বীজ কি? বীজ কাকে বলে? বীজ কত প্রকার? প্রকৃত বীজ ও অঙ্গজ বীজের পার্থক্য এবং এদের গুরুত্ব

বীজ কি, বীজ কাকে বলে, বীজ কত প্রকার

ফসল উৎপাদনে যে সমস্ত মৌলিক উপকরণ প্রয়োজন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বীজ। বীজ ফলন বৃদ্ধির পাশাপাশি ফসলের মান উন্নয়ন, পোকামাকড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং নির্দিষ্ট ভূ-প্রাকৃতিক অবস্থায় জন্মানোর উপযোগিতা নিয়ন্ত্রণ করে। কাজেই ভালো ফসলের জন্য ভালো মানের বীজ অবশ্যই প্রয়োজন।

বীজ ব্যবহার করে আমরা যেমন বছরের পর বছর ফসল ফলাতে পারি তেমনি কোনো একটি দেশে নতুন ফসল আত্তীকরণ ও সংযোজন করতে পারি। একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং বিভিন্ন ধরণের জীবকৌশল বা বায়োটেকনোলজী প্রয়োগ করে আরো উন্নততর করে তুলতে পারি।

সার্বিক দিক বিবেচনা করে এই আর্টিকেলটিতে বীজ কি, বীজ কাকে বলে, বীজ কত প্রকার, প্রকৃত বীজ ও অঙ্গজ বীজের পার্থক্য এবং এদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

(১) বীজ কি? বীজ কাকে বলে? বীজ কত প্রকার

প্রতিটি উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে বীজ।

বীজ: সাধারণভাবে একটি নতুন উদ্ভিদ জন্মানোর জন্য গাছের যে অংশ ব্যবহার করা হয় তাকেই বীজ বলা হয়। 

চিত্র- ধান বীজ
চিত্র- ধান বীজ

বীজ কত প্রকার: বীজ দুই প্রকার। ১। কৃষিজ বীজ (agronomic seeds) ও ২। উদ্ভিদ তাত্ত্বিক বীজ (Botanical seeds)।

উদ্ভিদতত্ত্ব অনুসারে বীজ কি/কাকে বলে: উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলা হয়। এ রকম বীজকে ফসলের উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ বলে। যেমন- ধান, গম, সরিষা, টমেটো, শিম, ফুলকপি, মরিচ, জাম, কাঁঠাল ইত্যাদি বীজ।

কৃষিতত্ত্ব অনুসারে বীজ কি/কাকে বলে: উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশ পেলে একই রকম নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজ বলে। এ রকম বীজকে বংশ বিস্তারক উপকরণও বলা হয়। যেমন- লিচুর কলম, আমের কলম, আলুর কন্দ, আনারসের মুকুট, কলাগাছের সাকার, কাকরোলের মূল, পাথরকুচি গাছের পাতা, উদ্ভিদতাত্ত্বিক বীজ ইত্যাদি।

See also  শস্য পর্যায় কী? শস্য পর্যায় এর উপকারিতা
চিত্র- রাইজোম (আদা)
চিত্র- রাইজোম (আদা)
চিত্র- স্ফিত কন্দ (আলু)
চিত্র- স্ফিত কন্দ (আলু)
চিত্র- কন্দ (পিঁয়াজ)
চিত্র- কন্দ (পিঁয়াজ)
চিত্র- গুড়িকন্দ (ওলকচু)
চিত্র- গুড়িকন্দ (ওলকচু)

 

চিত্র- কন্দাল মুল (মিষ্টি আলু)
চিত্র- কন্দাল মুল (মিষ্টি আলু)
চিত্র- সাকার (চন্দ্রমল্লিকা)
চিত্র- সাকার (চন্দ্রমল্লিকা)

উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সকল উদ্ভিদ তাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। 

