মাঠ ফসল কি, কাকে বলে? মাঠ ফসল কোনটি? মাঠ ফসলের বৈশিষ্ট্য ও গুরুত্ব

মাঠ ফসল কি, কাকে বলে, মাঠ ফসল কোনটি, মাঠ ফসলের বৈশিষ্ট্য ও গুরুত্ব

(১) মাঠ ফসল কি, কাকে বলে?

এখানে আমরা মাঠ ফসল সম্পর্কে জানব।

মাঠ ফসল কি: যে সমস্ত ফসল বেড়া বিহিন ভাবে বিস্তীর্ণ মাঠে উৎপাদন বা চাষ করা হয় তাই মাঠ ফসল। যেমন,-ধান,গম ভুট্টা ইত্যাদি।

মাঠ ফসল কাকে বলে: যেসব উদ্ভিদের খাদ্য ও আর্থিক ‍উপযোগিতা আছে এবং সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে ব্যাপক পরিসরে উচু-নিচু সব ধরণের জমিতে চাষ করা হয় তাকে মাঠ ফসল বলে। 

(২) মাঠ ফসল কোনটি?

মাঠ ফসলকে ব্যবহারের উপর ভিত্তি করে ছয় ভাগ করা যায়, যথা-

১। দানা ফসল: ধান, গম, ভুট্টা ইত্যাদি।

চিত্র- ধান
চিত্র- ধান

২। ডাল ফসল: মসুর, মুগ, ছোলা, খেসারি ইত্যাদি।

চিত্র- ছোলা
চিত্র- ছোলা

৩। তেল ফসল: সরিষা, তিল, সূর্যমুখী ইত্যাদি।

চিত্র-  সূর্যমুখী
চিত্র-  সূর্যমুখী

৪। আঁশ ফসল: পাট, তুলা, মেস্তা ইত্যাদি।

চিত্র- কার্পাস তুলা
চিত্র- কার্পাস তুলা

৫। চিনি ফসল: আখ, সুগারবিট ইত্যাদি।

চিত্র- সুপারবিট
চিত্র- সুপারবিট

৬। পশুখাদ্য (Fodder crops) ফসল: ফেলন, গিনি, প্যারা, নেপিয়ার ইত্যাদি।

চিত্র- নেপিয়ার ঘাস
চিত্র- নেপিয়ার ঘাস

(৩) মাঠ ফসলের বৈশিষ্ট্য

মাঠ ফসলের বৈশিষ্ট্যসমূহ হলো-

  • প্রতিটি গাছ/চারার  পৃথক পৃথক যত্নের প্রয়োজন হয় না।
  • সাধারণত একসাথে ব্যাপকভাবে চাষ করা হয়।
  • মাঠ ফসলের জমিতে ঘেরা/বেড়া দেওয়ার প্রয়োজন হয় না।
  • সমস্ত মাঠের ফসল একসাথে কর্তন করা যায়।
  • মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা যায়।

(৪) মাঠ ফসলের অর্থনৈতিক গুরুত্ব

মাঠ ফসলের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা উদ্যান ফসল থেকে এদেরকে আলাদা করেছে। বৃহত্তর পরিসরে চাষাবাদ করা হয়। উদ্যান ফসলের মতো নিবিড়ভাবে চাষাবাদের প্রয়োজন হয় না। মানুষ ও পশুর খাদ্যের জন্য চাষ করা হয়। দ্রুত পচনশীল নয়।

মাঠ ফসলের পরিচয় জানার পর, আমরা নিশ্চয় এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে অনুমান করতে পারছি।

