকলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।
  • কাঁকড়া ও ইঁদুরের গর্ত তৈরি: ধানক্ষেতে কাঁকড়া ও ইঁদুরের গর্ত থাকলে উৎপাদন কমে যায়।
See also  মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদান এবং খাদ্য প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি

ধান ক্ষেতে মাছ ও ধানের মধ্যে আন্তঃ সম্পর্ক তৈরি করার লক্ষ্যে সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনায় প্রতি বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন, ধান ও মাছের মধ্যে আন্তঃসম্পর্কে পুনঃ সক্রিয় ও নিয়ন্ত্রিত হয় ধানক্ষেতে পোনা মজুদসহ গৃহীত বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ধান ও মাছে উৎপাদনের পরিমাণ গৃহীত ব্যবস্থাপনার ওপরই নির্ভর করে।

(৪) ধানের ব্যবস্থাপনা কলাকৌশল

ধান ও মাছের ফলন প্রধানত জমি এবং ধান ও মাছের পরিচর্যা এবং বিভিন্ন ব্যবস্থাপনার কলা কৌশল এর ওপর নির্ভর করে। ব্যবস্থাপনা যত ভালো হয় ফলন ও ততবেশি হয়ে থাকে, সুতরাং ধান ও মাছের ব্যবস্থাপনার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

ধান ব্যবস্থাপনার কলাকৌশলের প্রধান অংশগুলো নিম্নে আলোচনা করা হলো-

ধানের জমি প্রস্তুতকরণ: ধানক্ষেতে মাছ চাষের জন্য জমি প্রস্তুতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জমি যত ভালোভাবে প্রস্তুত করা হবে মাছ ও ধানের উৎপাদনও তত বেশি হবে জমি প্রস্তুতির সময় নিম্নের বিষয়গুলো বিবেচনায় আনা উচিত।

জমির আয়তন: সাধারণত জমির আয়তন ৩০-১০০ শতক হলে ব্যবস্থাপনায় সুবিধা হয়। জমি প্রস্তুতের সময় জমিকে সমতল করে নেয়া উচিত।

জমির আইল উঁচুকরণ: জমি এমনভাবে ঊঁচু করা উচিত যেন স্থায়ীভাবে বন্যার পানিতে আইল ডুবে না যায়। জমির আইল মজবুত হওয়া প্রয়োজন যাতে পানির চাপে ভেঙ্গে না যায়। সাধারণত ১২-১৮ ইি  উঁচু করে আইল বাধলে বন্যার পানিতে ডুবার সম্ভাবনা কম থাকে।

গর্ত ও নালা খনন: মাছের চলাচলের সুবিধার্থে জমিতে গর্ত ও পরিখা বা নালা খনন করার প্রয়োজন রয়েছে। গর্ত বা নালা খনন করার ফলে ধানের জমি সবসময় পানি ধরে রাখতে পারে এবং মাছ অধিক গরমের সময় ঐ সব নালা গর্তে এসে আশ্রয় নিতে পারে। তাছাড়া ধানের জন্য কীটনাশক প্রয়োগের প্রয়োজন হলে মাছগুলোকে এসব গর্ত ও নালাতে নিয়ে আসা সম্ভব হয় এবং মাছ ধরার সময় ও মাছগুলোকে নালা বা গর্তে এনে তারপর ধরা হয়।

See also  ধান ক্ষেতে মাছ চাষ

ধানক্ষেতের মাটির ধরন ও জমির উপর পৃষ্ঠের ধরনের ওপর ভিত্তি করে তিন ধরনের গর্ত বা নালা খনন করা হয়, যেমন-

  1. জমির চতুর্দিকে নালা খনন,
  2. জমির মাঝখানে পুকুর খনন এবং
  3. জমির পাশাপাশি নালা খনন।

জমির যেদিকে ঢালু থাকে সে দিকে এক কোণে গর্ত করা সুবিধাজনক। সাধারণত জমিতে এক বা একাধিক নালা খনন করা উচিত। সাধারণত জমির শতকরা ৪-৬ ভাগের অধিক গর্ত করা উচিত নয়।