(২) প্রকৃত বীজ ও অঙ্গজ বীজের পার্থক্য

নিচে প্রকৃত বীজ ও অঙ্গজ বীজের মধ্য কিছু পার্থক্য তুলে ধরা হলো-

প্রকৃত বীজঅঙ্গজ বীজ
১। প্রকৃত বীজ হলো নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক।১। অঙ্গজ বীজ হলো গাছের যেম কোন অংশ যা উপযুক্ত পরিবেশে একই রকম নতুন গাছ উৎপন্ন করে।
২। যে সব গাছের অঙ্গজ উপায়ে বংশ বিস্তার সম্ভব নয় সেক্ষেত্রে প্রকৃত বীজই হলো বংশ বিস্তারের একমাত্র উপায়। যেমন- ধান, গম, সরিষা, নারীকেল ইত্যাদি।২। যে সব গাছের প্রকৃত বীজ হয় না সেক্ষেত্রে অঙ্গজ বীজই বংশবিস্তারের একমাত্র উপায়। যেমন- কলা, আনারস, মিষ্টি আলু ইত্যাদি।
৩। প্রকৃত বীজ পরিবহন করা সহজ ও সুবিধাজনক।৩। অঙ্গজ বীজ পরিবহন করা জটিল ও কষ্টসাধ্য।
৪। প্রকৃত বীজ থেকে উৎপন্ন গাছ সাধারণত বেশি কষ্ট সহিষ্ণু হয়।৪। অঙ্গজ বীজ থেকে উৎপন্ন গাছ সাধারণত কম কষ্ট সহিষ্ণু হয়।
৫। প্রকৃত বীজ থেকে চারা উৎপন্ন করা সহজ। ৫। অঙ্গজ উপায়ে চারা উৎপন্ন করতে কারিগরি জ্ঞান ও দক্ষতার প্রয়োজন এবং ব্যায় সপেক্ষ।
৬। প্রকৃত বীজ থেকে উৎপন্ন গাছে মাতৃ-গুণাগুণ ঠিক থাকে না।৬। অঙ্গজ বীজ থেকে উৎপন্ন গাছে মাতৃ-গুণাগুণ ঠিক থাকে।
৭। প্রকৃত বীজ উৎপাদনকারী ফসলে সংকরায়নের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন করা যায়।৭। অঙ্গজবীজ উৎপাদনকারী ফসলে সংকরায়ন করা সম্ভব নয়।

(৩) ফসল বীজের গুরুত্ব

  • ফসল উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান মৌলিক উপকরণ হলো বীজ।
  • ভালো বীজে ভালো ফলন হয়।
  • ভালো মানের বীজ পোকামাকড়, রোগ ও আগাছা বিস্তার রোধ করে।
  • মানুষ ও পশুপাখির খাদ্য হিসেবে ফসল বীজ ব্যবহৃত হয়।
  • ফসল বীজ দ্বারা উদ্ভিদের বংশধারা টিকে থাকে।
  • ফসল বীজ কোনো কোনো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
  • কিছু কিছু ফসল বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
  • বীজ ব্যবসা বেশ লাভজনক।
  • বীজ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়।
  • বীজ খামার করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে।
  • বীজের দ্বারা সামাজিক সম্পর্ক উন্নয়ন করা যায়।
See also  বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি

(৪) বিভিন্ন বংশ বিস্তারক উপকরণ বা অঙ্গজ বীজের গুরুত্ব

ফসল বীজ দ্বারা বেশির ভাগ ফসলের বিস্তার সম্ভবপর হয় না। অনেকক্ষেত্রে ফসল বীজ দ্বারা বংশ বিস্তার সম্ভব হলেও ফলন পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এজন্য জনবহুল কোনো দেশের চাহিদা দ্রুত মেটানোর জন্য বংশ বিস্তারক উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বা অঙ্গজ বীজের বিকল্প নেই।

বংশ বিস্তারক উপকরণ হিসেবে উদ্ভিদের মূল, কান্ড, পাতা, শাখা, কুঁড়ি, শিকড় ইত্যাদি ব্যবহার করার ফলে মাতৃগুণাগুণ অক্ষুন্ন থাকে। একই উদ্ভিদে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়। যেমন- একই কুল গাছে মিষ্টি ও টক কুল এবং একই গোলাপ গাছে লাল, হলুদ, কালো ও সাদা ফুল ফোটানো সম্ভব হয়। কম সময়ে ও অল্প খরচে ফুল ফল পাওয়া যায় এবং বীজবাহিত রোগ থেকে রেহাই পাওয়া যায়। ফলে কৃষিতে বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব অনেক বেশি।

প্রিয় পাঠক বন্ধু, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বীজ কি; বীজ কাকে বলে; বীজ কত প্রকার; প্রকৃত বীজ ও অঙ্গজ বীজের পার্থক্য; ফসল বীজের গুরুত্ব; বিভিন্ন বংশ বিস্তারক উপকরণ বা অঙ্গজ বীজের গুরুত্ব প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারলাম।

ফসল ফলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো বীজ। বীজ দু’রকম হতে পারে, যথা-উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ। নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে উদ্ভিদতাত্ত্বিক বীজ বলা হয়। অপরদিকে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই রকম নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে। সব উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজ হলেও সব কৃষিতাত্ত্বিক বীজ কিন্তু উদ্ভিদতাত্ত্বিক বীজ নয়। ফসল উৎপাদনে ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণের গুরুত্ব অপরিসীম।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শস্য পর্যায় কাকে বলে? শস্য পর্যায় কী? শস্য পর্যায় কত বছর মেয়াদী হয়? শস্য পর্যায় এর উপকারিতা? শস্য পর্যায় এর প্রয়োজনীয়তা এবং শস্য পঞ্জিকা

শস্য পর্যায় কাকে বলে? শস্য পর্যায় কী? শস্য পর্যায় কত বছর মেয়াদী হয়? শস্য পর্যায় এর উপকারিতা? শস্য পর্যায় এর প্রয়োজনীয়তা এবং শস্য পঞ্জিকা