মাঠ ফসলের গুরুত্ব হলো-

  • দানা, ডাল ও তেল ফসল আমাদের খাদ্যশস্য ফসল দানা জাতীয় ফসলের মধ্যে ধান, গম, ভুট্টা মানুষের প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
  • ডাল জাতীয় ফসল আমাদের আমিষের চাহিদা মেটায়। বিভিন্ন তেল জাতীয় ফসল থেকে আমরা ভোজ্যতেল পাই।
  • গম, ভুট্টা ও ভাল ফলন পশু, পাখি ও মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। গবাদি পশুর খাদ্যের প্যা গিনি, নেপিয়ার, খেসারি চাষ করা হয়। এগুলো সবুজ অবস্থায় খাওয়ানো হয়। এর ফলে বাণিজ্যিকভাবে শত, পাখি ও মাছ চাষ প্রসার লাভ করেছে।
  • আখ, সুগারবিট থেকে চিনি তৈরি করা হয়। আমাদের দেশে আখচাষিরা চিনি কলে আখ সরবরাহ করে নগন অর্থ পেয়ে থাকেন।
  • আঁশ ফসল থেকে সুতা, কাপড়, দড়ি, বন্ধা, কার্পেট ইত্যাদি তৈরি হয়।
  • আমাদের দেশে আঁশ ফসলের মধ্যে পাট অন্যতম। দেশে-বিদেশে পাট ও পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। পাট ও পাটজাত বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদন পদ্ধতি

পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পিঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতি (২) সরিষার বীজ উৎপাদন পদ্ধতি ... Read More
সরিষা চাষের পদ্ধতি, সময়, সারপ্রয়োগ এবং সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকারসহ

সরিষা চাষের পদ্ধতি, সময়, সারপ্রয়োগ এবং সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকারসহ

আলোচ্য বিষয়: (১) সরিষা চাষের পদ্ধতি, সময় ও সারপ্রয়োগের নিয়মনীতি বর্ণনা (২) সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকার ... Read More
পাতা পেঁয়াজ চাষ পদ্ধতি

পাতা পেঁয়াজ চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পাতা পেঁয়াজ পরিচিতি (২) বারি পাতা পেঁয়াজ-১ এর বৈশিষ্ট্য (৩) পাতা পেঁয়াজ চাষ পদ্ধতি ... Read More
ভুট্টা চাষের পদ্ধতি

ভুট্টা চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ভুট্টা চাষের পদ্ধতি (২) ভুট্টা চাষে পরিচর্যা (৩) ভুট্টা ফসল সংগ্রহ ও ফলন ... Read More
রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য ও রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা

রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য ও রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য (২) রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা ... Read More
গাঁদা ফুলের চাষ পদ্ধতি

গাঁদা ফুলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গাঁদা ফুলের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি (২) গাঁদা ফুলের চাষ পদ্ধতি ... Read More
বালাইনাশক বা পেস্টিসাইড কি, বালাইনাশক কাকে বলে, জৈব, অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি ও

বালাইনাশক বা পেস্টিসাইড কি? বালাইনাশক কাকে বলে? জৈব, অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি ও রাসায়নিক বালাইনাশক ব্যবহারের কুফল

আলোচ্য বিষয়: (১) বালাইনাশক বা পেস্টিসাইড কি? বালাইনাশক কাকে বলে? (২) জৈব ও অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি (৩) রাসায়নিক বালাইনাশক ব্যবহারের কুফল ... Read More
আলুর বীজ উৎপাদন পদ্ধতি ও আলুর বীজ শোধন পদ্ধতি

আলুর বীজ উৎপাদন পদ্ধতি ও আলুর বীজ শোধন পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে উন্নত মানের আলুর বীজ উৎপাদন পদ্ধতি ও আলুর বীজ শোধন পদ্ধতির বর্ণনা করা হলো- ... Read More
টমেটো চাষ পদ্ধতি

টমেটো চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) উচ্চ ফলনশীল টমেটোর জাতের নাম ও পরিচিতি (২) টমেটো চাষ পদ্ধতির বিস্তারিত বর্ণনা (৩) গ্রীষ্ম ও বর্ষায় টমেটো চাষের পদ্ধতি ... Read More
চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি

চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি সহজ ও সংক্ষেপে তুলে ধরা হলো- (১) চন্দ্রমল্লিকা ফুলের জাত (২) চন্দ্রমল্লিকা চাষে জলবায়ু ও মাটি (৩) চন্দ্রমল্লিকা ফুলের চারা উৎপাদন (৪) চন্দ্রমল্লিকা ফুলের চারা রোপন (৫) চন্দ্রমল্লিকা চাষে সারপ্রয়োগ (৬) চন্দ্রমল্লিকার কুড়ি অপসারণ (৭) চন্দ্রমল্লিকার গাছে ঠেক দেওয়া (৮) চন্দ্রমল্লিকা চাষে রোগ ও পোকা দমন (৯) চন্দ্রমল্লিকা ফুল সংগ্রহ ... Read More