ধানের জাত নির্বাচন: সাধারণত প্রায় সকল জাতের ধানের সাথেই মাছ চাষ করা হয় তবে উচ্চ ফলনশীল জাতের যেসব ধান মাঝারি ধরনের লম্বা হয় সেসব ধান মাছ চাষের জন্য অধিক সুবিধাজনক তাছাড়া যেসব জাতের ধানের পানি সহ্য ক্ষমতা বেশি সেগুলোকে নির্বাচন করা উচিত। মাছের সাথে চাষের জন্য ধানের কয়েকটি উপযোগী জাত হলো-আমন মৌসুমের জন্য বি. আর-১১, বি আর-৩ এবং বিআর-৩০ ও বোরো মৌসুমের জন্য বি আর-১৬ এবং বি.আর.-১৪ ইত্যাদি।

(৫) মাছের ব্যবস্থাপনা কলাকৌশল

মাছের উৎপাদন মূলত মাছের ব্যবস্থাপনা ওপর নির্ভরশীল। মাছের ব্যবস্থাপনা কলাকৌশল যত বেশি উন্নত হবে মাছের উৎপাদনও তত বেশি হবে। মাছ ব্যবস্থাপনা কলাকৌশল যত বেশি উন্নত হবে মাছের উৎপাদনও তত বেশি হবে।

মাছ ব্যবস্থাপনা কলাকৌশলের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে প্রদত্ত হলো-

মাছ ছাড়ার আনুপতিক হার: ধান ক্ষেতে মাছ চাষের জন্য সবচেয়ে উপযোগী হলো সর পুঁটি, কমনকার্প মাছ। ধান ক্ষেতে এসব জাতের মাছের একক বা মিশ্র চাষ করা যায়। একক চাষের ক্ষেত্রে প্রতি শতকের জমিতে উল্লিখিত জাতের মাছগুলোর মজুদ ঘনত্ব হলো সরপুটি ২০-২৫ টি এবং কমন কার্প ১০-১৫ টি। অপর পক্ষে মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতকের জমিতে উল্লিখিত জাতের মাছগুলোর মজুদ হলো সরপুটি ১২টি + কমন কার্প ৮টি = মোট ২০টি।

মাছ ছাড়ার সময়: ধান ক্ষেতে মাছ চাষের ক্ষেতে মাছের পোনা ছাড়ার সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ মাছ ছাড়ার জন্য উপযুক্ত সময় অনুযায়ী মাছের পোনা ছাড়া উচিত।

See also  ধান চাষের পদ্ধতি, সমস্যা ও সমাধান

ধানের চারা রোপনের পর পরই মাছ ছাড়া উচিত নয়। কারণ মাছ ছাড়ার জন্য ক্ষেতে ৪.৫ ইঞ্চি পরিমাণ পানি রাখা প্রয়োজন। কিন্তু ঐ পরিমাণ পানি ধানের প্রাথমিক অবস্থায় বেশ ক্ষতিকর কেননা এতে ধানের কুশি কম গজায়। তাই ধানের চারা লাগানোর ১৫-২০ দিন পর যখন ধানের কুশি ছাড়বে তখন ক্ষেতে ৪-৫ ইঞ্চি পানি ঢুকিয়ে তারপর মাছ ছাড়া উচিত।

তবে যদি ধানক্ষেতের সাথেই বড় আকারের গর্ত থাকে তাহলে ধান লাগানোর পূর্বেই ঐ গর্তে মাছ ছাড়া যেতে পারে।

মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ: ধান ক্ষেতে সঠিক সংখ্যায় মাছ ছাড়া হলে সম্পূরক খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। তবে স্বল্প সময়ে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য সম্পূরক খাদ্য প্রয়োগ করা উচিত।

