সূরা আল-ইনশিকাক: অর্থসহ বাংলা উচ্চারণ

informationbangla.com default featured image compressed

সুরা নং: ৮৪, সুরা নাম: আল-ইনশিকাক (খন্ড-বিখন্ড করণ), অবতরণের স্থান: মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২৫, অবতীর্ণের অনুক্রম: ৮৩।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ [1]
[1] ইযাস্ সামা-য়ুন্ শাকক্বত্।
[1] যখন আকাশ বিদীর্ণ হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ [2]
[2] অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্
[2] আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ [3]
[3] অইযাল্ র্আদুমুদ্দাত্।
[3] আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে।

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ [4]
[4] অআল্ক্বত্ মা-ফীহা-অতাখল্লাত্।
[4] এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ [5]
[5] অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্।
[5] আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ [6]
[6] ইয়া য় আইয়ুহাল্ ইন্সা-নু ইন্নাকা কা-দিহুন্ ইলা-রব্বিকা কাদ্হান্ ফামুলাক্বীহ্।
[6] হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ [7]
[7] ফা আম্মা-মান্ ঊতিয়া কিতা-বাহূ বিইয়ামীনিহী।
[7] অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا [8]
[8] ফাসাওফা ইয়ুহা-সাবু হিসা-বাইঁ ইয়াসীরন।
[8] তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا [9]
[9] অ ইয়ান্ক্বলিবু ইলা-আহ্লিহী মাস্রূর-
[9] আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে।

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ [10]
[10] অ আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূ অর-য়া জোয়াহ্ রিহী।
[10] আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا [11]
[11] ফাসাওফা ইয়াদ্ ঊ’ছুবূরও।
[11] অতঃপর সে ধ্বংস আহবান করতে থাকবে।

See also  সূরা আল ইনফিতার: অর্থসহ বাংলা উচ্চারণ

وَيَصْلَى سَعِيرًا [12]
[12] অ ইয়াছ্লা-সা‘ঈরা-।
[12] আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا [13]
[13] ইন্নাহূ কা-না ফী য় আহ্লিহী মাস্রূরা-।
[13] নিশ্চয় সে তার পরিবার-পরিজনদের মধ্যে আনন্দে ছিল।

إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ [14]
[14] ইন্নাহূ জোয়ান্না আল্লাইঁ ইয়ার্হূ।
[14] নিশ্চয় সে মনে করত যে, সে কখনো ফিরে যাবে না।

بَلَى إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا [15]
[15] বালা য় ইন্না রব্বাহূ কা-না বিহী বাছীরা-।
[15] হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ [16]
[16] ফালা য় উকসিমু বিশ্শাফাক্বি
[16] অতঃপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।

وَاللَّيْلِ وَمَا وَسَقَ [17]
[17] অল্লাইলি অমা-অসাক্ব।
[17] আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার।

وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ [18]
[18] অল্ক্বামারি ইযাত্তাসাক্ব।
[18] আর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়।

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ [19]
[19] লার্তাকাবুন্না ত্বোয়াবাক্বন্ ‘আন্ ত্বোয়াবাক।
[19] অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ [20]
[20] ফামা-লাহুম্ লা-ইয়ুমিনূনা।
[20] অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না?

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ [21]
[21] অইযা-কুরিয়া ‘আলাইহিমুল্ কুরআ-নু লা-ইয়াস্জুদুন্।
[21] আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।

بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ [22]
[22] বালিল্লাযীনা কাফারূ ইয়ুকায্যিবূন্।
[22] বরং কাফিররা অস্বীকার করে

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ [23]
[23] অল্লা-হু আ‘লামু বিমা-ইয়ু‘ঊন্।
[23] আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ [24]
[24] ফাবার্শ্শিহুম্ বি‘আযা-বিন্ আলীমিন্।
[24] অতএব তুমি তাদেরকে যন্ত্রাদায়ক আযাবের সুসংবাদ দাও।

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ [25]
[25] ইল্লাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
[25] কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন প্রতিদান।

