হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কীভাবে?
Messenger এর মতোই বর্তমানে বহুল পরিচিত ও জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার, টুইটার, ইন্সটাগ্রাম,টেলিগ্রাম ইত্যাদির মত গণযোগাযোগের মাধ্যম হিসেবে এটিও মানুষের মনে জায়গা করে নিয়েছে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজনের সাথে চ্যাট, ইমেজ পাঠানো,অডিও, ভিডিও কল ইত্যাদি করা যায়। কিন্তু অনেকেই জানে না এটি কীভাবে ডাউনলোড করবে। তাই WhatsApp ডাউনলোড করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।

হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কীভাবে?
স্মার্টফোন দ্বারা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা একদম সহজ। নিম্নের ধাপগুলি অনুসরণ করলে আপনি খুব সহজেই WhatsApp ডাউনলোড করতে পারবেন।
ধাপ – ০১
প্রথমে গুগল প্লে স্টোর থেকে WhatsApp লিখে সার্চ করুন। এরপর প্রথম দিকে আসা WhatsApp Messenger এ ক্লিক করুন।
অথবা নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন।
ধাপ – ০২
এবার WhatsApp সফটওয়্যারটি ওপেন হলে ডাউনলোড করে ইনস্টল করুন।
ধাপ – ০৩
ইনস্টল হয়ে গেলে Open এ ক্লিক করে প্রবেশ করুন। এবার আপনি WhatsApp terms and service এর পেইজ ওপেন হবে। সেখান থেকে “Agree and continue” এ ক্লিক করুন।
ধাপ – ০৫.
এবার Agree তে ক্লিক করার পর Country সিলেক্ট করুন। পরে Phone number দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ধাপ – ০৬
এ ধাপে নতুন পেইজ ওপেন হবে। এখানে Phone Number Verify করতে হবে। বেরিফাই করার জন্য আপনার ফোনে ৬ ডিজিটের একটি কোড আসবে। সেটি কোড বক্সে দিয়ে Verify করুন।
ধাপ – ০৭
তারপর আবার নতুন পেইজ Open হবে। সেখানে আপনার Name দিতে হবে। ব্যাস আপনার WhatsApp Messenger একাউন্ট Create হয়ে গেছে। এবার আপনি ইচ্ছেমত এটি ব্যবহার করতে পারবেন।
তো এ পর্যন্তই থাকলো। আমার এ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।