সম্পূরক খাদ্য হিসেবে প্রতিদিন খৈল এবং চালের কুড়া ১ঃ১ অনুপাতে মাছের মোট ওজনের ৩-৫% হারে ধান ক্ষেতে ছিটিয়ে দেয়া যেতে পারে। ধানক্ষেতে মাছের জন্য বৈচিত্র্যময় খাদ্য থাকে, যেমন- শেওলা, ধানের পোকা, ছোট ছোট আগাছা বিভিন্ন পোকার লার্ভা ইত্যাদি খেয়ে মাছ দ্রুত বড় হয়।

মাছের রোগের প্রতিকার: ধানক্ষেতে মাছ চাষ করলে সাধারণত মাছের রোগ হবার সম্ভবনা কম থাকে। কারণ মাছের অধিকাংশ রোগ শীতকালে দেখা যায়। মাছের রোগ হওয়ার মূল সময়টাতে ক্ষেতে সাধারণত ধান থাকে না। তথাপি আমন মৌসুমের শেষে যদি মাছের রোগ বিশেষত ক্ষত রোগ দেখা দেয় তখন মাছগুলোকে গর্তে এনে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করা যেতে পারে। তাতেও মাছের রোগ ভালো না হলে সম্পূর্ণ মাছ ধরে ফেলাই উত্তম।


প্রিয় পাঠক বন্ধু, উপরোক্ত আলেচনার মাধ্যমে আমরা ধান ক্ষেতে মাছ চাষের উপযোগী মাছ কোনটি, ধান ক্ষেতে মাছ চাষের সুবিধা ও প্রয়োজনীয়তা, ধান ও মাছের সমন্বিত চাষ ব্যবস্থাপনা, ধানের ব্যবস্থাপনা কলাকৌশল, মাছের ব্যবস্থাপনা কলাকৌশল, সর্বপরি ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি সম্পর্কে একটা সস্পষ্ট ধারণা অর্জন করলাম।

See also  সমন্বিত মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা

ধান ক্ষেতে নির্দিষ্ট সময় ধরে বর্ষার পানি জমে থাকে যা নিঃসন্দেহে মাছ চাষের জন্য একটি আদর্শ পরিবেশ। ধান ক্ষেতে ব্যবহৃত সার, গোবর ইতাদি, পানি ও মাটির সাথে মিশে প্রাকৃতিক ভাবে খাবার তৈরি করে যা মাছ উৎপাদনের জন্য খুবই উপযোগী।

এই সুযোগকে কাজে লাগিয়ে ধান ক্ষেতে মাছ চাষের প্রযুক্তি ব্যবহার করে একজন চাষী ধান উৎপাদনের সাথে সাথে বাড়তি আয়ও পেতে পারেন।

সেচ সুবিধার আওতাধীন যে সমস্ত ধান জমি রয়েছে সে সকল জমিতে স্বল্প ব্যয়ে এবং স্বল্প পরিশ্রমে ধানের পাশাপাশি মাছ উৎপাদন করা সম্ভব। ধান ক্ষেতে মাছ চাষ প্রযুক্তি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে শুধু অর্থই যোগান দেয় না সেই সাথে তাদের পুষ্টিও নিশ্চিত করে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গলদা চিংড়ির চাষ

গলদা চিংড়ির চাষ

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) গলদা চিংড়ি চাষের জন্য পুকুর নির্বাচন ও প্রস্ততি (২) গলদা চিংড়ির পোনা মজুদ ও মজুদ-পরবর্তী ব্যবস্থাপনা ... Read More
শিং ও মাগুর মাছ চাষ পদ্ধতি

শিং ও মাগুর মাছ চাষ পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) শিং ও মাগুর কোন জাতীয় মাছ? (২) শিং ও মাগুর মাছ চাষের সুবিধা (৩) শিং ও মাগুর মাছের চাষ পদ্ধতি (৪) শিং, মাগুর ও কৈ চাষের সুবিধাসমূহ (৫) কৈ, শিং ও মাগুর মাছ চাষ পদ্ধতি ... Read More
পুকুরের পানির গুণাগুণ নষ্ট হওয়ার কারণ ও শোধন পদ্ধতি