See also  surah lahab bangla: সূরা লাহাব বাংলা উচ্চারণ

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ট করে আরবি শিখে নিবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইলম কাকে বলে, ইলম হাছিল করার গুরুত্ব ও ইলমের ফযীলত

ইলম কাকে বলে? ইলম হাছিল করার গুরুত্ব ও ইলমের ফযীলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইলম কাকে বলে? (২) ইলম হাছিল করার গুরুত্ব (৩) ইলমের ফযীলত (৪) ইলম হাছিল করার পদ্ধতি (৫) ইলম হাছিল করার জন্য যা যা শর্ত ও করণীয় ... Read More
ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More
ওযু করার নিয়ম ও ওযু ভঙ্গের কারণ

ওযু করার নিয়ম ও ওযু ভঙ্গের কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ওযুর ফরয, সুন্নাত, মোস্তাহাব ও আদব সমূহ (২) উযুর সব অঙ্গের জন্য প্রযোজ্য মাসায়েল (৩) অযু করার পর দোয়া/ওযুর পরের দোয়া (৪) যে সব কারণে উযু মাকরূহ হয় (উযু ভঙ্গ হয় না তবে ছওয়াব কমে যায়) (৫) যে সব কারণে উযু ভাঙ্গ হয় না (৬) ওযু ভঙ্গের কারণ, কি কি কারনে অযু ভঙ্গ হয়? (৭) মাযূর (অসুস্থ) ব্যক্তির ওযু করার নিয়ম ... Read More
তর্ক পরিহারের মাধ্যমে জান্নাতে ঘর লাভের সুযোগ

তর্ক পরিহারের মাধ্যমে জান্নাতে ঘর লাভের সুযোগ

○ ইসলাম
আলোচ্য বিষয়: একটি হাদিসে আমাদের রাসূল (সা.) তিনি তর্ক-বিতর্ক পরিহার, মিথ্যা বর্জন এবং চরিত্রের সৌন্দর্যের মাধ্যমে জান্নাতে ঘর লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে আমার তর্ক পরিহারের মাধ্যমে জান্নাতে ঘর লাভের সুযোগ সংক্রান্ত হাদিসটি জানব। ... Read More
মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More
ফিকাহ শব্দের অর্থ কি, ফিকাহ ও ফকিহ কাকে বলে, ফিকাহ শাস্ত্রে ব্যবহৃত ২০টি পরিভাষার সংজ্ঞা

ফিকাহ শব্দের অর্থ কি? ফিকাহ ও ফকিহ কাকে বলে? ফিকাহ শাস্ত্রে ব্যবহৃত ২০টি পরিভাষার সংজ্ঞা এবং ফিকাহ শাস্ত্রের সংকলনের পরিপ্রেক্ষিত ও সময়কাল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ফিকাহ শব্দের অর্থ কি? ফিকাহ কাকে বলে? ফকিহ কাকে বলে? (২) ফিকাহ শাস্ত্রে ব্যবহৃত ২০টি পরিভাষার সংজ্ঞা (৩) ফিকাহ শাস্ত্রের সংকলনের পরিপ্রেক্ষিত ও সময়কাল ... Read More
তিলাওয়াত শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার এর গুরুত্ব ও মাহাত্ম্য

তিলাওয়াত শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার? এর গুরুত্ব ও মাহাত্ম্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তিলাওয়াত শব্দের অর্থ কী? (২) তিলাওয়াত কী? (৩) তিলাওয়াত কাকে বলে? (৪) তিলাওয়াত কত প্রকার? (৫) তিলাওয়াত এর গুরুত্ব ও মাহাত্ম্য ... Read More
সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- ... Read More
তাজবিদ কাকে বলে, তাজবিদ শব্দের অর্থ কি

তাজবিদ কাকে বলে? তাজবিদ শব্দের অর্থ কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাজবিদের পরিচয় ক) তাজবিদ শব্দের অর্থ কি? খ) তাজবিদ কাকে বলে? গ) মাখরাজ কাকে বলে? ঘ) সিফাত কাকে বলে? (২) তাজবিদের গুরুত্ব ... Read More
informationbangla.com default featured image compressed

সূরা আল কাওসার: অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা আল কাওসারের অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত নিয়ে আলোচনা করা হলো। ... Read More