আলোচ্য বিষয়: (১) শস্য পর্যায় কাকে বলে? শস্য পর্যায় কী? (২) শস্য পর্যায় কত বছর মেয়াদী হয়? (৩) শস্য পর্যায় এর উপকারিতা বা শস্য পর্যায় এর প্রয়োজনীয়তা বা সুবিধা (৪) শস্য পর্যায়ের অসুবিধা (৫) শস্য পর্যায়ের নীতিমালা (৬) শস্য পর্যায় অবলম্বনের মৌলনীতি (৭) শস্য পর্যায় সিডিউল তৈরির ধাপসমূহ (৮) শস্য পর্যায় এর একটি নমুনা (৯) কখন শস্য পর্যায় বাস্তবায়ন হয় না? (১০) শস্য পরিকল্পনা (১২) শস্য পঞ্জিকার প্রকারভেদ (১৩) শস্য পঞ্জিকার গুরুত্ব ... Read More
আলু চাষ পদ্ধতি

আলু চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: প্রিয় পাঠক বন্ধু চলুন আমরা আলু চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই- (১) জাত নির্বাচন: (২) জমি নির্বাচন: (৩) জমি তৈরি: (৪) রোপণ সময়: (৫) বীজের পরিমাণ: (৬) বীজ তৈরি: (৭) রোপণ পদ্ধতি: (৮) সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি: (৯) সার প্রয়োগ পদ্ধতি: (১০) সেচ প্রয়োগ: (১১) অন্তবর্তীকালীন পরিচর্যা: (১২) রোগবালাই ও পোকামাকড় দমন: (১৩) ফসল সংগ্ৰহ: (১৪) ফলন: (১৫) আলু সংরক্ষণ: ... Read More
কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে কাঁঠাল চাষে সেচ পদ্ধতি বর্ণনা করা হলো- ... Read More
আমলকি চাষের পদ্ধতি আমলকির গাছ লাগানোর পদ্ধতি ও গাছের পরিচর্যা

আমলকি চাষের পদ্ধতি: আমলকির গাছ লাগানোর পদ্ধতি ও গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) আমলকির পুষ্টিমান ও ঔষধি গুণ (২) আমলকির জাত (৩) আমলকি চাষের পদ্ধতি (৪) আমলকি গাছের পরিচর্যা (৫) আমলকি গাছের রোগ ব্যবস্থাপনা ... Read More
কামরাঙ্গা গাছ চাষ পদ্ধতি

কামরাঙ্গা গাছ চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) কামরাঙ্গার জাত পরিচিতি ও বৈশিষ্ট্য (২) কামরাঙ্গা চাষ পদ্ধতি ও নিয়মসমূহ (৩) কামরাঙ্গা গাছ চাষে রোগ ও পোকা ব্যাবস্থাপনা ... Read More
এ্যাজোলা কি, জৈব সার এ্যাজোলা চাষ পদ্ধতি, ব্যবহারের উপকারিতা ও উৎপাদনের সিমাবদ্ধতা

এ্যাজোলা কি? জৈব সার এ্যাজোলা চাষ পদ্ধতি এবং এ্যাজোলা ব্যবহারের উপকারিতা ও উৎপাদনের সিমাবদ্ধতা

আলোচ্য বিষয়: (১) এ্যাজোলা কি? (২) এ্যাজোলা চাষ পদ্ধতি (৩) এ্যাজোলা ব্যবহারের উপকারিতা ও সিমাবদ্ধতা ... Read More
আদা চাষ পদ্ধতি

আদা চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) আদার জাতের নাম ও তাদের বৈশিষ্ট্য (২) আদা চাষ পদ্ধতি ও কলাকৌশল (৩) আদা চাষে রোগবালাই দমন ব্যবস্থা ... Read More
বাতাবি লেবু চাষ পদ্ধতি

বাতাবি লেবু চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) বাতাবি লেবুর জাত (২) বাতাবি লেবু চাষ পদ্ধতি ... Read More
ভুট্টার চাষ পদ্ধতি, ভুট্টা চাষ কিভাবে করে, সারের পরিমাণ, সার প্রয়োগ, সঠিক সময়, নিয়ম ও ফলন

ভুট্টার চাষ পদ্ধতি: ভুট্টা চাষ কিভাবে করে? ভুট্টা চাষে সারের পরিমাণ, সার প্রয়োগ, সঠিক সময়কাল, নিয়ম ও ফলন

আলোচ্য বিষয়: (১) ভুট্টার চাষ পদ্ধতি: ভুট্টা চাষ কিভাবে করে? (২) ভুট্টা চাষের অন্যন্য নিয়ম (৩) ভুট্টার চাষ পদ্ধতি ও ফলনে রোগ বালাই দমন (৪) মাঠে ভুট্টার অনিষ্টকারী পোকা দমন (৫) গোলাজাত ভুট্টা দানার পোকা দমন ... Read More
তুলা গাছ ও তুলা চাষ পদ্ধতি

তুলা গাছ ও তুলা চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) তুলা গাছ (২) তুলা চাষ পদ্ধতি (৩) তুলা চাষে জিনিং, গাট বাধা, জিওটি, কাউন্ট ও বীজ সংরক্ষণ (৪) তুলার ব্যবহার (৫) তুলা চাষে ক্ষতিকর পোকা ও তার প্রতিকার পদ্ধতি (৬) তুলা চাষে রোগ ও তার দমন পদ্ধতি ... Read More