পুকুরের পানির গুণাগুণ নষ্ট হওয়ার কারণ ও শোধন পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: নিচে পুকুরের পানির গুণাগুণ নষ্ট হওয়ার কারণ ও শোধন পদ্ধতি আলোচনা করা হলো- (১) দ্রবীভূত অক্সিজেনের অভাব (২) পুকুরের পানি ঘোলা হওয়া (৩) পুকুরের পানির অম্লত্ব ও ক্ষারত্ব (৪) পানির উপর সবুজ শেওলার স্তর ... Read More
পোনা পরিবহণ পদ্ধতি মাছের পোনা পরিবহন ও মাছ বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থা

পোনা পরিবহণ পদ্ধতি: মাছের পোনা পরিবহন ও মাছ বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছের পোনা পরিবহন কি ও কেন? (২) মাছের পোনা টেকসই বা কন্ডিশনিং পদ্ধতি (৩) সনাতন/প্রাচীন পোনা পরিবহণ পদ্ধতি (৪) আধুনিক পোনা পরিবহণ পদ্ধতি (৫) মাছ বাজারজাতকরণ বা বিপণন পদ্ধতি ... Read More
মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতিতে আধুনিক পদ্ধতির ট্রেনিং

মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতিতে আধুনিক পদ্ধতির ট্রেনিং

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) নতুন পুকুর খনন (২) পুকুরের পাড় ও তলদেশ মেরামত (৩) জলজ আগাছা দমন (৪) রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূরীকরণ (৪) পুকুরে চুন প্রয়োগের মাত্রা ও উপকিারিতা (৫) পুকুরে সার প্রয়োগ (৬) পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা (৭) পুকুরের পানির বিষাক্ততা পরীক্ষা (৮) পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি ... Read More
চিংড়ি চাষে সফল হতে উক্ত চিংড়ি মাছের পরিবহন, সংরক্ষণ/প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পর্কে জানাও জরুরি

চিংড়ি চাষে সফল হতে উক্ত চিংড়ি মাছের পরিবহন, সংরক্ষণ/প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পর্কে জানাও জরুরি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) চিংড়ি চাষে, উক্ত চিংড়ি মাছের পরিবহন (২) চিংড়ি চাষে, উক্ত চিংড়ি মাছের সংরক্ষণ/ প্রক্রিয়াজাতকরণ (৩) চিংড়ি চাষে, চিংড়ি মাছের বাজারজাতকরণ ... Read More
খাঁচায় মাছ চাষ পদ্ধতি

খাঁচায় মাছ চাষ পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: নিম্নে খাঁচায় মাছ চাষ পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো- ... Read More
মাছের খাদ্য ব্যবস্থাপনা

মাছের খাদ্য ব্যবস্থাপনা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছের খাদ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা (২) মাছের খাদ্যের প্রকারভেদ (৩) মাছের প্রাকৃতিক খাদ্য (৪) মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরিকরণ (৫) মাছের পুকুরে খাদ্য সরবরাহ (৬) মাছের খাদ্য প্রয়োগ পদ্ধতি (৭) মাছের খাদ্য স্বভাব ... Read More
কৈ মাছ চাষ পদ্ধতি

কৈ মাছ চাষ পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) কৈ মাছ চাষ পদ্ধতি (২) কৈ মাছের রোগ ব্যবস্থাপনা ... Read More
বাগদা ও গলদা চিংড়ির খাদ্য তালিকা

বাগদা ও গলদা চিংড়ির খাদ্য তালিকা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) বাগদা ও গলদা চিংড়ির প্রাকৃতিক খাদ্য তালিকা (২) বাগদা ও গলদা চিংড়ির সম্পূরক খাদ্য তালিকা (৩) বাগদা ও গলদা চিংড়ির ঘেরে সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি ... Read More